![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ
ওগো প্রিয়তমা, না, "ডাক্তার ডেকোনা,
তোমার কর কমলে হাত রেখে
চীর নিদ্রায় যেতে চাই,
স্মৃতির আকাশে ডানা মেলে
অতল গহীনে ফিরে তাকায়।
মনে পরে...কীভাবে প্রথম দেখা, প্রথম চুম্বন...
নেই কোন অনুশোচনা, দু জোড়া চোখ চিক-চিক করে ওঠে।
ঠোঁটে পরিতৃপ্তির বাঁকা হাসি।
মৃদুভাবে পুনরাবৃত্তি, আমি তোমাকে চিরকাল ভালোবাসি!
প্রতি উত্তরে কপালে মৃদু চুম্বন,
আহা! কি সুখ, কি শান্তি!
সুখাবেসে চোখ জুড়ে ঘুম, প্রশান্তির ঘুম।
হাতে হাত রেখে চীর নিদ্রায়।।
আহা...
ভালোবাসা...
জোহা
সিঙ্গাপুর
22/03/2023
২| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি সিঙ্গাপুরে থাকেন।
খুবই ভালো দেশ।