![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজ বড় একা তাইতো তোমাদের মাঝে।
নাকি মুসলমান দের মানবাধিকার থাকতে নেই....! এই অধিকার টুকু বাকি সব ধর্মানুসারীর জন্য।
তারা কলার খোসায় পা পিছলে পড়লেও পুরো বিশ্ব বিবেক(?) মর্মাহত হয়ে বিবৃতি দিবে।
তাদের পাশে দাঁড়াবে। আর মুসলিম? ওরা তো একটা পেইন!
ওদের কে শায়েস্তা করার জন্য মাঝে মাঝে ইসরাইল সন্ত্রাস বিরোধী অভিযান চালাবে।
মাঝে মাঝে রাশিয়া রকেট ছুঁড়বে, আর আমেরিকার চালক
বিহীন বিমান তো অবিরাম চলতেছে... সন্ত্রাস বিরোধী অভিযান বলে কথা।
সব কিছু যখন সয়ে যাচ্ছে, চারপাশে যখন মুসলিম হত্যা একরকম জায়েজ হয়ে গেছে
তখন কেন বৌদ্ধ ধর্মের ভদ্র সেই অনুসারী গুলি চুপ করে বসে থাকবে?
তারা এবার নেমেছে মুসলিম নিধন মিশনে.... সেই কবে থেকে শুরু,
মাটি চাপা দিয়ে নি:শ্বেস করা যায়নি, আগুন আনা হল, কয়লা
করা হল জীবন্ত দেহ গুলি... কি শিশু, কি বৃদ্ধা, যুবতি! সাধের ঘর বাড়ি,
প্রিয় জন্মভুমি, সবকিছু ধোঁয়া আর ধোঁয়া।
আর এখন? ডাংগায় বাঘ, জলেকুমির আর মাঝখানে রোহিংগা মুসলমান!
দৈত্য দানব দের ভয়ে জীবন টুকু নিয়ে সমুদ্রে পাড়ি দেয়, তাদের জানা
ছিলনা এই সমুদ্রের শেষ নেই। তাদের জন্য পৃথিবীতে কোন মাটি বরাদ্দ
নেই... ট্রলারের তেলের সাথে তাদের জীবনের শেষ টা মিলে যাবে।
এ বিষয়গুলো নিয়ে ভাবলে আমার খুব খুব খব কষ্ট লাগে, কারন
আমি একজন মুসলমান ।
১৬ ই জুন, ২০১৫ সকাল ১১:৪১
মুরব্বী বলেছেন: নিজের অবস্থান থেকে তো কিছুই করতে পারছি না শুধু কষ্টই পাচ্ছি, আপনাকে ধন্যবাদ।
২| ১৬ ই জুন, ২০১৫ সকাল ১১:২৬
বিট বলেছেন: যখন পাশের বাড়িতে আগুন লাগে আপনি যতই না দেখার ভান করুন না কেন? দু'দিন পরে সেই আগুন আপনার নিজের বাড়িতেও লাগতে পারে। আমাদের সচেতনতা কবে বাড়বে খোদাই জানে। তবে সরকারের নিরবতাই ভাবিয়ে তুলে।
আর কষ্ট সেতো সয়েই গেছে (আমাদের ও)
১৬ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৯
মুরব্বী বলেছেন: সু চিন্তিত কমেন্স করার জন্য আপনাকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৫ সকাল ১০:৪১
সার্ভেয়ার/আমিন সাব বলেছেন: এ বিষয়গুলো নিয়ে ভাবলে আমার খুব খুব খব কষ্ট লাগে, কারন
আমি একজন মুসলমান ।
মুসলমান হিসাবে কষ্ট লাগাই স্বাভাবিক, কষ্ট না লাগা অস্বাভাবিক ।