![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদেশ-বিভুঁয়ে মরন হয় যদি,
কি হবে আর
এই টানাহ্যাঁচড়া করে এই শব!
যেখানে দিয়েছি আমার
যৌবনের উৎকৃষ্ট সময়টুকু, নিকট স্বজনের সুখের বিনিময়ে!
কি হবে প্যাকেট বন্দী হয়ে ফিরে?
থাক না ওদের মনে
আমার হাসিমুখের স্মৃতি টুকু চিরঞ্জীব!
এই প্রবাসে বসেইতো
খবর পেয়েছি কত মৃত্যুর,
অশ্রু ঝরেছে নীরবে,
তবুও মানসপটে গেঁথে আছে
সেই প্রান প্রিয় জীবন্ত অবয়ব।
তেমনি থাকুক না আমারটাও...
২| ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৫:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: চাঁদগাজী বলেছেন:
ঈদের দিনে কেন এসব অকারণ ভাবনা
৩| ০৪ ঠা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতা ভালো হয়েছে ।ঈদ মোবারক।
৪| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৫| ০৫ ই জুন, ২০১৯ রাত ১২:২০
মেঘ প্রিয় বালক বলেছেন: বেদনাময় কবিতাম
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
ঈদের দিনে কেন এসব অকারণ ভাবনা?