![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি..............
-I LoVe u.........
-মানে??
-মানে, I LoVe U.
- উম!!!
-তুমি?
-জানি না, ভেবে দেখতে হবে।
পরের দিন সকালে প্রাইভেটে দেখা হতেই জিজ্ঞেস করলাম তাকে,
-ভেবেছিলে?
-ইফতি, এটা পসিবল না। আর তাছাড়া তুমি তো সবই জান। আমি ছেলেদের আর বিলিভ করি না।
-সবাই তো আর এক না।
-আমি জানি, তুমি অনেক ভাল ছেলে। কিন্তু তবুও।
-আচ্ছা দেখ। আমি আমার ইচ্ছে জানালাম। এখন বাকিটা তোমার ওপর। আমি প্রেসার ক্রিয়েট করব না।
-হুম। আমরা তো ফ্রেন্ড হিসেবেই ঠিক আছি, তাই না!!
এর পর থেকে সব কিছু নরমালি চলছিল। ওই বিষয়টা নিয়ে আর কখনই কথা বলি নি আমি।
তবে প্রায় ১ মাস পর, প্রাইভেট থেকে বের হতেই পেছন থেকে ডাক পরল.............
-ইফতি, শোন।
-হুম বল।
-তোমার সাথে কিছু কথা ছিল।
-বল।
-আচ্ছা আমি তোমাকে বিলিভ করলে ভুল করব না তো?
-মানে?
-মানে, আমি আর কাউকে বিশ্বাস করে ঠকতে চাই না।
-করে দেখ একবার। আমি তোমার বিশ্বাস রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।
-হুম।
-হুম মানে? তুমি কি রাজি?
-জানি না।
বাসায় চলে আসলাম। কিছুক্ষন পরেই একটা মেসেজ আসল ফোনে..........
"ইফতি, আমার হাতটা শক্ত করে ধরে থেক। আর কখনই ছেড়ে দিবে না।"
মেসেজটা দেখেই অনেক অনেক ভাল লাগছিল। খুব খুব।
সেদিন আর দেখা হল না। মেসেজে কথা হল শুধু। পরের দিন সকালে একটু তাড়াতাড়ি গেলাম প্রাইভেটে।
ও আমার জন্য স্যারের বাসার সামনের মোড়টায় অপেক্ষা করছিল। আমাকে দেখতেই সুন্দর করে ছোট্ট একটা হাসি দিল। সমনে যেতেই ও বলল,
-কেমন আছ?
-হুম ভাল। তুমি?
-আমিও।
তারপর একসাথে হাটতে শুরু করলাম। আমি দেখছিলাম ও খুব লজ্জা পাচ্ছিল।
তারপর আমি নিরবতা ভেঙে বললাম.....
-লজ্জা পাচ্ছ??
-কোই না তো!
-ও। তাহলে চুপ করে আছ যে?
-এমনি। কি বলব!!!
এসব বলতে বলতেই স্যারের বাসায় চলে আসলাম।
ওর সাথে দিনগুলো সত্যিই অনেক সুন্দর কাটে। আসলেই অনেক ভাল ও। কখনই ছেড়ে যাব না ওকে।
।
।
।
।
।
।
।
।
।
।
উপরের সব কথা গুলোই সত্যি হতে পারত, যদি সবার প্রথম লাইনটা বলে ফেলতাম।
কিন্তু কিছু কথা সত্যিই বলা হয়ে ওঠে না।
২| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:২০
০৭ ই মে, ২০১৫ রাত ৮:৪৯
ঝি ঝি পোকার আসর বলেছেন: হুম। কথা গুলো আজও কল্পনার পাতাতেই রয়ে গেছে।
৩| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:৪৫
হাসান মাহবুব বলেছেন: আফসোস!
০৭ ই মে, ২০১৫ রাত ৮:৫০
ঝি ঝি পোকার আসর বলেছেন: আফসোসটা হয়তো আজীবনই থেকে যাবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৫ রাত ৮:০৬
এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।