নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বী হা ভাই ৪২০

জ্বী হা ভাই ৪২০ › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার ভবিষ্যত

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৪

পাকিস্তানী মডেলে সিভিল প্রশাসন হইবো জা-মুতের । মিলিটারী ব্যাক কোর্ট হইবো । কনন্ট্রল বাই জা-মুত । কোন ঠাসা বিম্পি । এদিকে মানবতা বিরোধী অপরাধে হাসিনা যেভাবে জা-মুতের নেতার ফাসি দিয়েছে সে ভাবে আমলীগের নেতাদের ফাসি । ইউনুস প্রেসিডেন্ট । দেশে হাহাকার খাবার নাই চাকুরী নাই পাকিস্তানের মত । তাতে কি আল্লাহর পেয়ারে বান্দারা ক্ষমতায় । ১৫ বছর শেষ করল হাসিনা এবার আগামী ১৫ বছর শেষ করবে জা-মুত ও বিম্পি ।
পনের বছর পর আমলীগ ফেরত এসে আবার কচু কাটা করবে ।
এভাবেই চলবে ।
মেরে কেটে ।
যে যেভাবে পারে ক্ষমতায় থাকবে । সেই আগের রাজা বাদশাদের মত । যে আক্রমন করে জিততে পারবে ক্ষমতা তার ।
এদিকে সাধারন মানুষের জীবন শেষ । নারী শিশুর নিরাপত্তা থাকবেনা । চাকুরী থাকবেনা । পায়ু সেনাদের দৌরাত্ব বাড়বে । নারী শারিরীক নিগ্রহের শিকার হলে তার বিচার হবেনা । বা ভয়ে সে নারী বিচারালয়ে যাবেনা ।
হতে পারে এভাবে একদিন বোম পড়বে দেশের কোথাও ।
দেশ ভুমি হারাবে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: এর সম্পূর্ণ দায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের। ফটকা উন্নয়নের বয়ান দিতে গিয়ে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে।

২| ১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশের আর ভালো হল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.