![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
প্রত্যেক মানুষের জীবনে কিছু সময় থাকে, যা হৃদয়ে গেঁথে থাকে চিরকাল। সেই সময়গুলো হয়তো খুব বেশি বড় কিছু নয়, কিন্তু সেগুলোর ছোঁয়ায় জীবন হয়ে ওঠে অর্থপূর্ণ, উজ্জ্বল। আমার জীবনেও তেমন কিছু মুহূর্ত রয়েছে, যেগুলো আজও মনে হলে মনে এক ধরণের প্রশান্তি নামে।
আমার জীবনের কিছু প্রিয় সময় হলো—
২০০৭ সাল,
২০১১ সালের প্রথম ভাগ,
২০১৭ সাল,
২০১৮ সাল,
এবং ২০১৯ সাল।
এর মধ্যে সবচেয়ে ভালো কেটেছে ২০১৭ ও ২০১৯ সাল। আর এক বিশেষ স্মৃতি হয়ে রয়েছে ২০২২ সালের ডিসেম্বর মাস।
এই সময়গুলো শুধু ক্যালেন্ডারের তারিখ নয়—এগুলো আমার জীবনের পাথেয়, মনের ভেতরের আলো হয়ে রয়ে গেছে।
স্মৃতির পাতায় ভেসে আসে নওগাঁ জেলার এক প্রিয় মানুষ, রোকন ভাইয়ের কথা। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। একজন সাধারণ দোকানদার হয়েও তার ব্যক্তিত্বে ছিল এক আলাদা উষ্ণতা। আমি প্রায়ই তার দোকানে যেতাম, কথা বলতাম, আড্ডা দিতাম।
তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিলো সহজ, কিন্তু অপূর্ব—স্মরণীয়।
আজ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে মন চায়।
হে সৃষ্টিকর্তা, এই সুন্দর সময়গুলোর জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার অশেষ দয়ার কারণে আমি এসব মুহূর্ত উপভোগ করতে পেরেছি।
২০ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ। কমেন্ট করার জন্য।
২| ২০ শে জুন, ২০২৫ রাত ১১:২৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনার এসএসসি এবং এইচএসসি কত সালে? কোন বিভাগ? কম্পিউটার ট্রেনিং আছে? পিসি বা স্মার্টফোন আছে?"
২১ শে জুন, ২০২৫ সকাল ১০:২০
নাহল তরকারি বলেছেন: আমার এসএসসি ২০১১, ব্যাবসা শিক্ষা শাখা। ইন্টার ২০১৪ সালে, মানবিক শাখা। কম্পিউটার ট্রেনিং আছে। ল্যাপটপ আছে।
৩| ২০ শে জুন, ২০২৫ রাত ১১:২৮
সৈয়দ কুতুব বলেছেন: "সামনে প্রাইমারি সার্কুলার আসতে যাচ্ছে। আপনি প্রস্তুতি নিতে পারেন। কোনো কোটা লাগবে না।"
২১ শে জুন, ২০২৫ সকাল ১০:২০
নাহল তরকারি বলেছেন: আমি মুক্তিযোদ্ধার নাতি। এই কোটা চলে গেলো।
৪| ২১ শে জুন, ২০২৫ সকাল ১১:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর মুহুর্ত বলতে আপনি কি বুঝাচ্ছেন??
২১ শে জুন, ২০২৫ বিকাল ৪:২৯
নাহল তরকারি বলেছেন: যে মুহুর্ত কে স্মরণ করলে আপনি আনন্দিত হউন। তাকে সুন্দর মুহুর্ত বলে।
৫| ২১ শে জুন, ২০২৫ দুপুর ২:১০
কাছের-মানুষ বলেছেন: মানুষের জীবনে কিছু কিছু সময় থাকে যা কখনো ভূলা যায় না! আপনি এখন কি করছেন?
২১ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩০
নাহল তরকারি বলেছেন: আমি সরকারি চাকরির দরখাস্ত করছি।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০২৫ বিকাল ৫:১৯
সৈয়দ কুতুব বলেছেন: আমার জীবনে সুন্দর মুহূর্ত ছিল ২০১৮, ২০১৯, ২০২২ এবং ২০২৪ সালে। সবচেয়ে বড় খুশির মুহূর্ত ছিল ২০১৮ সালে যখন বুবু নন-ক্যাডার অফিসার হয়েছিল। মা"র ২৮ বছরের কঠোর পরিশ্রম সফল হয়েছে। একটি বিশাল বই লেখা যাবে বুবু ও মায়ের সংগ্রাম নিয়ে।"