নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষন আগেই একেছি
আমাদের দেশের অখ্যাত- বিখ্যাত ব্যক্তিদের মত কখনই বলবোনা ছোটবেলা থেকেই আমার অমুক তমুক কিছু একটা হওয়ার শখ ছিল। তবে ছোটবেলা থেকে ছবি আঁকার চেয়ে লেখালেখি করতেই আমার ভালোলাগতো বেশি। তাছাড়াও চিত্রকর্ম শেখার জন্য অপরিহার্য্য উপকরন রঙ, তুলি আর রঙ্গীন পেন্সিল হাতে নেয়া ছিল আমার জন্য দুরূহ এক বিষয় ।
২৬ শে মার্চ
স্কুলে থাকা অবস্থায় একটা ড্রইংই পারতাম তা হলো একটা বেড়ার ঘর তার পেছনে কলা গাছের ঝোপ। বলে না দিলে যা বোঝার কারো সাধ্য ছিল না । সেখান থেকে এই বয়সে এসেও তার কিছু মাত্র উত্তরণ ঘটেনি ।
পহেলা বৈশাখ এ আঁকা শুভেচ্ছাবানী
তবে কম্পিউটারে বিভিন্ন টুলস থাকায় আমার এই এক মাস ব্যাপী প্রবাস জীবনের অখন্ড অবসরে কিছু ছবি আকতে চাইলাম যা আমার ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো ।অনুরোধ থাকলো এর মাঝে কেউ কোন শিল্পকর্ম খোজার চেষ্টা করবেন না ।
মাইক্রোসফট পেইন্টে আঁকা আমার প্রথম ছবি , যা আকতে গিয়ে জান বের হওয়ার অবস্থা
২৬ শে মার্চে আঁকা
এম এস পেইন্টে আঁকা কাঁচা ছবি
প্রিয় ফুল সুর্যমুখী
নীল পটভুমিতে ফুলদানী
ক্রিসেন্থিমাম
ফাগুনের শুভেচ্ছা জানিয়ে এক থোকা কৃষ্ণচুঁড়া
বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহন করা আমার প্রিয় দুটো দলের জাতীয় পতাকা
আদিবাসী রমনী
নিঃসর্গের ছবি
এখানে আমি শিখছি অনেকগুলো রঙ কি করে ব্লেন্ড করতে হয়। শেখা হয়নি কিছুই
সোনালী শষ্য ক্ষেত আর নীলাকাশের মিলনমেলা
সবুজ ঘাসের বুকে কৃষানের ঘর
সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে দেখছি দূরে এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে ঘোলাটে আলো জ্বেলে দ্রুতবেগে গাড়ীর চলাচল।
নিঃসর্গ
নিঃসর্গ ২
মহেশখালীর বাকখালী নদী
নিঃসর্গ ৩
নাম না জানা এক খাল সুন্দরবন
নিঃসর্গ ৪
অর্থহীন আঁকিবুকি মাইক্রোসফট পেইন্টে
দিগন্ত
রমনী
ছবির স্বর্বসত্ব সংরক্ষিত
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:২০
জুন বলেছেন: পিকাসো কান্ডারী ! ইশ শুনে কি যে ভালোলাগলো :#> :!>
তোমারে এক ত্রাক ধইন্যা
অটঃ কান্ডারী ফেবুতে একটু শেয়ার দিও , আমি যাইতে পারতেছি না
২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২২
সুমন কর বলেছেন: সুন্দর !!
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন কর আপনাকে
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাঁচা হাতের পাকা কাজ ।
আদীবাসী রমনী আর রমনী শিল্প মান বিচারে উৎরে গেছে । এদুটোর মাঝের গুলোর কালার কম্বিনেশন চমৎকার ।
বাকি গুলো শিশুতোষ
০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
জুন বলেছেন: অশেষ ধন্যবাদ গিয়াসলিটন আপনাকে রেটিং করার জন্য । আমি নিজেও পারতামনা হয়তো । আমারতো নিজের আকা সবগুলো ছবিই অসাধারন লাগে :!>
শিশুতোষ ই বা খারাপ কি ? আমি এর আগের পোষ্টটিইতো লিখেছি শিশু অর্থাৎ বাচ্চাদের জন্য
শুভেচ্ছা জানবেন সন্ধ্যার।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩২
মামুন রশিদ বলেছেন: ভ্যানগঁগ-পিকাসো সব বাদ । আমি শুধুমাত্র জুনাপ্পীর ছবির ভক্ত
০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
জুন বলেছেন: হু আমিও তো তাদের বাদ দিয়েছি সেই কবেই মামুন বিশেষ করে পিকাসোর ছবি যখন শুনলাম লোকজন কুটি কুটি টাকা দিয়ে কিনছে তাই ভাবলাম নিজের ছবি নিজেই আঁকি
অনেক অনেক ধন্যবাদ মামুন সব সময় সাথে থাকার জন্য ।
শুভেচ্ছা জেনো
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫২
লেখোয়াড় বলেছেন:
আপনি কি বলেন তো?
আপনি কি না পারেন বলেন তো।
জুনাপু............ আপনি অনেক কিছু পারেন।
খুব ভাল লাগল আপনার ছবিগুলো, বিশেষ করে শেষের কয়টি।
ভাল থাকুন।
০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
জুন বলেছেন: আসলেই আমি কি
আমি হোলাম জ্যাক অফ অল ট্রেড মাষ্টার অফ নান বুঝলে লেখোয়াড় ভাই ।
অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আর ভালো থাকা হোক প্রতিনিয়ত
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!!!!!!! আপনি তো দেখি ছবি আঁকাতেও সিদ্ধহস্ত!
আপনাকে যদি ইলাস্ট্রেটর শিখাতে পারতাম, তাহলে আপনি আরো ডিটেইল কাজ করতে পারতেন। তবে এমনিতেও আমার খুব ভালো লেগেছে পেইন্টে আঁকা এই ছবি গুলো! বিশেষ করে আদিবাসী রমনী খুব ভালো লেগেছে!
০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
জুন বলেছেন: হু কাল্পনিক আমি তো বিভিন্ন উপলক্ষে আঁকা তোমার ছবি বিশেষ করে ছাই ভাই এর কবিতা সংকলন আর সামুর ব্যানার দেখে মুগ্ধ ।
ইলাস্ট্রেটার কই থেকে শেখা যায় বলতো আমাকে ।
ভালো থেকো আর শুভেচ্ছা রইলো অনেক অনেক ।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯
প্যাপিলন বলেছেন: ........আরো শিখতে হবে
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:০১
জুন বলেছেন: আপনি সঠিক বলেছেন, সহমত আপনার সাথে প্যাপিলন। আমিতো বিশাল জ্ঞ্যান সমুদ্রের কিনারে বসে আছি হাত দিতেও সাহস পাইনা
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে সাথে রাতের শুভেচ্ছা
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩
নাহিদ হাকিম বলেছেন: ভালো একেছেন
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:০৩
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে নাহিদ হাকিম । অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালোলাগের কথা শুনে অনেক ভালোলাগলো ।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩
মুদ্দাকির বলেছেন: আমার কাছে মনে হয়েছে কোন শিশুর আঁকা!!!! তবে সুন্দর
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:১৬
জুন বলেছেন: হু শিশু তবে বুড়া শিশু মুদ্দাকির
সুন্দর বলার জন্য অনেক অনেক ধন্যবাদ
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪
আহমেদ জী এস বলেছেন: জুন,
বাহ ... বেশ সুন্দর ।
ইবনে বতুতা দেখছি বর্ণাঢ্য হয়ে উঠছেন দিনকে দিন ।
এতোদিন যার পায়ে দেখেছি ঘুরে বেড়ানোর চপলতা , এখোন তার হাতে দেখছি মিষ্টি ছন্দে ময়ুরের পেখম তোলা কাজ । সূর্য্যমুখীর মতো রং নিয়ে তার হাত ধীরে ধীরে মুখ তুলছে যেন । নিঃসর্গের মতো অনাবিল , অবারিত হচ্ছে তার ভাবনার দুয়ার ।
টক-মিষ্টি ছবিগুলো বলছে নতুন আর এক “জুন” এর কথা ।
ছবির এই রং আপনাকে ঘিরে থাকুক বছর জুড়ে । আপনার এই হাত নিঃসর্গের ছবির মতো কোমল আর বর্ণিল হয়ে উঠুক দিনে দিনে ....
সবে পালিয়ে যাওয়া ঈদের শুভেচ্ছা রইলো।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:৫২
জুন বলেছেন: আহমেদ জীএস বরাবরের মতই অপুর্ব কথামালায় সাজানো মন্তব্যের ঝাপি খুলে ঢেলে দিয়েছেন আমার এই দীনহীন ভাবে আঁকা ছবি ব্লগে। আপনার মতন একজন শিল্পীর প্রশংসা পেয়ে ভীষন ভালোলাগলো। আপনিও সাথে থাকুন আর উৎসাহ দিয়ে আমাকে আরেকটু এগিয়ে যেতে সাহায্য করুন সেই প্রত্যাশায়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে ঈদ আর রাত্রির শুভেচ্ছা ।
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৬
না পারভীন বলেছেন: ভ্রমণ কাহিনী আমার ভাল লাগে না, তাই জুন আপুর সাথে পরিচয় দেরীতে। কিন্তু বহু মুখী প্রতিভা দেখে মুগ্ধ। প্রতিটিই সুন্দর। দিনে দিনে ছবি আরো সুন্দর হচ্ছে ময়ূর তার প্রমাণ।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:৫৬
জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ না পারভীন । আপনাকে দেখে অনেক ভালোলাগলো ।
শুধু ভ্রমন কেন ? আমি তো গল্প কবিতা থেকে শুরু করে হাবিজাবি অনেক কিছুই লিখেছি।
বুঝেছি ব্যস্ত ডাক্তার আপার চোখ এড়িয়ে গেছে আর তা না হলে তা পাতে তোলার যোগ্যই হয়নি ।
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭
ইমিনা বলেছেন: ৯, ১০, ১১, ১২ এবং ১৪ নং অাঁকা ছবি আসলেই খুব মিষ্টি লাগছে। মনে হচ্ছে যেন আমারই রূপকথার দেশ
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:০০
জুন বলেছেন: ভালোলেগেছে জেনে আমারও অনেক ভালোলাগলো ইমিনা । জানি কিছুই হয়নি কিন্ত এও জানি আমি কোন রকমের শিল্পীর পর্যায়েই পরিনা। শুধু ব্লগ বলে এসব হাবিজাবি প্রকাশের সুযোগ পাই আর আপনারাও দেখেন, মন্তব্য করেন, উৎসাহ দেন আর তাতেই ভালোলাগায় মনটা ভরে উঠে ।
অনেক ধন্যবাদ আর সাথে রাত্রির স্নিগ্ধ শুভেচ্ছা
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আঁকা আঁকি আমাকে দিয়ে হবে না রবি বাবুর মত বয়স ৭০ এর বেশি হলে প্রচেষ্টা নিতে পারি।
আপনার প্রচেষ্টায় ভাল লাগা ।
লেডি বতুতার কি হলো?
আকাআকিতে মন মজিলো।
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:২৩
জুন বলেছেন: হা হা হা সত্তর ভালোই বলেছেন সেলিম আনোয়ার । তবে এই ভেজাল খেয়ে আমরা কত বছর বাচি সেটাই দেখার বিষয়
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । বতুতা তো এখন আপনি । দারুন লিখছেন আপনার মালয়েশিয়া কাহিনী ।
শুভেচ্ছা রইলো ।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আপনার আদেশ শিরোধার্য। ফেবুতে শেয়ার দিয়েছি।
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:২৫
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারী বিপদে হাল ধরার জন্য
ফুল হিস্ট্রি ডেল করতে গিয়ে এই অবস্থা। কোড আসছে ঢাকার জিপি নম্বরে যার এখানে অচল
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৯
ডি মুন বলেছেন: বাহ, ছবি আঁকার চেষ্টা ভালো লাগল আপুমনি
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:২৭
জুন বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ডিমুন
সকালের শুভেচ্ছা একরাশ
১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২
নীল ভোমরা বলেছেন: বাহ্ !
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪
জুন বলেছেন: প্রশংসাসুচক বাক্যটি ব্যবহারের জন্য অসংখ্য ধন্যবাদ নীল ভোমরা।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বহুমুখী প্রতিভাধর জুনাপুর আকাআকি প্রতিভাও প্রশংসা করার মতোই।
ভালো লাগলো এইসব আকিউকি।
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৯
জুন বলেছেন: বহুমুখী প্রতিভাধর জুনাপু
আর কারো সামনে বইলোনা দুর্জয় :#>
মন্তব্য আর ভালোলাগার জন্য অশেষ ধন্যবাদ
১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২
শুঁটকি মাছ বলেছেন: ওরে বাবা কত প্রতিভা!!!!!!!!
আপু আপনার একজন প্রতিদ্বন্ধীও তৈরী হয়েছে মনে হয়। ঐদিন দেখলাম আমাদের কুনোব্যাঙ ভাইও এমএস পেইন্টে একে একটা ছবি দিলো।
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪২
জুন বলেছেন: কে সেই প্রতিবন্ধী শুটকি মাছ নাম বলেন ? কি আমাদের কুনো
দিতে বলেন দেখি তারে এমন একটা পোষ্ট তবে কাভার হেল্প নেয়া চলবে না আগেই বলে দিলাম
অনেক অনেক ধন্যবাদ শুঁটকি মাছ আপনাকে মন্তব্যের জন্য ।
১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২
সায়েম মুন বলেছেন: বাহ! সুন্দর এঁকেছেন।
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩
জুন বলেছেন: অনেক অনেক শুভকামনা মুন । মিস করি ব্লগে তোমাকে । আশাকরি সপরিবারে ভালো আছো ।
মন্তব্যে ধন্যবাদ
২০| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২
আমি ইহতিব বলেছেন: কান্ডারি ভাইয়ার শেয়ার দেখে আসলাম। ইবনে বতুতা আপু দেশীয় দৃশ্যের অপরূপ সব ছবি দেখলাম।
ছবিতে ছবিতে বিদেশ দেখার আশায় থাকলাম আপু
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৬
জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আমি ইহতিব ।
এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ির লাইট ছবিটা কিন্ত আমার এখানকার অস্থায়ী আবাসের সামনে থেকে দূরের একটি দৃশ্য ।
২১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৬
হাসান রাজু বলেছেন: এতো সুন্দর! খ্যামনে পারেন ম্যান ????
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১০
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে ইহা রাজু । ভালোলাগলো জেনে অনেক ভালোলাগলো ।
২২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২
মাহফুজা সুলতানা বলেছেন: সেরা লেগেছে।আপনার এরপকম আরও পোস্ট দেখতে চাই ।
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১২
জুন বলেছেন: স্বাগতম মাহফুজা সুলতানা । আপনার বন্ধু নিয়ে কবিতাটিও অসাধারন লেগেছে। সত্যিকারের বন্ধু পাওয়া ভাগ্যের ব্যপার।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
লিখেছেন বলেছেন: আপা আজকাল ভ্রমণ ব্লগ লেকেহ্ন না? নাকি ঘোরাফেরা কমিয়ে দিয়েছেন ?
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭
জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ লিখেছেন । জুন জুলাই মাসেও দুটো ভ্রমন ব্লগ আছে আপনি হয়তো খেয়াল করেন নি ভাই ।
না বর্তমানে এখনো ঘুর ঘুর এর মধ্যেই আছি । তা আমার এই পোষ্টে উল্লেখও করেছি
২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ইশশ...! আবারো দেখতে লেট হইলো ... যদিও ছিলাম ব্লগেই...
মাসসেরা সংকলন নিয়া চুল ছিঁড়তেসিলাম আসলে ... কারো পোস্টই ঠিকমত দেখার সুযোগ হচ্ছেনা জুনাপ্পি ...
ইয়ে, ইবনে বতুতার প্রদর্শনীর খবর শুনলাম ফেবুতে ...
আমি কিন্তু দাওয়াত ছাড়াই আমন্ত্রিত ...
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮
জুন বলেছেন: ইশ কি মহাবিপদেই না পরেছিলেন তবে কাল আমার পোষ্ট দেখতে এসে নাসিফ । কি ভয়ানক ব্যস্তই না ছিলেন । আমি অত্যন্ত দুঃখিত আপনাকে এমন আতান্তরে ফেলার জন্য
কিন্ত আপনার মনে আছেকি আপনার জন্মদিনে আমি নিজ হাতে একে একটা কার্ড গিফট করেছিলাম আপনার পোষ্টে ?
কি সুন্দর ছিল না কার্ডটা :#>
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
২৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:৪৭
সায়েদা সোহেলী বলেছেন: হাত কিন্তু রীতিমত পাঁকতে শুরু করেছে !!!!!
নিচের ছবি গুলো বেস হয়েছে কিন্তু কেমন যেন সপ্ন সপ্ন ভালো লাগা
++++ চালিও যাও
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১
জুন বলেছেন: পাঁকা ফোঁড়া হলো নাকি হাতে আবার ! হা হা হা সোহেলী অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও কিন্ত অসাধারন ছবি আকেন দেখলাম আপনার পোষ্টে । যদিও কিছু বলা হয়ে উঠেনি তবে খুব শিঘ্রি যাবো ইনশাআল্লাহ ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন রশিদ বলেছেন: ভ্যানগঁগ-পিকাসো সব বাদ । আমি শুধুমাত্র জুনাপ্পীর ছবির ভক্ত
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৯
জুন বলেছেন: হু আমিও তো তাদের বাদ দিয়েছি সেই কবেই। বিশেষ করে পিকাসোর ছবি যখন শুনলাম লোকজন কুটি কুটি টাকা দিয়ে কিনছে তাই ভাবলাম নিজের ছবি নিজেই আঁকি।
কপি পেষ্ট মন্তব্যের কপি পেষ্ট উত্তর
অনেক অনেক ধন্যবাদ সব সময় সাথে থাকার জন্য স্বপ্নবাজ অভি
২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯
বৃষ্টিধারা বলেছেন: কি পারো না তুমি ? বল তো....
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫১
জুন বলেছেন: হুম ভাবনার বিষয় বৃষ্টিধারা ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ
২৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৪৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এতো প্রতিভা কি করে?
বেশ লাগলো। আশা করি দিন দিন আরো সুন্দর হবে জুনাপি।
ভালো থাকুন, সব সময়।
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৩
জুন বলেছেন: আমিও সেই আশা করি একদিন অনেক অনেক সুন্দর ছবি আকতে পারবো যদি সেই ধৈর্য্য আল্লাহ আমাকে দেয় ।
সুন্দর একটি মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ সজীব। আশাকরি ভালো আছো আর ভালো থেকো সবসময় ।
২৯| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৪
ঢাকাবাসী বলেছেন: পর্যটক লেখিকা তার উপর আঁকিয়ে, পড়ার পর কি সাংঘাতিক ভাল লাগছে!
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫
জুন বলেছেন: ভারী সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী ।আর সাথে আছেন সব সময়, আমি কৃতজ্ঞ ।
৩০| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৩
ইলি বিডি বলেছেন: ঢাকাবাসী বলেছেন: পর্যটক লেখিকা তার উপর আঁকিয়ে, পড়ার পর কি সাংঘাতিক ভাল লাগছে!
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬
জুন বলেছেন: ভারী সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলি বিডি ।
৩১| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৯
প্রবাসী পাঠক বলেছেন: আদিবাসী রমণী ছবিটা সবচেয়ে ভালো লেগেছে।
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৭
জুন বলেছেন: যাক একটা ছবি হলেও প্রবাসী পাঠকের ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো । অশেষ ধন্যবাদ আপনাকে
৩২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৭
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মনে পড়ে সেই সময়ের কথা আপু,যখন তুমি ব্লগে নতুন,এমন একটা ভাব ছিলো তোমার যে তুমি কিছুই জানোনা কিছুই বুঝোনা।কেউ সালাম দিলে বলতে আচ্ছা সালামটা জানি কি.........হাহাহাহা
সেই সুঁই হয়ে ঢুকা জুন আপুটা আজকে বুলডোজার হয়ে ব্লগ মাড়িয়ে যাচ্ছে আশ্চার্য্য সব প্রতিভা দিয়ে।
ভালো থেকো আপু তুমি বেঁচে থাকো হাজার বছর আমাদের মাঝে।
(একটা মন্তব্যের জবাব দাওনি,দারুন মাইন্ড খেয়েছি)
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০২
জুন বলেছেন: হা হা হা সুই হয়ে ঢুকে বুল ডজার ভালোই বলেছো আমি অবশ্য তা মনে করিনা মোটেও সুই এর চেয়েও চিকন কিছু থাকলে তাই । সেই প্রথম থেকে সাথে আছো উৎসাহ দিয়ে যাচ্ছো এটা আমার এক পরম পাওয়া ।
কোন মন্তব্যের উত্তর দেই নি বলতো ? দুদিন দেরী হতে পারে নানা ঝামেলায় কিন্ত উত্তর দেই নি সেটা কোন পোষ্টে একটু জানিও। কি করে আমার চোখের আড়াল হলো ? আমি অত্যন্ত দুঃখিত হার্ট।
৩৩| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:২৮
লাবনী আক্তার বলেছেন: আফা পিক কলাম সেরাম হইছে!!
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৫
জুন বলেছেন: আমারও তাই মনে অয় লাবনী :#>
তয় তুমরা উৎসাহ না দিলে এই কাগের ঠ্যং, বগের ঠ্যাং নিয়া পোষ্ট দিতাম কি না সন্দেহ
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
৩৪| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ছবিগুলো ভালো লেগেছে। দুটি খটকা লেগেছে-প্রথম ছবিতে ময়ূরের লেজের রঙ আসলের সাথে মিলাতে পারছি না। আর কৃষ্ণচূড়া ফাগুনের ফুল নয় গ্রীষ্মের ফুল।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৫০
জুন বলেছেন: কামাল ভাই একেই বলে শিল্পীর স্বাধীনতা
রঙ মিলালে আর কি থাকলো
অনেক অনেক ভালো থাকবেন আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
৩৫| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬
আমি ইহতিব বলেছেন: উপস্ স্যরি আপু, এক্সপ্রেসওয়ের ছবিটা ভালোমত খেয়াল করিনি মনে হয়।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৫২
জুন বলেছেন: না না আমি ইহতিব উপস টুপস বলার দরকার নেই । ঐটা যে এক্সপ্রেসওয়ে কেউ বলে না দিলে আমিও বুঝতাম্না। শুধু নিজে একেছি বলে বুঝতে পেরেছি :#>
৩৬| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০২
মৃদুল শ্রাবন বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:
ইবনে বতুতা যখন পিকাসো !!!
আমারো তাই মনে হল।
০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
জুন বলেছেন: তাই নাকি মৃদুল শ্রাবন ! আমার তো এখন নিজেরও তাই মনে হচ্ছে
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
৩৭| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আপু আপনি ভ্রমন পোস্ট করা বাদ দিলে সেটা আমার পোস্টের কারণে হলে আমারতো ব্লগিং ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আপনার ভক্তকূল আমাকে ধরাধাম ছাড়া করবে।অমনটা করবেন না আপু ।
০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
জুন বলেছেন: কি যে বলেন সেলিম আনোয়ার ! এই যে এত এত ব্লগার গল্প , কবিতা প্রবন্ধ ছাড়াও একই বিষয় নিয়ে লিখে চলেছে , তাতে কি কারো লেখা বন্ধ হয়ে গেছে নাকি ? এমন লিখলে তো আরো ভালোলাগার কথা ।আপনিও লিখতে থাকুন, আমিও লিখি একটা সুস্থ প্রতিযোগীতা হোক
ভালো থাকুন সবসময়
৩৮| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫
মুরশীদ বলেছেন: টক কই ! আমার কাছেতো মিষ্টি ই লাগলো
++++্
০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
জুন বলেছেন:
৩৯| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩
রাতুল_শাহ বলেছেন: ফেসবুকে এই পোষ্ট দেওয়ার কথা শুনছিলাম।
সবকিছুই ভাল লাগছে। কিন্তু ক্রিসেন্থিমাম একটু বেশি ভালো লাগলো।
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১
জুন বলেছেন: তাই নাকি রাতুল ! কই আমিতো শুনি নি !
একটা হলেও যে ভালোলেগেছে তার জন্য অনেক খুশি হোলাম। কতদিন ধরে সাথে আছো তার জন্যও একরাশ শুভেচ্ছা ।
৪০| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১০
ডট কম ০০৯ বলেছেন: লিখিয়ে যখন আঁকিয়ে।
অনেক কঠিন কাজ এভাবে আঁকা। আপনার ধৈর্য আছে বলতেই হবে।
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪
জুন বলেছেন: লিখিয়ে যখন আকিয়ে হয়ে বেকিয়ে চুরিয়ে কিছু একটা একে ফেলে তখন তার উচ্চ প্রশংসা না করলেই নয় ডটকম
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনার শেষের কবিতা যেটাতে আমার মন্তব্য আছে তা কিন্ত অসম্ভব সুন্দর হয়েছে ।
৪১| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০
তুষার কাব্য বলেছেন: প্রতিভা !!!!!!
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৪
জুন বলেছেন: হু ঠিকই বলেছো তুষার প্রতিভা :!>
অনেক দিন পর দেখলাম । আশাকরি ভালো আছো ।
শুভেচ্ছা নিও ।
৪২| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৮
ডট কম ০০৯ বলেছেন: প্রশংসা ওই কারনে করিনি এক দুইবার আমিও পেইন্ট দিয়ে ছবি আকতে গিয়েছিলেম। দারুনভাবে ব্যার্থ হয়েছি বারবার।
তাই আপনার আকিয়ের প্রশংসা করতেই হয়েছে। হাহহাহহাহা
আর আমার কবিতার যে মন্তব্য পেয়েছি আপনার কাছ থেকে তার যে প্রতি উত্তর দিয়েছি সেটা দেখেছেন কি?
দেখে থাকলে অবশ্যই লিখতেন প্রতি উত্তর চমৎকার হয়েছে।
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪
জুন বলেছেন: দেখে আসলাম, সত্যি চমৎকার এক প্রতিউত্তর । অসংখ্য ধন্যবাদ আপনাকে আবার এসেছেন বলে
৪৩| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪১
আরজু মুন জারিন বলেছেন: ওয়াও। .অপূর্ব !!!! সব ছবি আপনার আকা। অসাধারণ সত্যি।
একরাশ মুগ্ধতা আপনার পোস্ট এ।
অনেক ভালবাসা শুভেচ্ছা রেখে গেলাম আপনার জন্য। ভাল থাকবেন কেমন।
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
জুন বলেছেন: আপনিও ভালো থাকুন সব সময়, থাকুন চির সবুজ । পোষ্ট ভালোলাগা আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৪৪| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৩
দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর হয়েছে......
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩০
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ দীপান্বিতা
৪৫| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫
রাতুল_শাহ বলেছেন: সেদিন না কোনদিন ফেসবুক স্ট্যাটাসে লিখলেন।
মহেশখালীর বাকখালী নদী , নদীটা সুন্দর। নদী কি নদীই আছে না, নদী শুকিয়ে চর হয়ে গেছে?
১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৯
জুন বলেছেন: কি বলো রাতুল মরবে কেন বাকখালী নদী
এখনো ভরা জোয়ারে পানিতে টৈ-টুম্বুর হয়ে থাকে ।
দেইখো আমার মন মাতানো দেশ পোষ্টে ।ওক্কে দাড়াও লিঙ্ক দেই ।
Click This Link
৪৬| ১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কয়েকটা ছবি আগেই দেখেছিলাম ফেইসবুকে। তিনটা রমণীর ছবিই আমার কাছে অনেক ভালো লেগেছে। নিসর্গের ছবিগুলো দেখতে যেয়ে মন উদাস হয়ে গেলো।
আপনি নিজে স্বীকার না করলে কেউ বলবে না যে এগুলো কাঁচা হাতের কাজ। ছবিগুলোতে উন্নত মানের শিল্পগুণ রয়েছে, প্রতিটাতেই।
আগামীতে আরও অনেক ছবি পাবো, এই আশা থাকলো দেশী আপু।
১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩
জুন বলেছেন: ছাই ভাই আপনার সার্টিফিকেট পেয়ে সত্যি কিছুটা আত্মবিশ্বাস পাচ্ছি ।
উন্নত মানের না হলেও আপনাদের ক্ষমাসুন্দর দৃষ্টির আশায়ই এই পোষ্টের অবতারণা ।
অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা বিকেলের
৪৭| ১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
রাতুল_শাহ বলেছেন: আমাদের পদ্মা নদী তো শুকিয়ে বালুর চর
১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬
জুন বলেছেন: হু দেখেছি । কিছুদিন আগেই ঘুরে এসেছি চাঁপাই। মানুষের হাতে প্রমত্তা পদ্মার এই মৃত্যু বড়ই মর্মস্পর্শী রাতুল ।
৪৮| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, আপনিতো দেখি বহুগুণে গুণান্বিতা !!! কঠিন !!!
১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮
জুন বলেছেন: কি যে বলো জহির ! তারপর বলো কেমন আছো ? আর কতদিন বিদেশ থাকবে ? আর দেশে আসার কথাই বা কি বলবো ? যা অবস্থা নিজেরই মনে হয় দূরে কোথাও চলে যাই ।
ভালো থেকো আর আমাদের নিরাপদ সুস্থ জীবনের জন্য দোয়া কোরো ।
৪৯| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৭
আরুশা বলেছেন: ছবিগুলি মোটেও কাচা হাতের না, মনে হয় পুরাই পাকা হাত
আমি মুগ্ধ আপা । নিসর্গ ছবি গুলি দারুন লাগলো ++++্
১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০
জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আরুশা । কি ব্যাপার একেবারে নৃত্যরতা আরুশা যে । কোন সুখবর আছে কি ? ভালো থাকা হোক সাথে মিষ্টি শুভেচ্ছা একরাশ
৫০| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
রাতুল_শাহ বলেছেন: চাঁপাই শব্দে ঁ দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ।
অনেকে আছে, ঁ দেয় না, কত দু:খ লাগে।
১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০২
জুন বলেছেন: যাক এবার তোমার দুঃখ ঘুচলো রাতুল
৫১| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
আবু শাকিল বলেছেন: আপু এতসব কেম্নে পারেন ...আমি মুগ্ধ ।খুব সুন্দর আঁকতে পারেন।
১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৩
জুন বলেছেন: কি যে বলেন আবু শাকিল :#> :!>
তারপর ও ভালোলাগার কথা শুনলে ভালোই লাগে ।
আমার ব্লগ ভ্রমন আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
৫২| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
নিমচাঁদ বলেছেন: দুটি ছবি পছন্দ হয়েছে , বললে আর্ট ডিলারের সাথে কথা বলতে পারি ।
আর একটা কথা ১৬ শে মার্চের হার্ট টা চুক্কা বাংগীর মতোন সাইজ হইছে , এই সাইজের হার্ট আমার খুব পছন্দ ।
ছবিটি ২ কুটি টাকায় দেবেন ?
১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৬
জুন বলেছেন: কোন ছবি দুটো তাড়াতাড়ি বলেন নিমচাঁদ
আর্ট ডিলার এর সাথে জলদি কথা বলা শুরু করেন, আমি অপেক্ষায় থাকলাম টাকা গুনে নেয়ার জন্য
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
অটঃ বাঙ্গী একটি বিস্বাদ ফল বলেই জানি । তবে এরও যে টক মিষ্টি স্বাদ আছে জান্তাম্না
৫৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
ত্রিশোনকু বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে। অভিনন্দন।
১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৭
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ত্রিশঙ্কু আপনার মন্তব্যের জন্য ।
৫৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩১
একজন ঘূণপোকা বলেছেন:
ছবি ব্লগ ভালোই হয়েছে
আরেকটু প্রাকটিকস করকার।
একটা ছবি দিবেননি, ফকিরা অবস্থায় আছি। নিলামে তুলে কিছু টাকা পয়সা কামাইতাম।
১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩০
জুন বলেছেন: একজন ঘূণপোকাকে ছবি দেই তারপর দেখা গেল আমার আঁকা ছবি ঘুনে খেয়ে শেষ করছে
হু প্রচন্ড উৎসাহ নিয়ে প্র্যাকটিস করছি সবার আদেশ শিরোধার্য্য করে :#>
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ঘুন
৫৫| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার আঁকার হাত ভাল।
আপনার প্রোফাইল কমেন্ট আমার ভাল লেগেছে। ১৪৩১৪৩ নম্বর দেখুন।
১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৬
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ইমতিয়াজ ১৩ আমার ব্লগে আসা আর মন্তব্যের জন্য ।
হু দেখে আসলুম আমার নাম , আরেক দফা ধন্যবাদ
৫৬| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপু। শেষের দিকেরগুলো সত্যিই অসাধারণ লাগলো। এমএস পেইন্ট আসলেই দারূণ একটা জিনিষ। কিছুদিন আগে এমএস পেইন্টে আঁকা একটি অসাধারণ ছবি দেখি তারপর এমএস পেইন্ট টিপস টেকনিক লিখে গুগল সার্চ করে দেখি দারুণ দারুণ সব ফিচার, টুল আছে এমএস পেইন্টে।
দ্বাদশ ভালোলাগা
১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৪
জুন বলেছেন: লাফাতে লাফাতে এসে শেষ পর্যন্ত হাজির হলো প্রিয় ব্লগার কুনো তার জন্য তাকে ক্লিশে হয়ে যাওয়া শব্দ ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না
অনেক অনেক ভালো থাকুক আর ধীরে ধীরে হয়ে উঠুক একজন সফল চিত্রকর এই কামনা করি।
ভালোলাগার জন্য অনেক ভালোলাগা
৫৭| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপু, আপনার শুভকামনার জন্য। আমিও দোয়া করি, বাংলাদেশে সবাই ভাল থাকুক, আমাদের দেশের মানুষের গুণগত উন্নতি হোক, আমরা মানুষ হিসেবে আরো এগিয়ে যাই, দোয়া করি সমগ্র দুনিয়ার মানুষ শান্তিতে থাকুক, যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে, দোয়া করি অত্যাচারীরা হেদায়েত প্রাপ্ত হোক, নয়ত আল্লাহ তাদের ধ্বংস করে দিক, আমিন।
আমার ইচ্ছে পাচ বছর দেশের বাইরে কাটানো, ইতোমধ্যে এক বছর পার হয়েছে, বাকী সময়টার জন্য আমিও দিন গুনছি, দোয়া করবেন যেন মিশন সফলভাবে শেষ করে দেশে ফিরতে পারি...
১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৬
জুন বলেছেন: ভালো সিদ্ধান্ত নিয়েছো জহির । পাচ বছর পর ছেলেরাও উচু ক্লাশে উঠলে তখন আর তাদের নিয়ে দৌড়াদৌড়ি করা যাবে না । এখনো ওরা ছোট তাই সুযোগ আছে সপরিবারে বাইরে থাকার।
অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা তোমাদের পরিবারের সবার জন্য ।
৫৮| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৩
বৃশ্চিক রাজ বলেছেন: এন্টিক বতুতার ব্লগে ডিজিটাল বতুতার পদচারনা
আমাকে শুভেচ্ছায় স্বাগতম। শেষের দিককার কিছু ছবি মারাত্মক এঁকেছেন।
২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪
জুন বলেছেন: আপনার পদধুলিতে ধন্য হলো এই এনালগ বতুতার ব্লগ
ছবির প্রশংসা করার জন্য আপনাকে এক অজস্র ধন্যবাদ বৃশ্চিক রাজ।
শুভেচ্ছা
৫৯| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হুম শেখার আরো বাকি আছে।
আদিবাসী রমণী আর সুন্দরবনের খাল এই দুইটাতে পাশ মার্ক দেওয়া গেলু।
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩
জুন বলেছেন: কি বাকি আছে জুলিয়ান ভাই বলেন দেখি আমারতো মনে হয় আমি গোল্ডেন জিপি এ পেয়ে পাশ করেছি ছবি আঁকায় :!> :#>
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোষ্ট দেখা এবং কিছু বলার জন্য ।
৬০| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৪
রাতুল_শাহ বলেছেন: নতুন পোষ্ট দেন.......................
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৬
জুন বলেছেন: কি বিষয় নিয়ে লিখবো রাতুল ? তোমার ঐ জানজট নিয়ে
অসহ্য অসহনীয় একটি বিষয় ।
লিখতে গেলেই মেজাজ খারাপ হয়ে যাবে
৬১| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৯
রাতুল_শাহ বলেছেন: আলু ভর্তা কত প্রকারের হতে পারে সেটা নিয়ে পোষ্ট দেন।
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১০
জুন বলেছেন: কেন আমার পোষ্টগুলো কি সেইরকম নাকি রাতুল !!
৬২| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬
রাতুল_শাহ বলেছেন: আপনার গাড়ি কি জানজটে আটকা পড়ে?
২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩
জুন বলেছেন: পড়ে মানে কি যে বিশ্রী অবস্থা । বের হওয়ার কথা মনে হলেই আতংকিত হয়ে পড়ি রাতুল।
আবার আসার জন্য অশেষ ধন্যবাদ
৬৩| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১১
রাতুল_শাহ বলেছেন: আবার আসিবো ফিরে, ইবনে বতুতার ব্লগে,
হয়তো ব্লগার হয়ে, না হয় পাঠক হয়ে,
কখনও বিরিয়ানি খাওয়ার লোভে,
কখনও করলার ভর্তা খেতে....
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৬
জুন বলেছেন: করল্লা ভর্তা
৬৪| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:৪১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: লাইকানোর চেষ্টা করে কেবল নাগরদোলার চক্কর দেখাই সার হলো। তাই এখানেই লিখছি , দূর্দান্ত এঁকেছেন আপু।
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩২
জুন বলেছেন: অনেক দিন ধরেই আমাদের প্রিয় ব্লগের নানা রকম যান্ত্রিক ত্রুটি চলছিল । এতে করে সাম্প্রতিক মন্তব্যের ঘরে মন্তব্য দেখছিলাম কিন্ত পোষ্টে দেখা যাচ্ছিল না। আজ দেখি ঠিক হয়েছে রেজওয়ানা আলী তনিমা ।
ছবিগুলো ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো । অসংখ্য ধন্যবাদ
৬৫| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:৪২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: লাইকানোর চেষ্টা করে কেবল নাগরদোলার চক্কর দেখাই সার হলো। তাই এখানেই লিখছি , দূর্দান্ত এঁকেছেন আপু।
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৩
জুন বলেছেন:
৬৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০১
সাহাদাত উদরাজী বলেছেন: ছবি গুলো দেখে যা মনে হল, আপনি ছবি আকা ধরে রাখলে ভাল করবেন। ভাল লাগলো।
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬
জুন বলেছেন: ভারী উৎসাহ পেলাম উদার ভাই।
আজকাল উৎসাহ দাতার বড্ড অভাব
ভারী সুন্দর উৎসাহদ্দীপক এক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
৬৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৯
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৭
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরা সুলতানা
৬৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০৫
পাবনার পাগল বলেছেন: আমাকে আমার একটি হার্ড কপি গিফট করবেন?
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
জুন বলেছেন: আমার আঁকা ছবি পাবনার পাগলেরো ভালোলেগেছে জেনে খুশী হলুম
অসংখ্য ধন্যবাদ আপনাকে
৬৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
পাবনার পাগল বলেছেন: এটা কেমন কথা বললেন, আপ্পি?
ভীষুণ কুষ্ট পিলুম । পাগলেরা কি মানুষ না? তাদের ভালো লাগা থাকতে পারে না?
তবে জেনে যখন খুশি হয়েছেন, তখন আমিও খুশি হয়েছি ।
আপনাকেও স্বাগতম ।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭
জুন বলেছেন: আপনার জন্যও রইলো শুভকামনা পাবনার পাগল
৭০| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯
পাবনার পাগল বলেছেন:
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
জুন বলেছেন:
৭১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
রিকি বলেছেন: ওরে আপি এ কি দেখালেন----------- tooooooooooooooooooooooooooooo much goooddddddddddddddddddddd. আমি কিছুক্ষণ আগে গিয়াস ভাইকে বলে আসলাম--- এম এস পেইন্ট আমার কাছে পাগলা ঘোড়া মনে হয়, প্রথমত সেখানে অনেক আঁকিবুঁকির মত সুবিধাজনক অনেক টুলস নেই যেটা আডোবি ইলাসট্রেটর বা ফটোশপে আছে। এটা দিয়ে আঁকা মানে---চরম ব্যাপার, অন্তত আমার কাছে । দেখেন আমি নিজেই অনেক আগে ফটোশপ দিয়ে কিছু ট্রাই মেরেছিলাম, টিউটেরিয়াল দেখে দেখে---ইলাসট্রেটর ও করেছি চেষ্টা--- কিন্তু পেইন্ট আজও ধরতে পারিনি!!! ক্রপ, আর রিসাইজ-- এই দুটোতেই সীমাবদ্ধ রেখেছি। অনেক অনেক অনেক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্ক ভালো লাগা রইল।
আমার ডিজিটাল আঁকিবুঁকি…..
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
জুন বলেছেন:
ওরে আপি এ কি দেখালেন----------- tooooooooooooooooooooooooooooo much goooddddddddddddddddddddd.
একই কথা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য রিকি ।আপনার ডিজিটাল আকিবুকি দেখে স্রেফ মুগ্ধ হোলাম । আমার ছেলেকে অনেকবার অনুরোধ করেছি এডোব ফটোশপটা ডাউনলোড করে দেয়ার জন্য । তার নাকি সময় হয় না
আমার আঁকা ছবি ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
৭২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাত কাঁচা কিনা জানিনা , তবে কাজ হয়েছে একদম পাকা !
বিশেষ করে সবুজ ঘাসের বুকে কৃষানের ঘর , নিঃসর্গ ২ ও দিগন্ত শিল্পমান উত্তীর্ণ ।
কালার কম্বিনেশন চমৎকার ।
কালার ব্লেনডিং কিভাবে করলেন বুঝে আসছেনা ।
ট্রাই মেরে দেখি , নইলে আপনার স্মরণ নেব ।
রিকি আপুর নয় ছয়ে ভুলবোনা , উনি কি এঁকেছেন জাতীকে দেখানোর অনুরোধ রইল ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে গিয়াসলিটন মন্তব্যের জন্য
আপনার আঁকা ছবিগুলো ও কিন্ত অসাধারন ।
আর রিকি তো জিটিভির বিভিন্ন অনুষ্ঠানের অতিথিদের ভাষায় সত্যি মাইন্ডব্লোয়িং ।
স্যালুট রিকিকে ।
৭৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
সাহসী সন্তান বলেছেন: আপু আপনার সূর্য্য মুখী ফুল গুলো মনে হলো সূর্যের দিকে নয় অন্য কোন গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে আছে? তবে সব গুলো অঙ্কন বেশ সুন্দর হয়েছে? ধন্যবাদ জানবেন!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
জুন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ সাহসী সন্তান অনেক পুরনো একটি পোষ্টে মন্তব্যের জন্য
মনে হয় তারা কোন এক সাহসী সন্তানের দিকে তাকিয়ে আছে
৭৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
রিকি বলেছেন: অনেক অনেক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক ধন্যবাদ আপি। আমি কেনা ভার্সনটা ব্যবহার করি---সিএস ৫/৬। দিনকে দিন টুলস গুলো আরও আপগ্রেড করছে ওরা। এরপরে নতুন কোন ভার্সন বেড়িয়েছে কিনা ঠিক জানা নেই---মেলাদিন হল আর আঁকিবুকি করিনা। তবে কেনা ভার্সনটাতে অনেক কিছু পাবেন---আডোবির---ওগুলোও মেলা কাজের--ফায়ারওয়ার্কস, আফটার ইফেক্ট।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯
জুন বলেছেন: আজই ইন্সটল করবো, তারপর ছবি আঁকবো, তারপর ব্লগে দেবো তা সে ঘোড়ার ঠ্যাং গরুর মাথা যেটাই হোক রিকি
অসাধারন একেছেন আপনি আমি সত্যি বিস্মিত বিশেষ করে আমার সব সময়ের এক বিস্ময়কর জগত মহাকাশের ছবিগুলো ।
ইনফরমেশনের জন্য অসংখ্য ধন্যবাদ
৭৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর তো ছবিগুলো
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মায়াবী রূপকথা পছন্দ করেছেন বলে
৭৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
রিকি বলেছেন: আপি নেটে অনেক টিউটোরিয়াল পাবেন--সেগুলো নামিয়ে দেখবেন, কিছু ইউটিউবে ভিডিও হিসেবেও আছে---অনেক সহজ করে দেয়া। ওগুলো দেখে করলে, আরও সহজে কাজ করতে পারবেন। view this link আমি একটা লিঙ্ক দিলাম দেখেন আপি--অনেক রকম কাজ আছে---ম্যানিপুলেশন, ইফেক্ট, টেক্সট ইফেক্ট।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
জুন বলেছেন: ওকে রিকি অসংখ্য ধন্যবাদ সহযোগিতার হাতটি বাড়িয়ে দেয়ার জন্য
ম্যানিপুলেশন টাই মনে হয় বেশি কাজে লাগবে
৭৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
এস কাজী বলেছেন: জুন আপু, অসম্ভব সুন্দর হয়ছে। তবে আপনার মাইক্রোসফট এ আঁকা প্রথম ছবিটা বেশি ভাল্লাগসে। কারন এইডা আমি কিসসু বুঝি নাই
আর আহেন আপু ভাইয়ের লাগে একটু হাত মিলান। আমিও ব্রাজিল আপ্নিও ব্রাজিল
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
জুন বলেছেন: ঐ কেউচ্চাডা ঐটারে ভাললালাগ্লো !! কঙ্কি এস কাজী !!
যান ঐটা আপনারে দিয়া দিলাম
হ আমি সিরিয়ালি ব্রাজিল জার্মানী ইতালী আর স্পেনের সাপোর্টার । ফুটবল খেলায় হেরে যাওয়া আমার একদম পছন্দ না । তাই চার দেশ সাপোর্ট । একটা না একটা তো জিতবেই
৭৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
এস কাজী বলেছেন: ওহ আল্লাহ, তাইলে নিশ্চয় আপনি রিয়াল, বার্সা, জুভেন্টাস, বায়ার্ন, ম্যানইউ, চেলসি একসাথে এসব ক্লাবের ও সমর্থক? যেহেতু হারা টা আপনার এক্কেবারে পছন্দ না
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
জুন বলেছেন: ইয়েস আমি তো সেটাই করি সাথে এসি মিলান , রোমা এগুলো যোগ করেন
৭৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
এস কাজী বলেছেন: ভাল তো। তবে এসি মিলান একসময় আমার পছন্দ ছিল যখন কাক্কু (কাকা) ছিল। আর রোমাতে টত্তি। এখন ভাল্লাগেনা। দুটাই এখন খালি হারে। তয় লাস্ট উয়েফা ম্যাচে রোমা বার্সার লগে চামেচুমে ড্র কইরা ফালাইসে। জাউকগা আপনি সুবিধা পার্টি আফা। আপনের লগে খেলমু না
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৯
জুন বলেছেন: হু কাকা তো আমার অনেক অনেক প্রিয় প্লেয়ার তার উপর সে আবার ব্রাজিলের
মালদিনিও অনেক প্রিয় আর জিনেদাইন জিদান আর চেলসীর প্রাক্তন প্লেয়ার দিদিয়ের দ্রগবা আরো অনেকে,
৮০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার পেশা কি আমি জানিনা, তবে মনে হয় চাইলে আর্কিটেক্ট হতে পারতেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪
জুন বলেছেন: এককালে ট্রেনিং এ ছিলাম এখন সম্পুর্নরুপে গৃহিনী ভদ্র ভাষায় যাকে বলে হোমমেকার
আমাকে নিয়ে এতটুকু উচ্চাশা পোষন করার জন্য আমি কৃতজ্ঞ । আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সালাহউদ্দীন আহমেদ ।
৮১| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কয়েকটা ছবিতো রিতীমত বিখ্যাত ব্যক্তিদের মত হয়েছে।
সূর্যমুখী, খোপা চুলে নারী, ফুলদানী , পাতা বেশি ভাললেগেছে।
++++
২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৫১
জুন বলেছেন: কয়েকটা ছবিতো রিতীমত বিখ্যাত ব্যক্তিদের মত হয়েছে।
যাহোক তারপর ও প্রশংসা শুনতে কার না ভালোলাগে মোঃ মাইদুল সরকার
অসংখ্য ধন্যবাদ পোষ্টটি এসে দেখা ও মন্তব্য করার জন্য ।
শুভকামনা সতত .।।
৮২| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩
মলাসইলমুইনা বলেছেন: আপনার নিজের হাতে আঁকা নিয়ে নেক্সট পোস্ট (অক্টবর ২০১৮)না হলে কিন্তু মাইন্ড করবো আগেই বলে দিলাম ।এই পোস্টটা কেন আমি আগে দেখিনি ! আপনিতো ভীষণ সুন্দর আঁকেন । ভ্রমণ পোস্ট, কবিতা পোস্ট, গল্প পোস্ট-এর সাথে সাথে আঁকা পোস্টও চাই এখন থেকে। দাবি কিন্তু পার্মানেন্টলি জানিয়ে রাখলাম । নট নড়ন চরণ । অনেক ভালো থাকুন ।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
জুন বলেছেন: আহা আমার এই কাঁঁচা হাতের ছবি দেখে আপনার এই আপনিতো ভীষণ সুন্দর আঁকেন । মন্তব্যে আমি কি যে বলি ভেবেই পাচ্ছি না মলাসইলমুনা আপনার দাবী শুনে ভয় পেলাম ভাই । এখন আমার ছোটবেলায় পড়া গল্প নাপিত ডাক্তারের অবস্থা। কখন কোন দিকে নাড়ী টারি কেটে ফেলি, আগের মত খচাখচ খুর চালানো ( লেখালেখি করা) যাবে না
অনেক অনেক ধন্যবাদ এত্ত পুরনো একটি পোষ্ট পড়া ও তাতে অনুপ্রানিত করার মত একটি অসাধারন মন্তব্য করার জন্য । আপনার কাছেও আপনার মত সুলেখার আশা রাখি নিয়মিত । শুভেচ্ছা রাত্রির
৮৩| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
রাকু হাসান বলেছেন:
মাল্টি প্রতিভার একজন ব্লগার । এত সুন্দর । মাইক্রোসফট পেইন্ট দিয়েই যে এত সুন্দর আঁকে । সে অন্যসব সফটওয়্যার দিয়ে কেমন আঁকবে !!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
জুন বলেছেন: রাকু হাসান
যাক তবুও মাল্টি নিকের ব্লগার বলেন্নাই বলেই দারুন প্রীত হোলাম
মাইক্রোসফট পেইন্ট দিয়েই যে এত সুন্দর আঁকে । সে অন্যসব সফটওয়্যার দিয়ে কেমন আঁকবে !! |
আর কোন সফটওয়ার দিয়ে চেষ্টা করে কলম থুক্কু কী বোর্ড ভাঙ্গিনি ভাইয়া
খানেই তার শিল্প কর্মের সমাপ্তি
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । তবে দেরীতে উত্তর দেয়ায় দুঃখিত । শুভকামনা রইলো ।
৮৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
খায়রুল আহসান বলেছেন: সবগুলো ছবিই সুন্দর এঁকেছেন, তবে আদিবাসী রমণী ছবিটা সবচেয়ে ভালো লেগেছে। তারপরে বলতে হয় নিসর্গের ছবিগুলোর কথা, ময়ুরের ছবিটার কথা, এক্সপ্রেসওয়ের ঘোলাটে আলো জ্বালানো গাড়ীগুলোর ছবিটার কথা, আর ২৬ মার্চের লাল হৃদয়ের ছবিটার কথা।
পোস্টে একুশতম প্লাস + +
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
জুন বলেছেন: হায় খোদা সেই চার বছরের পুরনো পোষ্টে পায়ের চিন্হ রেখে গেছেন যা আমিও মনে হচ্ছে তিন চারে বারো দিন পর দেখলাম
কেন যে আমার সাম্প্রতিক পোষ্টগুলোতে কিছু না বলে পুরনো পোষ্টে ভারী সুন্দর করে মন্তব্য করেন এটা আমার কাছে রহস্যই রয়ে গেল খায়রুল আহসান !
আপনাকে অশেষ ধন্যবাদ তাও যে এসেছেন আমার ব্লগ বাড়িতে ! ভালো থাকুন অনেক । শুভেচ্ছান্তে ---
৮৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
খায়রুল আহসান বলেছেন: কেন যে আমার সাম্প্রতিক পোষ্টগুলোতে কিছু না বলে পুরনো পোষ্টে ভারী সুন্দর করে মন্তব্য করেন এটা আমার কাছে রহস্যই রয়ে গেল - নতুন পোস্টেও মন্তব্য করি তো! পোস্টের সাথে সাথে বিদগ্ধ ব্লগারদের মন্তব্য দেখার জন্য কিছুদিন (পড়ুন মাস কিংবা বছরও ) অপেক্ষা করি, এই আর কি!
এই যেমন আপনার হালের সমুদ্র সৈ্কতে পোস্টে তিনটে মন্তব্য রেখে এলাম।
আপনার কব্জীর ব্যথা কমেছে? না কমা পর্যন্ত মন্তব্যের উত্তর না দিলেও চলবে।
২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০১
জুন বলেছেন: আমি স্যরি আমি এতদিন দেখিনি আপনার মন্তব্য। আসলে লগ ইন থাকলেও ল্যাপটপ এর সামনে থাকি না। তাছাড়া ঘর সামলে যা সামনে পাই তাতেই মন্তব্য করি। এতে দেখা যায় একজনের পোস্টেই একাধিক মন্তব্য করছি। আজ রামিসার মন্তব্য দেখে এসে দেখি ২০১৮ এর ডিসেম্বরে আপনি এসেছিলেন। অনেক অনেক দুঃখিত আমি। জানি আপনার উদার মন মানসিকতা আমাকে ক্ষমা করতে বাধ্য
আন্তরিক ধন্যবাদ রইলো আমার খায়রুল আহসান।
৮৬| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
রামিসা রোজা বলেছেন:
জুন আপা ,
ছবি আপার পোস্টে লিংক দেখে বিনা দাওয়াতে চলে আসছি । আপনার হাতের দক্ষতা দেখে আমি মুগ্ধ । প্রতিটি ছবির সাথে একেকটি কাব্যিক নাম উদাহরণ খুব ভালো লেগেছে , পোষ্টে বাইশতম লাইক ।
ধন্যবাদ আপনাকে ।
২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৪
জুন বলেছেন: আসুন আসুন আপনার মত একজন গুনী ব্লগার যিনি অল্পদিনেই আমাদের সবার মন জয় করে নিয়েছে তাকে স্বাগত জানাই অবশ্যই। এইগুলো কোন ছবির মধ্যেই পরে না রোজা। আমি শুধু কাজী ফাতেমার ছেলে তামীমের শিস্য হতে চেয়েছি। মন্তব্য আর ভালোলাগার জন্য আন্তরিক ভালোলাগা রইলো
৮৭| ২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৫
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ। আপনার আঁকার হাত বেশ ভালো।
এখনো কি প্রাকটিস করেন?
শুভকামনা রইলো।
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৩
জুন বলেছেন: আপনার আঁকার হাত বেশ ভালো
কি যে বলেন ইসিয়াক । না আর আকি না অর্থাৎ চেষ্টাই করি না বলতে গেলে
আপনার শুভকামনার উত্তরে আমারও আন্তরিক শুভকামনা থাকলো আপনার জন্য
৮৮| ২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সব ছবি আপি। এখন আর আঁকেন না?
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৫
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো পোষ্টটি দেখা ও মন্তব্যের জন্য ।
না আর আকাআকি হয় না এখন তেমন । সব কিছু ঝোকের বশে
৮৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪১
মলাসইলমুইনা বলেছেন: আপনিতো চির দিনের জানা শোনা আপ্ত বাক্যগুলোও বদলে দেবার চেষ্টা করছেন ! পথ চলতে চলতে পথিক হয় । ঘুরতে ঘুরতে ঘুরিস্ট হয় --মানে ট্যুর করতে করতে ট্যুরিস্ট । কিন্তু আপনিতো দেখি ট্যুর করতে করতে ট্যুরিস্ট না আর্টিস্টও হয়ে গেছেন ! নতুন কিছু আঁকুন এবার। অনেক দিনতো ট্যুরিস্ট ভূমিকাতেই দেখছি আবার একবার আর্টিস্টকে দেখি । ও---- নিসর্গ, নিসর্গ -২ আর না জানা সুন্দরবনের খাল তিনটে ছবিতেই ট্যুরিস্টের (মানে ইবনে বতুতার)পরিচয়ের চেয়েও আপনার আর্টিস্ট পরিচয়টাই বেশি জোরালো হয়ে গেছে ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ইবনে বতুতা যখন পিকাসো !!!