নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার

নিজে জানতে চাই অপর কে জানাতে চাই

তানভীর কবির

হ্যালো বন্ধুরা আমি তানভীর কবির,\nআপনাদের সবার সাথে আমি থাকতে চাই, আমি একজন ছাত্র এবং ভালো লাগে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে, নতুন কিছু জানতে এবং যা কিছু জানি তা সবার মাঝে শেয়ার করতে

তানভীর কবির › বিস্তারিত পোস্টঃ

চলুন দেখি অ্যাপল টিভির চমৎকার কিছু ফিচার

১৯ শে মে, ২০১৫ রাত ১১:৩০

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন, আজ আপনাদের সামনে চমৎকার একটি টেলিভিশন এর সাথে পরিচয় করিয়ে দিব। হ্যাঁ এটি হল অ্যাপল টিভি এই টেলিভিশন এ আছে বেশ কিছু উন্নত ধরনের প্রযুক্তি যেটা দেখলে আপনার চোখ ধাঁদিয়ে যাবে। তো চলুন বন্ধুরা দেখি অ্যাপল টিভির চমৎকার সব ফিচার গুলো
অ্যাপল টিভি
হ্যাঁ বন্ধুরা এখন আমরা অ্যাপল টেলিভিশন এর চমৎকার সব ফিচার গুলো আপনাদের সামনে আলোচনা করব, অ্যাপল টিভি একটি ডিজিটাল মিডিয়া প্লেয়ার এবং একটি মাইক্রোকনসোল যেটা উদ্ভাবন এবং বাজারজাত করেছে অ্যাপল ইনকর্পোরেটেড এটি একটি ছোট নেটওয়ার্কের ইলেকট্রনিক ও এন্টারটেইনমেন্ট ডিভাইস যেটা রিসিভ করে ডিজিটাল তথ্য একটি নম্বরের উৎস থেকে যেটা আপনার বিনোদন দিতে সক্ষম আপনার টিভির পর্দায়। তৃতীয় প্রজন্মের অ্যাপল টিভি বাজারে আসে ২০১২ সালের ৭ ই মার্চ আগের থেকে আরো উচ্চ হাই রেজুলেশন এর পিকচার দিয়ে এটা তৈরি করা (১০৮০p) অ্যাপল টিভি একটি HDMI-সম্মত উৎস ডিভাইস যেটা সংযুক্ত একটি উন্নত-ডেফিনিশন বা উচ্চ ডেফিনিশনের একটি ওয়াইডস্ক্রিন টেলিভিশন। এই ডিভাইসে কোন সমন্বিত নিয়ন্ত্রণ নাই শুধুমাত্র বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায় শুধু মাত্র রিমোট দিয়ে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি চাইলে অ্যাপল অ্যাপস স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন যেটা আপনি আইফোন, আইপড টাচ এ ব্যাবহার করতে পারেন।
হ্যাঁ বন্ধুরা এবার চলুন অ্যাপল টিভি সম্পর্কে আরো কিছু বিশদ তথ্য জানি
প্রস্তুতকারক : অ্যাপল ইনকর্পোরেটেড
প্রকার: সেট-টপ বক্স
রিলিজ তারিখ: ১ম ( ৯ জানুয়ারী ২০০৭), ২য় ( ১ সেপ্টেম্বর ২০১০ ), ৩য় (৭ মার্চ ২০১২ )
মূল্য: $69
অপারেটিং সিস্টেম: iOS 8.3
সিপিইউ: অ্যাপল A5
মেমরিঃ 512 মেগাবাইট
স্টোরেজঃ 40/160 গিগাবাইট
ইনপুটঃ অ্যাপল ওয়্যারলেস কীবোর্ড, অ্যাপল রিমোট, আইপড টাচ
কানেক্টিভিটিঃ ব্লুটুথ, ওয়াই ফাই
তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে অ্যাপল টিভিটি ভালো লাগবে ব্যাবহারের দিক দিয়ে, অনেক ধরনের সুবিধা সম্বলিত এই টিভি সবার নজর। আজ আর নয় আশা করি আগামিতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন
ধন্যবাদ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৫ সকাল ৯:৪১

রাঘব বোয়াল বলেছেন: সনি কিইনা তাইলে কি ভুল করিলাম ????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.