![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা পৃথীবির কোন পর্যায় এসেছি?
আপনার জীবন কেমন?
কত রকমের মানুষ এই পৃথীবিতে? কেউ নেংরা, কেউ অন্ধ, কেউবা বোবা।
তাহলে তাদের জীবনটা কেমন? কিইবা তাদের দোষ???????
উত্তর চাই!!!!!!!!!!!!!!!
আসলেই কি আপনি সুখি?
নাকি মুখে মিথ্যা সুখের হাসি ফুটিয়ে রাখেন?
নাকি শুধু সুখের অভিনয় করেন?
আসলে কি এই পৃথীবিতে কেউ সুখি?
২| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১
জাকারিয়া হোসাইন বলেছেন: কেন এমন??? :O
৩| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৮
নীলপরি বলেছেন: নেরাং ? কি ধরনের ভাষা? ভাষা প্রয়োগে সংযত হোন। ওনারা খুব ভালোই আছেন। কোনো দয়া ভিক্ষা ছাড়াই যুদ্ধ করে জিতছেন। দু:খ বোঝাতে ওঁদের নিয়ে টানাটানি কেনো ? পাঠকের সিম্প্যাথি নিতে কি ?
কথাগুলো ব্যক্তিগতভাবে নেবেন না। কিছু ধারনার সাথে একমত নই। তাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯
বিজন রয় বলেছেন: আসলে কেউ সুখি নয়।