নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়007

আমি চির দূর্বীণিত নৃশংস

ঝড়007 › বিস্তারিত পোস্টঃ

আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর টোকশো প্রসঙ্গ....

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

আমাদের প্রধানমম্ত্রীর কথা দিয়ে শুরু করা যাক তিনি বেশ কিছুদিন আগে টেলি ভিশনে যারা টকশো করে তাদেরকে উম্মাদ বা মধ্যরাতের বাচাল বলেছেন।

এবার আসি আমাদের মাননীয়! স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় গতকাল আমি রাতে আমি সাধারনত টিভিতে টকশো গুলো খুব ভালে করেই দেখি । গতকাল রাতে দু দুটো টেলিভিশনের টকশোতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি আমাকে আশ্চর্য করেছে। এর কয়েকটি কারন রয়েছে যেমন স্বরাষ্ট্রমন্ত্রনালয় হলো বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপুর্ন মন্ত্রনালয় সেই মন্ত্রী কি ভাবে হরতালের আগের রাতে সারাদিনের কর্মব্যস্ত দিনের শেষে টকশোতে গিয়ে মধ্যরাত পর্যন্ত প্রধানম্ত্রীর ভাষায় বাচালের মত চিতকার করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন একা একা টকশোতে আনা হয় বা তার প্রতিপক্ষ আমরা সচারাচর যে ভাবে দেখি টকশোতে দু দলের দুজন প্রতিনিধী থাকে সেখানে কেন তাকে একা একা বক বক করতে দেয়া হয়। দেশে যেভাবে হরতালের আগের দিন গাড়ীতে আগুন দেয়া হয় বা নৈরাজ্য সৃষ্টি করা হয় সেখানে তিনি সেগুলো প্রতিরোধ না করে টিভিতে নিজেকে দেখানোর মানে কি?

আমি আমার দৃষ্টিকোন থেকে বলতে পারি আমরা তাকে টকশোতে চাইনা তাকে চাই দেশের আইন শৃংখলা মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবেন। আর নয়তো প্রধান মন্ত্রীর মতো মানুষো আপনাকে পাগল বা বাচাল উপাধী দিতে বেশি সময় লাগবে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯

মিত্রাক্ষর বলেছেন: আমিও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর কাছে জানতে চাই মহিউদ্দিন খান আলমগীর সাহেবকে কেন খালি মাঠে গোল দিতে দেওয়া হল। তিনি তো খালি নিজেই নিজের গুণগান গাইলেন।
তবে মুক্তিযুদ্ধে উনার ভূমিকা সম্পর্কে একটা ভাল ধারনা পেলাম। যা বলেছেন তা সত্য না মিথ্যা উনি আর আল্লাহ্‌তাআলাই ভাল জানেন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.