নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হয়ে বেঁচে থাকাই আমার পরিচয়

দয়াল ভাই

আমি পৃথিব্য কৃতদাস।

দয়াল ভাই › বিস্তারিত পোস্টঃ

ধর্ষিতা তোমার বাঁচতে নেই-২য় পর্ব।

০৬ ই মে, ২০১৮ রাত ১১:৫৭

২য় পর্ব।
বাঁচতে দিব না বলেই,এই সমাজে নারী ধর্ষিতা।
ধর্ষিত হয়ে যখন সভ্য সমাজের মানুষগুলো আবার ধর্ষণ করে মুখের কথা দিয়ে।
তখন ধর্ষিতার চোখেরজলের কোন জোয়ারভাটা থাকেনা।
সমাজে তো সে চেয়েছিল নতুন করে বাঁচবে,
কিন্তু তাকে বাঁচতে দিলাম কোথায়?
তার জন্যই সমাজ তার মা-বাবাকে হত্যা করতে দ্বিধা করবে না।
এই সমাজে ধর্ষিতাও তার পরিবার বাঁচার অধিকার নেই।
এই সাতপাঁচ ভেবে ধর্ষিতা নারী উপরওয়ালার কাছে হাত পেতে বলে,আল্লাহ্ তুমি কি অন্ধ হয়ে গেছো,..
কেনো তুমি আমায় বাঁচিয়ে রেখেছো?
আল্লাহ্ আমার মৃত্যু দেও মৃত্যু।
এই বলতে বলতে ধর্ষিতার চোখের জল টিপ টিপ করে মাটিতে পড়তে থাকে।
নিজে মরে হলেও বাবা-মা'কে বাঁচতে দিতে হবে।
তখন সে ভেবে আত্মহত্যার চেষ্টা করে,
কিন্তু জীবনের মায়া ত্যাগ করতেও পারেনা,
আত্মহত্যা মহাপাপ বলে।
একেতো এই সমাজ তাকে খানকি,মাগি বলে ধর্ষণ চালাছে।
অন্যথায় ধর্ষণকারী নির্দ্বিধায় সমাজে চলাফেরা করছে।
কারণ এই সমাজের আইন কোন দরিদ্র মেয়ের বাবার জন্য হয়নি,
আইন হচ্ছে আমাদের মতো অর্থশালী সমাজের জন্য।
পাড়াগাঁয়ে কোন মেয়ে ধর্ষণে বিচার পাবেনা।
কারণ এটা আমাদের সামাজিকনীতি।
ধর্ষিতা নারী যতবার ঐ ধর্ষণকারী নরপশুটা কে দেখে,ততবার সে হাত তুলে দোয়া করে মালিকের দরবারে,বলে...
আল্লাহ্ এই নরপশুর ঘড়ে কখনো নারী সন্তন দিয়ো না।
কারণ দেবীকে সে মসজিদ,মন্দিরের ধর্মের বানীর
মতে পূজো দিবে,বুকের কাপড় পড়ে গেলে দেবীকেই ধর্ষণ চালাবে।
পরমেশ্বর তুমি নরপশুর ঘড়ে নারী দিয়ো না।
এই বলতে ধর্ষিতা নারী সমাজ থেকে হারিয়ে যায় একদিন।
কারণ সে সেলেব্রিটি প্রভা না,মিয়া খলিফা না,সানিলিওনীদের মতো না।
সে একজন সমজের ধর্ষিতা,তাই একদিন হারিয়ে যায়।
....
খোজ নিয়ো না,..
পাবে না আমার মতো ধর্ষিতাকে,..
ভালো থাকুক সমাজের মানুষ,ভালো থাকুক নরপশু ধর্ষণকারী,..
ভালো থাকুক ধর্ষিতার বাবা-মা ভাই-বোন..
বিচার চেয়ে মানববন্ধন করো না,ধর্ষিতার বিচার নেই সমাজে।
খোজ না তোমরা ধর্ষিতাকে।।
.....
ধর্ষিতার জন্য হাইলাইট করে মানববন্ধন না করে,
সমাজে বাঁচার অধিকার দেও।
নতুন করে সবার মাঝে বাঁচতে দেও।
(লেখাতে ভুলত্রুটি ক্ষমার দৃষ্টি রাখবেন)
চেষ্টা থাকবে লেখাটি চালিয়ে যেতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: যে রাষ্ট্রে বুদ্ধিজীবীরা, কবি-লেখক-সাহিত্যিকেরা মদের টেবিল ছাড়া ভয়ে রাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে আলাপ- আলোচনা করতে চায় না, সেই রাষ্ট্র মৃত রাষ্ট্র। জনগণ লাশ মাত্র।
-
জয়বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.