নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The answer my friend is bolwing in the wind, the answer is blowing in the wind.

গান সৈনিক

আমি আহসান খোকন। আমের জন্য দুনিয়া বিখ্যাত চাঁপাই নবাবগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রামে আমার জন্ম। বছর দু\'য়েক আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে একাডেমিক শিক্ষাজীবনের সমাপ্তি টেনেছি। এখন বিশ্বায়ন ও মন্দার চক্করে পড়ে পরিপূর্ন বেকার জীবন উপভোগ করছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে আমি খুবই উন্নত ধারনা পোষন করতাম। ভাবতাম ইউনিভার্সিটির শিক্ষকদের জ্ঞান হবে ইউনিভার্সাল। আমার এই ভুল ভাঙতে বেশিদিন লাগেনি। কয়েকদিনেই বুঝে গেলাম এখানে ক্রিয়েটিভিটির স্থান নেই। সব মুখস্তের দলে। তাই প্রচলিত পদ্ধতির প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাকে তেমন একটা টানেনি। যে ক\'জন মনের মত শিক্ষক ছিলেন তারাও কেউ ঢাকায়, কেউ বিদেশে পাড়ি জমালেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমার প্রাপ্তি কিছু অসাধারণ মানুষের বন্ধুত্ব, গীটার শেখা এবং প্রকৃতি ও আড্ডা থেকে প্রাপ্ত অসীম জ্ঞান। এগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে।বিদ্যালয়ের পাঠ্য বই আমার কাছে চিরকাল অপাঠ্যই ছিল। সাহিত্য আমাকে ছোটবেলা থেকেই পড়া শিখিয়েছে। জন্মসূত্রে প্রাপ্ত বাবার ছোট্ট লাইব্রেরী এবং গ্রামের \'প্রতীতি\' নামক বিশাল লাইব্রেরীর বই আমার জন্য বিরাট প্রাপ্তি। আমি হলপ করে বলতে পারি বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ এই সুবিধা সারা জীবনে পায়না। এটা আমার জন্য ডায়মন্ড লাক বলতে হবে। বাবার সংগ্রহ করা অতি পুরাতন মলাটহীন বইগুলো চাখতে চাখতে কখন যে নেশায় ডুবে গেছি বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন বই গিলে খাওয়া শুরু করেছি। ইদানিং অবশ্য ইন্টারনেট ব্যবহারের চাপে বই পড়া কমে গেছে।পদার্থবিজ্ঞান আর রসায়নের জটিল ও উচ্চমার্গীয় সমীকরন ছাড়া আমার সমস্ত বিষয় পড়তে ভাল লাগে। সাহিত্য, ইতিহাস, রাজনীতি, রাষ্ট্রনীতি, ধর্ম, দর্শন,বিতর্ক, চিত্রশিল্প, চলচিত্র, সঙ্গীত, কার্টুন ও অ্যানিমেশন ও কার্টুন, খেলা ইত্যাদি আমার প্রিয় বিষয়। সবগুলোকেই আমি উপভোগ করি। কিন্তু এও জানি কোন একটা বিষয়ে পন্ডিত হতে না পারলে কোথাও সফল হওয়া সম্ভব নয়। ছোটবেলা থেকেই কবিতা লেখার অভ্যাস ছিল। এখন গীটারের টুংটাং এর সাথে মিলিয়ে কিছু কথা লিখতে ভালই লাগে। আমি জানিনা কথাগুলো সত্যিকারের লিরিক কিংবা সুরগুলো গান হয়ে উঠে কিনা। না হলেও কোন ক্ষতি নেই। আমি এসব নিজের জন্যই করি, একান্তই নিজের প্রশান্তির জন্য করি। সঙ্গীতে আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ব্লগিং আমি করতে চাইনা। এটা আমার কাছে খুবই বিরক্তিকর একটি জিনিস। তারপরও ব্লগীং করতেই হবে যেমনটা টয়লেটে যেতে না চাইলেও যেতেই হয়। আমি চাই গান নিয়ে থাকতে, সারাবেলা সুরের মুর্ছনায় ডুবে থাকতে চাই। কিন্তু আমি পারিনা। দেশমাতৃকার বেহাল দশা, মানুষের অবর্ননীয় অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও নৈতিক দুর্দশা দেখে আমি কিছুতেই স্থির থাকতে পারিনা। কিন্তু আমি কিছুই করতে পারিনা, আমি দুর্বল মানুষ। আমি সমাজ বদলে দিতে চাই, কিন্তু হাতিয়ার নেই। নাহ ভূল বললাম। গানই আমার হাতিয়ার, গীটারই আমার অস্ত্র। সুরের হাওয়ায় বদলে দেবো সমাজ, এ আমার অঙ্গীকার। কবির সুমন আমার ভাবগুরু।আমার ব্লগে শালীনতা বজায় রেখে যেকোন মন্তব্য করবেন। মতভেদ হলে সমস্যা নেই। মতভেদ তো থাকবেই এবং এর মাধ্যমেই আমার সত্যটা জানা হয়ে যাবে। আপনি নাস্তিক হলেও আমার সমস্যা নেই কিন্তু কোন ধর্মকে আঘাত করে মন্তব্য করবেন না। মানুষের ধর্মানুভুতিতে আঘাত করার মত জঘন্য কাজ আর কিছু নেই। কারন মানুষ একমাত্র ধর্ম পালন করেই পরিপুর্ন আত্মিক প্রশান্তি লাভ করে। যার যা ধর্ম তাতেই তার আত্মীক আনন্দ।ফেসবুকে আমি- www.facebook.com/ahsan.khokon ইমেইল- [email protected]আমার ব্লগ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন প্রতিটি সৃষ্টিকে।

গান সৈনিক › বিস্তারিত পোস্টঃ

লিরিক- ২ বিফল আর্তনাদ

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

বিফল আর্তনাদ
কথা ও সুরঃ আহসান খোকন।

আজকে মরলে কালকেই তুমি নিছক একটা সংখ্যা,
তোমার জন্য বাজাবেনা কেউ দামামা কিংবা ডঙ্কা ।।
তোমার জন্য লেখা হবেনা একটাও প্রেসনোট,
তোমার লাসের বেচাকেনা দেখে হাসবে শকুন-কাক।
তুমি মানুষ, তুমি বাঙালি, এটা বলবেনা কেউ,
কোন জাত কোন ধর্মের কোন নেতানেত্রীর ফেউ।।

তোমার জন্য সুমন হইতো বাধবে নতুন গান,
তোমার জন্য হবেনা মিছিল হবেনা কোনো স্লোগান।
তোমার জন্য মধ্যরাতে হবেনা মুক্তবাক,
তোমার লাসের বেচাকেনা দেখে হাসবে শকুন কাক।
তুমি মানুষ, তুমি বাঙালি, এটা বলবেনা কেউ,
কোন জাত কোন ধর্মের কোন নেতানেত্রীর ফেউ।।
ও বঙ্গমাতা উত্তর চাই বলো কতো আর কতো ?
তোমার প্রহরী খুনীর বেশে হত্যাযজ্ঞে রত।।


মানুষ মরছে প্রতিবাদে কেউ যাইনাতো শাহবাগে,
মানবাত্মা ভূলুণ্ঠিত হত্যার মহারোগে।
মানুষ মরছে প্রতিবাদে কেউ তুলছেনা কোন স্লোগান,
মানুষ হয়ে ক্যামনে করছি মানুষেরই অপমান।
বঙ্গমাতা মেঘে মেঘে তুমি বিয়াল্লিস পেরিয়াছো,
এতো রক্ত ঝরেছে মাগো এখনোকি বেঁচে আছ।।

আজকে মরলে কালকেই তুমি নিছক একটা সংখ্যা,
তোমার জন্য বাজাবেনা কেউ দামামা কিংবা ডঙ্কা ।।
তোমার জন্য লেখা হবেনা একটাও প্রেসনোট,
তোমার লাসের বেচাকেনা দেখে হাসবে শকুন-কাক।
তুমি মানুষ তুমি বাঙালি, এটা বলবেনা কেউ,
কোন জাত কোন ধর্মের কোন নেতানেত্রীর ফেউ।।


নোটঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ বিভিন্নভাবে খুন হচ্ছে। কখনো কখনো রাষ্ট্রই স্বয়ং এই হত্যার সাথে জড়িত। কয়েকদিন পরেই মানুষগুলো পরিসংখ্যানের খাতায় নিছক সংখ্যা হয়ে দাঁড়ায়। তাদের জন্যই আমার এই গান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.