নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল থেকেই কেমন যেন লাগছে.. কোন কাজে মন বসছিল না ...ড্রাইভার গাড়ী নিয়ে অফিসে বসে আছে। ডেকে আনলাম। গাড়ীতে বসেও ভাবছি কই যাই, কি করি ?? হেথা নয়, হোথা নয়, অন্য কোথা, অন্য কোন খানে ।
আত্মীয়- স্বজন, বন্ধু -বান্ধব কারো কাছে যাবো না।যদিও তারা আমাকে অনেক ভালোবাসে, আমার সাহচার্য পছন্দ করে।কথা বলতে ভালোলাগছে না একটুও । মনে হচ্ছে এমন কোথাও যাই যেখানে কেউ আমাকে চিনবে না ।
আড়ং এ নাকি সেল দিয়েছে জানতাম, কিন্ত তারা যে বাইরে প্যান্ডেলে করছে তা জানতাম না। তাই দুদিন আগে কর্তাসহ গুলশান আড়ং এ গিয়ে বিছানার চাদর, বালিশের কভার, টেবিল রানার এমন কিছু হাবি জাবি কিনে বাইরে এসে চেয়ে দেখি প্যান্ডেল । কিন্ত তখন সময় ছিল না ঢোকার।
আজ ড্রাইভারকে বল্লাম 'ওখানে চলো'
গিয়ে দেখলাম তাবুর নীচে লম্বা করে দু পাশে সারি দিয়ে দাড়িয়ে বিক্রেতারা তাদের পন্য বিক্রী করছে।আড়ংএর তুলনায় বেশ কম দামেই । জানতে চাইলাম কিসের জন্য দাম কমিয়েছে ?
বল্লো ছোটখাটো ডিফেক্ট যা ওনারা না দেখিয়ে দিলে আমাদের চোখেই পড়তো না। আর সময়মত আড়ং এ যোগান দিতে না পারা। এছাড়াও কিছু কিছু পন্যের কোয়ালিটি একটু খারাপ।তার জন্য আড়ংই তাদের লোগো লাগানো এসব জিনিস তাদের নিজেদের উঠোনে প্যাভিলিয়ান বানিয়ে বিক্রীর বন্দোবস্থ করে দিয়েছে।
চাদরের প্রতি আমার অসম্ভব লোভ আরেকটি এপ্লিকের কাজ করা বেডশিট কিনতে বাধ্য করলো।আর কিনলাম কালোর মধ্যে লাল এপ্লিক করা কুশন কভার। গত বার ব্যাংকক থেকে আনা অনেকগুলো অদ্ভুত সুন্দর থাই সিল্কের কুশন কভার পরে আছে, যা এখনো ছুঁয়েও দেখিনি। এর মধ্যে এগুলো দেখে পাগল হয়ে পাঁচটা কিনলাম।
আমাদের দেশী জিনিস সত্যি কি সুন্দর তাই না ?
বিক্রেতা মহিলা মনে হলো বৃহত্তর রাজশাহীর। কতগুলো পিস ছিল ব্লক আর হাতের কাজ করা, দাম চাইছে প্রতি পিস মাত্র ৫০ টাকা। তারপরও কিছু কিছু ক্রেতা দরাদরি করছে আরেকটু কমানোর জন্য । সুন্দরী মেয়েটি বলে উঠলো, 'প্লীজ আর দাম কমাতে বলবেন না, এর দাম ৫০ টাকা এটা বলতেই আমার লজ্জা করছে'।
আমারও মনে হলো মেয়েটি সত্যি সত্যি লজ্জা পাচ্ছে।
এখানকার পাট চুকলো এখন কই যাই ! কারো বাসায় যাবো না । মাত্র তিনটা বাজে কিন্ত এখনই কি বাড়ী ফিরে যাবো !!
বল্লাম, 'চলো বানিজ্যমেলায়, এবারতো একবারও যাইনি, তাছাড়া তোমার স্যারের অফিসও কাছে হবে আমি ঘুরতে থাকি।ছুটি হলে তাকে তুলে আমাকে নিয়ে যেও'।
আমার স্বামীতো আমার এই প্ল্যান শুনে মহাখুশী। সে এসব জায়গায় যেতে না পারলেই বাঁচে। শুধু আমার জন্যই তার যাওয়া।
টিকেট কেটে মেলায় প্রবেশ। সোমবার ছিল তাই খুব একটা বেশী ভীড় ছিল না ।এদিক ঐদিক কিছুক্ষন ঘুরে বেড়ালাম। তবে কেনার মত আহামরি কিছুই পেলাম না। এইচ আর সি চা এর প্যাভলিয়নে গিয়ে শুনলাম তাদের পন্য মেলার ভেতরে আর বাইরে নাকি একই দাম।আর পাওয়াও যায় সর্বত্র। তবে কি নাকি এক অফার আছে।কিন্ত সেটা দেখার আমার বিন্দুমাত্র কোন কৌতুহলই হলো না ।এই যদি হয় তাহলে কেন আর শুধু শুধু দুহাতে বোঝা বয়ে বেড়াই ।
তবে একদম খালি হাতে ফিরবো সেটাই বা কেমন ! এই ভেবে কি এক সিরামিকের দোকান থেকে ছোট ছোট চারটা গ্লাস কিনলাম চার রঙ্গের। দেখে মনে হলো অনেক আগে গ্রামের চা এর দোকানে বিক্রেতারা এমন ডিজাইনেরই স্বচ্ছ কাচের গ্লাসে চা বিক্রী করতো । বিক্রেতা বল্লো এতে নাকি চা, কফি, জ্যুস সবই খাওয়া যাবে। শুনে হাসলাম।
দেখুন আমার রং বেরংএর সিরামিক গ্লাস।
এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষন ঘুর ঘুর করে সিলোন টি এর ষ্টলের সামনে এসে বসলাম। খুব সুন্দর করে বানিয়েছে ওদের প্যাভিলিয়ান। প্রাচীন ড্যানিশ দুর্গের আদলে তৈরী। বাচ্চাদের জন্য চারিদিকে ঘুরিয়ে মিনি ট্রেনের ব্যাবস্থা। বেশ সুন্দর লাগলো দেখে।
সিলোন চা এর প্যাভিলিয়ান
এই টি স্টলের উল্টো দিকেই ফার্নিচারের প্যাভেলিয়ান পারটেক্স গ্যালারী। স্টলের চারিদিকে ঘোরানও কাঠের পিড়া বা পৈঠা।সিলন টি স্টল থেকে পাঁচ টাকা দিয়ে সুদৃশ্য কাগজের মগে এক কাপ চা নিলাম।সেই কাঠের পিড়ায় বসে বসে চা খাচ্ছি আর মোবাইল দিয়ে এদিক ওদিক লক্ষ্যহীনভাবে ছবি তুলে সময় কাটাচ্ছি। আমার কর্তার ছুটি হতে আরও একটি ঘন্টা।
পাশে একটা দরজী প্লাস শাটিং স্যুটিং এর দোকান।
এর মধ্যে অনেকেই উঠে গেল আবার কেউ এসে বসলো । কারো কারো হাতে কৃত্রিম ফুলসহ গৃহসজ্জার নানাবিধ সামগ্রী নিয়ে চা খাচ্ছে আমার পাশে বসে। সামনে একটা ঝুড়ি অবশ্য ওরা দিয়ে রেখেছে।কিন্ত কে যায় দুহাত দুরে কষ্ট করে খালি কাপ ফেলতে !
নিজ ঘর দুয়ার আর অন্দর সাজানোর চিন্তায় ব্যাতিব্যাস্ত সবাই কিন্ত বাইরে উঠোন সাজাবে কে !! চা শেষ করে বেশীরভাগ লোকজনই কাপগুলো আসে পাশে এদিক ওদিক ছুড়ে ফেলে দ্রুত পা এ রওনা দিল অন্য কিছু কেনাকাটার উদ্দ্যেশে।
এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা, কি প্রচন্ড ব্যাস্ততা।
আমি তাকিয়ে দেখি চারিদিকে মাটিতে ফেলে দেয়া সেই কাপের ছড়াছড়ি। এত মনটা খারাপ হয়ে গেল দেখে, ভাবলাম বিধাতা আমাদের সৌন্দর্য্যবোধ বলতে কোনরকম অনুভূতি বোধহয় দেয় নি ।
সকল সৌন্দর্য্যের হানি ঘটিয়ে ফেলে রাখা সেই কাগজের কাপ
পরিত্যাক্ত কাপের দীর্ঘ সারি
এমন সময় ফোন আসলো 'কোথায় তুমি ? গেটের দিকে আসো আমি ভেতরে ঢুকবো না'।
উঠতে উঠতে দেখলাম কোথা থেকে দেবদূতের মত দুটো টোকাই কিশোর কিশোরী কুড়িয়ে নিয়ে পরিষ্কার করে গেল সেই তথাকথিত শিক্ষিত মানুষের অসচেতনতার প্রতীক দিকবিদিক ছুড়ে ফেলা পরিত্যক্ত চায়ের কাপগুলো।
ধন্যবাদ জানাই সেই কিশোর কিশোরীদের ....
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
জুন বলেছেন: হ্যা গিয়েছিলাম একটা স্ন্যাকসের দোকানে । আমিতো বাসা থেকেই খেয়েই গিয়েছিলাম। ওরা আমাকে বেশ খাতির করলো।আমার ব্যাগ রাখার জন্য টুল এগিয়ে দিলো। তিনবার সসের বোতল নিয়ে আসলো জানতে চাইলো আমি নেব কি না ?
প্রতারনার অভিজ্ঞতা আগেই আছে তার চেয়েও খারাপ ওদের খাবারের মান।
অনেক ধন্যবাদ দূর্জয় মন্তব্যের জন্য
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জানাই সেই কিশোর কিশোরীদের .... এরাই কিন্তু আমাদের আধুনিক শহরের রিসাইকেল বিন !!!
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
জুন বলেছেন: আসলেই জহির আমার এত খারাপ লাগছিল বলার নয়। মনে হচ্ছিল আমি ঝুড়িটার মধ্যে তুলে দেই। ধন্যবাদ অনেকদিন পর দেখলাম তোমাকে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
আন্ধার রাত বলেছেন:
লেখা ভাল পাইলাম, অযথা খরচ খারাপ পাইলাম।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
জুন বলেছেন: আমিও খারাপ পাই কিন্ত নিজেকে কন্ট্রোল করতে পারি না। ভাবছি মহাজাতকের কাছে মেডিটেশন শিখবো হাউ টু কন্ট্রোল ইয়োর মাইন্ড
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: যাক আপনার লেখার মধ্য দিয়ে কিছুক্ষনের জন্য হলেও মেলা ঘুরে আসলাম মেলা নিয়ে আরেকটু বড় পোস্ট হলে বেশী খুশি হতাম
তবুও ধইন্যা এবং +
শুভকামনা।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
জুন বলেছেন: বড় পোষ্ট আর কি দেব বলুন ? তানভীর আহমেদ সজীব এ নিয়ে একটা বড় পোষ্ট দিয়েছে, দেখতে পারেন চেয়ারম্যান সাহেব।
আপনার জন্যও রইলো অনেক শুভকামনা
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
লোনলিফাইটার বলেছেন: আহারে বানিজ্য মেলা কত দিন তোরে দেখি না।কতো দিন তোর কাছে যেতে পারিনা
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
জুন বলেছেন: আজ যত বছর ধরে এই মেলা হয় তত বছর ধরেই গিয়েছি । একবার না তিন চার বার করে। গত দু তিন বছর যাই না। যখন দেখি সব কিছু বাইরে একই দামে পাওয়া যায়। সেদিন গিয়েছিলাম সময় কাটাতে। মনটা খারাপ ছিল তাই।
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
স্পাইসিস্পাই001 বলেছেন: উপস্থাপনা প্রশংসনীয় .......
খুব মনোযোগ দিয়ে পড়লাম ...... বেশ ভাল লাগলো .....
ধন্যবাদ.......
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
জুন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আমার এই এলোমেলো কথোপকথনটুকু মনোযোগ দিয়ে পড়ে আবার মন্তব্য করেছেন বলে
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
দেবদাস. বলেছেন: ঘুরাঘুরী বেফুক মজা লাগলো । আপনি খুব সৌখিন মানুষ নাকি ?
লেখাই ++++++++
( আরো কমেন্ট করব দেখি রিপ্লাই কেমন দেন )
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
জুন বলেছেন: হু সৌখিন বলতে পারেন দেবদাস। কিন্ত অপ্রয়োজনে অর্থাৎ টাকা পয়সা ছাড়া অযথা শপিং মলে ঘোরাঘুরি যাকে ইংলিশে বলে উইন্ডো শপিং আমার একদম না পছন্দ।
আরো কমেন্ট করবেন
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
দেবদাস. বলেছেন: ১০ নং প্লাস
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোলগার জন্য
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
মোহাম্মদ একরাম হোসেন বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে কোন ক্যামেরায় তোলা?
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
জুন বলেছেন: অনেক ধন্যবাদ মোহাম্মদ একরাম হোসেন স্বাগতম আমার ব্লগে
ভাই এগুলো সব আমার মোবাইলে তোলা ছবি
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
ক্ষুধিত পাষাণ বলেছেন: জুনাপু, খুব সুন্দর হয়েছে। ১১ নম্বর।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
জুন বলেছেন: অনেক ধন্যবাদ ক্ষুধিত পাষান পছন্দ করলেন বলে
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
পকেটের অবস্থ্যা তেমন ভালো না তাই এবার হয়ত বানিজ্যমেলায় যেতে পারছিনা
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
জুন বলেছেন: পকেট ভালোমন্দের সাথে বানিজ্যমেলার কি সম্পর্ক
২০টাকার টিকেট কেটে ঘুরে আসবেন। খুব বেশী হলে এক প্যাকেট চিপস আর সিলোন চা খেয়ে চলে আসবেন
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য কান্ডারী অথর্ব।
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
শামীম আরা সনি বলেছেন:
আমি তাকিয়ে দেখি চারিদিকের মাটিতে ফেলে দেয়া সেই কাপের ছড়াছড়ি। এত মনটা খারাপ হয়ে গেল দেখে, ভাবলাম বিধাতা আমাদের সৌন্দর্যবোধ বলতে কোনরকম অনুভূতি বোধহয় দেয় নি ।
আসলেই আপু
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
জুন বলেছেন: যখন বাইরে কোন দেশে দেখি এমনকি ভুটানেও প্রতিটি দোকানের বারান্দায় ঢাকনা দেয়া বিন।সেটা চকচকে রং করা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে একজন চকলেটের খোসা ফেলার পর আমি বুঝতে পারলাম সেটা আসলে কি?
অনেক ধন্যবাদ শামীম আরা সনি আপনাকে
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
মুশাসি বলেছেন: ভার্চুয়াল মেলা ভ্রমন ভালো লাগলো। অনেক ধন্যবাদ জুন
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
জুন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মুশাসি আমার বাস্তব ভ্রমনে আপনার ভার্চুয়াল উপস্থিতি
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
টেকনিসিয়ান বলেছেন: সুন্দরী মেয়েটি বলে উঠলো, 'প্লীজ আর দাম কমাতে বলবেন না, এই ৫০ টাকা দাম বলতেই আমার লজ্জা করছে', আমারও মনে হলো মেয়েটি সত্যি লজ্জা পাচ্ছে।
সত্যি!!! আড়ং এর কুশন কভার মাত্র ৫০ টাকা প্রতি পিস।
জুনাপা, আপনার ব্লগে আজই ১ম মন্তব্য করতে পারলাম। সেইফ না হওয়াতে খালি ভ্রমণ ব্লগ পড়েই যেতাম। সত্যি আজ খুব ভাল লাগছে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
জুন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আমার পোষ্টে মন্তব্য করার জন্য টেকনিসিয়ান।
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
টেকনিসিয়ান বলেছেন: সিলোন চা এর প্যাভিলিয়ান এর মত একটি রেস্টুরেন্ট খোলার স্বপ্ন দেখি....
যদি সম্ভব হয় কেমন হবে বলুন তো ?
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
জুন বলেছেন: কি জানি ভাই আমি কি করে বলবো বলুন। আমাদের পরিবারের কেউ ব্যাবসা বানিজ্যর সাথে সম্পৃক্ত নয়। তাই কিছু বলতে পারছি না দুঃখিত।
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
ভিয়েনাস বলেছেন: অনেক দিন বানিজ্য মেলায় যাওয়া হয়না
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
জুন বলেছেন: আমি গত দু বছর যাইনি
ধন্যবাদ আর শুভেচ্ছা একরাশ মন্তব্যের জন্য ভিয়েনাস
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
মামুন রশিদ বলেছেন: বাহ, ভালোইতো আপু ! ফ্রী তে আমাদের আড়ং থেকে বানিজ্য মেলা পর্যন্ত ঘুরিয়ে আনলেন ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
জুন বলেছেন: তাই নাকি তাহলেতো ধন্যবাদ আমার পাওনা মামুন
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
নীল-দর্পণ বলেছেন: আড়ংয়ের সেল কবে দিয়েছে? এখনো আছে নাকি? কত দিন থাকবে জানেন কিছু?
সিলন এর স্টলটাতো বেশ সুন্দর। এবার মেলা মনে হয় সুন্দর করেছে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
জুন বলেছেন: কি জানি নীল-দর্পন আমিতো অত মনযোগ দিয়ে কিছু খেয়াল করিনা । কবে শুরু কবে শেষ তা ভালো করে দেখিনি। শুধু কমলা রংয়ের ব্যানারে দেখেছি সেল লেখা। ফোন করে দেখতে পারো চলছে কি না ?
হু সিলন স্পীড এগুলোর স্টলগুলো সত্যি সুন্দর।
১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
শায়মা বলেছেন: হায় হায় আপু থাই স্টলে যাওনি!!!!!!!!!!!!
সেখানে গেলে লাল নীল হলুদ সবুজ যে কোনো রকমেরই গোলাপফুল দুল পেতে। আর পেতে ড্রাই ম্যাংগো। কি মজা!!!!!!!!!!!!!!!
আর সবচাইতে মজার ছিলো স্পিডের স্টল!!!!!!!!!!
ভাঙা চুরা বাড়ি আর সামনে দাঁড়ানো গাড়ির উপর স্পিডের ক্যান পড়ে একদম দুমড়ে মুচড়ে দিয়েছে গাড়িটা!!!!!!!!!!!!!
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
জুন বলেছেন: হ্যা গিয়েছিলাম, তবে কিছু কিনি নি । কারন এসবতো আমি ব্যাংকক গেলেই কিনি । আর সেখানেতো আমার যাওয়া পরেই প্রায়।
শুধু ড্রাই ম্যাংগো কেনো, ওরা প্রত্যেকটা ফল এমনকি কাঠাল পর্যন্ত শুকিয়ে সুন্দর প্যাকেট করে বিক্রী করে।আমি তো গেলেই খাই ।
বানিজ্যমেলার স্পিডের স্টলটা সত্যি সুন্দর। আমি ব্যাংককের একটি হাই রাইজ বিল্ডিংএর এ্যড দেখেছিলাম। তার মাঝে কিছু কিছু জায়গা মনে হয় বোমার আঘাতে ভেঙ্গে চুড়ে গিয়েছে। ডিজাইনে কি অভিনবত্ব।
দেখার মত সুন্দর শায়মা ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ওয়াও চরম আপডেট। মনে লইতাছে বাণিজ্য মেলা থেকে চৌধুরী জাফর উল্ল্যাহ শারাফাত ধারাবিবরনী দিচ্ছে।
চরম হয়েছে জুনাপা। কিন্তু কথা হইতাছে সিরামিকের গ্লাসে কি ডিফেক্ট ছিল? থাকলে কিনলেন কেনো?
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
জুন বলেছেন: চরম না গন্ডমূর্খ,
খুব বেশী হলে একটা দায়সারা গোছের পোষ্ট বলা চলে
কি জানি গ্লাসে কি ডিফেক্ট আছে ! তবে লট ক্লিয়ারেন্সের জন্যও অনেক সময় মেলায় নিয়ে আসে অনেক প্রস্ততকারক।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
সন্ধ্যার শুভেচ্ছা....
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
নিঃসংগ যোদ্ধা বলেছেন: ভাল লাগল।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
জুন বলেছেন: ভালোলাগলো বলে আমারও ভালোলাগলো নিঃসংগ যোদ্ধা
২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
ঘুড্ডির পাইলট বলেছেন:
কখুন গিয়েছিলেন ? আমি তো আপ্নাকে দেখলাম একবার মনে হয়েছিলো।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
জুন বলেছেন: আমিতো রোজ সোমবার জানুয়ারী ২০১৩ তে গিয়েছিলাম
একটা ছেলেকে দেখলাম ঘুড্ডি চালিয়ে যাচ্ছে, ওটাই কি তুমি নাকি
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ পাইলট
২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
সায়েম মুন বলেছেন: নাইস। আমি আরএফএল এর প্লাস্টিক বাটি কিনেছিলাম। ছয় ধরনের ছয়টা। সস্তা কিন্তু দেখতে মন্দ না।
শেষে পরিবেশ সচেতনতার কথা বললেন এটা খুব কষ্টের হয় যখন দেশের কোন পার্ক বা উদ্যানে ঘুরতে যাওয়া হয়। দিনকে দিন আমরা অপরিচ্ছন্ন জাতিতে পরিণত হচ্ছি।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
জুন বলেছেন: হু তোমারতো এখন ঘটি বাটি কেনারই সময় মুন
ঠিক বলেছো বিশেষ করে টিএসসি র সামনে দিয়ে সোহোরওয়ার্দি উদ্যানের অবস্থা দেখলে কান্না পায়। ছেড়া কাগজ পত্র, ড্রিংকসের ক্যান, চিপসের ঠোংগা তো আছেই ছড়িয়ে ছিটিয়ে। তদুপরি সেদিন দেখলাম দড়ি টানিয়ে কাপড় চোপড় মেলে ছিন্নমুল হকাররা সংসার পেতে বসেছে।
২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
সায়েম মুন বলেছেন: শায়মা বলেছেন: হায় হায় আপু থাই স্টলে যাওনি!!!!!!!!!!!!
সেখানে গেলে লাল নীল হলুদ সবুজ যে কোনো রকমেরই গোলাপফুল দুল পেতে। আর পেতে ড্রাই ম্যাংগো। কি মজা!!!!!!!!!!!!!!!
আর সবচাইতে মজার ছিলো স্পিডের স্টল!!!!!!!!!!
ভাঙা চুরা বাড়ি আর সামনে দাঁড়ানো গাড়ির উপর স্পিডের ক্যান পড়ে একদম দুমড়ে মুচড়ে দিয়েছে গাড়িটা!!!!!!!!!!!!!
---মেলায় একটা জরুরী কেনাকাটার জন্য দ্বিতীয় দিন রাত নয়টার পর ঢুকি। গিয়ে যা মনে হলো সন্ধ্যা বা বিকেলের চাইতে রাত করে ঢুকাই ভাল। পঙ্গপাল কম থাকে। তো যাই হোক প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ঘুরছি। ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে থমকে গেলাম। এখানে এতো ফটোসেশন চলে কেন। ডান দিকে তাকিয়ে দেখি স্পিডের প্যাভিলিয়ন। প্যাভিলিয়নটা অদ্ভুত রকমের।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
জুন বলেছেন: স্পীডের প্যাভলিয়নটা সত্যি সুন্দর, ব্যাতিক্রমী মুন।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
রাইসুল নয়ন বলেছেন: গরীবের জন্য নয় তাই যাইনি,
চাকরী করলে যাইতাম, আম্মুর জন্য কিছু কিনতাম,
বোনের জন্য চুড়ি আর কানের দুল কিনতাম,
আপনার ব্লগে এসে মেলায় ঘোরা হয়ে গেলো
ধন্যবাদ ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
জুন বলেছেন: গরীব বড়লোক কোন ব্যাপার না । ওখানে যা আছে তা বাংলাদেশের বিভিন্ন শপিং মলেও পাওয়া যায়। আমি তো সময় কাটানোর জন্য রাস্তা দিয়ে হেটে হেটে ঘুরে এসেছি। ওখানে এমন জিনিস বিক্রী হয় বিশেষ করে ফুড আইটেমের নামে যা চিন্তাও করা যায়না। একবার এক প্যাকেট জেমস চকোলেট কিনেছিলাম , প্যাকেট ছেড়ার সাথে সাথে গুড়ো গুড়ো ধুলোর মত ঝরে পড়লো। প্রায় গুলোই মেয়াদ উত্তীর্নের কাছাকাছি।
সুতরাং এমনি ঘুরে আসো সময় কাটানোর জন্য
ধন্যবাদ মন্তব্যের জন্য।
২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
জেমস বন্ড বলেছেন: ভাল লেগেছে মেলা , মেলা থেকে আমার জন্য কি আনলে
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
জুন বলেছেন: কেন কাল দিলাম না ঐ যে জেমসের কেক
অনেক ধন্যবাদ আসার জন্য বন্ড
২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
*কুনোব্যাঙ* বলেছেন: প্রথম দিকটা পড়তে পড়তে ভেবেছিলাম ছোট গল্প হবে হয়তো। কিন্তু একটু পরই দেখি আমার ধারণা ভুল। কাল সন্ধ্যায় বাণিজ্য মেলার সামনে দিয়ে আসার সময় একবার ভাবলাম এক ঘুরনা ঢু মেরে যাই। কেমন জানি একটু ঘুম ঘুম পাচ্ছিল তাই আর ঢুকিনি।
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
জুন বলেছেন: তাই নাকি কুনো, গল্প ভেবেছিলে !! আমি যা গল্প নামে লিখি? ওটা বলে আর লজ্জা দিওনা :#>
আমিও উদ্দেশ্যহীনভাবেই গিয়েছিলাম। তোমার সাথে দেখা হলে হয়তো চিনতামই না যে এই হচ্ছে আমাদের ব্লগার কুনোব্যাঙ! আরো দশজনের মত হয়তো আমার পাশে বসেই ঘুম তাড়ানোর জন্য চা খেয়ে কাপটা রেখে দৌড়ে চলে যেতে অন্য কোনদিকে।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
লাবনী আক্তার বলেছেন: আমারও যাওয়া হয়নি। তবে দেখি সামনের রবি বার অফিস শেষে যাব।
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
জুন বলেছেন: ঘুরে আসুন পেয়েও যেতে পারেন হয়তো মনের মত কিছু
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য লাবনী আক্তার ।
২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
অনীনদিতা বলেছেন: এ বছর মাত্র একদিন গেলাম
তাও অল্প সময়ের জন্য।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
জুন বলেছেন: আমি গত দু তিন বছর যাই নি অনীনদিতা
এর আগে প্রতিবার কমপক্ষে তিন চার বার যেতাম :!>
এবার যাষ্ট টাইম পাস
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
পলক শাহরিয়ার বলেছেন: দারুন! ছড়ানো ছিটানো কাপ ছাড়া সবই ভাল লাগল, আপু।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১
জুন বলেছেন: ভালো আছেন পলক শাহরিয়ার ? অনেকদিন পর আপনাকে দেখলুম।
ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
আমি বীরবল বলেছেন: সুন্দর পরিচ্ছন্ন পোস্ট।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আমি বীরবল ।
৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
কালীদাস বলেছেন: মাইনষে এখন বাণিজ্য মেলায় হুদাই যায়, সব নিউমার্কেটের গলিগুলার পরিত্যাক্ত হাড়িপাতিলের মেলা
যাউকগা, আছেন কেমন?
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
জুন বলেছেন: ঠিকই বলেছো কালীদাস । আর বিদেশী কাপড়চোপড়, শো পীস ইমিটেশন গয়না তুমি ছোট বড় সব শপিং মলেই পাবে। কোয়ালিটিও অনেক ভালো।
থাক এসব কথা আছি মোটামুটি ।তুমি কেমন আছো? ব্যাংকক গিয়েছিলে কি ??
৩৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
নেক্সাস বলেছেন: আমাদের পরিবেশ ও সৌন্দর্যচেতনা বড় করুন আপা। আমাদের নগরের দেয়ালগুলো পোষ্টারে ঢাকা, আমাদের গুলিস্থানের জিরো পয়েন্টের দৃষ্টি নন্দন মাইলফলক পোষ্টারে পোষ্টারে পোষ্টার স্তম্ভ হয়ে গেছে, সেদিন দেখি শাহাবাগে রাজসিক-এর গায়ে পোষ্টার। কি আর বলবো।
সুন্দর লিখা পড়ে ভাল লাগা জানলাম আপা
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
জুন বলেছেন: তোমার কথার সাথে সম্পুর্ন একমত আমি।
পড়া আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নেক্সাস ।
৩৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
আরুশা বলেছেন: আমাদের সচেতনতা সৃষ্টি হোক এটাই আশা করি।
পোস্ট ভালোলাগলো আপু ++++++্
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
জুন বলেছেন: সচেতন হোক পরিবেশে, সচেতন হোক ভাষায় আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে নিচতলা পর্যন্ত ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আরুশা
৩৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: নিট & ক্লিন পোস্ট +++
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
জুন বলেছেন: নিট & ক্লিন মন্তব্যে একরাশ শুভেচ্ছা মাসুম
৩৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
বানিজ্য মেলার ইনোভেটিভ কিছু স্টল আর ডেকোরেশন দেখতেই ভাল্লাগে।
আপনার সিরামিক গ্লাস গুলা দেখে বাবুদের খেলনার মতো লাগতেসে ||
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
জুন বলেছেন: ঠিক বলেছেন মুন স্টলগুলোই দেখতে ভালোই লাগে দুর থেকে।
হু বাবুদের খেলনার মতই। সাজিয়ে রেখেছি। বিভিন্ন দেশের ছোট ছোট গ্লাস সংগ্রহ করা আমার শখ
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
লোনলিফাইটার বলেছেন: হায় জেলাসি আপু
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
জুন বলেছেন: জেলাস না ভাইয়া, গর্বিত আপু ভাইয়ের পোষ্ট দেখে
৩৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
রাইসুল সাগর বলেছেন: আগের বানিজ্য মেলা ভালা ছিল। গত কয়েক বছর পুরাই ভুয়া ।
আয়োজকদের কইষ্যা মাইনাচ, ভুয়া ব্যাবসায়ীগো জায়গা দেওয়ার লাইগ্গা।
তয় জুন আপুরে +
শুভকামনা নিরন্তর।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
জুন বলেছেন: আগের বানিজ্য মেলা ভালা ছিল। গত কয়েক বছর পুরাই ভুয়া ।
ঠিক ঠিক একদম ঠিক
রাইসুল সাগরের জন্যও শুভকামনা নিরন্তর
৩৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
বড় বিলাই বলেছেন: এবার মেলায় যাওয়া হয়নি। আপনার সাথে ঘুরে এলাম। গ্লাসগুলো সুন্দর আছে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
জুন বলেছেন: এখনো সময় আছে ঢু মেরে আসতে পারেন বড় বিলাই ..এমনকি আর কিছু না খেলেও সিংগারা খেয়ে আসতে পারবেন
অনেক শুভেচ্ছা .....।
৪০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
কালীদাস বলেছেন: আছি একরকম, অলওয়েজ দৌড়ের উপর।
হ্যাঁ, গিয়েছিলাম অগাস্টে। তবে ঘোরা হয়নি একদম। আমি গিয়েছিলাম আসলে একটা কনফারেন্সে (স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম, তাই মাগনা ), টাইট শিডিউলের জন্য বলতে গেলে একদমই ঘোরা হয়নি
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
জুন বলেছেন: অগাষ্টে তো আমরাও ছিলাম প্রায় সপ্তাহ দুয়েকের মত। আগে জানলে যোগাযোগ করা যেত কালীদাস , আমরা অনেক ঘুরেছি।
আবার গেলে জানাবেন
শুভকামনায়..।
৪১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুনাপু, চমৎকার হয়েছে ছবিগুলোও। আর সুন্দরবন দেখেছেন? আমার কাছে সুন্দরবন ধারণাও ভালো লেগেছে সব থেকে বেশি।
আম্মাও চায়ের কাপ কিনেছেন। আর সারা মেলা (১২.৩০ - ৪.৩০) পর্যন্ত সেই চায়ের কাপ-পিরিচ বয়ে বেড়াতে হয়েছে।
তবে আম্মু খুশি তো আমিও খুশি। আমিও এক সেট পছন্দ করে কিনেছি। বোঝেন ঠ্যালা। সব ঠ্যালা আমার উপর দিয়েই গেছে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সজীব। আসলে আমি একা ছিলাম। কখন বের হওয়ার ডাক আসবে তাই সুন্দরবনের চিন্তা মাথায় আসে নি।
অনেক আগে একবার মন্নু সিরামিক তার সমস্ত গোডাউন খালি করে সব কিছু নিয়ে এসেছিল ক্লিয়ারেন্স সেলের জন্য। স্টলের মাঝখানে বিশাল স্তুপ। সে সময় অনেককে দেখেছি সেট মিলিয়ে কিনতে।
কিন্ত তোমার ভাইয়া আর আমি প্লেটের সব ডিজাইন থেকে একটা একটা করে ২৪টা প্লেট কিনেছি। ডিজাইনগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি। আমি ওগুলোর একটা ডিজাইনও ঢাকার কোন শোরুমে দেখি নি। এর পর আর কোন বছরই ওরা ঐ ভাবে মাল বিক্রি করেনি।
হ্যা হাতে করে বহন অনেক কষ্টের।
শুভেচ্ছা অনেক মন্তব্যের জন্য
৪২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩
শামীম আরা সনি বলেছেন: আপু গ্লাসগুলো কোন স্টলের???
আমি একদিন গিয়েছি। আবার যাবো মেলা শেষের আগের দিন। ঐদিন গেলে এগুলো আমিও কিনবো
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
জুন বলেছেন: কি জানি সনি আমিতো ভালো করে খেয়াল করিনি নামটা । মনে হয় পিপল সিরামিক। আর ওরা কাগজে পেচিয়ে দিয়েছে কোনো ব্যাগে নয়, তাই কনফার্ম বলতে পারছি না
৪৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০
তামিম ইবনে আমান বলেছেন: এবার মনে হয় আমার বাণিজ্য মেলা মিস হয়ে গেল
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
জুন বলেছেন: কেনো কেনো এখনো শেষ হয়নি তো মেলা তামিম ।
৪৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
মুরশীদ বলেছেন: এসব কারনেই বানিজ্যমেলায় আমার একদম যেতে ইচ্ছা করেনা। শুধু বৌএর মন রক্ষার্থে যাওয়া আরকি
+
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
জুন বলেছেন:
৪৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
আহমেদ জী এস বলেছেন: জুন,
দেরী হলো মন্তব্য দিতে । ব্লগে ঢোকা হয়নি গেল কদিন।
ছবিগুলো সুন্দর যেমন সুন্দরভাবে আপনার ছেলেও তুলে থাকে । "মা কা বেটা"; না কি বলবো - " বেটা কি মা"?
আক্ষেপ করেছেন আমাদের সৌন্দর্য্যবোধ নিয়ে । এই একটা জায়গাতে আমরা সবাইকে টেক্কা দিয়ে ফার্ষ্ট পজিশানে আছি !
এটাও আপনার সহ্য হলোনা ?
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
জুন বলেছেন: দেরী আর তাড়াহুড়োর কি হলো বলেন । আপনার সময়মত আসবেন কোন অসুবিধা নেই তাতে আহমেদ জীএস। তবে আপনার গঠনমুলক মন্তব্যগুলো আমার ভুল ত্রুটি সংশোধনে সাহায্য করে এ কথাটা না বল্লে মিথ্যাচার হয়ে যাবে।
ছবি তোলার ব্যাপারে আমাদের মা ছেলের প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ দিপ্রহর.....
৪৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
প্রত্যাবর্তন@ বলেছেন: চমৎকার পোস্ট ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
জুন বলেছেন: স্বাগতম প্রত্যাবর্তন@ আমার ব্লগে।
আপনাকেও অশেষ ধন্যবাদ
৪৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
আরজু পনি বলেছেন:
প্রথম চারটা ছবি এতোটাই ঝকঝকে হয়েছে যে কয়েক সেকেন্ড হা করে তাকিয়ে থাকলাম!
আর শেষর দুইটা ছবি দেখে কি আর বলবো, আমাদের অচরণগত অসভ্যতা দুর করতে কতোদিন লাগবে কে জানে।
পোস্টে ভালো লাগা রইল, প্রিয় ব্লগার।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
জুন বলেছেন: অনেক ভালোলাগলো আরজুপনি আমার সামান্য মোবাইল ফোনে তোলা ছবির প্রশংসা শুনে।
পোষ্ট ভালোলাগার জন্য রইলো অনেক ভালোলাগা প্রিয় মডু
৪৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খুবই ভাল লাগল। কিন্তু টাকা না থাকলে কিভাবে কিনব?
আপনি দেখি আমার ব্লগে আসেন না আমাকে অনুসারিত করেন, যেন আমার কোনো পোষ্ট মিস না করেন
অনেক ভাল থাকবেন। শুভ সকাল।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
জুন বলেছেন: আমার মত ঐ অল্প দামের গ্লাস কিনবেন।
আমি ভাই ব্লগে খুবই অনিয়মিত। তার উপর কয়েকদিন নেট বেশ স্লো ছিল ।যাবো যাবো অবশ্যই যাবো।
আপনিও অনেক ভালো থাকবেন। শুভ দ্বিপ্রহর
৪৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
আরজু পনি বলেছেন:
আপনি কিভাবে জানলেন??!!!!
বাজে একটা সময় পার করতে যেয়ে, নিজের মনোযোগ অন্যদিকে নিতে ঘুম আর খা্ওয়া বেড়ে গেছে ব্যাপকভাবে....ফলাফল যা তাতো বুঝতেই পারছেন! ওজন বেড়ে গেছে
মডু থেকে চিকনু হতে খুব বেশি সময় লাগবে কি না জানি না
তবে একটা পোস্টের আইডিয়া পেয়েছি ..... আইডিয়া দেবার জন্যে ধন্যবাদ নিতে পারেন ....
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
জুন বলেছেন: নাহ এই মডুরা আর চিকন হয়না আরজুপনি
এরা সারা জীবন মডুই থাকে
আপনাকেও অনেক ধন্যবাদ আইডিয়া দিতে পেরেছি বলে
৫০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
রাতুল_শাহ বলেছেন: কি করে বুঝলেন উনি রাজশাহীর?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
জুন বলেছেন: মেয়েটির ভাষা শুনে রাতুল ।
সেদেশের অনেক মানুষের সাথেই বিভিন্ন ভাবে সম্পর্কিত আমি
৫১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
রাতুল_শাহ বলেছেন: হুম, সেটা বুঝা যায়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
জুন বলেছেন: ঠিক ঠিক
৫২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
শোভন শামস বলেছেন: আমাদের দেশের জিনিস সত্যি সুন্দর। বিদেশ থেকে তাই বই ছাড়া আমি কিছু কিনি না। সবই প্রায় দেশে পাওয়া যায়। ভাল লাগলো লিখা। ধন্যবাদ
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
জুন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে শোভন শামস মন্তব্যের জন্য । আমারও একই অবস্থা তারপর ও স্যান্ডেল আর হাতব্যাগের লোভ ছাড়তে পারি না। অনেকদিন পর হয়তো চোখে পড়লো কোন কোন ব্যাগ বা স্যান্ডেল ব্যবহার না হতে হতে জীর্নদশা
৫৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
দীপান্বিতা বলেছেন: কেমন আছেন!...ভাল লাগলো
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
জুন বলেছেন: ভালো আছি দীপান্বিতা কিন্ত আপনি যেন দূর্লভ হয়ে গেছেন ।
অশেষ ধন্যবাদ
৫৪| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:৩২
কান্টি টুটুল বলেছেন:
অট: আপনার "দেশ ভার মুক্ত হবে" পোষ্টে মন্তব্য প্রকাশ করতে গিয়ে দেখি আর মন্তব্য নিচ্ছেন না
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
জুন বলেছেন: তাই নাকি ?? আমি তো মন্তব্য নিয়েছি ঐ পোষ্টে !! ওয়েট দেখি তো
৫৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭
আরমিন বলেছেন: ভালো লাগলো জুন আপু !
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫
জুন বলেছেন: অশেষ ধন্যবাদ আরমিন২৯
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বানিজ্যমেলায় গিয়ে খাবারের দোকানে যাননি?
কেমনে হলো?
তাহলে বুঝতেন, প্রতারণা কি ধরনের।