![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে সে দিন একটু উকি ঝুকি মারতে গিয়া এক হুর পরীর লগে দেখা হইয়া গেল। দিলাম একখানা রিকয়েস্ট পাঠায়া। একসময় তা একসেপ্টও হইল। এখন ধান্দা হইল তার লগে লাইন মারার। তাই প্রথমেই যাহা করিলাম তাহা হইল, তাহার বয়স খানা দেইখা লইলাম। জন্ম ২৫/০৩/১৯৯৮। হুমম, পরী আমার থেইকা ছুডু। তারপর যা করিলাম তা হইল, পরী কি করে তাহা দেখিলাম। কিন্তু তাহা দেখা মাত্রই আমি সজোরে টাস্কায়িত হইলাম। বেডি তো কলেজে পড়ে। তাও আবার সেকেন্ড ইয়ারে।
এরপর আমি যা করিলাম তাহা হইল, উক্ত বেডির বয়স হিসাব করিতে লাগিয়া গেলাম। তার বয়স এখন ১৬। মাথাটা খানিক চক্কর মারিল। সে যেহেতু কলেজের সেকেন্ড ইয়ারে, অতএব ১৪ বছর যাবৎ সে লেখা পড়ায় মননিবেশ করিয়াছে। অর্থাৎ ঐ বেডির বয়স যখন দুই বছর তখন সে লেখা পড়ার সূচনা ঘটাইয়া ছিল।
এখন কি করিব আর ভাবিয়া পাইতাছি না………।।
আহা কি সুন্দরী,
এখন আমি কি করি???
©somewhere in net ltd.