নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

ভার মুক্ত হবে দেশ

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:১২

আমার ছেলেবেলা থেকে এখনো সবচেয়ে যে প্রিয় বান্ধবীটি সব সময় গল্প করে, 'জানিস আমার বড় ভাই ছিলেন একজন ইউনিট কমান্ডার, একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ঠিক তিন দিন আগে আমার মা এর সাথে দেখা করতে এসে রাজাকারের হাতে ধরা পরে যান। বেয়োনেটের খোচায় খোচায় নিষ্ঠুর নির্যাতনের মাঝে তার মৃত্যু হয়', বলতে বলতে ওর চোখ ছল ছল করে আসে সেই সাথে ফুটে উঠে কেমন একটা গর্বিত ভাব।

ওদের বাসায় গেলেই দেখতাম ওর বৃদ্ধ মা ছেলের গল্প করতেন আর আঁচলে খানিক পর পর চোখ মুছতেন অবিরত।কত দিন আগের কথা , কত বছর আগের কথা, কিন্ত ওনাকে দেখলেই মনে হতো তার বুকে তখনো রক্তক্ষরন হচ্ছে।

বছর কয়েক আগে উনি মারা যান। আজ বেচে থাকলে নিশ্চয় সে কিছুটা হলেও শান্তি পেতেন, তার ছেলের হত্যার কোন এক সহযোগীর ফাসির আদেশ শুনে ।

'শহীদের রক্তের ঋন শোধ করতে হবে, হিমালয়সম ভার থেকে মুক্ত হবে দেশ, কলংকমুক্ত হবে জাতি, এই প্রতীক্ষায়.....

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
দেশ ভার মুক্ত হবে, অবশ্যই হবে :) ||

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

জুন বলেছেন: অনেক ধন্যবাদ ইমরাজ কবির মুন

২| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ৪২ বছরের অসহনীয় ভার আমরা মুক্ত হচ্ছি.......হতেই হবে আমাদের.......

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৫২

জুন বলেছেন: ঠিক বলেছেন অনেক ধন্যবাদ

৩| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬

পাব্লিক বলেছেন: আমি খালি হাসতেই আছি B-)) B-)) B-)) কাহিনীটা সময়োপযোগী হয়েছে।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

জুন বলেছেন: কোন কাহিনী আমি লিখিনি পাব্লিক।গল্প লিখলে তা আমি ট্যাগ ই লিখে দেই । ধন্যবাদ

৪| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: হিমালয়সম ভার থেকে মুক্ত হবে দেশ, কলংকমুক্ত হবে জাতি, এই প্রতীক্ষায়.....
প্রতীক্ষার অবসান হচ্ছে এবং হবে। দুখিনী মা না দেখুক বোনটা দেখতে পাচ্ছে। দেশের লক্ষ্য মা দেখতে পাচ্ছে সেই নরাধমদের শাস্তি।

@পাব্লিক: এই লেখাটুকুর মধ্যে এমন কোন রসদ নেই যার জন্য ৩২ পাটি দন্ত বিকশিত করে হাসতে হবে।

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুন পাশে থাকার জন্য ।

৫| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

রেজোওয়ানা বলেছেন: দেশ অবশ্যই ভারমুক্ত হবে, সন্তানেরা জেগেছে আবার।

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯

জুন বলেছেন: অবশ্যই রেজোওয়ানা সেই আশা এখন সত্যে পরিনত হচ্ছে ...।

৬| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

কান্টি টুটুল বলেছেন:

দেশ ভারমুক্ত হবে নাকি যুদ্ধাপরাধ ইস্যুর বদৌলতে আওয়ামী রাজনীতি লাভবান হবে সেটি সামনের সময়ই বলে দিবে।
জানেন নিশ্চয়ই প্রভাবশালী আওয়ামী নেতা জনাব আশরাফ একসময় বলেছিলেন......"এটি হবে একটি প্রতীকী বিচার"

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

জুন বলেছেন: কান্টি পলিটিকস নিয়ে আমি কোনদিন ব্লগে কিছু বলিনি। এটা আমার একান্ত ব্যাক্তিগত বলেই বিশ্বাস করি। তবে আমি যা লিখেছি সেটা আমার চোখে দেখা ঘটনার প্রকাশ এবং মনের একান্ত চাওয়া পাওয়া। যা আমি আমার সেই খালাম্মার চোখে প্রতিনিয়ত অশ্রুজল হয়ে ঝরতে দেখেছি।আচলে চোখ মুছে বলতেন 'আল্লাহ, এদেশে কি আমার ছেলের মৃত্যুর বিচার হবে না' ??
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

আমি ময়ূরাক্ষী বলেছেন: 'হিমালয়সম ভার থেকে মুক্ত হবে দেশ, কলংকমুক্ত হবে জাতি, এই প্রতীক্ষায়.....

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

জুন বলেছেন: সেই প্রতীক্ষায়
অনেক ধন্যবাদ আপনাকে

৮| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ফারিয়া বলেছেন: হুম, মা আজ বেচে থাকলে খুশি হতেন!

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

জুন বলেছেন: নিশ্চয় অনেক খুশী হতেন ফারিয়া। ধন্যবাদ মন্তব্যে

৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪২

রাইসুল নয়ন বলেছেন: কোনও আপিল চলবে না,
আওয়ামীলীগ, বি এন পি বুঝিনা ।,সব কুত্তা রাজাকারের একমাত্র শাস্তি ফাঁসি ।

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

জুন বলেছেন: কোন আপিল চলবে না, সবার শাস্তি চরম শাস্তি হোক রাইসুল নয়ন।
অনেক ধন্যবাদ

১০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: হিমালয়সম ভার থেকে মুক্ত হবে দেশ, কলংকমুক্ত হবে জাতি, এই প্রতীক্ষায়....

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

জুন বলেছেন: এই প্রতীক্ষায় মাসুম ১৪,
অনেক ধন্যবাদ

১১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:১২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: 'হিমালয়সম ভার থেকে মুক্ত হবে দেশ, কলংকমুক্ত হবে জাতি, এই প্রতীক্ষায়.....

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

জুন বলেছেন: 'হিমালয়সম ভার থেকে মুক্ত হবে দেশ, কলংকমুক্ত হবে জাতি, এই প্রতীক্ষায়....জনৈক গন্ডমূর্খ
অসংখ্য ধন্যবাদ

১২| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একই প্রতীক্ষায় রইলাম।

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

জুন বলেছেন: অবশ্যই দেশের বোঝা হাল্কা হবে সেই সুদিনের আশায়। শহীদের রক্তের ঋন শোধ করতে হবে অবশ্যই সজীব।

১৩| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

নিয়েল ( হিমু ) বলেছেন: এরকম অসংখ হৃদয় বিদারক কাহিনীর সমষ্টিই আমাদের স্বাধীনতা ।
আর এবারের যুদ্ধ সেই স্বাধীনতার কলংক গুলো দুর করার । আমরা পারব ।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

জুন বলেছেন: অবশ্যই পারবো নিয়েল হিমু

১৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৮

মোঃমোজাম হক বলেছেন: সময়োপযোগি ভাব প্রকাশের জন্য ধন্যবাদ।রাজাকারদের অত্যাচার শিশুকালে আমি নিজের চোখেই দেখেছি।ছিলাম টাঙ্গাইলে।তাই রাজাকাররা কি পরিমান অত্যাচার করেছে আমি জানি।

তবে সেই সময়কার বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীকেও আজকাল রাজাকার বলা হচ্ছে।আমাদের সতর্ক থাকতে হবে এখানেই।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

জুন বলেছেন: এসব টুকরো টাকরা সমসাময়িক ঘটনা নিয়েই তো ব্লগ লেখালেখি আমাদের মোজাম ভাই ।
মন্ত্যব্যের জন্য অনেক ধন্যবাদ

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩২

কালীদাস বলেছেন: হা হা হা =p~
ডরায়েন না :D আপনার পোস্টে সবচেয়ে উপযুক্ত কমেন্ট যেটা মনে আসছে, সেটা চিন্তা কইরা ঘর কাপায়া হাসলাম (চিন্তাটা ভারমুক্তি রিলেটেড :P )

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

জুন বলেছেন: X(( X((

১৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

সারেমল বলেছেন: +

১৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১

কান্টি টুটুল বলেছেন:

ওহ্‌ বলতে ভুলে গেছিলাম....
হাতে গোনা এ পর্যন্ত মোটে যে কয়েকজন আমার নামটি নিজ থেকে ঠিক করে ডেকেছেন আপনি তাদের একজন :)

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.