নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণগহ্বরের অতলে

তুমিহীনতায় ডুবে যাচ্ছি কৃষ্ণগহ্বরে

নীল কৃষ্ণগহ্বর

আমি কেউ না

নীল কৃষ্ণগহ্বর › বিস্তারিত পোস্টঃ

রাতের গভীরে আমার তুমি

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

গভীর রাতে শুধুই মনে পড়ে তোমায়
আর আমি হন্যে হয়ে খুজি তুমি কোথায়
শেষে তোমায় খুজে খুজে আমি হই ক্লান্ত শ্রান্ত
তার থেকেও আমি তোমায় নিয়ে বেশি বিভ্রান্ত

তবুও আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি
তোমায় নিয়ে শত কবিতা লেখি
তুমি হয়তো আমার কবিতা আর আমাকে করো হেলা
কিন্তু তুমিও আমায় একদিন খুজবে ফুরোলে বেলা

এই রাতে এই আকাশের নিচে আছো তুমি
তাই তোমার অপেক্ষায় নির্ঘুম এই আমি
যেদিন আমায় নিঃশেষ করবে কবরের মাটি
সেদিন বুঝবে আমার ভালবাসা কতটা খাটি

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

নুর ইসলাম রফিক বলেছেন: যেদিন আমায় নিঃশেষ করবে কবরের মাটি
সেদিন বুঝবে আমার ভালবাসা কতটা খাটি।

বুঝবে না সে। তার যে বোঝার ক্ষমতা নেই।
সে তো নব আনন্দে মাতোয়ারা,
নতুনত্বে তার জয়।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৮

নীল কৃষ্ণগহ্বর বলেছেন: ঠিক বলেছেন

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালোলাগা রইল ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১৩

নীল কৃষ্ণগহ্বর বলেছেন: আপানার প্রতি শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.