নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়007

আমি চির দূর্বীণিত নৃশংস

ঝড়007 › বিস্তারিত পোস্টঃ

এক্সক্লুসিভ আর্জেন্টিনা বনাম ব্রাজিলঃ

১০ ই জুন, ২০১২ দুপুর ১:৫৫



**মুখোমুখি ম্যাচ----আর্জনেটিনা জয় 35---ব্রাজিল জয় 34--ড্র ২৪

**আর্জেন্টিনা 148 গোল, ব্রাজিল 142 গোল,গোল পার্থক্য আর্জেন্টিনা (+6)

**আর্জেন্টিনার বড় জয়ঃ ৬-১ (বুয়েন্স আইরিস) এবং ৫-১ (রিও ডি জেনেরিও)

**ব্রাজিলের বড় জয়ঃ ৬-২ (রিও ডি জেনেরিও) এবং ৪-১ (বুয়েন্স আইরিস)

**প্রধান শিরোপা সংখ্যাঃ আর্জেন্টিনার শিরোপা ২৬টি, ব্রাজিলের শিরোপা ২৪টি

(বিশ্বকাপ,অলিম্পিক গোল্ড,কোপা আমেরিকা।কনফেডারেশন কাপ,অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ,অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ)

**দুদেশের ক্লাব একত্রে খেলে এমন ক্লাব পর্যায়ে সাফল্যঃ আর্জেন্টাইন ক্লাব জিতেছে ৬২টি টাইটেল, ব্রাজিলিয়ান ক্লাব জিতেছে ৪৯টি শিরোপা।

**আর্জেন্টিনার সেরা ক্লাবঃ ইন্ডিপিয়েন্ডেন্ট (৭টি কোপা লিভারতোদেস এবং ২টি ইন্টারকন্টিনেন্টাল কাপ)

বোকা জুনিয়রস (৬টি লিবার্তোদেস এবং ৩টি ইন্টারকন্টিনেন্টাল)

**ব্রাজিলের সেরা ক্লাবঃ সাও পাওলো (৩টি লিবার্তোদেস,২টি ইন্টারকন্টিনেন্টাল)

সান্তোস (৩টি লিবার্তোদেস এবং ২টি ইন্টারকন্টিনেন্টাল)

**আর্জেন্টিনার সেরা খেলোয়াড়ঃ ম্যারাডোনা(অ্যাটাকিং মিডফিল্ডার) ম্যাচ প্রতি .৫২৬ গোল

**ব্রাজিলের সেরা খেলোয়াড়ঃ পেলে(ফরোয়ার্ড) ম্যাচ প্রতি .৯৩৯ গোল

**সর্বশেষ অনলাইন জরিফঃ ম্যারাডোনা ৫৩.৬% ভোট, পেলে ১৮.৫৩% ভোট

**ফিফা শতাব্দীর সেরা গোলঃ ১ এবং ৪ নাম্বারে আছে ম্যারাডোনার ২টি গোল, আর ২ নং এ আছে পেলের গোল।

**ইউরোপে সবচেয়ে বেশি ফুটবলার এক্সপোর্ট করেঃ আর্জেন্টিনা ১৭১৬ প্লেয়ার,

ব্রাজিলে ১৪৪৩ প্লেয়ার রপ্তানি করে।(সেরা লিগগুলোতে)



(প্রতিটা লাইন মন দিয়ে পড়ুন এবং বিচার করুন বিশ্বফুটবল কে শাসন করে)সংগ্রহ..প্রথম আলো.

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১২ দুপুর ২:১৮

ShusthoChinta বলেছেন: হেঃ! বিশ্বকাপ কে কয়বার জিতছে কৈতারেন? সবগুলা বিশ্বকাপে কারা খেলছে জানেন? ব্রাজিল কতবার বিশ্বকাপ রানার্সিআপ জানেন? রিসেন্ট ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচগুলোতে কে কয়টা জিতছে কৈতারেন?

২| ১০ ই জুন, ২০১২ দুপুর ২:২০

ক্লান্ত জীবন বলেছেন: কিছু ব্যাপার আপনি এড়িয়ে গিয়েছেন, সচেতনভাবে কি না জানিনা।

কে বেশি বার বিশ্বকাপ জিতেছে?
কারা বেশিদিন র‍্যাংকিং এ শীর্ষে ছিল?
কোন দলে কিংবদন্তি খেলোয়াড় বেশি? (দয়া করে হিগুএন, নেইমার, কাকা এদের কে ধরবেন না, কিংবদন্তির উদাহরন ম্যারাডনা, পেলে, মেসি, রোনালদ, সক্রেতিস, জিকো, ভাভা, গারিঞ্চা, ইত্যাদি)

আমি ব্রাজিল আর্জেন্টিনা কোনটারই সাপোর্টার না।

৩| ১০ ই জুন, ২০১২ দুপুর ২:২২

ক্লান্ত জীবন বলেছেন: ShusthoChinta বলেছেন: হেঃ! বিশ্বকাপ কে কয়বার জিতছে কৈতারেন? সবগুলা বিশ্বকাপে কারা খেলছে জানেন? ব্রাজিল কতবার বিশ্বকাপ রানার্সিআপ জানেন? রিসেন্ট ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচগুলোতে কে কয়টা জিতছে কৈতারেন?

সহমত। এইগুলর উত্তর ও নাদিলে বুঝব কিভাবে যে কারা সেরা।

৪| ১০ ই জুন, ২০১২ দুপুর ২:২৫

ক্লান্ত জীবন বলেছেন: ভালো কথা, এইটা জানেন তো যে মিথ্যা তিন প্রকার?
মিথ্যা, ডাহা মিথ্যা এবং পরিসংখ্যান?

৫| ১০ ই জুন, ২০১২ দুপুর ২:৩৭

ইমানুয়েল বলেছেন: brazilian ra kosto paiteche.. Ahale.. Chuk chuk..

৬| ১০ ই জুন, ২০১২ দুপুর ২:৪১

প্রকৌশলী আতিক বলেছেন: ইমানুয়েল বলেছেন: ব্রা জিলিয়ান রা কষ্ট পাইতাছে, আহালে..চুক চুক :P :P =p~ =p~

৭| ১০ ই জুন, ২০১২ দুপুর ২:৫৪

ShusthoChinta বলেছেন: ব্রাজিলের অন্তত চারটা গোল্ডেন জেনারেশনের উল্লেখ করা যায় যার তুলনায় আর্জেন্টিনার কিছুই নাই! ১.পেলে-ভাভা-গ্যারিঞ্চা ২.জিকো-সক্রেটিস-ফ্যালকাও ৩.রোনাল্ডো-রিভাল্ডো-রোনাল্ডিনহো ৪.কাকা-রবিনহো-নেইমার। এখন এই চার জেনারেশনের সাথে তুলনা করতে গেলে ব্রাজিলের সেকন্ড জেনারেশনের জিকো সক্রেটিসদের সাথে একমাত্র একা ম্যারাডোনাকে পাওয়া যায় এবং রবিনহো নেইমারদের সাথে মেসি-আগুয়েরা,আর বাকিগুলার কথা কি বলবো? আসলে কোন তুলনাই হয়না!

৮| ১০ ই জুন, ২০১২ বিকাল ৩:২৭

জাহিদুল হাসান রাফি বলেছেন: @ Shusth- আমিও আপনার সাথে একমত। আসলে কোন তুলনাই হয় না।
@লেখক- অনেক কিছু এড়িয়ে গেছেন আপনি। দর্শকদের ভোটে নির্বাচিত সর্বকালের সেরা দল হিসাবে বিবেচিত ব্রাজিল '৭০ বিশ্বকাপ জয়ী "পেলে-ভাভা-গ্যারিঞ্চা" দল।

৯| ১০ ই জুন, ২০১২ বিকাল ৩:৩৮

কাউসার রুশো বলেছেন: টিনা টিনা আর্জেন্টিনা !:#P !:#P :) :D

১০| ১০ ই জুন, ২০১২ বিকাল ৩:৫৬

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: খেক খেক.....চরম হইছে.......চালায়ে যান.....আলুপোড়া খাইতে খুব ভালা লাগে... ;)

১১| ১০ ই জুন, ২০১২ বিকাল ৫:০৫

শিবলী১২৩ বলেছেন: মেসির লাথিতে পেন্টি জয়ী ব্রা-জিলের ছ্যাড়াভ্যারা হবার ব্যাপারটা আসলে বেচারা ছাপুটাররা কেন যেন কোন ভাবেই মেনে নিতে পারতেছে না। আর কিছু না পাইরা শেষে ডেস্টিনি ভোদাইদের মত স্ট্যাটিসটিক্স দেখানো শুরু করছে। ব্রা -ছাপুটাররা স্ট্যাটিসটিক্স নিয়াই পইরা থাকবে, আমাদের মেসি-হিগুয়েইন-আগুয়েরো-টেভেজ রা একের পর এক ইতিহাস তৈরী করে যেতেই থাকবে ;) ;) ;) ;)

১২| ১০ ই জুন, ২০১২ বিকাল ৫:১৪

শিবলী১২৩ বলেছেন: সুস্থ চিন্তা আর ক্লান্ত জেবনের কমেন্টগুলা পইরা বেচারাদের মাথায় হাত বুলাইইয়া শান্তনা দেওয়া ছাড়া আর কিছুই করনের নাই।


তাদের ভাবটা এমন, যেন নিজের চউক্ষে সক্রেটিস মক্রেটিস ,গারিঞ্ছা ধইঞ্ছা দের খেলা দেখছে, এল্লেইগা ব্রা-জিল সাপোর্ট করে।

শোনেন ভাই, আমরা ৭০ তে জন্মাই নাই, অই পেলে মেলেরেও খেলতে দেখি নাই। আমরা আর্জেন্টিনার প্লেয়ারদের নিজ চোখে খেলতে দেখছি, দেখতাছি তারা কেমনে কেমনে পুরা ইউরোপ ফুটবল মাতাইয়া ফালাইতাছে।আর এই কারনেই আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। আপনারা আপনাদের ইতিহাস নিয়া পইরা থাকেন, এই জেনারেশনের আর এক জেনারেশন পরে হ্যাজাক বাত্তি দিয়া ব্রা-ছাপুটার খুজে বের করতে হবে ;)

১৩| ১০ ই জুন, ২০১২ রাত ৯:৩৬

ক্লান্ত জীবন বলেছেন: শিবলী১২৩ বলেছেন আর কিছু না পাইরা শেষে ডেস্টিনি ভোদাইদের মত স্ট্যাটিসটিক্স দেখানো শুরু করছে

ভাই, আপনার বুদ্ধিরে সালাম। স্ট্যাটিস্টিকস দেখাইয়া এই পোস্ট দিয়াছে আপনার ই মত এক আর্জেন্টাইন সমর্থক। এখন স্ট্যাটিস্টিকস যারা দেখায় তারা কি তা যখন বলেই দিয়েছেন, আমি আর কি বলব। শুধু বুঝলাম যে আপনি কি?
যাই হোক, আমি ব্রাজিলের সমর্থক নই, আমার একটা পোস্ট আছে। দেখলে গত বিশ্বকাপে ৪ টা, মানে পুরা এক হালি খাইয়া মারা যাওয়ার দুক্ষুটা আবার চাগাইয়া উঠবে।

১৪| ১০ ই জুন, ২০১২ রাত ১০:৫০

শিবলী১২৩ বলেছেন: @ক্লান্ত জেবন, ভাইজান, শেষ পর্যন্ত নদীতে গিয়াই পরবেন সেইটা তো বহুত আগেই জানতাম। অই যে কইলাম, টিপিক্যাল ব্রা-ছাপুটার, ইতিহাস লইয়া পইরা থাকে।কইতে না কইতে আবার ইতিহাস লইয়া ল্যাদাইতেছেন। তাইলে তো আমিও কইতে পারি ৯৮ এর ফাইনাল আর ২০০৬ এর সেমিফাইনালের কথা, আহা কি উষ্টাটাই না খাইছিল আপ্নাদের ব্রাজিল, সেই ছাল এখনো উঠে নাই দেইখাই তো পেন্টি জয়ী ব্রা-জিলের এখনো আর ওয়ার্ল্ড কাপ পাওয়া হইতেছে না।খালি বড় বড় কথা ;)

১৫| ১১ ই জুন, ২০১২ দুপুর ২:৫২

ক্লান্ত জীবন বলেছেন: শিবলী সাহেব, আপনার সাথে কথা বোলতে রুচি হয়না রে ভাই। নেন, তালগাছ আপনারেই দিলাম।

১৬| ১১ ই জুন, ২০১২ বিকাল ৩:২৮

শিবলী১২৩ বলেছেন: উচিত কথা কলে আব্বায় বেজার ;)

১৭| ১১ ই জুন, ২০১২ রাত ৯:৫৬

ShusthoChinta বলেছেন: @শিবলি মিয়া,সত্তরের দরকার নাই ৯৪,৯৮,২০০২ এর বিশ্বকাপ ঘুইরা আইসেন গা,(নাকি তাও দেখেন নাই মায়ের প্যাটে আছিলেন? এতটা নাদান হৈলে অবশ্য মাফ করা যায়) তারপর দেখি মুখে কথা থাকে কিনা! এই সাহসটুকু না থাকলে এক কাম করেন,ব্রাজিল আর্জেন্টিনার একদম রিসেন্ট দশটা ম্যাচের রেজাল্ট আর পরিসংখ্যান নিয়া আসেন,দেখি কতখানি হেডম! এক বালের ম্যারাডোনা আর মেসিরে নিয়াই যাদের জীবন তাদের আবার ফটর ফটর!! ঐ ফটর লটর নিয়াই থাকেন,আর তো কিছু করার নাই আপনাদের!

১৮| ১২ ই জুন, ২০১২ রাত ২:৫০

শিবলী১২৩ বলেছেন: @সুস্থ চিন্তা, ভাইযান, ব্রাজিল আর্জেন্টিনা রেজাল্ট তো উপরেই দেওয়া আছে। ৯৮ এর বিশ্বকাপের কথা কইতাছেন? ঘার ধাক্কাটা কে যেন কাকে দিয়েছিল সেবার???? ২০০২ এর টিমটা ব্রাজিলের ইতিহাসে অন্যতম সেরা টীম সেটা তো অস্বীকার করার কিছু নাই। আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলের অর্জনও অনেক বেশী। তাহলে আর্জেন্টিনা একটূ ভালো খেললে ব্রাছাপুটারদের এত জ্বলে কেন =p~ =p~ =p~


উত্তর একটাই, সেই দিন কি আর আছে?? ব্রা আজ পথের ভিখারী, একারেনই আর্জেন্টাইনদের রমরমা দেইখা আপনাদের জ্বলে। একটূ খেয়াল কইরা দেইখেন, ইউরোপিয়ান ফুটবলে রাজত্বটা কাদের? টপ স্কোরারদের মধ্যে ব্রাজিলিয়ানদের টিকিটাও দেখা যাচ্ছে না গত আধা ডজন বছর হলো। তাহলে কি ব্রাজিলটা সাপোর্ট করবো তাদের পেন্টিগুলা দেখে?

শোনেন, মানুষ তাদের খেলাই পছন্দ করবে যাদেরকে রেগুলার মাঠে দেখা যাবে। ব্রাজিলের একমাত্র আলভেজ ছাড়া তো আরেকটারেও সারাবছর মাঠে দেখা যায় না।পোলাপান কি দেইখা তাহলে ব্রাজিল সাপোর্ট করবে? পাঁচবারের ইতিহাস দেইখা????

ইতিহাসকে পশ্চাদ্দেশের সঙ্গী করে রাখলে ব্রাজিলের অবস্থা আজকের লিভারপুলের মতনই হইবো। ভালো কথা লিভারপুল চিনেন তো??আপ্নাদের মত ওদের চামড়া অনেক মোটা ছিল, আর নাক ছিল উচা, কারন ওদের আছিল অনেক বড় (!) ইতিহাস। আইজ লিভারপুল RIP

ওই একই জমিদারি গরম লইয়া বইসা থাকে দেইখাই ব্রাজিলের প্লেয়াররা এক ক্লাব থেকে আরেক ক্লাবে ঘার থাক্কা খায় ক্রমাগত বাজে পারফর্মেন্সের কারণে। আর আর্জেন্টাইনরা একের পর এক গোল করে পুরা সিজন জমাইয়া রাখে। কাজেই আর কপচাইতে আইসেন না, ইতিহাস লইয়া বিছানায় ঘুমান, আর আমরা সবাই হিগুয়েইন, আগুয়েরো, জাবালেতা, এঞ্জেল, মাসচেরানো, মেসিদের খেলা দেইখা মৌজ করি B-)) B-)) B-))

১৯| ১২ ই জুন, ২০১২ রাত ৩:১৯

নষ্ট ছেলে বলেছেন: গত বিশ্বকাপে জার্মানী আর্জেন্টিনারে যেভাবে ধর্ষণ করছে! আহ্‌হা মনে হইলে আজও গা শিউরে উঠে ;)

২০| ১২ ই জুন, ২০১২ রাত ৩:৪৫

শিবলী১২৩ বলেছেন: ৯৮ আর ০২ তে ফ্রান্স যেভাবে ব্রাজিলকে পুঁ&কি মারা দিয়েছে সেইটা মনে পড়লে আজো মায়া হয়।চু চু চু, পেন্টি থেইকা বেচারারা আর উঠতেই পারতেছে না

২১| ১২ ই জুন, ২০১২ ভোর ৪:০২

নষ্ট ছেলে বলেছেন: গত দুই দশকে ব্রাজিল দুইবার বিশ্বকাপ জিতছে একবার রানার্স আপ হইছে, আর কি দরকার!
আহরে আজ কালকার জেনারেশন আর্জেন্টিনারে একটা কাপ (এমনকি কোপা আমেরিকাও না) জিততেও দেখলো না :( বড় কষ্ট লাগে তাগো লাইগা!
বাপ চাচারে আর্জেন্টিনা করছে তাই দেইখা পুলাপাইনও কর্তাছে.......
ছাগলের তিন নাম্বার বাচ্চার মত অবস্থা LOL

২২| ১২ ই জুন, ২০১২ ভোর ৪:০৬

ওবায়েদুল আকবর বলেছেন: @শিবলি১২৩, হিজরান্টিনার সাপোর্ট করতে করতে টাল হইয়া গেছে। তাই কি কয় নিজেও বুঝতেছেনা। আমি শিউর কাইলকে একটা ফ্রেশ ঘুম দইয়া উইঠ্ঠা নিজের মন্তব্যে নিজেই লজ্জা পাইব।

২৩| ১২ ই জুন, ২০১২ ভোর ৪:২৫

ওবায়েদুল আকবর বলেছেন: পৃথিবীর দুইটা দেশে ব্যাক্তি পূজা চলে। একটা হইল ভারত আর একটা হইল হিজরান্টিনা। টিম গেম কি জিনিস হালারা জীবনেও বুঝলনা। ভারতে ব্যাটিং পিচে শচিনরে ব্যাটিং দেও তেমনি হিজরান্টিনায় ম্যারাডোনা- মেসিরে পাস দাও। এছাড়া আর কোন কৌশল খাটায় ওরা। ৮৬ সালে বুরুচাগা, প্যাসারেলা, বাতিস্তা, বোচিনির মত প্লেয়ার থাকলেও এক ম্যারাডোনা নিয়াই ওরা লাফায়। নিজেগোসতারগো নিজেরা ছোট করলে আমরা কি করতে পারি?

আর একটা বিষয় দেখেন শিবলি ভাইয়ের মতে সেরা প্লেয়াররা হিজরান্টিনায় খেলে। প্রতিটা বিশ্বকাপের আগেই শুনি হিজরান্টিনা টিম সেরা কিন্তু মাঠের খেলায় ওগো একটা পীর খুইজ্জা বাইর করা লাগবোই। ৯৮ এ ফাল পারছে ওরর্তেগারে নিয়া, ২০০২ এ আইমার, ২০০৬ এ রিকেলমে আর এখন তো মেসি। বাকিরা খেলাই পারেনা এইসব পীরেরাই খেলে। এর চেয়ে ব্রাজিল অনেক ভালো। বার্সেলোনায় পীরের মত খেলছে রোনাল্দিনহো কিন্তু জাতীয় দলে কোনভাবেই এককভাবে রোনাল্দিনহোর উপর দল নির্ভর করে নাই। ব্যাক্তির আগে দল এই বিশ্বাস নিয়া খেলে বইলাই মনে হয় বাংলাদেশের পিরবাদীরা হিজরান্টিনা করে আর অর্গাজমের পূলক নেয়। আমগো এই পীরবাজির দরকার নাই। বাংলাদেশের কৃকেট টিমেও পীরবাজি দেখতে চাইনা। এইখানে যেন সবাই দল হিসেবেই খেলে।

২৪| ১২ ই জুন, ২০১২ ভোর ৪:৪১

ওবায়েদুল আকবর বলেছেন: নিজেগোসতারগো নিজেরা ছোট করলে আমরা কি করতে পারি?

>>নিজেগো স্টারগো নিজেরা ছোট করলে আমরা কি করতে পারি?

২৫| ১২ ই জুন, ২০১২ দুপুর ১২:৪০

শিবলী১২৩ বলেছেন: হাহাহাহা, আরেক ইতিহাস চামচা চইলা আসছে। ইতিহাস চামচার কথা শুইনা মনে হইতেছে আরজেন্টিনায় শুধু মেসিই খেলছে। আমি যে আরো আধা ডজন প্লেয়ারের নাম নিছি, সেটা মনে হয় চামচার মিস হয়ে গেছে। মামু, তোমরা ওই রোনালদিনহো রে লইয়াই পইরা থাকো যার পোন্দে দুইটা জব্বর লাত্থি মাইরা বার্সা থেইকা বাইর কইরা দিছে, পড়ে তার মিলানেও যায়গা হয় নাই।

ওই রোনালদোরে লইয়া পইরা থাকো, যে রিয়াল -মিলান কম্বো লাত্থি খাইয়া ব্যপক ভুরি খানা লইয়া বিছানায় শুইয়া থাকে। আপনাদের হস্তমিথুনের সংগী হচ্ছে ব্রাজিলের পেন্টি ইতিহাস ;) আর কিছু তো খুজে পান না।

ব্রাজিলের কোন প্লেয়ারটা ক্লাব ফুটবলে ভালো মত সারভাইভ করছে বের করে দেখান? আর্জেন্টিনা সাপোর্ট করার মেইন কারন যদি ভাবেন ওয়ার্ল্ড কাপ তাহলে ভুল করবেন। ওয়ার্ল্ড কাপই যদি জনপ্রিয়তার মূলমন্ত্র হতো, তাহলে ক্রিকেটে সবাই অসিদেরই সাপোর্ট করতো।

যাদের খেলতেই দেখি না, তাদের কি *ল দেইখা সাপোর্ট দিমু?

২৬| ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৫

নষ্ট ছেলে বলেছেন: গত ম্যাচ নিয়া বালজেন্টিনার সাপোর্টাররা লাফাইতাছে কারণ বিপক্ষ দলের নাম ব্রাজিল!
থিয়াগো সিলভা, মাইকন/এলভিস, ডেভিড লুইস, রেমারিসরা খেলে নাই এইটা তো তাগো চোউক্ষে পড়ব না!


শিবলী১২৩ বলেছেন:
.......
ব্রাজিলের কোন প্লেয়ারটা ক্লাব ফুটবলে ভালো মত সারভাইভ করছে বের করে দেখান?


হা হা হা...............
ফিফার বর্ষসেরা মেসি (৩বার) ছাড়া বালজেন্টিনার আর কে হইছে?
অন্যদিকে ব্রাজিল থাইকা হইছে ৮বার!
বার্সেলোনার ইতিহাস ঘাইটা দেখেন ব্রাজিলিয়ানদের জয় জয়কার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.