![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালের গর্ভে হারিয়ে গেল
আরোএকটা দিন।
এখানে নির্ঘুম আমি
স্মৃতি কাতর হয়ে ফুঁপিয়ে উঠি
বিগত দিনের ভাবনায়।
ইস্ যদি ফিরে পেতাম
সেই সর্নালী দিন গুলো আবার...
একরত্তিও পরিবর্তন করতাম না আমি।
মহাকালের ঘড়িটাকে যদি
ঘুরিয়ে দিতে পারতাম,
সময় চাক্কীটাকে স্থির করে
রাখতে পারতাম যদি
সেই সর্নালী দিন গুলোতে,
বিস্তির্ন সবুজ ঘাষের
চাদরে মোড়া এলিয়ে দিয়ে গা,
সেই কিশোর বেলার
স্মৃতি হাতড়ে বেড়াই।
নীল আকাশের দিকে তাকিয়ে
অঝড় অশ্রূধারায়
ঝাপসা হয় বর্তমান।
আহা! কতইনা মধুর সে দিন গুলো!
সোনালি অতিত মেনে নিতে হবে,
কি হবে স্মৃতি আঁকড়ে?
কিন্তু, স্মৃতি ছাড়া কোথায় ভালবাসার বিকাশ?
আহা! সময় চাক্কীটাকে স্থির করে
ফিরিয়ে নিতে পারতাম
যদি সেই সর্নালী দিন গুলোতে...
২| ১৩ ই জুন, ২০১৯ সকাল ১০:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ খালি বানান ভুল আর ভুল
বানানের ব্যাপারে একটু সর্তক হোন প্লিজ
৩| ১৩ ই জুন, ২০১৯ সকাল ১১:২৯
মোঃ ছালেহ্ জোহা বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৫১
নজসু বলেছেন:
সম্ভব নয়। হারিয়ে যাওয়া দিনগুলো কি আর ফিরে আসে?
আসে না।
৫| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। টাইপো গুলি ঠিক করে নিয়েন কেমন?
৬| ১৫ ই জুন, ২০১৯ রাত ১০:৫৭
মেঘ প্রিয় বালক বলেছেন: লিখেছেন ভালো,টাইপো গুলো ছিলো,আছে এখনও,ঠিক করে নিয়েন। নির্ঘুম,সর্নালী,চাক্কীটাকে,সর্নালী দিন গুলোতে,
বিস্তির্ন, ঘাষের,
চাদরে ,
অঝড়, অশ্রূধারায়,
সোনালি,সর্নালী দিন গুলোতে, চাক্কীটাকে
সর্নালী।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: মোটামোটি।