নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

ভাবছি কি হবে শিরোনাম ? ব্লগে চার বছর কাটিয়ে দিলাম। তাই হোক কিছু এলোমেলো ছবি।আমার ছেলের চোখে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯



কাওয়াই নদীর উপর সেই বিখ্যাত ব্রীজ, কাঞ্চনাবুরি, থাইল্যান্ড



আজ ব্লগে আমার চার বছর পুর্ন হবে। কি করে দেখতে দেখতে এতটা দিন কেটে গেল। অধৈর্য্য আমি কি করে চার বছর সামুর সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রইলাম ভাবতেও অবাক হই।সামহোয়্যার ইন ব্লগের সবার সহযোগিতায় এই সুদীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করা সম্ভব হয়েছে বলেই আমি মনে করি।আলাদা করে আর কারো নাম উল্লেখ করলাম না।



ব্রীজ পেরিয়ে রেল লাইন সোজা চলে গেছে বার্মার বর্ডারের পানে। ২য় মহাযুদ্ধে যুদ্ধরত অক্ষ সেনাদের রসদ পৌছে দেবে বলে জাপানী সৈন্যরা মিত্র বাহিনীর বন্দী সৈনিকদের দিয়ে নিষ্ঠুর শ্রমের মাধ্যমে বানিয়ে নিয়েছিল এই ঐতিহাসিক ব্রীজ। কাঞ্চনাবুরি, থাইল্যান্ড

অসম্ভব জটিল একটা যন্ত্র এই কম্পিউটার আমি মোটামুটি আমার স্বামী ছাড়াও আমার ছেলের সহযোগিতায় কিছুটা চিনতে সক্ষম হই।

আজ এই ছবি ব্লগটি আমার দূরে থাকা ছেলেকে উৎসর্গ করছি তারই তোলা বিভিন্ন জায়গার অসংখ্য ছবি থেকে মাত্র কয়েকটা নিয়ে।



বিজয় দিবসের রাতে কক্সবাজারের পর্যটক শুন্য হোটেল সেজেগুজে আছে কিসের আশায় কে জানে ?



সকাল বেলা কক্সবাজার সাগর সৈকতে জেলের দল



কক্সবাজার সৈকতে লোক নেই তাই পরে আছে ঝিনুক



হোটেল সী-গাল থেকে বীচে যাবার জনশুন্য কুঞ্জ পথ



সমুদ্র সৈকত, কক্সবাজার



প্রকৃতি নির্মিত,পাথরের ভাস্কর্য্য, কক্সবাজার ইনানী সৈকত



সৈনিকদের বানানো রাস্তায় ধুলো বালি মাখা দুটো স্থানীয় ছেলে মেয়ে, ইনানী বীচ, কক্সবাজার



সৈকতে সুর্যাস্তের প্রতিচ্ছবি , কক্সবাজার



জমিদার বাড়ীর জেনানা মহল। বালিয়াটি



এক ধাতু শিল্পীর বাসায় এক কোনে সযতনে রাখা কিছু অর্ধ নির্মিত কাঁসা পিতলের শোপিস, ধামরাই



লালবাগ কেল্লার একাংশ



লালবাগ কেল্লা, সাদা কালোয়



আলো ঝলমল হোটেলের আয়নায় আমার ছেলের নিজস্ব প্রতিবিম্ব, সিঙ্গাপুর



কাওয়াই নদীর উপর পর্যটকবাহী ট্রেন থেকে তোলা, থাইল্যান্ড



দোকানে সাজানো জুতোর সারি, ব্যাংকক



আন্দামান সাগরের ফি-ফি দ্বীপে নৌকার সারি, ফুকেট, থাইল্যান্ড



গেন্টিং হাইল্যান্ডে কুয়াশায় ঘেরা ফাষ্ট হোটেল মালয়েশিয়া



কাচের ঘরের ভেতর টেরাকোটা ঘোড়ার রথ। শিয়ান, চীন



পুতির মালা, কানের দুল হলে কি হবে ! দাম কিন্ত আকাশ ছোঁয়া, ভুটান



সারি সারি মুখোশ আকাশচুম্বি দাম নিয়ে সেজে আছে, ভুটান



ভুটানে পাহাড়ের গায়ে ঝুলে থাকা থাকসাং মনেস্ট্রি, আমি উঠিনি। ওরা বাবা ছেলে অর্ধেক পর্যন্ত উঠেছিল



সৌন্দর্য্যপ্রিয় জাতি জাপানীরা সুনামী থেকে রক্ষা পাওয়ার বাধঁটাও কি নান্দনিক সৌন্দর্য্যে নির্মান করেছে। সেন্ডাই, জাপান।



জেলে নৌকা তৈরী হচ্ছে সেন্ট মার্টিন সাগর সৈকতে



পর্যটকের রসনা তৃপ্তিতে বিলীন হয়ে যাচ্ছে অপরূপ এই চিংড়ী মাছ। সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ



সুন্দরবনের দুবলার চরে একাকী বালিকা চেয়ে আছে দিগন্তের পানে



দেখছে সুন্দরবনের নির্মম ভবিষ্যত



প্রকৃতিও রুষ্ট হয়ে উঠেছে মানুষের প্রতি । ঝড়ের আঘাতে ভেঙ্গে যাওয়া এক গাছের কান্ড যেন হাত বাড়িয়ে বলতে চাইছে,

"STOP"

আর নয়, এবার সুন্দরবনকে বাঁচতে দাও




ছবিগুলো সব আমার ছেলের তোলা

মন্তব্য ১৫৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১৫৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার ছবি তোলে ছেলে । ++++++++++++++++++++++++
বেড়াতে যাবো আমিও । বান্দরবান । একটা ছবি ব্লগ দেবার ইচ্ছে আছে । দোয়া করো যেন ভালভাবে ঘুরে আসতে পারি ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা তিতির :)
ঘুরে এসে ছবি দিও প্রতীক্ষায় রইলাম ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

শ।মসীর বলেছেন: পোলাত ভাল ছবি তুলে......

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

জুন বলেছেন: পোলাতো নয় যেন আগুনেরই গোলা :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ শামসীর ।
শুভেচ্ছা .।.।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

স্বপনচারিণী বলেছেন: দারুণ ছবি দেখালেন! সত্যিই অনেক ভাল সময় পার করলেন সামুর সাথে।ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

জুন বলেছেন: হ্যা ঠিকই বলেছেন স্বপনচারিণী । লেখা লেখি করার এক গোপন আর প্রচন্ড আগ্রহই আমাকে দীর্ঘদিন সামুতে ধরে রেখেছে। এই সুযোগ দেয়ার জন্য আমি কৃতজ্ঞ ব্লগ কতৃপক্ষের কাছে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সাথে শুভকামনা জানবেন ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ওয়াও! দারুন সব ছবি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

জুন বলেছেন: হু সাথে আছ কামার আজ চার বছর ধরে, তার জন্য তোমাদের প্রতিও আমার অভিনন্দন :)
শুভকামনা রইলো অনেক অনেক ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

আমি ইহতিব বলেছেন: আপনার ছেলেরতো ছবি তোলার হাত অনেক ভালো আপু।

এক পোস্টে দেশ বিদেশ সব দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আর ৪ বছর পূর্তিতে অনেক অনেক শুভ কামনা।

গেন্টিং হাইল্যান্ডে এতো সুন্দর হোটেলটা দেখা হয়নি। আমরা এটার সামনে গিয়েছিলাম। নামটা জানা হয়নি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমি ইহতিব মন্তব্যের জন্য।
তা ঠিক আমার ছেলে মোটামুটি ভালো ছবিই তুলে থাকে।
গেন্টিং হাইল্যান্ডের উপরে চারিদিক ঘিরেই তো সবই হোটেল ক্যাসিনো আর থিম পার্ক । সবনগুলো ইন্টার কানেক্টিং।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ছবি গুলো ভাল লেগেছে । ব্লগে শুভকামনা। দীর্ঘতর হোক আপনার ব্লগীয় জীবন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

জুন বলেছেন: আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ সেলিম আনোয়ার সব সময় সাথে আছেন বলে।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

মামুন রশিদ বলেছেন: আপনি নিঃসন্দেহে আমাদের প্রাণশক্তির অনুপ্রেরণা । আরো যুগ যুগ এই প্রাণপ্রাচুর্য্য ধরে রাখুন আপু, থাকুন আজীবন আমাদের সাথে ব্লগিংয়ে ।


চার বছর পূর্তির ফুলেল শুভেচ্ছা আপু !:#P !:#P !:#P !:#P



২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন রশিদ। কি সুন্দর ফুল অনেক ভালোলাগলো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা রইলো।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে সবকয়টা ছবিই।
আমার কাছে ১নং সবচে বেশী ভাল্লাগসে ||

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

জুন বলেছেন: ছবি ভালোলেগেছে শুনে আমারো অনেক ভালোলাগলো ইমরাজ কবির মুন :) সাথে আছো সবসময় তার জন্য অনেক ধন্যবাদ ।

কেন শেষ ছবিটা ভালোলাগেনি !!

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০

নীল ভোমরা বলেছেন:
চার বর্ষ পূর্তিতে অভিনন্দন!

জানুয়ারীর শেষ সপ্তাহে ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছিলাম কক্সবাজার। হরতাল অবরোধ কাটিয়ে তখন কক্সবাজার আবারও প্রাণ ফিরে পেয়েছে।

শুভকামনা!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

জুন বলেছেন: তাই নাকি ! তাহলেতো ভালোই হলো । বেচারারা অনেক লোকসানের ভেতর দিয়ে যাচ্ছিল।
আপনার জন্যও রইলো শুভকামনা ।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

নাহিদ রুদ্রনীল বলেছেন: শিক্ষা সফরে কক্সবাজারে গিয়েছিলাম। তাই ছবিগুলো দেখে অনেক ভাল লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬

জুন বলেছেন: আপনার জন্য ও রইলো অনেক অনেক শুভকামনা নাহিদ রুদ্রনীল :)
ভালো থাকুন সবসময় ।


আজ সারাদিন বাইরে থাকবো, সবার উত্তর বেচে থাকলে রাত্রে এসে দেব :)

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চমৎকার সব ছবি। দারুণ লাগলো। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আজ আমি কোথাও যাবোনা :)

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১

না পারভীন বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা । মায়া ভরা প্রতিটি পোস্ট এ পর্যন্ত যত গুলো দেখেছি । :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ মায়াময় এক মন্তব্যের জন্য না পারভীন :)
শুভেচ্ছা রাত্রির ।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

রাইসুল সাগর বলেছেন: চমৎকার ছবি। +

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ আর শুভকামনা রাইসুল সাগর মন্তব্যের জন্য :)

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

অস্পিসাস প্রেইস বলেছেন: বিনম্র, উদার, হাস্যোজ্বল, বুদ্ধিবৃত্তির ঔজ্জল্য আর উচ্চাঙ্গের মানসিকতাসম্পন্ন শ্রদ্ধেয় জুন আপুকে চার বছর পূর্তির ফুলেল শুভেচ্ছা :)

হ্যাপি বার্থডে জুন আপু! :) :)







২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

জুন বলেছেন: ইশ কি সুন্দর ফুল অস্পিসাস । অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা :)

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: জুন,




দুরে থাকা ছেলের তোলা ছবি সাজিয়ে তাকেই উৎসর্গ করেছেন এই পোষ্টটি যাতে দেখতে পাচ্ছি আর একটি অদৃশ্য কিছু --
এক স্নেহময়ী মায়ের আদল ।

চার বছর আগে আপনি এই ব্লগে এসেছিলেন । থাকুন আরো হাযার বছর ।
সাথে শুভেচ্ছা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: সবসময় আপনি একটি ব্যাতিক্রমী মন্তব্য করে থাকেন আহমেদ জীএস।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা দীর্ঘদিন ধরে সাথে থাকার জন্য।
হাজার বছর !! কি বলেন ! আর চার বছর বাঁচলেই মনে করবো অনেক বাঁচলাম :)

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৫

মুরশীদ বলেছেন: আমি গর্বিত, তবে শেষ দুটি ছবি দেখে মন ভারাক্রান্ত হয়ে উঠলো ।
সবগুলো ছবিতে প্লাস ++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

জুন বলেছেন: অবশ্যই আপনার গর্বিত হওয়ারই কথা মুর্শেদ । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সাথে শুভেচ্ছা একরাশ :)

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৪

রেজওয়ান তানিম বলেছেন: শুভেচ্ছা জানাই

চার বছর ধরে ঝড়, ঝঞ্ঝা সহ্য করে ব্লগ দিয়া ইন্টারনেট চালানো কি কম কথা ? আপনেরে একটা পুরস্কার দেয়া উচিত।

কি ...

তাই ভাবতাছি...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

জুন বলেছেন: রেজওয়ান মাহবুব তানিমের জন্যও রইলো অনেক অনেক শুভকামনা।
ফিরে এসে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করো সেই অপেক্ষায় :P
অনেক দিন সাথে আছো তানিম, অনেক অনেক ধন্যবাদ ।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

আসিফ_মাহমুদ বলেছেন: আমাদের বিরাট সৌভাগ্য কারন আমাদের কক্সবাজার আছে!
এ এমন এক জায়গার নাম যা একজন বিপর্যস্ত মানুষকেও আশার বাতিঘর দেখায়। নতুন করে চলতে শেখায়।

শেষের ছবিতে মন খারাপ করে দিলেন আপু। :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

জুন বলেছেন: মন খারাপ নিজে করা বা অন্যদের করানো আমার পছন্দ নয় আসিফ_মাহমুদ । কিন্ত সবকিছু দেখে শুনে মনে হয় এটাই বাস্তব আজ ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

ত্রিশোনকু বলেছেন: চমৎকার।

খুব ভাল্লাগ্লো বিভিন্ন জায়গার ছবিগুলো।

আর চার বছর পূর্ন হওয়ায় অভিনন্দন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

জুন বলেছেন: মন্তব্য আর অভিনন্দনের জন্য অশেষ ধন্যবাদ ত্রিশোনকু।
শুভেচ্ছা একরাশ ...।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

এম মশিউর বলেছেন: ছবির সাথে লেখাগুলোও দারুণ লেগেছে। এক পোস্টে দেশ-বিদেশ ঘুরিয়ে আনলেন। :)

চার বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮

জুন বলেছেন: আপনার জন্য ও রইলো অশেষ শুভকামনা এম মশিউর ।
ছবিগুলো ভাললাগায় অনেক খুশী হোলাম :)

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আবারও দারুন একটি পোস্ট।

ছবিকে সাদাকালো করলেই রঙের সাথে বার্তাও বদলে যায়...



শুভেচ্ছা আপনাকে, জুন :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল । আপনি ঠিকই বলেছেন সাদাকালোয় এমন এক আবহ তৈরী হয় যা অন্য রকম, যা মনে গভীর এক দাগ কেটে যায়।
শুভকামনা আপনার জন্য প্রতিনিয়ত :)

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত এক একটা ছবি আপু !
চার বছর B:-) B:-) B:-)
শুভেচ্ছা আপু !
ব্লগিং জীবন দীর্ঘজিবী হোক !

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা স্বপ্নবাজ অভি ।
হু চার বচ্ছর মনে রেখো :)

সামুর কি হলো অভি ? একটা উত্তর লিখলে তিনটা আসে, চার বার হ্যাং হয়। এমনিতেই সময় পাইনা ইদানীং, তার উপর এই অবস্থা :-<

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুভকামনা... :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ আর শুভকামনা জহির সাথে আছো বলে :)

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

একজন ঘূণপোকা বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা।


অনেক সুন্দর পিক তোলে আপনার ছেলে।


হ্যাপি ব্লগিং আপ্পি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২১

জুন বলেছেন: ছবিগুলো ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা একজন ঘুনপোকা ।

আপ্পি ডাক শুনে একজনের কথা মনে পড়লো #:-S

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

চতুষ্কোণ বলেছেন: চার বছর হয়ে গেল নাকি! বুড়ি হয়ে গেলেন দেখি :-B

ছেলের হাত খুবি ভাল। চমৎকার।:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা চতুষ্কোন। অনেকদিন পর দেখা হলো মনে হয়। কেমন আছো ? ব্লগের পাসওয়ার্ড মনে আছে কি !
সত্যি ই তো চার বছর কম সময় নাকি , বুড়িতো বটেই :#>
শুভেচ্ছা রাত্রির :)

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

মাহমুদা সোনিয়া বলেছেন: হেই জুনাপু, অনেক অনেক শুভেচ্ছা :) আপনি আমার অনেক পছন্দের ব্লগার, সো কিপিটাপ :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

জুন বলেছেন: সোনিয়া অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভারী সুন্দর একটা পোষ্ট দিয়েছো।
হু কিপিট আপ আর কয়দিন দেখা যাক। তোমরা অনেকেই এখন অতিথি পাখী। পরে আছি জনা কয়েক আমরা এখনো :)
শুভ কামনা অনেক রাতের শুভেচ্ছা জেনো ।

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

সুমন কর বলেছেন: আপনার ছেলের তোলা সবগুলো ছবি চমৎকার হয়েছে !!

আর আপনাকে ৪ বছরের শুভেচ্ছা !!!! !:#P !:#P !:#P !:#P

এইভাবেই থাকুন, আমাদের সাথে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

জুন বলেছেন: সুমন কর মন্তব্যের জবাবগুলো দিতে দেরী হয়ে যাচ্ছে। এক এক জনকে কমপক্ষে পাচ বার করে দিচ্ছি । বার বার অটো লগ আউট বিরক্তির চুড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছি।
আপনার জন্যও রইলো অনেক অনেক শুভকামনা । ভালো থাকুন সবসময়।

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

বেঈমান আমি. বলেছেন: ছবি গুলো ভালো হয়েছে।

দেখতে হবে না ভাগিনাটা কার? ;)

৪ বছর ব্লগিং করলা কবে অবসরে যাবা আপুনি? :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

জুন বলেছেন: শুভেচ্ছার জন্য অশেষ ধন্যবাদ বেইমান।
অবসরে গেলে কি হবে ! এই যে অলস সময়টুকু কেটে যাচ্ছে এটা কি তুমি অপছন্দ করছো ?? মনে হয় না, তাই না ?
শুভকামনা তোমার জন্যও অনেক :)

২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

আমি তুমি আমরা বলেছেন: চার বছর পূর্তির অভিনন্দন :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমি তুমি আমরা মন্তব্য আর সাথে থাকার জন্য :)

৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৫

সায়েদা সোহেলী বলেছেন: ।ঝিনুক , সমুদ্র সৈকত , ভাস্কর্য্য আর শেষ ছবিটা অসাধারন লেগেছে আমার কাছে জুন আপু ।


।মা ছেলে দুজনের জন্যই শুভেচ্ছা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

জুন বলেছেন: আমারও এই ছবিগুলো অনেক প্রিয় সায়েদা সোহেলী
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন সবসময় :)

৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

আরজু পনি বলেছেন:

ছবিগুলো বেশ সুন্দর ।

আর ছেলের ছবিটা বেশি সুন্দর :D

৪ বছর পার হলো...সামনে পেরিয়ে যাক আরো অনেকগুলি সাফল্য ঘেরা বছর ...
শুভকামনা রইল , প্রিয় ব্লগার ।। !:#P !:#P !:#P !:#P

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

জুন বলেছেন: আরজুপনি মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ আর শুভেচ্ছা ।
একই কামনা তোমার জন্যও পনি :)
শুভেচ্ছা সতত .।।।

৩২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

রাসেলহাসান বলেছেন: আহ! ছবি গুলো দেখে প্রাণটা জুড়িয়ে গেলো।। অনেক সুন্দর ছবি তুলেছে আপনার ছেলে। উনি কি ফটোগ্রাফার??

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২১

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাসেলহাসান । সামুর ঢিলেমীতে মন্তব্যের জবাব দিতে দেরী হয়ে গেল দুঃখিত।
না আমার ছেলে ছাত্র ।
সৌখিন ফটোগ্রাফার বলতে পারেন, প্রফেশনাল নয় :)
শুভেচ্ছা রইলো .।.।।

৩৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

শাবা বলেছেন: হ্যাপি ব্লগিং ফর ফোর ইয়ার্স!
সত্যি আপনি হতে চলেছেন লেডি ইবনে বতুতা!
জানতে ইচ্ছা করে আপনার আর কয়টি দেশ ভ্রমণ বাকী আছে?
অনেকদিন ধরে আমার ব্লগে আপনি আসেন না।
অ্যালেন পো-এর কবিতা অনুবাদ করেছি, একটু দেখে কিছু বললে খুশি হবো।
ধন্যবাদ আপু।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাবা অভিনন্দন জানানো আর মন্তব্যের জন্য ।
যাবো একটু সময় করে নেই ।

৩৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

তাসজিদ বলেছেন: সময় কিভাবে যায়!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

জুন বলেছেন: সেটাই তামজিদ। আমিও কখনো ভাবিনি এত দিন আমার ধৈর্য্য থাকবে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা :)

৩৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার সব ছবি।
মায়ের মতই গুনধর ছেলে।

চতুর্থ বর্ষপূর্তির শুভেচ্ছা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

জুন বলেছেন: দুর্জয় অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত উৎসাহিত করার জন্য। অনেকবার ভেবেছি এবার ক্ষান্ত হোক এখানে আমার পদচারণা। তারপর আবার তোমাদের মন্তব্যে অনুপ্রেরনায় ছাড়তে পারিনি এই প্রিয় প্ল্যাটফর্ম।
শুভকামনা অনেক অনেক :)

৩৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয়তে। ইবনে বতুতাসুলভ পোস্টের জন্য ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮

জুন বলেছেন: আমাকে ঋনী করে রাখলেন কামাল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক দিন ধরে সাথে আছেন বলে।
শুভেচ্ছা সতত ...

৩৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মায়ের মতই গুনধর ছেলে।
ফতোগ্রাফি সুন্দর।

থাইল্যান্ডের ব্রিজ দারুন ছোয়া দিলো।

চতুর্থ বর্ষপূর্তির শুভেচ্ছা।
হ্যাপি ব্লগিং!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

জুন বলেছেন: হ্যাপি ব্লগিং টু ইউ অলসো দুর্জয় ।
ছেলের প্রশংসাটা বেশি ভালোলাগলো :)

৩৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

কালোপরী বলেছেন: শুভেচ্ছা :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ কালোপরী আপনাকে। শুভোকামনা :)

৩৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২

অস্পিসাস প্রেইস বলেছেন:
মায়ের মতই গুনধর ছেলে।
ফটোগ্রাফি সুন্দর।

থাইল্যান্ডের ব্রিজ দারুন ছোয়া দিলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ অস্পিসাস ।
প্রশংসাটুকু পাঠিয়ে দেব জায়গা মত ।

৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
মায়ের মতই গুনধর ছেলে।
ফটোগ্রাফি সুন্দর।

থাইল্যান্ডের ব্রিজ দারুন ছোয়া দিলো।

৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
মায়ের মতই গুনধর ছেলে।
ফটোগ্রাফি সুন্দর।

থাইল্যান্ডের ব্রিজ দারুন ছোয়া দিলো।

৪২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আপা শুভেচ্ছা আপনার জন্য
আপনার ছেলে র জন্য অনেক দোয়া রইল ।। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

জুন বলেছেন: মনিরা সুলতানা ধন্যবাদ আপনাকেও।
অনেক দিন ধরে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন এতটুকু কার্পন্য না করে :)
শুভকামনা এক রাশ

৪৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

শান্তির দেবদূত বলেছেন: ওয়াও! দারুন!! আপনার সাথে করে তো প্রায় পুরো এশিয়া ভ্রমন হয়ে গেল! শেষের ছবিটা অসাধারন হয়েছে, বেচারা সুন্দরবন! আর মনে হয় বাঁচানোই গেলো না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

জুন বলেছেন: চেষ্টা করুন দেবদুত । সবার মিলিত চেষ্টায় নিশ্চয় আমরা সুন্দরবনকে বাচাতে পারবো ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওয়াও!! সেরাম অইচে!!!









ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

জুন বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দেশ প্রেমিক বাঙ্গালী। সামনের দিনগুলোতেও আপনাকে পাশে পাবো আশা রাখি :)

৪৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

রাতুল_শাহ বলেছেন: আশা করছিলাম- ৪ বছর উপলক্ষে বিরিয়ানি না হউক অন্তত পক্ষে চা-কফি-বিস্কুটের একটা দাওয়াত পাবো।

যাহোক- অনেক অনেক শুভেচ্ছা রইলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

জুন বলেছেন: আমিও ভেবেছিলাম রাতুল, কিন্ত আপ্সুস কেউ কথা রাখেনি :((
সাথে আছো অনেকদিন ধরে অসংখ্য ধন্যবাদ তার জন্য :)

৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

নাছির84 বলেছেন: আপনার ছেলের ছবি তোলার হাত দারুন। চারবছর পুর্তির শুভেচ্ছা। দীর্ঘায়িত হোক ‌‌'ইবনে বতুতার ব্লগ'। শুভ কামনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

জুন বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভকামনা নাছির :)

৪৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

লালপরী বলেছেন: চার বছর পুর্ন হলো । অভিনন্দন আপনাকে :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

জুন বলেছেন: আপনার জন্যও রইলো শুভকামনা প্রতিনিয়ত লাল পরী :)

৪৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

সায়েম মুন বলেছেন: কাউয়াই রিভার নিয়ে একটা মুভি আছে।
সুন্দর ছবিময় পোস্টে ভাললাগা। শুভেচ্ছা আপু।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

জুন বলেছেন: ফরাসী লেখক Pierre Boulle এর লেখা সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সেই বিখ্যাত ছবি ব্রিজ অন দ্যা রিভার কাওয়াই অনেকবার দেখে চোখের পানি ফেলেছি । এটা নিয়ে আমি একটা পোষ্টও তো লিখেছি যা পেপারে প্রকাশিত হয়েছে মুন । এই যে লিঙ্ক :
Click This Link

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ মুন। শুভকামনা প্রতিনিয়ত :)

৪৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

উজবুক ইশতি বলেছেন: খুব সুন্দর ছবি। অসাধারণ ফটোগ্রাফি

বর্ষপূর্তির শুভেচ্ছা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে উজবুক ইশতি । সামনের দিনগুলোতেও সাথে থাকবেন আশা করি:)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সাথে এক গুচ্ছ শুভেচ্ছা সকালের .।।

৫০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার ।ব্রীজ এর ছবি বেশি ভাল লাগলো । সুন্দর ছবি তোলে আপনার ছেলে ।


চারবছর পুর্তির জন্য অনেক অনেক শুভ কামনা রইল আপু।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অদ্বিতীয়া আমি ।
ছেলের প্রশংসায় মা এর গর্বিত অনুভুতির প্রকাশ রইলো :)

৫১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চার বছর পুর্তির জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এত দীর্ঘ দিন কোন প্লাটফর্মের সাথে থাকা চাট্টিখানি কথা না। আপনার সকল লেখাই দারুন ভাবে পাঠক প্রিয়! আপনার গুনের কথা বলে এখানে আমি নতুন পোষ্ট দিতে চাই না।

খুব চমৎকার ব্যতিক্রমধর্মী একটা পোষ্ট দিলেন বর্ষপূর্তি উপলক্ষে। ছবি গুলো দূর্দান্ত। আপনার অনেক দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি আপু। দেরীর জন্য দুঃখিত। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

জুন বলেছেন: না না দুঃখ করার কি আছে কাল্পনিক । তোমার সময় কই ?
ভারী ব্যাস্ত দিন কেটে যাচ্ছে কেশ পরিচর্যায় :)
এত্ত প্রশংসা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাথে শুভকামনা ।
ভালো থেক নিরন্তর সেই কামনায় .।.।.।।

৫২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: চমৎকার সব ছবি। ভালো লেগেছে। আর চার বছর পুর্তিতে আপনাকে শুভেচ্ছা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

জুন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলুম সীমানা ছাড়িয়ে। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ + শুভেচ্ছা।

৫৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

অরুদ্ধ সকাল বলেছেন:
দুর্দান্ত ফটোগ্রাফী!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা সকাল :)

৫৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮

মশিকুর বলেছেন:
চার বছর পূর্তিতে শুভেচ্ছা।।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

জুন বলেছেন: মশিকুর শুভেচ্ছা আপনার জন্যও রইলো একরাশ :)

৫৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: থাকসাং মনেস্ট্রিকেই কি টাইগার্স নেস্ট বলা হয়?



চমৎকার ছবিব্লগ। প্রিয় জুনাপুকে চতুর্থ বর্ষপুর্তির অভিনন্দন :)


২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

জুন বলেছেন: হ্যা কুনো টাইগার্স নেষ্টই থাকসাং মনেষ্ট্রি । বলা হয়ে থাকে বৌদ্ধ ধর্মাবল্মবীদের কাছে ২য় বুদ্ধ বলে স্বীকৃত এবং ভুটানে বুদ্ধ ধর্মের প্রথম প্রচারক পদ্মসম্ভবা বা রিনপোচে তিব্বত থেকে বাঘের পিঠে করে উড়ে এখানে এসে উপস্থিত হন। তার জন্যই এই নাম ।
মন্তব্য আর অভিনন্দনের জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ কুনো :)

৫৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

ফিলিংস বলেছেন: সবগুলো ছবি চমৎকার।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে ফিলিংস

মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৫৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

মাঘের নীল আকাশ বলেছেন: অনেক জায়গায় গিয়েছেন...চমৎকার সব ছবি?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

জুন বলেছেন: বাহ ভারী সুন্দর নিক আপনার মাঘের নীল আকাশ ।স্বাগত জানাই আমার ব্লগে :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে ।

৫৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চমৎকার সব ছবি , আপনাকে বর্ষপূর্তির শুভেচ্ছা আর অভিনন্দন!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

জুন বলেছেন: ছবিগুলো ভালোলাগায় অনেক অনেক ধন্যবাদ আদনান শাহ্‌িরয়ার :)
ভালো থাকুন সবসময় এই শুভকামনা আপনার জন্য ।

৫৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫

আরুশা বলেছেন: অভিনন্দন আপু । চার বছর হয়ে গেল ?? ++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ আরুশা । আমিও তাই ভাবছি বছর কি করে চলে যায় ঠিক যেন চলন্ত ট্রেনের জানালা দিয়ে পাহাড়ী ঝোরার মত প্রাকৃতিক দৃশ্যের হারিয়ে যাওয়া পেছনের দিকে ।
ভালো থাকুন সবসময় আর সাথে থাকুন :)

৬০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন চার বছর পূর্তিতে।

দারুন ঝলমলে রঙিন এক পোষ্ট।বাংলাদেশের গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।
শেষের তিনটিতে মিলে যেন এক আলাদা ছবিগল্প তৈরী হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আর সাথে শুভেচ্ছা একরাশ রেজওয়ান আলী তনিমা।

ভালোলেগেছে জেনে অনেক খুশী হোলাম ।

৬১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫২

সীমানা ছাড়িয়ে বলেছেন: লেখক বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলুম সীমানা ছাড়িয়ে।

কি আর করব আপু, পরদেশে দৌড়ের উপরে থাকি। তাই ব্লগে নিয়মিত আসা হয় না। আজ হঠাৎ করেই দেখলাম, কয়েক মাস আগে নিজের অজান্তে আমার চার বছর পুর্তি হয়ে গেছে। খেয়ালই করি নি :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

জুন বলেছেন: হু সীমানা আমিও খেয়াল করেছি আপনার ব্লগের বয়স চার বছর চার মাস মনে হয় । আবার আসার জন্য অশেষ ধন্যবাদ ।
আমিও ইদানিং দৌড়ের উপর লিখি , এসে মন্তব্য এর উত্তর দিয়ে যাই।
সত্যি বলতে কি আগের মত আর টানে না ব্লগ। আর আমার বেশিরভাগ লেখাই পুর্বপরিকল্পনা ছাড়া। হটাৎ মাথায় উদয় হলো ধুম করে লিখেই পোষ্ট। এডিট ও করা হয়না ঠিকমত।
একজনের নিক ছিল সীমানা
' ব্লগই আমার শেষ ঠিকানা' =p~ =p~

৬২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

কালীদাস বলেছেন: কক্সবাজারে এখন যাওয়া হয়না, তবে স্কুল/কলেজে পড়ার সময় অনেক, অনেকবার গিয়েছি। ইদানিং যা দেখেছি, আর আপনার রেফারেন্সে যা দেখছি- কক্সবাজার একেবারেই নোংরা করে ফেলেছে, কনক্রিটের বস্তি মনে হয় এখন, সীবিচসহ।

ভাল কথা-অভিনন্দন !:#P
কি পেলেন চারবছর শেষে?
আমি তো এখন রেগুলার হওয়ার কোন কারণও খুঁজে পাইনা :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

জুন বলেছেন: ঠিকই বলেছো কালীদাস কংক্রিটের জঞ্জাল । অনেক আগে একবার কক্সবাজার গিয়েছিলাম। তোমার ভাইয়ার কলিগ রাতে ড্রাইভ করে আমাদের কলাতলী বীচে নিয়ে গিয়েছিল। অন্ধকার ঘুটঘুটে সেই জনশুন্য নিঝুম নিরিবিলি বীচে রীতিমত ভয়ই লাগছিল।
অভিনন্দনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও তাই চিন্তা করি রেগুলার কেন আমি ! :-*

৬৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

দি সুফি বলেছেন: চার বছর পূর্তিতে শুভেচ্ছা !:#P

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা জানবেন দি সুফি :)

৬৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

বেকার সব ০০৭ বলেছেন: চমৎকার সব ছবি। ভালো লেগেছে। আর চার বছর পুর্তিতে আপু আপনাকে শুভেচ্ছা।

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

জুন বলেছেন: মন্তব্য আর ভালোলাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বেকার সব ০০৭ :)
শুভকামনা আপনার জন্যও

৬৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:২৫

খেয়া ঘাট বলেছেন: রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন চার বছর পূর্তিতে।

দারুন ঝলমলে রঙিন এক পোষ্ট।বাংলাদেশের গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।
শেষের তিনটিতে মিলে যেন এক আলাদা ছবিগল্প তৈরী হয়েছে।

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫

জুন বলেছেন: যদিও কপি পেষ্ট মন্তব্য তবুও খেয়াঘাটের পদচিন্হে আরিচা ফেরীঘাট কৃতজ্ঞ :||
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

৬৬| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

মেহেরুন বলেছেন: অনেক অনেক সুন্দর সব ছবি আপু। আপনি কত্ত জায়গায় ঘুরেছেন দেখতে ভালোই লাগে। আরও বেশি বেশি ঘুরেন আর ছবি দেন। কেমন আছেন আপু?? শুভকামনা রইলো আপনাদের জন্য।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৫৭

জুন বলেছেন: ভালোলাগা আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ মেহেরুন।
আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে।
আপনার জন্যও রইলো সকালের শুভেচ্ছা এক রাশ :)

৬৭| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৮

অদৃশ্য বলেছেন:





চমৎকার সব ছবি... আপনার ছেলের হাত ভালো... আগেও দেখেছি আপনার ব্লগে...

আর চার বছর পূর্তিতে অভিনন্দন রইলো... আরো অনেক বছর থাকুন... আমাদের সাথে... আমাদের পাশে...

জুনাপুর জন্য
শুভকামনা...

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৫৮

জুন বলেছেন: ছবিগুলো ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো অদৃশ্য ।
শুভকামনা আপনার জন্যও ।

৬৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ, দারুণ একটা পোস্ট আপু।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:০৩

জুন বলেছেন: কি দারুন দারুন লিখে গেলা :| তুমি কি অপু তানভীরের পোষ্ট পড়ো নাই :-* কি ভাবে বিভিন্ন পোষ্ট না পড়েই কমেন্ট করতে হবে #:-S
বেশ কাজের পোষ্ট......আমার কাজে লেগেছে :P

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ কান্ডারী :)

৬৯| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

বড় বিলাই বলেছেন: সুন্দর সুন্দর ছবি। শুভেচ্ছা রইল।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৪১

জুন বলেছেন: অনেক ধন্যবাদ বড় বিলাই, অনেক দিন পর আপনার দেখা মিললো । কেমন আছেন বিড়াল শাবক নিয়ে ? তাকে আমার আদর পৌছে দেবেন ।
শুভেচ্ছা আপনার জন্য :)

৭০| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: চার বছর পুর্তিতে শুভেচ্ছা, ছবিগুলো চমৎকার।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৪২

জুন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ সাদা মনের মানুষ ।
শুভকামনা রইলো .।.।

৭১| ০৬ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৩৬

রাসেলহাসান বলেছেন: আমার কমেন্ট গায়েব কেন? :-*

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১২

জুন বলেছেন: কৈ গায়েব !!
৩২ নং কমেন্টটা দেখুন দেখি রাসেলহাসান :)

৭২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জুন আপু আমি লাস্ট তিন মাস সত্যি অনেক ব্যস্ত ছিলাম। সি এম সি এর সার্জারি ২৪ নাম্বার ওয়ার্ড ইন্টার্নদের জন্য পৃথিবীর সবচেয়ে অপছন্দের জায়গা। আমি সবসময় ভয় পেতাম ২৪ নাম্বার ওয়ার্ডকে। কিন্তু দুর্ভাগ্য সে ২৪ নাম্বার ওয়ার্ডেই আমার ডিউটি ছিলো।

তাই আপনাকে সময়মতো বর্ষপূর্তির শুভেচ্ছা জানাতে পারিনি । স্যরি টু বি লেট ।

দেরিতে হলেও বর্ষপূর্তির শুভেচ্ছা ।

পোস্টে ++++++++++++++++++++++++++++++

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৫

জুন বলেছেন: কোন অসুবিধা নেই বিথি। যখন খুশী যেমন খুশী তখনই এসো।
ডাক্তার আমাদের পরিবারে ভর্তি । আমি জানি তাদের জীবন যাপন প্রনালী :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।

৭৩| ১৩ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৪

অন্তরন্তর বলেছেন:


দেরিতে হলেও বর্ষপূর্তির শুভেচ্ছা।
শুভ কামনা।

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্যও অন্তরতর :)

৭৪| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

জেনারেশন সুপারস্টার বলেছেন: বিশাল একটা অভিনন্দন।শুধু চার বছর না আরও বেশী ৫০ বছর চাই।সাথে সারা পৃথিবী ঘোরাঘুরির গল্প শেয়ার চাই।

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩১

জুন বলেছেন: আপনাকেও বিশাল এক ধন্যবাদ জেনারেশন মনে করে এসেছেন বলে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সাথে শুভেচ্ছা একরাশ ।
আরো ৫০ বছর :-*
=p~ =p~

৭৫| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৯

চুক্কা বাঙ্গী বলেছেন: চতুর্থ বর্ষপূর্তির শুভেচ্ছা আপনাকে।
আপনার ছবি ব্লগের মধ্যে দিয়ে আমরা দেশবিদেশ ভ্রমনের আনন্দ পাই। এই আনন্দযাত্রা অব্যাহত থাকুক।

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩২

জুন বলেছেন: দোয়া করবেন যেন সুস্থ থাকি। কারন ভ্রমনের প্রথম আর প্রধান শর্ত হলো সুস্থতা।
সুন্দর একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।

৭৬| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৬

জেনারেশন সুপারস্টার বলেছেন: :) :D B-)
মনে সবার আগেই ছিল।পোস্ট প্রিয়তে নিছিলাম যেদিন পোস্ট করলেন সেদিনই।মাঝে মাঝেই ঘুরে যাই ছবিগুলো দেখতে।

ওকে ৫১ B-))

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

জুন বলেছেন: প্রিয়তে নিয়েছেন শুনে অনেক অনেক ভালোলাগলো জেনারেশন । ছবিগুলো দেখেন জেনে ভারী খুশী হোলাম :)
কিন্ত ৫১ :|

৭৭| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: বিশেষ করে চিংড়ী।তবে মালোয়েশিয়া হোটেলের নকশা ভালো লাগেনাই।এরচেয়েও ভালো নকশার তারকা হোটেল বাংলাদেশে আছে :(

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

জুন বলেছেন: ভালো নকশার ভবন সারা পৃথিবী এমনকি মালয়েশিয়াতেও আছে জেনারেশন। কিন্ত গেন্টিং হাইল্যান্ডের সেই কুয়াশা আর মেঘে ঘেরা পাহাড় চুড়ায় রঙ বেরঙএর নকশি করা হোটেলটি কিন্ত ভারী অপরূপ লাগছিল দেখতে।
আর এই অসাধারন সুন্দর চিংড়ী মাছ ধরে বিলুপ্ত করছে এ নিয়ে আমার স্বামীতো ছেড়া দ্বীপের সেই অস্থায়ী হোটেল আলাকে বিশাল এক লেকচার দিয়ে আসলো :-0

৭৮| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৪

শোভন শামস বলেছেন: চার বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা

আপনার লিখা ও ছবি পাঠককে এক আনন্দময় পৃথিবীতে নিয়ে যায়

লিখে যান ভাল থাকবেন।

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৫

জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ শোভন শামস।
আপনার ভ্রমন ব্লগ গুলোও অনেক নতুন নতুন কম জানা দেশে ঘুরিয়ে আনে ভারী সুন্দর করে।
আপনিও ভালো থাকুন সবসময় সেই কামনায় ।

৭৯| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শেষের টা সত্যি ফটোগ্রাফি। অন্যগুলোও সুন্দর। বেশ লাগলো।

কেমন আছেন, জুনাপি? ভালো থাকবেন, সব সময়।

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

জুন বলেছেন: ভালো আছি সজীব । আশা করি তুমিও ভালো আছো। শুভকামনা রইলো ।
পোষ্ট ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.