নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বী হা ভাই ৪২০

জ্বী হা ভাই ৪২০ › বিস্তারিত পোস্টঃ

দ্যাশ জাতির চিন্তা

২৩ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫৩

প্রেসিডেন্ট জিয়ার হ্যা না ভোট । ক্ষমতার চেয়ারে থেকে ইউনিফর্ম পরে ব্যালট বাক্স ভরিয়ে দেশের সর্বময় ক্ষমতা গ্রহন করা । শেখ মুজিবের খুনিদের দেশের বাইরে চাকুরীর ব্যবস্থা করা ও পরবর্তীতে জিয়ার উওরসুরী বিম্পি ও খালেদা সরকারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বৃটিশ হাইকমিশনার কে বোমা, আহসান উল্লাহ এমপি হত্যা, অর্থমন্ত্রী কে বোমা মেরে হত্যা, ট্রাকে ট্রাকে অস্ত্র, রুরাল হিন্দু কমিউনিটির উপর আক্রমন, হাওয়া ভবন, ব্রিফকেস বাবর, জামাতের সাথে আতাত ও হাওয়া ভবনের জনক তারেক রহমান বর্তমানে কি করে লন্ডনে বাড়ী, গাড়ীর ও জীবন যাত্রার ব্যয়ভার নির্বাহ করেন টাকা আসে কোথা থেকে? এসব নিয়ে প্রশ্ন করলে আপনি আমলীগ, র এজেন্ট, ভারতের দালাল ।

আবার আমলীগের ১৯৭৩ সালের ভোটে শেখ মুজিব ক্ষমতায় থেকে বিরোধী দলের প্রার্থী অপহরন, ব্যালট পেপার ছিনতাই, হেলিকপ্টারে করে ব্যালক বাক্স নিয়ে এসে ভরানো । রক্ষি বাহিনীর মানুষ হত্যা, সংবাদ পত্রর টুটি চেপে ধরা, আওয়ামীলীগ নেতাদের সীমাহীন দুর্নীতি পরবর্তী মুজিবের উওরসুরী হাসিনা ও আমলীগ সরকারের শেয়ার বাজার লুট, ব্যাংক লুট, মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি, রডেল বদলে বাশ, গুম, খুন, ও আলোচিত হত্যাকান্ড সাগররুনী, ত্বকী, তনু, বিশ্বজিদ, আবরার, মেজর সিনহা
সেভেন মার্ডার, এসব হত্যার বিচার না হওয়া । সাগররুনী হত্যার চার্জশীট ১০১ বারের মত জমা দেয়া পিছিয়েছে । সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের স্ত্রী সংসদ ভবনের সামনে নীল শাড়ী পড়ে দাড়াতেন বিচারের আশায় আমি নিয়মিত দেখতাম । বিচার পাননি শেষমেষ মারা গেছেন । জামাতের সাথে আতাত করে বিম্পিকে সরকার থেকে নামানো । এরপর হাবার্ড ইউনিভার্সিটির ছাত্র জয় পৃথিবীর কোন বিখ্যাত টেক কোম্পানীতে (মাইক্রোসফট, ডেল, আইবিএম, টুইটার, নেটফ্লিকচ, ইয়াহু, ফেসবুক, টেসলা, গুগল, এমাজনে ) চাকুরী করে দেশের আনপেইড আইটির উপদেষ্টা হলেন । আইনপেইড উপদেষ্টার চলে কি করে? টাকা পয়সা আসে কোথা থেকে এসব নানাবিধ প্রশ্ন করলে আপনি পাকা জামাত, বিম্পি ।

আবার জামাত কে প্রশ্ন করলে আপনারা আল্লাহর আইন চান সৎ লোকের শাসন চান এই কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে আল্লাহর আইন চান সেই লাইন আপনাদের নির্বাচনি ইশতেহার থেকে কেটে দিয়েছেন যাতে ক্ষমতায় যেতে পারেন । বা দুর্নীতিবাজ বিম্পি সরকারের সাথে মন্ত্রি ছিলেন দুর্নীতির কারনে পদত্যাগ করেন নাই । দেশের বিভিন্ন ভার্সিটিতে ছাত্রদের রগ কাটা, কোকের বোতলে প্রশ্রাব করে বিরোধী ছাত্র নেতাদের খাওয়ানো এটা কতটুকু ইসলামের সাথে কোরআনের সাথে যায়? আপনারে সাথে সাথে নাস্তিক, মোরতাদ, শহারিয়ার কবীরের ভাবশিষ্য, আরুজ আলী মাতুব্বরের চেলা ও আমলীগের দালাল বলে অভিহিত করবে ।

আবার কমিউনিষ্টদের বলেন আটার রুটি বাটার বন কমিউনিজম কমিনিজম তো সারা বিশ্বে নাই । যাদের আছে তাদের দিনপথ চলেনা । যেমন কিউবা, নর্থ কোরিয়া, রাশিয়া সাথে দুর্নীতিতে ভরা । আর বাংলাদেশের কমিনিজম শেখ মুজিবের সময় থানা লুট, মানুষ হত্যা, স্বরাস্ট্র মন্ত্রীর বাসায় গুলি, ইনডিয়ান হাই কমিশনার কে অপহরন, মিলিটারীকে উদ্ভট মিলিটারি বানাবার কু ও মিশনে জড়িত ছিল । কমিউনিষ্ট নেতা রাশেদ খান মেননের ক্যাসিনো ছিল, ভিখারুননেসা স্কুলে ঘুষ বখরা চালু করেছিলেন । । বিমানের মন্ত্রী হিসেবে বিমান টায়ার টিউব বেচে খেয়েছেন খালেদা জিয়ার ভাই মেজর ইকান্দার মির্জার মত । আর ইনু তথমন্ত্রী হিসেবে তথ্যর তও ঠিক করতে পারেন নাই । আপনাকে কমিউনিষ্টরা বলবে আপনি তো পাকা শ্রেনীশত্রু বুর্জোয়া ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.