| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জুবায়ের হাসান রাব্বী
	পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই। আমি নিতান্তই অলস একজন মানুষ। লেখালেখি শখ হিসেবে শুরু করলেও এখন সেটা নেশা হয়ে গেছে।
কল্পনার মাঝে পাই তোমায়
থাক তুমি এ মনের অনুভবে,
খুব সুখে রাখি তোমায়
লুকিয়ে এ মনে নিরবে।
কল্পনায় থাক আমার
কখনও মনের সাজানো গল্পে,
সুখি হয়েও হই না মাঝে
তোমার ভালবাসা অল্পে।
সপ্নছোয়ায় চাই তোমায় পাশে
থাক তোমায় ভালবাসার ক্ষনে,
দেব তোমায় উজার করে 
আছে ভালবাসা যত মনে।
এসে দেখ তোমার আমার
আলোড়ন চলে এ বুকে,
তোমার সপ্ন আর ভালবাসা 
নিয়ে থাকব খুব সুখে।
ভালবাসি ভালবাসি কথাটা 
যতই মন থেকে বলে যাই,
ভালবাসা আছে অসিম
ফুরে যাবার আশা নাই।
কাছে এসে হাতটা ধরে
বস পাশে চুপটি করে,
দেখব তোমায় চোখ জুড়ে
ভালবাসব বারে বারে।
২| 
০৩ রা মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৭:০৫
জুবায়ের হাসান রাব্বী বলেছেন: ধন্যবাদ
৩| 
০৩ রা মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৭:০৬
শাহাদাত হোসেন বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬  রাত ৯:৩৯
মাসুদ মাহামুদ বলেছেন: ভাল লাগলো