নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুয়েল তাজিম

জুয়েল তাজিম

অলস হবেন, তো হতাশা পাবেন। শুরু করুন,শেষ হবেই। সামনে এগোতে থাকুন, পথ কমবেই।

জুয়েল তাজিম › বিস্তারিত পোস্টঃ

আফসোস!

৩১ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

দেশের ইতিহাসে এই প্রথম একজন প্রধান উপদেষ্টা এমন একটি ভাষণ দিলেন—যা উপরিভাগে অনেকের কাছে হাস্যরস, তামাশা বা কৌতুক বলে মনে হয়েছে।
কিন্তু যারা একটু গভীরে তাকানোর চেষ্টা করেছেন, তারা বুঝেছেন—এটি ছিল নিছক ভাষণ নয়, বরং জাতির উদ্দেশে ছুঁড়ে দেওয়া একটি গভীর সংকেতপূর্ণ বার্তা।
দুঃখজনক হলো, আমরা অনেকেই সেই সংকেতটি ধরতে পারিনি।
এই রহস্যের জট খুলে দিতেই এই লেখা।
তিনি বলেছেন—
“প্রধান উপদেষ্টা ব্যস্ত। তার বদলে এসেছে ৩৩২ নম্বর এআই (Artificial Intelligence)।”
এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে একটি কোডওয়ার্ড—
আর সেটি হলো ৩৩২।
সংখ্যা কখনো কখনো কেবল সংখ্যা থাকে না, ইতিহাসের ভার বহন করে।
এই ৩৩২-এর ভেতরে থাকা ৩২ সংখ্যাটি আমাদের অজানা নয়।
৩২ নম্বর বাড়ি—একটি রাজনৈতিক ইতিহাসের প্রতীক, একটি পরিবারের পৈতৃক ঘাঁটি, যেখান থেকে একসময় ক্ষমতার দীর্ঘ ছায়া বিস্তৃত হয়েছিল গোটা রাষ্ট্রের উপর।
কিন্তু তিনি সেই ৩২-এর সাথে আরেকটি ৩ যুক্ত করলেন।
এই অতিরিক্ত তিনটি কী বোঝায়?
চলুন দেখি—
এই ‘৩’ আসলে তিনটি করুণ বাস্তবতার প্রতীক:
১- জুলাই বিপ্লব—
যে বিপ্লব একসময় আশার আলো জ্বালিয়েছিল, আজ তা ইতিহাসের গর্তে তলিয়ে গেছে।
২️- জুলাই সনদ ও সংস্কার—
যা ছিল জাতির প্রত্যাশা, আজ তা একটি বা একাধিক দলের কাছে জিম্মি হয়ে নিঃশব্দে মৃত্যুবরণ করেছে।
৩️- আসন্ন নির্বাচন—
যার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার পথ কার্যত রুদ্ধ হয়ে গেছে।
এবার আবার ফিরে আসি সেই ৩২-তে।
৩২ হলো একটি রাজনৈতিক দলের প্রতীকী পৈতৃক বাড়ি—
যার উত্তরসূরি একসময় ফ্যাসিবাদী শাসনের দায় নিয়ে রাষ্ট্র থেকে প্রাণভয়ে পালিয়েছে।
কিন্তু ভয়ংকর বাস্তবতা হলো—
একই আদলের ফ্যাসিবাদ নতুন মুখোশ পরে আবার গোটা দেশে সক্রিয় হয়ে উঠছে।
এখন প্রশ্ন—
তিনি নিজেকে কেন AI বলে পরিচয় দিলেন?
এর কারণ আরও ভয়াবহ।
Artificial Intelligence নিজের ইচ্ছায় কিছু করে না।
তাকে যেসব কমান্ড দেওয়া হয়, সে কেবল সেগুলোই নির্বিকারভাবে বাস্তবায়ন করে।
ঠিক সেই রকমই—
তিনি আজ একজন জীবিত মানুষরূপী এআই।
নিজস্ব সিদ্ধান্ত, বিবেক কিংবা স্বাধীনতা নয়—
অন্য কেউ বা কোনো গোষ্ঠী তাকে ব্যবহার করছে।
আর তিনি ব্যস্ত রয়েছেন সেই অদৃশ্য শক্তির দেওয়া কমান্ডগুলো নিখুঁতভাবে বাস্তবায়নে।
তিনি তাই “ব্যস্ত”।
ব্যস্ত—কারণ তাকে দিয়ে কাজ করানো হচ্ছে।
সবচেয়ে বেদনাদায়ক সত্য হলো—
এই ব্যস্ততার মূল্য দিচ্ছে রাষ্ট্র, গণতন্ত্র এবং সাধারণ মানুষ।
আফসোস!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.