![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজ বড় একা তাইতো তোমাদের মাঝে।
১। বল্টু এবং তার মেয়ের এর
মধ্যে কথা হচ্ছে– বল্টুঃ তুই পালিয়ে বিয়ে করে আমার বংশ
দাঁগ লাগিয়েদিলি !
মেয়েঃ দাঁগ থেকে যদি দারুন কিছু হয়,
তবে তো দাঁগই ভালো।
========================================
২। স্যারঃ পড়া যখন পারনি
মার তোমাকে খেতেই হবে।
বল্টুঃ তাহলে একটু
ওয়াসরুমে যেতে হবে।
স্যারঃ কেনো?
বল্টুঃ মা বলেছে কোন কিছু খাবার
আগে সাবান দিয়ে ভাল ভাবে হাত
ধুয়ে নিতে।
=========================================
৩। মেয়েঃ তোমাকে আমি খুব খুব খুব
ভালবাসি।
বল্টুঃ তোমার এত ভালবাসা আমি কোথায় রাখব?
মেয়েঃ রাখার
জায়গা না পেলে ফেরত দিয়ে দাও
অন্য কাওকে দিয়ে দিব।
=========================================
৪। মেয়েঃ তুমি আমায় কতটা ভালবাস? বল্টুঃ সীমাহীণ।
মেয়েঃ তাহলে তাজমহল বানাচ্ছ
না কেন?
বল্টুঃ জমি কেনা হয়ে গেছে,
তোমার মরার অপেক্ষায় আছি।
মেয়েঃ কি?
=========================================
৫। চালকঃ শালা পাগল, সরবি না তোর
গায়ের উপর দিয়া চালামু ?
বল্টুঃ আরে যা যা একটু আগে মাথার
উপর দিয়া বিমান গেল কিছুই হইল
না তোর তো হালার গাড়ি।
১৬ ই জুন, ২০১৫ সকাল ৮:৩১
মুরব্বী বলেছেন: শুধু দুষ্টু না আরও কিছু ।
২| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
মশিকুর বলেছেন:
হাসির
১৬ ই জুন, ২০১৫ সকাল ৮:৩২
মুরব্বী বলেছেন: তাইতো বলি সবাই এত হাসতেছে কেন ।
৩| ১৫ ই জুন, ২০১৫ রাত ৮:১৩
বাবলু বাবলু বলেছেন: বল্টু তো খুবই দুষ্টু :
১৬ ই জুন, ২০১৫ সকাল ৮:৩৪
মুরব্বী বলেছেন: সকলে তাই...ই বলে ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বল্টু তো খুবই দুষ্টু