![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের সব লীডার ।
আগের আমলীগ লীডার বর্তমানের পলাতক লিডার ।
পুর্বের জমাত ও বিম্পির লীডার ।
নব্য এনসিপি লীডার ।
আর নুতন স্কোয়াড্রোন লীডার ।
সব লীডারের কাজ মানুষ মারা ।
আমলীগ প্রায় চার পাচ হাজার মানুষ মারল । জমাত বিম্পি তাদের সময়ে প্রায় এমন চার পাচ হাজার মানুষ মেরেছে বিভিন্ন ভাবে । গ্রেনেড হামলা, সিনেমা হলে বোমা হামলা, আহসান উল্লাহ এমপি হত্যা, অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা, অনফিট লন্চে বাসে মানুষ হত্যা । নুতন করে মানুষ মারা এই নুতন লীডার স্কোয়াড্রোন লীডার ।
ঢাকা শহরের রাস্তায় মুড়ির টিন বাস চালায় কোন রকমে পড়াশুনা শেষ করা চালকরা কখনো শোনা যায়নি ফার্ম গেটের আনন্দ সিনেমা হলের সামনে দিনে দুপুরে গাড়ীর ব্রেক ফেল করে অপেক্ষমান যাত্রীদের উপরে গাড়ী উঠায় দিছে । কিন্তু ক্যাডেট কলেজের পড়ুয়া শিক্ষিত ফুয়েল ভর্তি একটা ফাইটার জেট নিয়ে গিয়ে ফেল্ল একটা স্কুলে । কত বড় আহাম্মক হলে এটা সম্ভব ? এর ট্রেইনার কে ছিল ?
কারা ছিল ?
কি করে মেচিউরড হবার আগে তাকে সলো ট্রেনিং এ পাঠানো হল এদের সবাইকে শাস্তির আওতায় আনা উচিত । এবং ইন্টারন্যাশনাল এভিয়েশন ইনভেষ্টিগেটর দিয়ে ইনভেষ্টিগেশন করা উচিত । এবং সবার আগের প্রশ্ন হওয়া উচিত এ মৃতুর দায় কার ? এই মৃতুর ক্ষতিপূরণ কি হবে?
আর এই ক্যাডেট কলেজে জনগনের ট্যাকসের টাকায় সব পড়ে তিনবাহিনীর অফিসারদের ছেলে মেয়ে উচ্চ বিত্তদের ছেলে মেয় আর গোটা কতক মধ্যবিত্ত মানুষের সন্তানকে লোক দেখানো চান্স দেয়া হয় । ভর্তি ফরমে লেখা থাকে মামা চাচা কারা কি করে । মামা চাচা কৃষক হলে তাদের কে মেধাবী হলেও নেয়া হয়না । ফকিরের ছেলে, মুচির ছেলে ঢাকা ভার্সিটি, ঢাকা মেডিকেলে, বুয়েটে চান্স পাবার খবর শোনা যায় কিন্তু ক্যাডেট কলেজে চান্স পেয়েছে সেটা শোনা যায়না ।
প্রথম যখন কেউ গাড়ি বা বাইক চালানো শেখে ভুলে একসেলেটরে চাপ দিয়ে সামনে যা থাকে তার সাথে হিট করে । এই স্কোয়াড্রোন লিডার সেই ভাবে গিয়ে হিট করছে বাচ্চাদের স্কুলে । অনেকটা টুইনটাওয়ারের আদলে । তারমানে ঢাকা শহরের আর কোন বিল্ডিং এর নিরাপত্তা নাই । প্রায় দশ কোটি মানুষের ঢাকা শহরে কেন এই ফ্লাইট ট্রেনিং পরিচালিত হবে? বিমানবাহিনীর বড় বড় মাথারা হাত ধোয়া ট্রেনিং, পা ধোয়া ট্রেনিং করতে আমেরিকা, ইউরোপ যায় । তারা জানলেন না বুঝলেন না এখানে এই ট্রেনিং করানো ঠিক হবেনা । ট্রেনিং করলে সেটা ইন্সুরেন্সের আওতায় থাকবে কি না? বাংলাদেশ মিলিটারীর ইন্সুরেন্স ব্যবসা আছে কেন সেই ইন্সুরেন্স দিয়ে এই ট্রেনিং কাভার করানো হলনা ? এই প্রশ্ন তুলতে হবে?
বিমানবাহিনীর প্রধানরা বিমানবাহিনী থেকে পেনশনের পর বেসামরিক বিমানের এমডি হন । তারপর পুরা এয়ারপোর্ট, টিকিট বিক্রী কালোবাজারীদের হাতে তুলে দেন । দিয়ে ওনারা মহান দেশপ্রেমিক । ওনারা বিমানবাহিনীর ফ্যালকন হল বিয়ের জন্য ভাড়া দিয়ে খান । কিন্তু মিয়ানমারের যুদ্ধ বিমান, ভারতীয় যুদ্ধ বিমান যখন বাংলাদেশের আকাশ সীমা লংঘন করে তখন এই বিমানবাহিনীর ভুমিকা কড়া প্রতিবাদ ও খতিয়ে দেখা দেখা ছাড়া কিছুই না । বাংলাদেশ মিলিটারীর মত তারাও আটা রুটি চিনি সুজি ময়দা, কনডম বানানোর মিশনে ব্যস্ত ।
তুই মিয়ানমারে নিয়া গিয়া ফেলতি । তুই ভারতের আগড়তলায় ফেলতি । আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এটাক করেছিল হিন্দু তালেবান সন্ত্রাসীরা । ভাগ্যিস মিয়ানমারের সাথে যুদ্ধ লাগে নাই । যুদ্ধ লাগলে দেখা যেত ফাইটার জেট নিয়ে নিজের মানুষের উপর এটাক করছে । এখন শুনছি মৃতদের হিসাবে হাসিনা সরকারের মত গড়মিল শুরু হয়েছে । হাসিনার তো পালাবার জায়গা পেয়েছে আপনারা কোথায় পালাবেন ? ইউনুস তার সমস্ত সম্পদ বিক্রী করে দিয়ে এয়ারপোর্টে ক্ষমতা দিয়ে পালাবে । ফারুকী, আসিফ নজরুলের পরিনতি একই হবে । ফরহাদ মাজহারের প্রবর্তনা থাকবে না ।
পরিশেষে,
আল্লাহ ও আজরাইলের কথপোকথন
আল্লাহ - আজরাইল তুমি প্যালেস্টাইন, আফগানিস্তান, কাশ্মির, সোমালিয়া, সুদানের মত তোমার বাংলাদেশ অফিস গুটিয়ে ফেললে কেন?
আজরাইল - হে আল্লাহ আমার তো ওখানে কোন দরকার নাই । আমি ছাড়াই তারা হিসেবের চেয়ে বেশি মানুষ নিজেরাই মেরে ফেলে । তাই অফিস ক্লজ করেছি ।
ফটো - গুগল
৩১ শে জুলাই, ২০২৫ রাত ৮:৫৮
জ্বী হা ভাই ৪২০ বলেছেন: ধন্যবাদ রাজিব আপনার মন্তব্যর জন্য । অনেক পুরাতুন মানুষ আপনি সামু ব্লগে । যেটা বলতে বলতে চাইছি সেটা হল রাস্ট্র পরিচালনার দায়িত্বে ভাল মানুষ আসছে না ।
২| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম ;
৩১ শে জুলাই, ২০২৫ রাত ৮:৫৯
জ্বী হা ভাই ৪২০ বলেছেন: অনেক ধন্যবাদ পড়বার জন্য । ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাইছেন??