নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

মাকে নিয়ে লেখা এক সংগৃহীত কবিতা। উৎসর্গ ব্লগার স্বপ্নবাজ অভি এবং বিদ্রোহী ভৃগুকে

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮





মাতৃ-হারা



মাগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে চলে,

ফাঁকি দিয়ে পালিয়ে গেলে কিছু নাহি বলে।

আমায় ছেড়ে নিঠুর মাগো কেমন করে থাকো,

আমার কথা একটুও কি মনে পড়ে নাকো ?



সবাই বলে - গেছ তুমি মরন পারের দেশে,

সেথায় গেলে আবার কেহ ফিরে নাহি আসে।

কিসের মায়া সে দেশে মা, সে দেশটি কেমন?

মা বলে কি ডাকে কেহ আমি ডাকতাম যেমন !



কিসের টানে আমায় ছেড়ে সেথায় তুমি গেলে ?

দুষ্ট বলে আমায় কিগো গেছ তুমি ফেলে ?

মামার বাড়ী যেতে তুমি – আমি যেতাম সাথে,

কৈ বারণ তুমি একটুওত করনিকো তাতে !



বাবার সাথে থাকবো বলে যদি ধরতেম আড়ি,

বলতে তুমি “খোকন” ছাড়া থাকতে কিগো পারি?

স্কুল থেকে আসতে যদি একটু দেরী হতো ,

পথের পানে থাকতে চেয়ে ভাবতে বসে কত?



একটু যদি অসুখ হতো, একটু সর্দি কাশি,

সারা রাতি কাটিয়ে দিতে আমার পাশে বসি।

আমায় ভুলে থাকতে তুমি পাওনা বুঝি ব্যাথা ?

অনেক খোকন আমার মতন আছে বুঝি সেথা !



শত মায়েরে ফাকি দিয়ে যারা সে দেশে গেছে চলি,

তাদের তুমি কোলে তুলে নিলে নিজের খোকাকে ভুলি !

আমি কিন্ত ভুলিনি তোমারে একটি দিনেরও তরে,

তোমার ছবিটি সদাই আমার থেকে থেকে মনে পড়ে।



আকাশের ঐ নীল তারাটি সে বুঝি মা তুমি,

তাইতো রাতে চুপিসারে এসে আমারে যাও চুমি।

মাঝে মাঝে ঘুমের ঘোরে তোমায় স্বপ্নে দেখি,

জাগিয়া দেখি তুমি নাই পাশে –সবই মিথ্যা ফাঁকি।





লিখেছেন : “রুহুল আমীন”

২৮/১২/১৯৫৫

আইডিয়াল প্রেস - নরসিংদী



'মা' অত্যন্ত গভীর ব্যাঞ্জনাময় একটি শব্দ আমার কাছে । সেই কোন কিশোরী বেলায় মাকে হারিয়েছিলাম যার স্ম্বৃতি আজও অমলিন । তাই যখন শুনি কেউ মা নিয়ে কিছু বলছে তখন নিজে মা হয়েও আমার মা এর কথা ভেবে আবেগাপ্লুত হয়ে পরি।

সেদিন আমার অতি প্রিয় এক ভাবীর কাছে তার সদ্য প্রয়াত মায়ের স্ম্বৃতিগুলো দেখছিলাম। ভাবী তার মা এর সমস্ত দামী দামী জিনিস বিলিয়ে দিয়ে নিজের কাছে রেখেছিল মায়ের কাছে লেখা কিছু চিঠি পত্র আর এই কবিতাটি, যা হয়তো অনেকের কাছে মূল্যহীন। অশ্রুসজল চোখে উনি বলছিলেন এই কবিতাটি ভাবীর মামা তার মা অর্থাৎ ভাবীর নানীর মৃত্যুতে ব্যাথিত হয়ে লিখেছিলেন মা কে দাফন করে এসে। হয়তো অনেক পাঠকের কাছে মনে হবে তার লেখায় ভাষা, ছন্দ, কাব্য, উপমা ইত্যাদি ব্যকরনগত অনেক ভুল রয়েছে।

কিন্ত সেই কবিতায় আমি দেখেছি লেখকের আবেগ। নিজ গর্ভধারিনী না হয়েও যিনি ছেলের এত আপন হয়েছিলেন। কবির শিশু অবস্থায় মা মারা গেলে পিতা দ্বিতীয় বিয়ে করেন।অত্যন্ত নামজাদা পরিবারের কিশোরী মেয়েটি বিয়ের আগেই শুনেছিল তার শিক্ষিত সুদর্শন বিপত্নীক স্বামীর প্রথম স্ত্রীর রেখে যাওয়া এক শিশু সন্তানের কথা। শশুর বাড়ী পা দিয়েই সেই কিশোরী বধু ২ বছরের শিশু পুত্রকে কোলে তুলে নেন মায়ের আদরে আর ভালোবাসায়।

ছেলেটিও কখনো মা দেখেনি। জ্ঞান হওয়ার পর জেনেছে সেটাই তার মা । সেই মাতা পুত্রের ভালোবাসার অবিচ্ছেদ্য বন্ধন ছিন্ন হয়েছিল মা এর পরিনত বয়সে যখন কবি নিজেও বিবাহিত তিন সন্তানের জনক।



স্বপ্নবাজ অভি আর বিদ্রোহী ভৃগুর মা এর মর্যাদার জন্য যে লড়াই শুরু করেছে তাতে শরিক হওয়ার জন্য এই কবিতাটি আমি ব্লগে তাদের পরিবারের অনুমতি সাপেক্ষে তুলে দিলাম।

মন্তব্য ৮০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মাকে মনে পড়ে , আমার মাকে মনে পড়ে ।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩

জুন বলেছেন: মাকে মনে পড়ে তিতির মাকে বড্ড মনে পড়ে .....
অনেক ধন্যবাদ

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: বাবার সাথে থাকবো বলে যদি ধরতেম আড়ি,
বলতে তুমি “খোকন” ছাড়া থাকতে কিগো পারি?
স্কুল থেকে আসতে যদি একটু দেরী হতো ,
পথের পানে থাকতে চেয়ে ভাবতে বসে কত?

সুন্দর । ভাল লাগলো । :)

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৫

জুন বলেছেন: অনেক ধন্যবাদ ভালোলাগার জন্য সেলিম আনোয়ার ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

নেক্সাস বলেছেন: .........
মা কথাটি ছোট্ট অতি
কিন্তু জেননো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
ত্রিভূবনে নাই

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬

জুন বলেছেন: মা কে দাফন করে এসে ছেলের আবেগাপ্লুত কবিতাটি আমার মনকে সজল করে তুলেছে নেক্সাস তোমার উল্লিখিত কবিতাটির মতই।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যে ।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা । শেয়ারের জন্য ধন্যবাদ আপু ।


পৃথিবীর সকল মায়ের জন্য ভালোবাসা ।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৫

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন রশিদ সবসময় সাথে থাকার জন্য ।
পৃথিবীর সকল মায়ের জন্য ভালোবাসা ।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
:)

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৪

জুন বলেছেন: :-* :|

৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর কবিতা।

শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন মন্তব্য আর সাথে থাকার জন্য।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

সুরঞ্জনা বলেছেন: আমি মনে করি সন্তান জন্ম দিলেই মা হওয়া যায়না। মা হতে লাগে স্নেহ, মায়া, মমতা। কচি শিশু বিশেষ করে মাতৃহারা শিশুকে বুকে টেনে আপন করে নিতে না পারলে সে নারী কিসের মা। নারীর ভেতরে আল্লাহ স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার অশেষ ভান্ডার দিয়েছেন। যা বিলিয়ে দিলেও শেষ হয়না। বরং বেড়ে দ্বিগুন হয়। এই কথাগুলো আমি আমার পুরনো কোনো পোস্টে লিখেছিলাম।

শ্রদ্ধা জানাই সেই মা ও সন্তানকে।

আর বন্ধু জুন তোমায় অশেষ ধন্যবাদ এমন একটি সত্যকে পাদপ্রদীপের আলোতে নিয়ে আসার জন্য!

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

জুন বলেছেন: ঠিক বলেছো সুরঞ্জনা । অনেক মা নিজে সন্তান জন্ম দিয়েও প্রকৃত মা হতে পারে না । এই ভদ্রমহিলার নিজের সন্তানরাও সবাই প্রতিষ্ঠিত যার যার কর্মস্থলে। তারপর উনি তার সৎ পুত্রকে কখনো বুঝতে দেননি যে উনি তার গর্ভজাত নয়। নাহলে ছেলে কি এমন আবেগঘন কবিতা লিখতে পারতো ?
তোমাকেও অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমাকে ভুলে যাওনি বলে ।হাজার ব্যাস্ততায়ও তুমি ঠিকই এসে আমাকে উৎসাহ দিয়ে যাও প্রতিনিয়ত ।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি কি ঠীক দেখছি!!!!!

একি করেছেন? এ অধম, নাদানের প্রতি!!!!!!

অন্তহীন কৃতজ্ঞতা আপনার প্রতি!!!!

এ আমার নয়- এতো মা-য়ের দান! মাগো দেখো শুধু তোমাকে স্মরণ করেছি বলেই কত ভালবাসা পেলাম এ্খানে!!!

অনেক অনেক অনেক ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

জুন বলেছেন: ঠিকই দেখছেন বিদ্রোহী ভৃগু । আপনারা দুজন মা কে যে উচ্চতায় তুলতে চাইছেন অন্তর্জালে তা সত্যি গর্ব করার মতই। আমিতো সামান্য কিছুই করলাম।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টগুলো সংযুক্ত করার জন্য।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২

মনিরা সুলতানা বলেছেন: খুব ভাল লাগলো আপু

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২

জুন বলেছেন: দিল্লীবাসিনীর ভালোলাগার কথা শুনে আমারও অনেক ভালোলাগলো :)

১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কবিতাটা ভালো লাগলো যেমন সেরকম ভয় ভয়ও লাগছে ।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

জুন বলেছেন: কবিতা ভালোলাগার কথা শুনে অনেক ভালোলাগলো আদনান শাহ্‌িরয়ার ।
ভয় পাবেন না আল্লাহ ভরসা ।
শুভেচ্ছা রইলো অনেক সাথে মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভেরি নাইস শেয়ার - লাইকড ইট!

আমার জীবনের প্রথম কবিতা ছিল আমার মা'কে নিয়ে। তখন আমি এইটে পড়তাম!

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাসুম ভালোলেগেছে জেনে।
আপনার কবিতাটি থাকলে ব্লগে দিতে পারেন। আমরাও একটু পড়তাম সে সময় আপনার অনুভূতির কথাগুলো।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: মা-কে নিয়ে কবিতা সবসময় ভাল লাগে।

এটাও অনেক ভালো লেগেছে।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪

জুন বলেছেন: প্রোফেসর শঙ্কু।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করবোনা আপু ! আসলে যেটা চাচ্ছি সেটার জন্য অনলাইনে থাকা বাজে লিঙ্কগুলোর চেয়ে বেশী হিট লাগবে ! সবার আন্তরিক প্রচারণা পারে সফলতা এনে দিতে ! আর আপনাদের এই অংশ নেয়া প্রেরণা দিচ্ছে ভীষণ !
ভালো থাকা হোক !

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৬

জুন বলেছেন: ভাবী যখন অশ্রুসজল চোখে তার সদ্য প্রয়াত মায়ের স্ম্বৃতি স্বরুপ রেখে দেয়া পুরোনো চিঠি আর কাগজপত্রগুলো দেখাচ্ছিল তখন সেখানে এই কবিতাটি পড়ে আমারও চোখ ভিজে এসেছিল আর মনে পড়লো আপনাদের নেয়া প্রয়াসের কথা ।
আপনিও ভালো থাকুন অনেক অনেক ।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

সুমন কর বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সুমন কর ।

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

ঢাকাবাসী বলেছেন: আমার জীবনের শ্রেষ্ঠ মহিলাকে নিয়ে কবিতা, অনেক ভালো লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: সেই ভাবীকে জানিয়ে দেব আপনার অনুভূতির কথা ঢাকাবাসী । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটি অসাধারণ ও বিরল সংগ্রহ। অতিশয় করুণ আবেগে আপ্লুত হয়ে মায়ের প্রয়াণে (আসলে তিনি তাঁর সৎ মা ছিলেন) কবি এ কবিতাটি লিখেছিলেন। পড়তে পড়তে, বিশেষ করে কবিতার শেষে বর্ণনাটুকু পড়ে আমি নিজেও আপ্লুত হয়ে গেলাম।

পৃথিবীর প্রতিটা মানুষই কবি হয়ে জন্মায়- প্রতিটা মানুষের ভেতরে বাস করে সমুদ্র। যখন উথলে ওঠে আবেগ, তখন ঝড় ও জ্বলোচ্ছ্বাসে ডুবে যায় মরমিয়া হিয়া। আমরা তখন সত্যিকার কবির হৃদয়কে উন্মোচিত হতে দেখি।

এই বিরল কবিতাটি হীরকতুল্য। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫

জুন বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ছাই ভাই।
এ কবিতাটি আমার কাছে বেশী আবেদনের সৃষ্টি করেছে এই কারনে যা আপনি উল্লেখ করেছেন আপনার মন্তব্যে । বিমাতার সাথে কতটুকু ভালোবাসার সম্পর্ক থাকলে এমন একটি কবিতা রচনা করা যায় ?
আপনার মন্তব্যটি পৌছে দেব সেখানে যেখান থেকে কবিতাটি সংগ্রহ করেছি ।
শুভেচ্ছা অনেক .....

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারন পোস্ট।
সকল মায়েরা ভালো থাকুক, প্রার্থনা।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭

জুন বলেছেন: ঠিকই বলেছো দূর্জয় সকল মায়েরা ভালো থাকুক, প্রার্থনা।
অনেক অনেক ধন্যবাদ সাথে রাতের শুভেচ্ছা রইলো....।

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৪

শ্যামল জাহির বলেছেন: ভাব-আবেগে ভরা না ফেরার দেশে চলে যাওয়া মা'কে নিয়ে অভিমান করা লিখা মন খারাপ করে দিল!
শেয়ারের জন্য ধন্যবাদ।
বর্ণনায় চমৎকার ভাবে ফুটে উঠেছে আরো।

মা তোমায় ভালবাসি!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯

জুন বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শ্যামল জাহির ।
আমরা সবাই মা কে ভালোবাসি
শুভেচ্ছা রাত্রির ...।

১৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮

অদৃশ্য বলেছেন:





লিখেছেন : “রুহুল আমীন”
২৮/১২/১৯৫৫
আইডিয়াল প্রেস - নরসিংদী

______ অনন্য সাধারণ _____ এ্যান্টিক ______


আমার কাছে কবিতা মানে আবেগ অনুভূতির স্পর্শ... কবি রুহুল আমিন যা লিখলেন তা প্রগাঢ় শূন্যতা... একে শুধুমাত্র অনুভব করতে হবে...এর ভেতরে আর কিছু খুঁজবার প্রয়োজন নেই...


জুনাপুর জন্য
শুভকামনা...

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১২

জুন বলেছেন: অদৃশ্য অনেক ধন্যবাদ আপনাকে সবসময় সাথে থাকার জন্য ।
জী ঠিকই বলেছেন এ্যান্টিক, তাই তো এত মুল্যবান । সেই ১৯৫৫ সাল থেকে সযতনে রেখে দিয়েছিলেন আমার ভাবীর মা তার মায়ের উদ্দশ্যে লেখা পুত্রের স্মৃতি চিনহ ।
শুভেচ্ছা রইলো .।.।।

২০| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


মা কে নিয়ে

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩

জুন বলেছেন: হ্যা কান্ডারী মাকে নিয়ে ....
শুভকামনা অনেক অনেক ....।

২১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

লাবনী আক্তার বলেছেন: কবিতাটি পরে চোখ দুটি জলে ঝাপসা হয়ে এসেছে আপা। খুব আবেগ দিয়ে লেখা এই কবিতা।

আল্লাহ যেন আমাদের সবার বাবা-মার হায়াত বৃদ্ধি করে দেন। আমিন।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৭

জুন বলেছেন: যদিও আমার বাবা মা বেচে নেই তবুও আমিও সেই কামনা করি সবার বাবা মা এর আল্লাহ যেন হায়াত বৃদ্ধি করে দেন। আমিন।
অনেক অনেক ধন্যবাদ লাবনী আক্তার মন্তব্যের জন্য ।
শুভকামনা রইলো ....।

২২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৬

শূন্য পথিক বলেছেন: দারুণ কবিতা

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা শূন্য পথিক

২৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬

সায়েম মুন বলেছেন: সুন্দর একটা কবিতা!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২০

জুন বলেছেন: এক মাতৃহারা ছেলের সদ্য প্রয়াত মা এর উদ্দেশ্যে লেখা একটি আবেগময় কবিতা মুন ।

২৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর কবিতা :)

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইখতামিন, সাথে শুভকামনাও রইলো ...।

২৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮

স্বপনচারিণী বলেছেন: আমাদের মা-বাবারা সুস্থ থাকুক, আনন্দে থাকুক। তাঁদেরকে ভাল রাখা আমাদেরই দায়িত্ব।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

জুন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ স্বপনচারিণী। আমাদের মা-বাবাদের ভালো রাখা আমাদেরই দায়িত্ব।

২৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩

সকাল রয় বলেছেন:
খুব খুব সুন্দর।
মাকে নিয়ে লেখার প্রতি আমি সবসমই দুর্বল


অনেক ভালোলাগা।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

জুন বলেছেন: সবাই দুর্বল সকাল তাই তো মা এর সন্মান রক্ষার্থে অভি আর ভৃগু চেষ্টা করছে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
তোমার অসাধারন কবিতা নন্দীনি ৪ নিয়ে এসেছি সকাল।
শুভেচ্ছা নিও অনেক অনেক.....

২৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: সেই কবিতা তো হারাইয়া গেছে :(

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮

জুন বলেছেন: :( :(

২৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

আহমেদ জী এস বলেছেন: জুন,

আপনার মা'কে নিয়ে একটা লেখা অনেকদিন আগে পড়েছি এখানেই ।
আজও আর একজন মায়ের কথা লিখলেন ।
আপনি মমতাময়ী নিঃসন্দেহে ।

এই সাথেই ব্লগার স্বপ্নবাজ অভি আর বিদ্রোহী ভৃগুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটি আমরন দায়িত্বের কথা আমাদের স্মরন করিয়ে দেয়ার জন্যে ।

ভালো থাকুন । শুভরাত্রি ।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

জুন বলেছেন: দোয়া করবেন আহমেদ জীএস যেন মমতাময়ী মা হয়েই থাকতে পারি। আর মেয়ে হয়ে মা এর অপুর্ব সুন্দর স্মৃতিগুলো ধরে রাখতে পারি সারাজীবন।
আপনিও ভালো থাকুন একজন স্নেহময় পিতা হিসেবে ।
আপনার ভালোলাগার কথা যথাস্থানে পৌছে দেব।
অনেক ধন্যবাদ সুন্দর এক মন্তব্যের জন্য।

২৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: অবাক লাগে কিছু মানুষকে আজ মায়ের মর্যাদা উদ্ধারের জন্য লড়াই করতে হচ্ছে কিছু মায়ের কুলাংগার সন্তানের কারণে। চিন্তা করতে পারেন আপু কি ভয়ংকর কথা

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

জুন বলেছেন: মা এর মর্যাদা উদ্ধারের জন্য লড়াই, সত্যি অবিশাস্য কুনো । মা এর সন্মান অক্ষুন্ন থাকুক সেই কামনাই করি ।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ কুনো মন্তব্যের জন্য ।

৩০| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬

এহসান সাবির বলেছেন: মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা । শেয়ারের জন্য ধন্যবাদ আপু ।


পৃথিবীর সকল মায়ের জন্য ভালোবাসা ।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

জুন বলেছেন: পৃথিবীর সকল মায়ের জন্য ভালোবাসা এহসান সাবির
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

ভিয়েনাস বলেছেন: হাহাকার মনে মায়ের জন্য লেখাটা পড়ে চোখ ভিজে উঠলো আপু। মায়ের মত এতো মধুর জিনিস দুনিয়াতে বুঝি দ্বিতীয় কিছু নেই।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

জুন বলেছেন: ঠিকই বলেছেন ভিয়েনাস মা যে কত মধুর যে মা না হারিয়েছে, নিজে মা না হয়েছে তার জন্য বোঝা সত্যি কষ্টকর ।
অসংখ্য ধন্যবাদ সবসময় সাথে থাকছেন বলে ।

৩২| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৪

বোকামন বলেছেন:
অনেক ভালো লাগলো কবিতাটি !
কথাগুলোও মন ছুঁয়ে গেলা ......।

আপনার লেখা সবসময়ই চমৎকার রকম প্রাঞ্জল হয়। ভালো লাগে পড়তে । যদিও সময়ভাবে কিছু পোস্ট মিস হয়ে যাচ্ছে ।

‘মা’ কে নিয়ে সহজ করে কিছু লেখা সত্যিই অনেক বেশি কঠিন
আর তাই সহজ লেখাগুলোই কালজয়ী হয় .....।

ভালো থাকুন সবসময়
সালাম ।।

“+”

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

জুন বলেছেন: বোকামনের মন ছুয়ে গেল শুনে সত্যি অনেক অনেক ভালোলাগলো ।
আপনি এত সুন্দর করে কমেন্ট করেন যা আমাকে বিস্মিত করে দেয়। সেই সাথে মনে হয় প্রতিটি লেখাই আপনি দারুন গভীর ভাবে পড়েন আর বিশ্লেষন করে থাকেন সহজিয়া ভাষায়।
চির সবুজ থাকুক আপনার বোকামন সেই কামনায়, সাথে ঈদের একরাশ শুভেচ্ছা আপনি ও আপনার পরিবারবর্গকে।

৩৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: পড়ে দারুণ লাগলো আপু :)

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭

জুন বলেছেন: ভালোলাগলো জেনে অনেক ভালোলাগলো দুঃস্বপ্০০৭ ।
আপনার বক্তব্যটি কবিতার মালিকের কাছে পৌছে দেব।
ঈদের শুভেচ্ছা জানবেন ।

৩৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬

অস্পিসাস প্রেইস বলেছেন:

ভালো লাগলো।

আপনাকে শুভেচ্ছা।।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে অস্পিসাস প্রেইস ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা

৩৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮

শাহেদ খান বলেছেন: আবেগী কবিতা আর তার পেছনের গল্পটা শেয়ার করার জন্য অনেক অনেক ভাল লাগা জানবেন।

আমি তাহলে শেয়ার করছি এই পোস্ট?

১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২

জুন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহেদ খান।
আমি দেখেছি আপনার পোষ্টে কবিতাটি শেয়ার করা ।
শুভেচ্ছা রইলো.....

৩৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর কবিতা :)
ঈদের শুভেচ্ছা জুন আপু

১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

জুন বলেছেন: আপনার জন্যও রইলো ঈদের শুভেচ্ছা রহস্যময়ী কন্যা :)
ঠিক বলেছেন আপনি, কবিতাটি অত্যন্ত আবেগময়।

৩৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

মিজান আনোয়ার বলেছেন: একটু যদি অসুখ হতো, একটু সর্দি কাশি,
সারা রাতি কাটিয়ে দিতে আমার পাশে বসি।


অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু ।।কেমন আছেন আপনি।

ঈদ মোবারাক।

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

জুন বলেছেন: ভালো আছি আপনাদের দোয়ায় মিজান ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম ।
কবিতাটি আমি লিখিনি কিন্ত , এটা একটি সংগৃহীত কবিতা।
আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা :)

৩৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মায়ের মত কেউ নাই...

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

জুন বলেছেন: আমি এটা মর্মে মর্মে বুঝি জহির যখন এমন কোন কথা যা মা ছাড়া আর কারো সাথে শেয়ার করা যায় না।
ভালো আছোতো ? প্রবাসে পরিবার ছাড়া ঈদ খুব কষ্টের কাটলো নিশ্চয়।
ঈদের শুভেচ্ছা জেনো ।

৩৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

শান্তির দেবদূত বলেছেন: শেষের প্যারাটা পড়ে চোখ ছলছল করে উঠলো !
ভাল থাকুন।

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

জুন বলেছেন: আমারও তাই হয়েছিল আর সেজন্যই আমি আমার সেই ভাবীর কাছ থেকে চেয়ে এনেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শান্তির দেবদুত

৪০| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: কবিতাটা পড়ে বুকের ভিতর এক ধরনের শূন্যতাবোধ হয়...

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

জুন বলেছেন: আমারও তাই মনে হয়েছে রমাকান্তকামার ।
অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.