নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার

নিজে জানতে চাই অপর কে জানাতে চাই

তানভীর কবির

হ্যালো বন্ধুরা আমি তানভীর কবির,\nআপনাদের সবার সাথে আমি থাকতে চাই, আমি একজন ছাত্র এবং ভালো লাগে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে, নতুন কিছু জানতে এবং যা কিছু জানি তা সবার মাঝে শেয়ার করতে

তানভীর কবির › বিস্তারিত পোস্টঃ

গুগলের বিশেষভাবে রোবট নির্মিত গাড়ি পাবলিক রাস্তায় পরীক্ষা মূলকভাবে চালানো শুরু করল

১৭ ই মে, ২০১৫ রাত ৯:৩৫

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন, আজ আপনাদের সামনে একটা দারুন প্রযুক্তির খবর নিয়ে হাজির হয়েছি। প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের চমৎকার উদ্ভাবন দিয়ে সব সময় দুনিয়াকে অবাক করে দিয়েছে। এর ধারাবাহিকতার অংশ হিসাবে গুগল এবার সবার জন্য নিয়ে এলো রোবট নির্মিত কার। তো চলুন আজ আমরা গুগলের রোবট নির্মিত গাড়ি নিয়ে কিছু কথা জেনে আসি
এই গ্রীষ্মে নিজে ড্রাইভিং করতে পারে এমন কিছু গাড়ী মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়ার রাস্তায় পরীক্ষা মূলক ভাবে চালানো শুরু হবে যেটা সার্চ জায়ান্ট গুগল এর উপর ভিত্তি করে পরিচালিত হবে
এখন আগের চেয়ে ছোট গাড়ী গুলো সহজে ট্রাফিক জ্যাম এ আটকে যায়না এবং সব গাড়ীর যেমন ট্রাফিক জ্যাম এ পরলে সমস্যার ভিতর পড়ে গুগল রোবট কার জ্যাম পরলে তেমন কোন সমস্যা হয় না
গুগল নিজের মালিকানাধীন রোবট চালিত কার গুলো পরীক্ষা মূলক ভাবে পাবলিক রাস্তায় চালানো শুরু করে। আগের সব মডেল গুলো থেকে ভিন্ন ভাবে কিছু উপস্থাপন করেছে এবার গুগল এই গাড়ীতে
এই রোবট কারটি যদি কোন সময় কোন সমস্যায় পড়ে তাহলে এমনিতেই ঠিক হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে
উপরের ফিচার গুলো ছাড়া দারুন সব ফিচার দিয়ে প্রযুক্তি জায়ান্ট গুগল কারটি তৈরি করেছে গুগল আশা করি সবার নজর কারবে কারটি। তো বন্ধুরা আজ আর নয় আশা করি আগামিতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন
ধন্যবাদ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ রাত ১১:০৯

রাখালছেলে বলেছেন: জেনে ভাল লাগল । বাংলাদেশে কবে আসবে বলতে পারেন । আমিও একখান কিনবার চাই । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.