![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর রাতে শুধুই মনে পড়ে তোমায়
আর আমি হন্যে হয়ে খুজি তুমি কোথায়
শেষে তোমায় খুজে খুজে আমি হই ক্লান্ত শ্রান্ত
তার থেকেও আমি তোমায় নিয়ে বেশি বিভ্রান্ত
তবুও আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি
তোমায় নিয়ে শত কবিতা লেখি
তুমি হয়তো আমার কবিতা আর আমাকে করো হেলা
কিন্তু তুমিও আমায় একদিন খুজবে ফুরোলে বেলা
এই রাতে এই আকাশের নিচে আছো তুমি
তাই তোমার অপেক্ষায় নির্ঘুম এই আমি
যেদিন আমায় নিঃশেষ করবে কবরের মাটি
সেদিন বুঝবে আমার ভালবাসা কতটা খাটি
©somewhere in net ltd.