নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্তব্যহীন

আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..

একলা পাখি

অতি সাধারণ একজন মানুষ...

একলা পাখি › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের দুজন বেশি ও বাজে কথা বলা ঝগড়াটে জাদুকর মহিলার ছবি ব্লগ ....

১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৬



যাদের ২জন কে দেখাবো ...

এরা মানুষকে এমন ভাবে বিমোহীত করে ফেলে যে মনুষ জীবন সংসার ভুলে এদের পেছোনে ছোটে ঠিক সেই হ্যামিলিওনের বাঁশিওলার পিছে সোটা ইদুরের মত......।

তাদের আপনারা কেউ কখনও দেখেন নি ...

ও না দেখেছেন শুধু চুলোচুলি করতে দেখেন নি ...



অনেকেই এনাদের নামে কিছু লিখলে বা বললে

ক্ষেপে একেবারে ছাগলের ৩নং বাচ্চার মত আচরণ করেন ।



আগে দেখুন এদের ছবি

.....



একজন রানী ভিক্টোরিয়কেও হার মানাতে চান ..... আর অন্যজন ইন্দীরা গান্ধীর মত ভাব ধরেন ....





গভির চিন্তা করতাছে জনগনের মাথায় কিভাবে কাঁঠাল ভেঙে খাওয়া যায়..



আশা করি এনাদের দেখার পর অনেকের পরিচয় পওয়া যেতে পারে ..।

যারা ওনাদের পরাণ দিয়ে ভালবাসে ...... ।





B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)

মন্তব্য ৫১ টি রেটিং +৩০/-২

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধু, সাধু, সাধু..............

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২৫

একলা পাখি বলেছেন: কারে কইলেন ..... ;)

২| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪০

ঈবলিশ বলেছেন: এদেরকে পুনরায় জেলে ভরা হোক!(ক্লিক)

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২৯

একলা পাখি বলেছেন: জাদুঘরে রাখা উচিৎ .. এই রকম জিনিষ ভবিষ্যতে পাওয়া নাও যেতে পারে.... ;)

৩| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৫

জাফরুল বলেছেন: gotokal theke samu problem korteche. amake mobile view dekhacche... er kono somadhan thakle bolun plz...

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৮

একলা পাখি বলেছেন: এই বিষয়ে আমি কিছু জানি না .....,।

৪| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: সহমত

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪২

একলা পাখি বলেছেন: ধন্যবাদ......

৫| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৫

বালক বন্ধু বলেছেন: হাচা কতারে বাই, কিন্তু কিছু তো অয় না। খালি আমবেরা ফাল পারুইন।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪৫

একলা পাখি বলেছেন: হইবো......। নিশ্চয় হইবো । মরনের পর ।

৬| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৩

জামান2021 বলেছেন: আমরা আসলে অসচেতন । যতদিন আমরা নিজেরা সচেতন না হব ততদিন উনারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে ।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০৯

একলা পাখি বলেছেন: তাই বলে কি সচেতন হতে মানা ......????

৭| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১০

আবিরে রাঙ্গানো বলেছেন: গভির চিন্তা করতাছে জনগনের মাথায় কিভাবে কাঁঠাল ভেঙে খাওয়া যায়..

কাঁঠাল ভেঙ্গে খাওয়ার মত ব্রেইন আছে ওদের?? ওদের দ্বারা অন্যরা খায়। মাথামোটা সেইরকম ২ টা।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১০

একলা পাখি বলেছেন: ভাইরে ঐ মোটা মাথায় যে দেশটা খেলো..........

৮| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৫

পাহাড়ের কান্না বলেছেন:
জনতার এ বড্ড বাড়াবাড়ি,
আমাদের দুই নেত্রীর নামে-
করে মারামারি।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০৭

একলা পাখি বলেছেন:

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
নৌকা-লাঙ্গল-ধানেরশীষ
সব সাপের একই বিষ
তফাৎ শুধু উনিশ-বিশ।

৯| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৫

মেকগাইভার বলেছেন: এদেরকে ফায়ার স্কোয়াডে পাঠানো হোক, সাথে জামাত আর এরশাদ কেও।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১২

একলা পাখি বলেছেন: জাদুঘরে রাখা উচিৎ .. এই রকম জিনিষ ভবিষ্যতে পাওয়া নাও যেতে পারে.... ;)

১০| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৬

কাউসার রুশো বলেছেন: চুলাচুলির একটা ছবি দিতে পারলে ভালা হইতো
যাই হোক পোস্টে +++

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৬

একলা পাখি বলেছেন: ওটা এখনও পাওয়া যাই নি.....

১১| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২০

উসীমজদ্দীন বলেছেন:
দুই মহিলাকে দোষ দিয়ে কি লাভ ভাই। ওরা জোর করে আমাদের কাছ থেকে ভোট নেয় না। আমরা স্ব- ইচ্ছায় একবার খালেদা তো পরেরবার হাছিনার সদলবলকে ভোট দিয়ে কাঠালভাঙ্গার জন্য সুযোগ দিই।

আসলে আমাদের দেশের পাবলিকই আসল মা...র..ুদ। (আমি এবং আপনিসহ)

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩৩

একলা পাখি বলেছেন: Sorryআমি আপনাদের দলে নাই .... ;) এদের ভোট দেব না বলে ভোটার হয় নি.... :)

১২| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

মেকগাইভার বলেছেন: ওরা জোর করে আমাদের কাছ থেকে ভোট নেয় না।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩৭

একলা পাখি বলেছেন: যাদুকরে নিজের দিকে আকৃষ্ট করে ... ;)

১৩| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪২

শারমিন সুলতানা জুমা বলেছেন: কি আর বলবো,
আমরা সবই জানি
কিন্তু
পুরান = কোরআন
এটাও মানি

নয়াতে যে আমাদের বিপত্তি ।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৭

একলা পাখি বলেছেন: কিন্তু কেন বিপত্তি.....। ভাল নয়া খুজতে হবে....।

১৪| ১২ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

ফেরদৌস রহমান বলেছেন: তোফা হইছে দাদা।

১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১১

একলা পাখি বলেছেন: ধন্যবাদ......।

১৫| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ৮:০০

শাহেদ_আহমেদ বলেছেন: এই দুই ঔরতকো থামানো সিরফ মুশকিলই নেহি
নামুনকিন হেয়

১৩ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৩

একলা পাখি বলেছেন: কেন ভাই......????

১৬| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৩৮

টাপুর বলেছেন: মজার পোস্ট । +++

১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১২

একলা পাখি বলেছেন: ধন্যবাদ......।

১৭| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৪৩

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: জটিল। প্লাস।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৫

একলা পাখি বলেছেন: ধন্যবাদ .......

১৮| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৪৮

ইউনুস খান বলেছেন: একজন রানী ভিক্টোরিয়কেও হার মানাতে চান ..... আর অন্যজন ইন্দীরা গান্ধীর মত ভাব ধরেন ....

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩৯

একলা পাখি বলেছেন: B-) B-) B-) B-) কম হয়ে গেল নাকি....???

১৯| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪১

নীল_পদ্ম বলেছেন: সব দোষ আমাদের। আমাদের জাতীয় নেতা-নেত্রীর চরিত্র খারাপ এর অর্থ হল, আমাদের দেশের মানুষের গড় চরিত্র খারাপ। তা না হলে এই সব নেতা-নেত্রীদেরকে আমরা নির্বাচিত করতাম না। পরিবর্তন আনতে হলে আগে আমাদের নিজেদের চরিত্রের পরিবর্তন জরুরী।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫০

একলা পাখি বলেছেন: এই বিষয়টাই জনগন কে বোঝানো দরকার ....।

২০| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪৯

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
নৌকা-লাঙ্গল-ধানেরশীষ
সব সাপের একই বিষ
তফাৎ শুধু উনিশ-বিশ।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০৪

একলা পাখি বলেছেন: ঠিক বলেছেন ভাই......।

২১| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪৯

রাগ ইমন বলেছেন: Sorryআমি আপনাদের দলে নাই .... ;) এদের ভোট দেব না বলে ভোটার হয় নি.... :)

তার মানে কি দাড়াইলো? দেশেরটা খাইবেন, দেশেরটা ভোগ করবেন কিন্তু দেশ চালানোর ব্যাপারে কোন দায় দায়িত্ব নিবেন না, এই তো?

আপনি কোন মতে খেয়ে পরে বেঁচে থাকলেই হইলো। অতি স্বার্থপর চিন্তাভাবনা। পেটে ভাত আছে তাই মজা নিচ্ছেন। এঁদেরকে সরিয়ে বিকল্প, আরো ভালো কাউকে আনার কোন ব্যবস্থা নিয়েছেন?

নাকি, কোথায় কে মরলো তাতে কিছু যায় আসে না?

এরা খারাপ - এইটা সমস্যা ।

সমাধানের কোন পথ না দেখায়ে আজাইরা পাট লন, নিজে কিছু করছেন দেশের জন্য?

সেইটাও একটু বলেন, তাইলে আমরা উপায় পাইতাম।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০২

একলা পাখি বলেছেন: খুব তো রাগ দেখাইলেন .......
আমার চাচা মুক্তিযুদ্ধে তার পা হারিয়েছিল ..। সে তো আর্মির একজন সদস্য ছিলেন । মুক্তিযুদ্ধের সময় মুখমুখি যুদ্ধে পা হারিয়ে নিজের জীবনে বিপদ ডেকে এনেছিলেন ,,,,, তাকে কি দিয়েছে এই দেশ ....???

আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা আমি তার সন্তান । আমার বাবা তো অশিক্ষিত নন । এই দেশ তাকে তো কিছু দেই ই নি আর আমাদের কথা তো নাই বললাম .। আর এখনও তাদের রাজাকারদের কাছে জুতা দেখতে হয় ...

গরীব মানুষের জন্য আশা রিলিফের চাল ওরা মেরে খাচ্ছিলো ,, সেখানে বাঁধা দিতে গিয়ে কেন অপমান করা হল একজন মুক্তিযোদ্ধা কে বলতে পারেন ...????
কেন ??????


কারণ হল ঐ রাজাকার লোক গুলো এখন আওয়ামিলিগ বিএনপি এর বড় নেতা বা এই দলের সমর্থক ।

বড় দেশ দরদী .... ওনাদের কথা বললে মাথায় ঠিক থাকে না আপনাদের মত লোকের ..।

আর দেশের কথা এত চিন্তা করেন,, তাই জেনে শুনে ওনাদের ভোট দেন তাই তো......!!!!

আজব আপনাদের চিন্তা ধারা......।

ঐ জিয়াউর রহমান কে আমার চাচাতো ভাই নিজ হাতে খুন করেছিল ......।
কেন জানেন .... ?? থাক আপনারা জেনে কি করবেন ...। আপনাদের মিডিয়া আর ও আন্টিরাই তো আমাদের থেকে ভাল জানতে পারবে....।


১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৪

একলা পাখি বলেছেন: আমি অন্তত কয়েকজন মানুষ কে সচেতন করেছি...। না ভোট দিতে উৎসাহিত করেছি,,,,,,,,, এদের জন্য জীবন নষ্ট করে লাভ নেই সেটা বোঝানোর চেষ্টা করেছি,,,,,,,,,,,,,

আপনি কি করেছেন ......??????

২২| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২০

বৈকুন্ঠ বলেছেন: রাগা আফা তাইলে কৈতে চান ....... করুক যা খুশি এই দুই াগি। তার পরেও কিসু কওন যাইবোনা। হয় নিজেরি কিসু করতে হৈব না হৈলে কোনো সমালোচনা করন যাইবো না।
নাকি ভুল বুঝলাম?

রাজনৈতিক নেতা নেত্রীরা কি আমগো "গনতন্ত্রে" সকল সমালোচনার উর্ধে উইঠা গেলোগা নাকি? পুরান কালের মতন হেরাও কি দেব দেবি হয়া গেলো? যাগো খালি পূজাই করতে হৈবো?

"কিছু একটা করার" প্রথম ধাপই হৈল অসন্তুষ্টি প্রকাশ।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৭

একলা পাখি বলেছেন: "কিছু একটা করার" প্রথম ধাপই হৈল অসন্তুষ্টি প্রকাশ।"
সহমত

২৩| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২২

বৈকুন্ঠ বলেছেন: হায় হায়রে কি করলাম!!!!!! রাগা আফায় এর আগেও আমার দুই দুইটা নিক খাইসে। এইটাও গেলো বৈলা।

আফা ... মাফ কৈরা দেন। এমুন বুল আর ঐতোনা

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৭

একলা পাখি বলেছেন: রাগ ইমন রাগ কইরা কি নিক ও খাইয়া ফালাই নাকি......????
ভালই.... :))

২৪| ১৪ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:২৫

চিলে কোঠার সেপাই বলেছেন: ২ জনের ভাল লাগেনি :)

১৪ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪২

একলা পাখি বলেছেন: ওনাদের পরিচয়ই খুঁজিতেছিলাম ..... কিন্তু ওনারা পরিচয় দেন নাই,,,,,,,

২৫| ১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৭

জিসান শা ইকরাম বলেছেন: ১০০% সহমত :)

১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৮

একলা পাখি বলেছেন: B-) B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.