নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বয়স হয়েছে, একদিন এ পৃথিবী থেকে চলে যাব, সে দিন তোমরা কেহ চোখের জল ফেলনা.....................মুরব্বী ।

মুরব্বী

আমি আজ বড় একা তাইতো তোমাদের মাঝে।

মুরব্বী › বিস্তারিত পোস্টঃ

যার আবির্ভাবে রহমত ও বরকত প্রকাশ পেল !

২৭ শে মে, ২০১৫ সকাল ৯:১৮

হযরত মা হালিমা (র:) বর্ণনা করেন, ”
হযরত আব্দুল্লাহ (র:)
এর সন্তান শিশু হযরত
মুহাম্মদ (সঃ)-কে আমার গৃহে আনার
সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগল।
এতো পরিমাণ
দুধ নির্গত হলো যে,
হযরত মুহাম্মদ (সঃ) এবং তাঁর দুধ ভাই একান্ত
তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে পড়তেন।”
আর উটনীর
দিকে চেয়ে দেখতে পাই,
সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে।
বিবি হালিমা বলেন, ”
আমার স্বামী উটনীর দুধ দোহন
করলেন এবং আমরা তৃপ্তির
সাথে তা পান করে সারারাত
আরামে কাটালাম। দীর্ঘদিন
পর এটাই প্রথম রাত্রি, যাতে
আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম।”
আমার স্বামী বললেন,
”হালিমা! তুমি খুবই
ভাগ্যবান শিশু নিয়ে এসেছ।”আমি
বললাম, আমারও এটাই ধারণা,
এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান।
বিবি হালিমা আরও বলেন, ”
মক্কা থেকে ফেরার পথে শিশু
মুহাম্মদ (সঃ)-কে কোলে নিয়ে যে
দুর্বল বাহনটিতে চলতে
লাগলাম, মুহাম্মদ (সঃ)
-এর বরকতে বাহনটি এত দ্রুত চলল যে,
সবার বাহনকেই হার মানাল।”
আমার সাথী মহিলারা আশ্চর্য
হয়ে বলতে লাগল এটা কি সেই
দুর্বল সাওয়ারী যার
ওপর আরোহণ করে তোমরা
প্রথম এসেছিলে?”
এরপর বাড়ী এসে দেখলাম,
সমস্ত বকরীগুলো দুধে পূর্ণ
হয়ে আছে। অথচ কিছুক্ষণ
পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল। -
সুবহানাল্লাহ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.