নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বয়স হয়েছে, একদিন এ পৃথিবী থেকে চলে যাব, সে দিন তোমরা কেহ চোখের জল ফেলনা.....................মুরব্বী ।

মুরব্বী

আমি আজ বড় একা তাইতো তোমাদের মাঝে।

মুরব্বী › বিস্তারিত পোস্টঃ

বল্টুর কৌতুক, পর্ব- ২ ............(প্রাপ্ত বয়স্করা পড়ুন)

১৭ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৯

বল্টু গেছে দোকানে বিষ কিনতে।
দোকানদার : ভাই বিষ দিয়া কি
করবেন?
বল্টু: আত্মহত্যা করব।
দোকানদার: ক্যান ভাই?
বল্টু:কিছু কিছু জিনিস আছে কাউকে বোঝানো যায় না।
দোকানদার: মানে?
বল্টু:আজ সকালে আমি গরুর দুধ
দোহাচ্ছিলাম।
হঠা্ৎ করে গরুটা বাম পা দিয়ে লাথি
মারতে লাগল। আমি বাধ্য হয়ে বাশের সাথে বাম পা
বেধে রাখলাম।
এরপর গরুটা ডান পা দিয়ে লাথি
মারা শুরু
করল।
আমি এবার গরুর ডান পা ও বাশের সাথে শক্ত
করে বাধলাম।
অবশেষে লেজ দিয়ে বাড়ি মারতে
লাগল।
ভাবলাম লেজটাও বেধে রাখি।
কিন্তু লেজ বাধার জন্য কিছু পেলাম না।
শেষমেষ নিজের বেল্ট খুলে বাধতে
লাগলাম
বেল্ট খোলার কারণে আমার প্যান্ট
হঠাৎ
করে খুলে গেল। এমন সময় আমার বউ গোয়ালে এসে
আমাকে ঐ
অবস্থায় দেখলো।
……….এখন আপনিই বলেন আমি
আমার
বউকে কি করে তা বোঝাব????
বউ আমাকে ছেড়ে বাপের বাড়ি
চলে
গেছে।
এ জীবন আমি আর রাখতে চাই না।
দোকানদার: ভাই কয় টাকার বিষ লাগবে???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.