নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুয়েল তাজিম

জুয়েল তাজিম

অলস হবেন, তো হতাশা পাবেন। শুরু করুন,শেষ হবেই। সামনে এগোতে থাকুন, পথ কমবেই।

জুয়েল তাজিম › বিস্তারিত পোস্টঃ

একটি জানাজা

২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১২


একটি জানাজা—কিন্তু সেটি যেন শুধু একজন মানুষের বিদায় নয়, বরং একটি জাতির অনুভূতি, বিশ্বাস ও ভালোবাসার বিস্ময়কর বহিঃপ্রকাশ। শুধুমাত্র এই জানাজায় অংশগ্রহণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার পথে ছুটে এসেছে। কেউ এসেছে জেলা শহর থেকে, কেউবা উপজেলা কিংবা প্রত্যন্ত গ্রাম থেকে। যাতায়াতের কষ্ট, সময়ের সীমাবদ্ধতা কিংবা ব্যক্তিগত ব্যস্ততা—কিছুই তাদের এই সম্মিলিত আবেগকে থামাতে পারেনি।

যারা ঢাকায় উপস্থিত হতে পারেনি, তারাও নিজেদের জায়গা থেকে দায়িত্ব পালন করেছে। দেশের প্রায় প্রত্যেকটি জেলা শহর, উপজেলা শহর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে—বিশ্ববিদ্যালয়সহ—গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মুসল্লীর অংশগ্রহণে। আনুমানিক দশ থেকে বারো লক্ষ মানুষ সরাসরি এই জানাজায় অংশ নিয়েছে। অথচ এই বিশাল জনসমুদ্রের মধ্যে হয়তো মাত্র একশ, পাঁচশ কিংবা হাজারখানেক মানুষ ছিলেন তার রক্তের আত্মীয়; বাকিরা সবাই ছিলেন আত্মার আত্মীয়—আদর্শ, সাহস ও ত্যাগের বন্ধনে আবদ্ধ মানুষ।



এই ভালোবাসা কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলেও কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছে। মাত্র এক বছরের ব্যবধানে এমন সম্মান, গ্রহণযোগ্যতা ও ভালোবাসা অর্জন সত্যিই বিরল। আল্লাহু আকবর! এ ঘটনা আবারও প্রমাণ করে দেয়—সম্মান মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা পর্যদুস্ত করেন।

এই সাহসী ও অদম্য বীরের জীবনদর্শন আজ বাংলাদেশের তরুণ সমাজকে গভীরভাবে আন্দোলিত করেছে। তার দৃঢ়তা, নৈতিকতা ও আত্মত্যাগ নতুন প্রজন্মের মনে সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা জাগিয়ে তুলুক—এই কামনাই। ইয়া আল্লাহ, এই আলো আমাদের হৃদয়ে স্থায়ী করে দিন—আ-মী-ন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩১

রাসেল বলেছেন: আল্লাহ হাদির আত্মাকে শান্তিতে রাখুন। আল্লাহ অর্থের প্রতি আমাদের অন্ধত্ব দূর করুন। আল্লাহ এর প্রতি কিভাবে ভরসা রাখতে হবে, তা জানার সামর্থ দান করুন।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৪৬

ঊণকৌটী বলেছেন: বলেছেন: হ্যাঁ তার সাওয়া মাওয়া বাক্য বাণী গুলি বাংলাদেশের পাঠক্রমে অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছি আগামীর বাংলাদেশের শিশুরা হাদীর সাওয়া মাওয়া নিয়ে এইভাবেই এগিয়ে যাক |

৩| ২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: একটা 'ডিম' মেলা হলেও লোকজন দিয়ে ভরে যায়। আর একজন মানুষ মারা গেছে, সেখানে মানুষ আসবে না??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.