নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হিসেবে আমি একটা রঙচটা ভাঙ্গা দেয়াল,একটা আহত পাখির ন্যায় চলমান আমার জীবন।।জীবনে আশার আলো আছে,তবে সে আলো আমার জীবনের অন্ধকার ঢেকে রাখতে পারে নি।।অসংখ্য কষ্টের স্পর্শ আমার চারপাশ জুড়ে,তবুও কেন জানি মনে হয় সবকিছুর মাঝেই অসংখ্য ভালো লাগা ছড়ানো।।

নিস্তব্ধ আগন্তুক

নিস্তব্ধ আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

তনু আর আমরা।

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬

তনু হত্যা পরবর্তি দিন গুলোয় সোনার বাংলায় যা যা ঘটতে
পারে
.
# ‘ক্যান্টনমেন্টে মত জায়গায় ঘটনা ঘটলো আর্মিরা কি
করছে?’ এই টপিকে সিভিল-আর্মি ফেবুক কাইজ্জা হবে।
.
# কিছু পাব্লিক মানববন্ধন করবে।
# দিনের কড়া রোদে মানববন্ধন যাগো স্যুট করবে না
তারা রাতে মোব্বাতি জ্বালাবে
.
# বরাবরের মত ‘আমাদের বোন তনু হত্যা বিচার চাই’
মর্মে কোন ফেবুক ইভেন্ট খোলা হবে এন্ড হ্যান
ত্যান করা উচিৎ টাইপ কিছু পোষ্ট হবে। লাস্টে লাভের
বেলায় ইভেন্ট হোস্টের কিছু ফলোয়ার বাড়বে।
(বাইচ্চা থাকলে মাল মইরা গেলে বইন )
.
# ‘সব আন্দোলনে পাব্লিক ভার্সিটির স্টুডেন্টরা রাস্তায়
নামে, প্রাইভেটের ফার্মের মুরগীরা শুধু ফেবুকে
বসে স্ট্যাটাস দেয়’ এমন কোন কমেন্ট/ স্টাটাসের
জের ধরে ঐদিকে পাব্লিক-প্রাইভেট ভার্সিটির
ছেলেপেলেদের কাইজ্জা বাধবে
.
# এক দল হ্যাস ট্যাগ দিয়েই তনু হত্যার বিচার করে
ফেলবে।
# টিভির টক শো গুলো কয়দিনের জন্য বক বক করার
একটা টপিক পাবে।
.
# সরকারী দলের কেউ বলবে ‘বিম্পি জামাতের
জঙ্গীবাদি কাজ’, বিরধী দল বলবে ‘ ফ্যাসিবাদি সরকারের
ইসলাম বিরোধী কাজ তাই হিজাব পরা মেয়েকেই টার্গেট
করছে’.... এবার দুই দলে আরেক দফা কাদা ছুড়াছুড়ি হবে।
.
# আর আমার লাহান অকর্মা গুলা ফেবুক স্ট্যাটাসের ‘স্টাটাস’
রক্ষায় তনু হত্যা বিষয়ে মিনিমাম একটা স্টাটাস দিবে (যেমন
আমি এই একটা দিয়া দিসি)
.
.
এর কয়দিন পরে T20 ওয়ার্ল্ড কাপ কে জিতলো, ক্যামনে
জিতলো, আম্পেয়ার সহ ১৩ জনে কাইন্ঠামি কইরা জিতলো
না ১১ জনে খেইলা জিতলো এইসব আপকামিং টপিক নিয়ে
সবাই ব্যাস্ত হয়ে যাবে......
.
এরপর কোন একদিন হয়তো আপনের আমার ঘরের
কারো সাথে একি কাহিনি হবে। আলচনায় আসলে তখন
হয়তো আবার উপরের কাহিনি গুলো রিপিট হবে নাহয়
অনেক কাহিনি চিপায় আমার/আপনার সাথে ঘটা কাহিনিও চাপা
পড়ে যাবে...
.
কিচ্ছু করার নাই, এইটা বাংলাদেশ। এখানে এইটাই রুলস

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯

বিজন রয় বলেছেন: আপনি যে প্রপিকটি নিয়েছেন সেই একই প্রপিক ব্লগার দিশেহারা রাজপুত্র ব্যবহার করেন, দুজনের একই হয়ে গেল, যদি একটু দেখতেন, কিছু করা যায় কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.