নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

ঈদ শুভেচ্ছা

১০ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৪


ঈদ শুভেচ্ছা রইলো সবার জন্য


এই ছোট্ট দোয়েল পাখির বাচ্চাটি এখনো নিষ্ঠুর পৃথিবীর পরিচয় পায় নি , দেখেনি মানুষের ততোধিক হিংস্রতা । তাই আমি যখন খুব কাছে থেকে তার ছবি তুলেছি সে চুপটি করে বসেছিল, কিন্ত অভিজ্ঞ মা পাখিটি নিরাপদ দুরত্বে উড়ে গেল । পবিত্র ঈদে এই পাখির ছানাটির মতই আমাদের অন্তরও হয়ে উঠুক নিস্পাপ ও নিস্কলুষ।

ছবিটি আমার মোবাইলে তোলা

মন্তব্য ৮০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০১

জুন বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো সুরভী ভাবী, মিষ্টি পরী আর আপনার জন্য রাজীব নুর :)

২| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০১

দৃষ্টিসীমানা বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনার এবং পরিবারের সবার জন্য ।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০২

জুন বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনার এবং পরিবারের সবার জন্য রইলো দৃষ্টিসীমানা :)

৩| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০১

মাহের ইসলাম বলেছেন: এটা আপনার তোলা ছবি?
আমি তো কোনো কার্ড ভেবেছিলাম!
খুব সুন্দর হয়েছে।

ঈদুল আযহার শুভেচ্ছা এবং অনেক অনেক শুভ কামনা রইল।
ঈদ মোবারক।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৪

জুন বলেছেন: জী আমার তোলা ছবিই মাহের ইসলাম। ছবিটা অত সুন্দর হয়নি তোলা তবে আমার ভীষন প্রিয় :)
ঈদ উল আযহার শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের সবার জন্য ।

৪| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



দোয়েল পাখির মত
মিষ্টি ডাকের
ঈদের শুভেচ্ছায়
হৃদয় ভরে যায়,
মনে মনে ভাবি
দোয়েল পাখিকে যেন নিত্য দেখি
আমাদের সামুর পাতায়।
সকাল বেলা মিষ্টি রোদে
যেন সে মিটমিটিয়ে হাসে
সামুর পাতায় মোদের দেখলে
সে যেন মনের সুখে নাচে।
অর্কিডের মত রঙগীন দেহের সাথে
কন্ঠ ও লেখায় মিষ্টি মধুর ছবির সাথে
সকল সময় ব্লগ পাড়াটি মাতিয়ে রাখে
লাগে যেন কোন যে অচিনপুর??

আপনার প্রতিউ ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৮

জুন বলেছেন: আমার তোলা কিউট পাখির ছানার সাথে আপনার অনাবদ্য কবিতাটিও তেমনি হয়েছে ডঃ এম এ আলী ।
পবিত্র ঈদের শুভেচ্ছা রইলো আপনার ও আপনার পরিবারের সবার জন্য :)

৫| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২০

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনাকেও পবিত্র ঈদুল আযহার প্রীতি ও শুভেচ্ছা রইল।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৮

জুন বলেছেন: পবিত্র ঈদের শুভেচ্ছা রইলো আপনার ও আপনার পরিবারের সবার জন্য পদাতিক চৌধুরী :)

৬| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: জুন,




রূপক লেখা।
শিশুরা আকাশকে নীলই দেখে, আকাশ থেকে বজ্রপাতের খবর রাখেনা। শিশুরা চাঁদকে মামা-ই ডাকে, তার বুকের কলঙ্ক দেখেনা!

দূর দেশে আছি এই মূহুর্তে।
সেই সুদূরের দেশ থেকে আপনাকে আর সামুর সবাইকে ঈদের দূরাগত শুভেচ্ছা।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১১

জুন বলেছেন: সুন্দর একটি মন্তব্য করেছেন বরাবরের মতই ।
সেই সুদুরের দেশে আপনার ও আপনার পরিবারের জন্য রইলো ঈদের শুভেচ্ছা :)

৭| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!!
আপনার মাধ্যমে শিশু পাখিটিকে আদর জানাচ্ছি।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৬

জুন বলেছেন: পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা রইলো আপনি ও আপনার পরিবারের সবার জন্য ।
ঈদের স্পেশাল আদর আমাদের সবার প্রিয় আনায়ার জন্যও :)

৮| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০২

সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৮

জুন বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের সবার জন্য সুমন কর :)

৯| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা।

দোয়েলের বাচ্চার মা আপনাকে চোখে চোখে রাখবে কিন্তু; মাথায় টুপি টাপি পরে থাকেন কিছুদিন

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২২

জুন বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের সবার জন্য চাঁদগাজী :)

আমাকে ঠোকরায় নি তবে ডিম পাড়া ও এই বাচ্চা ফুটে বের হওয়া পর্যন্ত আমার বাস্র ডেইলি গেষ্ট কাক, বুলবুলি ও অন্যান্য পাখীদের জীবন অতিষ্ঠ করে ছেড়েছিলো বাবা দোয়েলটি । তীরের মত উড়ে এসে ঠুকরে দিত । আমি ব্যাপারটি বুঝিনি কেন দোয়েলটা এমন করছে । সে সময় আমার বোন বল্লো নিশ্চয় দোয়েলটা আশেপাশেই বাসা বানিয়েছে ।

১০| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ২:৩৪

ওমেরা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা । আগামি কাল আমাদের ঈদ ।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৩

জুন বলেছেন: আগামীকাল আমাদের ঈদ ওমেরা :)
বাসার সবাইকে আমার ঈদের শুভেচ্ছা ।

১১| ১১ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: পাখিটি দোয়েল না হয়ে "ফিঙে" হলে আপনার খবর ছিলো।

আমাদের বাসার গেইটের পাশে একবার একটা ফিঙে বাসা করেছিলো। আমি একদিন খেলারছলে একটা ঢিল মেরেছিলাম, পাখিটা একমাস আমাকে জ্বালিয়েছে। স্কুলে যাওয়া আসার সময়, বাড়ির পাশের মাঠে যেখানেই দেখতো "হাউমাউ, কেস কেসসসস" শুরু করে দিতো। একা থাকলে মাথায় ছু মারতো!! উফফফ


ঈদ মোবারক!

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৮

জুন বলেছেন: আমি একদিন খেলারছলে একটা ঢিল মেরেছিলাম, X((
আপনি জানেন জুনায়েদ বি রহমান আমি টাঙ্গুয়ার হাওড় বেড়াতে যাওয়ার সময় রিকশা করে ঘাটে যাচ্ছিলাম । তখন দেখি দুটো ছেলে গুলতি দিয়ে ছোট ছোট পাখীকে ঢিল ছুরছে । আমি রিক্সা থেকে নেমে ওদের বলেছিলাম ওরা তোমাদের কি ক্ষতি করেছে যে ওদের মারছো ! ছেলেগুলো লজ্জা পেয়ে চলে গেল । হয়তো একটু পরেই আবার আসবে :(

ঈদের শুভেচ্ছা আপনি ও আপনার পরিবারের সবার জন্য :)

১২| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ঈদ মোবারক।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৯

জুন বলেছেন: ঈদ মোবারক ঠাকুরমাহমুদ :)

১৩| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৩৮

বলেছেন: বিমুগ্ধ বার্তা।।।।

ঈদের শুভেচ্ছা রইলো

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৮

জুন বলেছেন: ইদের শুভেচ্ছা রইলো আপনার ও আপনার পরিবারের জন্য ল :)

১৪| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:০০

নীল আকাশ বলেছেন: ঈদ উল আযহার শুভেচ্ছা রইল।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৯

জুন বলেছেন: ঈদ মুবারক নীল আকাশ :)

১৫| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১২

ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক।

১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

জুন বলেছেন: ঈদ মুবারক ইসিয়াক আপনার জন্য ও :)

১৬| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০৯

স্রাঞ্জি সে বলেছেন:
জুনাপু ____ ঈদ মোবারক। কেমন আছেন??????

১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

জুন বলেছেন: ঈদ মোবারক স্রাঞ্জি সে ।
আমি আছি মোটামুটি , আপনি কেমন আছেন শুনি ?

১৭| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছেলেপেলে, শৈশবে না বুঝে এমন দুষ্টামি করে। আমি কিন্তু একবারই করেছিলাম। আর দুঃসাহস হয়ে ওঠেনি। :)

ভালো থাকবেন সতত।

১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: ছেলেপেলে, শৈশবে না বুঝে এমন দুষ্টামি করে। তা ঠিক বলেছেন জুনায়েদ বি রাহমান । তারপরো আমাদের মাঝে পরিনত বয়স্করাও পাখিদের মারতে চেষ্টা করে , কুকুর এর সাথে না পারলেও বিড়াল দেখলে অকারন একটা লাঠির বাড়ি বা লাথি না দিয়ে যায় না । এটা বাচ্চা বয়স থেকেই আমাদের ছেলেপুলেদের শেখাতে হবে । আরেকবার আসার জন্য অশেষ ধন্যবাদ ।
আপনিও ভালো থাকবেন সতত :)

১৮| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৩

অভি চৌধুরী বলেছেন: শুভেচ্ছা

১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

জুন বলেছেন: ঈদ মোবারক অভি চৌধুরী ।

১৯| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক ।আপনার সময় গুলো সুন্দর কাটুক।

১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

জুন বলেছেন: ঈদ মোবারক মোহাম্মদ সাজ্জাদ হোসেন । আপনার দিনগুলোও হাসি আনন্দে কাটুক পরিবারের সবাইকে নিয়ে :)

২০| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ঈদ মোবারক ☺

১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

জুন বলেছেন: ঈদ মোবারক আর্কিওপটেরিক্স :)

২১| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৯

করুণাধারা বলেছেন: একাকী পাখির ছানার চমৎকার ছবি জুন। দেখে মন ভরে গেল।

ফিরতি শুভকামনা ঈদের জন্য।

১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

জুন বলেছেন: শুভকামনা রইলো আপনার জন্যও করুণাধারা ।

২২| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৭

জাহিদ অনিক বলেছেন:
একটা সদ্য জন্মানো চোখ ফোটানো নরম আলোর মত হৃদয় হোক মানুষের--

ঈদের শুভেচ্ছা জুন আপু

১৩ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

জুন বলেছেন: জাহিদ অনিক ,
কিছুদিন আগে যখন এই ছবিটি তুলেছি তখন আরো অনেক পাখীই এসেছিল তাদের ছানাপোনা নিয়ে । যেমন বুলবুলি, কাক, শালিক, টিয়া সব পাখী একটা দুটো করে বাচ্চা নিয়ে এসেছে আর মুখে তুলে খাইয়ে দিচ্ছে । কি অদ্ভুত সুন্দর সেই দৃশ্য ।
আপনার জন্যও ঈদের অনেক শুভকামনা রইলো ।

২৩| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৪

তারেক ফাহিম বলেছেন: ঈদুল আযহার শুভেচ্ছা।

১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩১

জুন বলেছেন: আপনার জন্য ও রইলো শুভকামনা :)

২৪| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৭

আরোগ্য বলেছেন: ঈদ মোবারক।

১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩২

জুন বলেছেন: চলে যাওয়া ঈদের শুভেচ্ছা আরোগ্য।

২৫| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৫

ইসিয়াক বলেছেন:

১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৩

জুন বলেছেন: পাইনের বনে ঈদের চাঁদ বাহ ভারী সুন্দর লাগছে ইসিয়াক। ঈদ শুভেচ্ছা।

২৬| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঈদ মোবারক।
.................................................
অভূক্ত থাকে কারা
জামাজুতা খেলনা বিহীন,
পিতা মাতারা কোথায় ?
এমনও ঈদ আনন্দে চায়নি তো খুব বেশী কিছু
নিজগ্রাম আর শান্তির বাতায়ন !!
.........................................................................

১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৪

জুন বলেছেন: সুন্দর কবিতায় অনেক ভালোলাগা রইলো শংখচিল :)

২৭| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ঈদের শুভেচ্ছা নিন।

১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪১

জুন বলেছেন: ইদ শুভেচ্ছা আপনাকেও :)

২৮| ১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৭

মুক্তা নীল বলেছেন:
আপা ,
আজও কিন্তু ঈদ। ঈদ মোবারক।

১৪ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪২

জুন বলেছেন: তাই নাকি আজও ঈদ !!
তাহলেতো আপনার জন্য রইলো ঈদ উল আজহার স্পেশাল শুভেচ্ছা মুক্তানীল :)

২৯| ১৪ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১১

ভুয়া মফিজ বলেছেন: সময়মতো ঈদের শুভেচ্ছা জানাতে পারি নাই। কি আর করবো! :(

বাসী ''ঈদ মোবারক''। আশা করছি আপনার ঈদ আনন্দময় ছিল।

আরেকটা কথা, রেড মিট কম খাবেন! :P

১৪ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৭

জুন বলেছেন: আশা করছি আপনার ঈদ আনন্দময় ছিল। তাতো ছিলই মানে একেবারেই টের না পাওয়া ঈদ যাকে বলে :(
আমাদের কোরবানী এবার সৌদিতে হয়েছে আর সেটা হলো একটা দুম্বা । তো দুম্বার মাংস খেলে কি প্রব হবে ভুয়া :-*

শুভকামনা আপনার জন্যও

৩০| ১৪ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

মা.হাসান বলেছেন:
ঈদের শুভেচ্ছা।

১৪ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

জুন বলেছেন: চিয়াংমাই এর বিখ্যাত তাফাই গেট থেকে শুভেচ্ছা পাঠালেন কি মা হাসান? এখানে সকাল বিকাল বসে থাকতাম আর কবুতরকে খাওয়াতাম। খুব ভালো লাগতো আমার।

৩১| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৪২

সোহানী বলেছেন: বাসি ঈদের বাসি শুভেচ্ছা প্রিয় জুনাপু। সকলের জন্য ই জীবন নিরাপদ হোক।

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৯

জুন বলেছেন: আপনিও অনেক ভালো থাকুন সোহানী।
অনেক দিন আসেন না ব্লগে কিছু লিখেন ও না।
চটজলদি আমাদের জন্য মজার কিছু নিয়ে আসুন :)

৩২| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঈদ মোবারক আপুনি। ঈদ কেমন কাটাইলেন?

১৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:০১

জুন বলেছেন: বিদেশে আর ঈদ কি ভাই সুজন! মোটামুটি আছি আপনাদের দোয়ায়। আপনি ভালো আছেন আশা করছি।

৩৩| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: ঈদ মোবারক, কেমন আছেন জুন আপা।

১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

জুন বলেছেন: আমিতো আছি মোটামুটি, আপনি কেমন আছেন প্রামাণিক ভাই?

৩৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১০

রাকু হাসান বলেছেন:

বাহ ! বেশ সুন্দর উপমায় প্রকাশ করলেন । 8-| কয়েক ধরে দেখছি না । আপনার জন্য গানটি নিয়ে আসলা ম । :)

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩১

জুন বলেছেন: রাকু হাসান,
অশেষ কৃতজ্ঞতা আমাকে ভুলে যান নি বলে ।
এক সময়ে অনেক জনপ্রিয় গানটি শুনে খুব ভালোলাগলো ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

৩৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

মোঃমোজাম হক বলেছেন: বহুকাল বেড়াতে এলাম সামুতে। আপনাদের মতো ব্লগারদের ভুলা যাউনা।
ভাল আছেনতো আপা?

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৪

জুন বলেছেন: মোজাম ভাই আপনিতো অনেক দিন পরে আমার ব্লগ বাড়ীতে বেড়াতে এসেছিলেন কিন্ত আমি সাথে সাথে আপনাকে সাদর আমন্ত্রন জানাতে পারি নি বলে অত্যন্ত দুঃখিত । আপনার মত একজন শুভান্যুধায়ীকে আমার চোখও খুজে খুজে ফিরে ব্লগের পাতায়। মাঝে মাঝে আসবেন সেই প্রত্যাশায় রইলাম।
আমি আছি ভালোই, আপনি ভালোতো মোজাম ভাই ?

৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঈদ মোবারক জুন আপু। :)

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৫

জুন বলেছেন: ঈদ মোবারক স্বপ্নবাজ সৌরভ :)
দেরীতে মন্তব্যের উত্তর দেয়ার জন্য দুঃখিত ভাই ।

৩৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: এত্তগুলা দিন কোথায় ছিলে B:-)

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫২

জুন বলেছেন: বাসায় আর্কিওপটেরিক্স 8-|
কেন জানি অদ্ভুত এক নিস্ক্রিয়তা, অলসতা চেপে বসেছিল , কিছুই ভালোলাগে নি এমনকি প্রিয় ব্লগ বাড়ীটিও নয় ।
আজ হঠাৎ সব কিছু ঝেড়েঝুড়ে ফিরে আসার চেষ্টা করছি :)

৩৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৩

মাহের ইসলাম বলেছেন: অনেক দিন ধরে আপনার পোস্ট নেই !

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৬

জুন বলেছেন: প্রচন্ড এক অলসতা পেয়ে বেসেছে মাহের ইসলাম । অন্য কোথাও যে লেখালেখি নিয়ে ব্যস্ত তাও না ।

আপনার গ্রীস নিয়ে চমৎকার ভ্রমন কাহিনীর ১ম পর্বটি পড়েছি আজ দেখলাম দ্বিতীয় পর্বটি । প্রাচীন রোম ও গ্রীসের ইতিহাসের ছাত্রী হিসেবে গ্রীস আমার খুবই প্রিয় একটি দেশ । যাবার পরিকল্পনা করতে করতেই তুরস্ক যুদ্ধে জড়িয়ে গেল । আমাদের ইচ্ছে ছিল ইস্তাম্বুল দেখে তারপর সমুদ্রপথে গ্রীসে যাওয়া। কিন্ত সন্ত্রাস আর যুদ্ধের কাছে আমাদের পরিকল্পনা বাতিল হয়ে গেল ।
আপনার লেখাটিই আমি পড়ছিলাম মাত্রই । দেখি আমার প্রাচীন আর আধুনিক গ্রীসের কি সুগন্ধ লেগে আছে আপনার লেখার পরতে পরতে :)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।

৩৯| ০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

সেলিম আনোয়ার বলেছেন: দোয়েল ছানা কে তো যায়না চেনা । :)

০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

জুন বলেছেন: দোয়েলের বাবুটাকে নিয়ে কবির কি কোন রকম সন্দেহ আছে :-*

৪০| ০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কোথায় ডুব দিয়েছেন ?

০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪১

জুন বলেছেন: ডুব দেই নাই কারন সাতার যে আমি জানি না :)
পারিবারিক সাথে নেট বিভ্রাটে বিরক্ত আমি কিছুদিন ধরে বনবাসে আছি ;)
খোজ নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.