![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলমান
জোহা
যখন তোমাকে প্রথম দেখেছি, তোমাতে দেখেছি প্রেম,
যখন প্রথম আমাকে স্পর্শ করেছিলে,
অনুভব করেছি আমার ভালোবাকে হৃদয় দিয়ে,
সময় বয়ে চলে অমোঘ নিয়মে...
তোমার প্রথম স্পর্শের আবেশ, ভালোলাগা, হৃদয় কম্পন...
এখনও আন্দোলিত হয়ে আমার অস্তিত্বকে করে তোলে কম্পমান।
আমার ভালবাসা, হ্যাঁ-হ্যাঁ আমাদের ভালবাসার গভীরতা বেড়েই চলেছে...
মারিয়ানা ট্রেন্স অবধি...
আমরা পেরেছি!
হাতে হাত রেখে, দুটো মনকে একই সত্ত্বায় মিলিয়ে
আমাদেরে এই পথ চলা।
পারিপার্শ্বিকতার টানাপোড়েন আমাদের বিচ্যুত করতে পারেনি এক চুল।
06/11/2020
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।