নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝি ঝি পোকার আসর

আমি লিখি আমার মত করে। ভাল লাগলে আমার সাথেই থাকুন........

ঝি ঝি পোকার আসর › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ১

০৯ ই মে, ২০১৫ রাত ৯:৩১

♥একাকী অসহায়♥

-ঝি ঝি পোকার আসর



যদি হঠাৎ সেদিন

আবার দেখা হয়ে যায়,

যদি চোখে পরে চোখ,

তবে চিনবে কি আমায়?



যদি হঠাৎ শীতের কোন শান্ত সকালে

শিশির হয়ে সবুজ ঘাসের পাতায়,

মিশে থাকি যদি আমি,

তবে তুমি হাঁটবে কি মায়ায় সে ঘাসের বুকে?



যদি হঠাৎ কোন রৌদ্র রূপালী দুপুরে

ক্লান্তি ঘেরা ওই পথের শেষে,

দেখ যদি আমাকে পথ হারা তৃষ্ণার্ত পথিকের বেশে,

লাবন্যময়ী, তবে দেবে কি একটু জল তব তৃষ্ণা মেটাতে?



বর্ষায় ভেজা মেঘলা কোন বিকেলে

যদি দেখ হঠাৎ ঝরতে অঝোর ধারায় আমাকে,

তবে তুমি কি

ভেজাবে নিজেকে সেই মায়া বর্ষণে?



হঠাৎ নেমে এল একা সন্ধ্যা

হয়ে সুরভীত রজনীগন্ধা,

যদি ফুটি তোমার মনের বাগানে,

তবে নেবে কি একটু ঘ্রান তুমি আমার, সেই ক্ষনে?



নিঝুম রাত্রি নামলো

যদি ঘুম ঘুম স্বপ্ন নিয়ে আমি

দেখা দেই তোমার চোখে,

তবে কি তোমার লাল দুটি ঠোঁটে এক চিলতে হাসি ফুটবে?



প্রশ্নের কাথা গুলো সব থাক বহু দূরে,

জানি হারিয়েছি আমি, তোমাকে চিরতরে।

তুমি আসবেনা, দেখবে না, মনে করবে না আমায়,

আমি অপরাধী চোখে চেয়ে ছিলাম তোমার আশায়,

ওই দূরের নিলিমায়।



জানি, আজ আমি শুধু একা,

একাকী অসহায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায়+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.