নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হিসেবে আমি একটা রঙচটা ভাঙ্গা দেয়াল,একটা আহত পাখির ন্যায় চলমান আমার জীবন।।জীবনে আশার আলো আছে,তবে সে আলো আমার জীবনের অন্ধকার ঢেকে রাখতে পারে নি।।অসংখ্য কষ্টের স্পর্শ আমার চারপাশ জুড়ে,তবুও কেন জানি মনে হয় সবকিছুর মাঝেই অসংখ্য ভালো লাগা ছড়ানো।।

নিস্তব্ধ আগন্তুক

নিস্তব্ধ আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

স্বা-ধীন

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৯

স্বাধীন ভারতে একটা স্লোগান খুব জনপ্রিয় ছিল " ইয়ে আজাদী ঝুটা হ্যায়"। এটা আমাদের আম জনতার প্রানের স্লোগান হয়ার কথা।আমরা কিন্তু সত্যিকার অর্থে স্বাধীনতার সুফল পাইনি। আজও আমাদের দেশের প্রশাসন আর পুলিশি ব্যাবস্থা উপনিবেশ কালীন সময়ের মতই। আজ ও আমাদের সরকার জনগনের বিরুদ্ধপক্ষের ভুমিকায় অবতীর্ণ হন। আজ ও আমাদের দেশে প্রজাতন্ত্রের মালিক জনগণকে প্রজাতন্ত্রের কর্মচারী সরকারি কর্মকর্তা, আমলা দের কাছে হেনস্থা হতে হয়। আজ ও আমাদের জনগনের জন্য লাল-সবুজ পাসপোর্ট নাগরিক অধিকার এর পর্যায়ে পড়েনি। আজ ও আমাদের দেশে পুলিশ ভেরিফিকেশন নামক অত্যাচার এর মুখোমুখি হতে হচ্ছে আম জনতাকে। প্রজাতন্ত্রের মালিক জনগণকে রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকিয়ে রেখে প্রজাতন্ত্রের সেবক রা নিরাপত্তা চাদরে নিজেদেরকে ঢেকে চলাচল করেন। প্রজাতন্ত্রের মালিক জনগণকে যে চিকিৎসা সুবিধা দেয়া আছে তার উপর প্রজাতন্ত্রের সেবক রা আস্থা রাখতে না পেরে বিদেশে যান চিকিৎসা করাতে। এখনো অভিজিৎ, আসিফ,বিশ্বজিৎ কে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়। এখনো নারীকুল নিরাপদ না, যেখানে শিক্ষক ধর্ষকের ভূমিকায়,নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় ধর্ষন আর খুন হয়।
টিএসসি চত্বর ও বাদ যায় না।

দেশ কি স্বাধীন???
হয়তবা,
না হলে রাজনীতির নামে কোরান,বেদ, বাইবেল, মন্দির গির্জা পুরাতে পারত না।স্বাধীন বলেই সম্ভব।
আচ্ছা স্বাধীনতা কার জন্য?? মানুষের জন্য?? বোধ হয় না, ইহা রাজনীতির জন্য বরাদ্দ। তাই বলেই হয়ত জ্যান্ত মানুষ পুড়ে মারা হলো কিন্তু স্বাধীনতা চুপ। স্বাধীনতা কে চুপ করে দেওয়া হলো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

বিজন রয় বলেছেন: আমরা স্বাধীন। কোন বিতর্ক নেই।

২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫০

নিস্তব্ধ আগন্তুক বলেছেন: কতুটুকু স্বাধীন?? কাগজে কলমে নাকি শুধু মুখে??? #বিজন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.