![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো বন্ধুরা আমি তানভীর কবির,\nআপনাদের সবার সাথে আমি থাকতে চাই, আমি একজন ছাত্র এবং ভালো লাগে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে, নতুন কিছু জানতে এবং যা কিছু জানি তা সবার মাঝে শেয়ার করতে
আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন, আজ আমরা যে টপিক টা নিয়ে আলোচনা করব সেটি হল ফোটশপ এর কিছু চমৎকার ফিচার নিয়ে। প্রযুক্তি বিশ্ব অনেক এগিয়ে গেছে আপনি যে রকম চান ঠিক সে রকম করে করে করতে পারবেন সব কিছু তাই আসুন এরকমি একটা সফটওয়্যার ফটোশপ এর কিছু দারুন ফিচার নিয়ে আলোচনা করি
ছবির কালার পরিবর্তন
প্রথমে আমরা ফটোশপ এর যে ফিচারটি নিয়ে আলোচনা করব সেটি হল আপনার ছবির কালার পরিবর্তন। এটা করতে আপনাকে কিছু কাজ করতে হবে যেমন আপনি আপনার কম্পিউটারে ফোটশপ ওপেন করুন তারপর যে কোন একটা পিকচার নিয়ে লেয়ার অপশন এ গিয়ে নতুন একটি লেয়ার নির্বাচন করুন তারপর লেয়ার প্যালেট থেকে হিউ করে নিন তারপর ব্রাশ টুল দিয়ে কালার বক্স থেকে আপনার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নিন। এবার যে ছবিটার যে স্থানের কালার পরিবর্তন করতে চান সেখানে ব্রাশ টুল দিয়ে কাজ করে আপনার মনের মত করে ছবির কালার পরিবর্তন করতে পারবেন তার পর ছবিটা সেভবাটন প্রেস করে সেভ করে নিন
ছবি ক্রপ করা
ছবি ক্রপ করা বলতে আমারা ফোটশপে দেখি আপনার ইচ্ছা মত ছবি এখানে এনে ছোট বড় করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে তাহলো আপনাকে একটি পিকচার এখানে এনে আপনার সফটওয়্যার এর টুলবারের বাম দিকে দেখবেন ক্রপ টুল আছে তারপর আপনি আপনার ইচ্ছা মত করে ছবি ছোট বড় ছবির কোয়ালিটি পরিবর্তন করতে পারবেন সব কিছু হয়ে গেলে সেভ করে আপনি ছবিটা কাজে লাগাতে পারবেন
ভিজিটিং কার্ড ডিজাইন
বর্তমান সময়ে আপনি যদি কোন কাজ করেন তাহলে আপনার একটি ভিজিটিং কার্ড না থাকে তাহলে আপনি আপনার পরিচয় দিতে পারবেন না সব জায়গাতে, এজন্য আপনার একটি ভিজিটিং কার্ড থাকলে খুব ভালো হয়। এই ভিজিটিং কার্ড আপনি অনেক ধরনের ডিজাইন করে করতে পারেন এবং আপনি যে রকম চাবেন ঠিক স রকম ভাবে করে দিবে
তো বন্ধুরা আজ আর নয় আশা করি আগামিতে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
©somewhere in net ltd.