নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সবকিছু ভাবায়। তাই কল্পনায় পৃথিবীর বাইরে গিয়ে কিছু ভাবতে চায়। বাস্তবে তো আর সম্ভব না।

জোভান আহমেদ

পৃথিবীর সবকিছু ভাবায়। তাই কল্পনায় পৃথিবীর বাইরে গিয়ে কিছু ভাবতে চায়। বাস্তবে তো আর সম্ভব না।

জোভান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ইসলামি সাহিত্য ও সংস্কৃতির এপিঠ ওপিঠ-

৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩২



এই দেশে একজন টপ লেভেলের আর্টিস্টকে জাতীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে দেশে বিদেশে সমাদৃত ও সম্মান করা হয়,
তার ধারের কাছেও ইসলামিক কালচারের কোনো আর্টিস্টকে করা হয়না।


শিক্ষা,সাহিত্য-সংস্কৃতি সর্বক্ষেত্রে একই অবস্থা।

অথচ ইসলামিস্ট আর্টিস্টদের জ্ঞান যোগ্যতা তাদের চেয়ে কোনো অংশে কম নয়।

বাংলাদেশ ৯০ ভাগ মুসলিমের দেশ হয়েও ইসলামাী সাহিত্য সংস্কৃতির প্রতি কোনো আবেগ অথবা উপলব্ধী নেই আমাদের মাঝে ।
যতটুকু আছে তা খুবই সিমীত আকারে। এটি খুবই হতাশাজনক, দুঃখজনক এবং লজ্জাজনক ও বটে।

আসলে ইসলামি সাহিত্য সংস্কৃতি নিয়ে এই দেশে সেইভাবে জাগরণ করার মত কোনো কাজ চোখে পড়েনি, আর যদি কিছু কাজ হয়ে থাকেও তাহলে সেইসব কাজগুলো এক্সপ্লোর হতে পারেনি। এর পেছনে প্রচার-প্রসার না করাটাও অনেকাংশে দায়ি।

সবখানে পশ্চিমা সংস্কৃতির রাজত্ব চলছে, এর সাথে পাল্লা দিয়ে যেভাবে ইসলামি সাহিত্য সংস্কৃতির বিকাশ দরকার ছিলো তাতে মুসলমিরা ব্যর্থ।

এইদেশে বর্তমানে যে অল্পকিছু ইসলামি সাহিত্য-সংস্কৃতি নিয়ে কাজ হয় তাও বাধার মুখে পড়ে যায় বিভিন্ন সমালোচনায় সাথে আরো ইত্যাদি কারণ তো আছেই।

বর্তমানে এই জেনারেশনের মাথা মগজে শুধুই পশ্চিমা বিনোদনে ভরপুর। যার প্রভাব বাজেভাবে আমরা উপলব্ধী ও দেখতে পাচ্ছি। এই পশ্চিমা বিনোদনের বিকল্প তৈরি না করা পর্যন্ত ইসলামের অনেক কাজ কঠিন হয়ে দাড়াবে।

প্রেক্ষাপট অনুযায়ী বলার অপেক্ষা রাখে না যে, ইসলামি সাহিত্য সংস্কৃতির বিকাশ ছাড়া এই পরিবার- সমাজের পরিবর্তন অনেক দুঃসাধ্য ব্যাপার।

এই দেশ সমাজ ও পরিবারগুলোর মানুষদের মগজে মননে ঢুকার এখন অন্যতম একটি পথ হচ্ছে ইসলামি সাহিত্য ও সংস্কৃতির বিকাশ । নতুবা এই জাতির অধঃপতন হতে বেশি সময় লাগবেনা।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৭

জ্যাক স্মিথ বলেছেন: ইসলামি সাহিত্য, সংস্কৃতিতে বিনোদোনের কোন জায়গা নেই সে জন্য হয়তো মানুষ এসব থেকে দুরে সরে চলে যাচ্ছে।

৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৫

জোভান আহমেদ বলেছেন: বিনোদন এর মানেটা আমাদের কাছে ভুল ভাবে উপস্থাপিত।

২| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪৮

রানার ব্লগ বলেছেন: ইসলামে সাহিত্যের কোন স্থান নাই !!!!

৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৮

জোভান আহমেদ বলেছেন: ইতিহাস ঘাটলে অনেক মুসলিম দার্শনিক , কবি, সাহিত্যিকদের কথা জানতে পারি।

৩| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪৯

অগ্নিবেশ বলেছেন: হারাম মদ অনেক খাইছি এইবার ইসলামী মদ খামু, কই পামু? পোষ্টান প্লিজ।

৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০২

জোভান আহমেদ বলেছেন: মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দ্রুত ডাক্তার দেখাবেন। আর হ্যা তওবা করে নিবেন। যেহেতু খেয়ে ফেলেছেন।

৪| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৪

অধীতি বলেছেন: শিল্প সাহিত্যে নিজেদের প্রকৃতি, জীবন যাপন, সমস্যা, ভালো-মন্দ দেখাতে হয়। ইসলামি সাহিত্য পড়লে আমি আমার সমাজকে খুঁজে পাইনা। আমার সংস্কৃতি সবুজ, আরবের, আফগানের,পাকিস্তানের প্রকৃতি রুঢ় ও মরুভূমি কেন্দ্রিক। আমাদের এখনকার গজলগুলো অধিকাংশ হিন্দি উর্দু থেকে ধার করা বা নকল করা। আমাদের এখানকার শিল্পের লক্ষ হচ্ছে সমাজ যেরকম আছে সেভাবে উপস্থাপন, বাস্তব জীবনকে দোখানো। ইসলামি সংস্কৃতি হচ্ছে সমাজকে পরিবর্তন করে ইসলামের দিকে ধাবিত করা আপনি চাইলেও ইসলামি সাহিত্যে এটা করতে পারবেন না। ওই সাহিত্যে নারী জাতি থাকবেনা অথচ নারী সমাজের অন্যতম অংশ। আপনি চাইলেই একজন পতিতাকে দেখাতে পারবেন না। ইসলামি সাহিত্যে আপনি প্রেম আনতে পারবেন না। কিন্তু প্রেম সমাজের অবিচ্ছেদ্য বিষয়।

৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০১

জোভান আহমেদ বলেছেন: আমি লেখাতেই বলেছি ইসলামি সাহিত্য নিয়ে বর্তমানে কোনো তেমন কাজ হচেছ না। যা হয়েছে তা অতীত । আর ইসলামি সাহিত্যে প্রেম নারী জাতি এইসব থাকাতে কোনো তো দোষের নেই । সবকিছু নির্ভর করে তা কিভাবে উপস্থাপন করা হচ্ছে ।

৫| ৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কিন্তু যারা ইসলামি সাহিত্য পড়ছে তারাই বেশি ফেতনা, ফ্যাসাদ, মসজিদে হামলা, বোমা মারা, মানুষ মারা, নিজেদের মধ্যে দলাদলি, শিশু বলৎকার করসে। সব গুলো একটার চেয়ে একটা মারাত্মক অপরাধ।

৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

জোভান আহমেদ বলেছেন: এইসব বিচ্ছিন্ন মানুষ বিচ্ছিন্ন ঘটনা। ইসলামি সাহিত্য পড়ে মনে হয়না কেউ উগ্রবাদে জড়িত হয়।

৬| ৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

কামাল৮০ বলেছেন: ইসলাম ধর্ম আছে,ইসলামের ইতিহাস আছে কিন্তু সাহিত্য নাই।মুসলমান সাহিত্যিকে আছে যেমন আহমদ শরীফ,সালমান রুশদি,দাউদ হায়দার,তসলিমা নাসরিন আরো অনেক।

৭| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৩

রানার ব্লগ বলেছেন: ইসলামি সাহিত্য জিনিসটা কেমন?? আমি শুধু জানি সাহিত্য সব একই রকম এর যে প্রকারভেদ আছে এটা জানা ছিলো না। দয়া করে ইসলামি সাহিত্য জিনিসটা বুঝিয়ে বলবেন। তবে সাহিত্য বলতে আমরা যা বুঝি তা ইসলামের যুক্তিতে নাজায়েজ।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২২

বিটপি বলেছেন: ইসলামী সাহিত্যের পৃষ্ঠপোষক ছিল জামাত-শিবির। কিন্তু তাঁদের অপকর্মের জন্য মিডিয়া তাদেরকে একরকম এড়িয়ে গেছে। তাই এদেশে ইসলামী সাহিত্য তেমন একটা বিস্তার লাভ করেনি। বাংলা সাহিত্য পরিষদ নামে এক পাবলিশার অনেক বছর আগে সেবা প্রকাশনীর মত বিদেশী ইসলামী সাহিত্য অনুবাদ করে বাজারে ছাড়ত। নব্বইয়ের দশকে পর পর তিন বছর বাংলা একাডেমী প্রাঙ্গনে একুশে বইমেলায় সেক্যুলারদের ভাংচুরের শিকার হয়ে তারা স্টল দেয়া বন্ধ করে দিয়েছিল। পরে সেক্যুলারেরা তাদের প্রধান কার্যালয়েও হামলা করে ব্যাপক ভাংচুর করলে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.