নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই স্বাধীন বুনো শ্বেত পায়রাটির মতই সামুর খোলা আকাশে আজ আমাদের উড়ে বেড়ানোর দিন। সামুর বন্ধ গেটের ফাক দিয়ে ঢুকে ব্লগকে সচল রাখার প্রানান্তকর চেষ্টায় শেষ পর্যন্ত আমরা জয়ী হোলাম।
ছবি আমার মোবাইলে আমার বারান্দায় তোলা।
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩
জুন বলেছেন: সেটাই স্বপ্নবাজ
২| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি অনেক আনন্দের দিন আজ
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৪
জুন বলেছেন: জী আপু অনেক আনন্দ। এতদিন সামুর বন্ধ গেটের ফাক দিয়ে ঢুকে ব্লগকে সচল রাখার প্রানান্তকর চেষ্টায় শেষ পর্যন্ত আমরা জয়ী হোলাম।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০০
বিজন রয় বলেছেন: .
সু
ন্দ
র
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৬
জুন বলেছেন: ধন্যবাদ বিজন রয়। এই খুশিতে ভাবছি আজ একটা কবিতা লিখে ফেলি
৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অই স্বপ্নবাজ ভাইয়া আমার আগে মন্তব্য করছেন
ভালা হইবো না কিন্তু
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০
জুন বলেছেন: @বিজন রয় এইবার আপনার সংকলনে কাজী ফাতেমা আপুর সব কবিতা যেন থাকে। অবশ্য উনার কবিতা উনার তোলা ফটোগ্রাফির মতই অনাবদ্য।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৬
মোহামমদ কামরুজজামান বলেছেন:
এই শুভ দিনে, সামুতে সবাইকে স্বাগতম ।
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১
জুন বলেছেন: সেটাই। অনেক ভালো লাগছে আজ মোহাম্মদ কামরুজ্জামান।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন:
আসুন সবাই মিষ্টিমুখ করি।
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৫
জুন বলেছেন: আপনার জন্য বাংলার আদি অকৃত্রিম পাটিসাপটা পিঠা রইলো রাজীব নুর
৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯
বিজন রয় বলেছেন: লিখুন জুন আপা, কবিতা লিখুন। কবিতা সংকলন পোস্ট আপনার কবিতার জন্য অপেক্ষা করছে।
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৭
জুন বলেছেন: আচ্ছা চেষ্টা করবো তবে আমার হাতে কি আর কবিতা ফুটবে বিজন রয় ! তার চেয়ে বলি কি আগামীতে একটা ভ্রমন সংকলন করুন বোকা মানুষ করতো তারপর সে যে কোথায় হারিয়ে গেলো আর খবর নেই ।
আমার প্রতি এতখানি আস্থা রাখার জন্য আরেকবার ধন্যবাদ রইলো
৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: অই স্বপ্নবাজ ভাইয়া আমার আগে মন্তব্য করছেন
ভালা হইবো না কিন্তু
হা হা হা.... আমি মন্তব্য রেডি করে রেখেছি। পোস্ট অনুযায়ী কবি পেস্ট করবো।
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
জুন বলেছেন: হা হা হা.... আমি মন্তব্য রেডি করে রেখেছি। পোস্ট অনুযায়ী কবি পেস্ট করবো।
৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
বিশাল সুসংবাদ।
তবে, আমার মনে একটা খারাপ চিন্তা আসছে, এবং আশাকরি, এটি পুরোপুরি ভুল চিন্তা: যারা সামুকে আটকে রাখছে, তাদের সফটওয়ারে (ব্লকিং সুইচ) কোন ধরণের টেকনিক্যাল সমস্যা ঘটলো কিনা, যার ফলে সামু সাময়িকভাবে মুক্তি পেলো!
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
জুন বলেছেন: আল্লাহ মাফ করুক আপনার খারাপ চিন্তা যেন সত্যি না হয় । তবে আজ আপনার সম্পর্কে এই প্রশংসাটি না করলেই নয় , তাহলো সামুর দুর্দিনে আপনি নিয়মিত পোষ্ট দিয়ে, অন্যের পোষ্টে মন্তব্যের মাধ্যমে ভালোভাবেই হোক আর ক্যাচাল করেই হোক আমাদের প্রিয় ব্লগটিকে আপনি কোরামিন দিয়ে জীইয়ে রাখার চেষ্টা করেছেন নিরন্তর । এ জন্য একটি বিশাল ধন্যবাদ আপনার পাওনা সবার কাছ থেকেই ।
ধন্যবাদ চাঁদগাজী
১০| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চাঁদগাজী স্যার , আশা করছি আপনার খারাপ চিন্তা যেন পুরোপুরি ভুল চিন্তা হোক। সামুর মুক্তি উপলক্ষে একটা পোস্ট আশা করছি আপনার কাছ থেকে। ওই পোস্টে আমি আপনার জন্য মিষ্টি পোস্ট করবো। ডায়াবেটিক থাকলেও খেতে হবে। কোনো না নেই।
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
জুন বলেছেন: আমিও আপনার মত একই ভাবনাই ভাবছি স্বপ্নবাজ সৌরভ
১১| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পায়রাটা খুব সুন্দর! পায়রার মতই মুক্তির আনন্দ অনুভব করছি।
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
জুন বলেছেন: এর আগের পোষ্টের ছাই রঙ্গা পায়রা আর এটা প্রতিদিন সকাল বিকাল এসে হাজির হয় খাবার খেতে । এরা আমার স্বাধীন, মুক্ত, শিকলী কাটা পাখি সম্রাট । মুক্তির আনন্দ অক্ষয় হোক ।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
@ স্বপ্নবাজ সৌরভ,
আপনাকে ও অনেকে অনেক ব্লগারকে সমবেতভাবে আজকে সামুতে দেখে খুবই ভালো লাগছে!
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
জুন বলেছেন: আমিতো মাঝে মাঝে মাত্র দুজন ব্লগারকে দেখতাম আর অজানা আশংকায় শংকিত হয়ে উঠতাম চাঁদগাজী । সবাইকে দেখে সত্যি ভালোলাগছে আজ ।
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের সংগ্রামের ক’টি মাস! আহা
যেন গেরিলা কায়দায়, কত্ত প্রচেষ্টা, কত্ত টেনশন নিয়ে সামুতে আসার চেস্টা
কেউ সফল কেউ নয়...
লগিন নাবতে নাবতে ৭ জন আটজন..
তবু প্রতিদিন একবার ঢু মারা!
আহ!
আজ যেন মুক্তির স্বাদে পায়রাটার মতোই উড়তে ইচ্ছে করছে
কি আনন্দ আকাশে বাতাসে
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬
জুন বলেছেন: নিরন্তর চালিয়ে যাওয়া আমাদের এই সংগ্রামের সাফল্যে আনন্দিত ভৃগু । ভালো থাকুন সবসময়
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৯
নীলসাধু বলেছেন: আনন্দম।
ধন্যবাদ জানাই।
শুভ বুদ্ধির পরিচয়!
ব্লগ হয়ে উঠুক মনের অবারিত জানালা। মুক্তি পাক কথারা।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৯
জুন বলেছেন: মন্তব্যে অশেষ ধন্যবাদ জানবেন নীলসাধু। আশাকরি ভালো ছিলেন আর ভালো আছেন।
শৃঙ্খল মুক্ত হোক সকল পরাধীনতার ।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
ইসিয়াক বলেছেন: আহ মুক্তি !!!!!!!
শান্তি! শান্তি!! শান্তি!!!
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪০
জুন বলেছেন: ওম শান্তি ইসিয়াক
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
সামু মুক্তি মোবারকের শুভেচ্ছা রইলো আপু !!!!!!!!!!!
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪০
জুন বলেছেন: আপনার জন্যও রইলো আন্তরিক শুভকামনা
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০
মা.হাসান বলেছেন: আমি সতর্ক থাকার পক্ষে। জনাব চাঁদগাজীর মতোই আমিও সন্দেহ করছি, পাবজি খুলতে যেয়ে ভুল করে সামু খুলে দিল কি না। এর আগেও দু-একজন জানিয়েছিলেন তারা ভিপিএন/টর ছাড়া লগ ইন করতে পারছিলেন, কিন্তু তা মাত্র কয়েক ঘন্টা বা দু-এক দিন স্থায়ী ছিল। এবার ব্যাপক ভাবেই দেখছি ব্লগাররা ভিপিএন ছাড়া ঢোকার কথা বলছেন। শুধু আইএসপি গুলো বলতে পারবে তারা সামু আনব্লক করার নির্দেশ পেয়েছে কি না। আমার আই এস পি তে ফোন করে দশ মিনিট কিউ তে থাকার পর ধৈর্য হারিয়ে ফেলি। মুক্তি পেলে খুব ভালো লাগবে। আজ পঞ্চাশের উপর ব্লগারকে অনলাইনে দেখে অন্য রকম আনন্দ হয়েছে।
২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৩
জুন বলেছেন: আপনার শংকায় আমিও গত রাতে শংকিতা হয়ে পরি মা হাসান। আজ ঘুম থেকে উঠে নোটিশ বোর্ডের নোটিশ পেয়ে নিশ্চিত হোলাম। শুভকামনা রইলো
১৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
জুন আপা, আমার পক্ষ থেকে শুভেচ্ছা আপনি সহ সবাইকে।
২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৫
জুন বলেছেন: এই মিষ্টিগুলো যদি বাস্তবে পাঠাইতেন তবে একটু খাইতাম ঠাকুরমাহমুদ
ভীষণ লোভ লাগছে
১৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
আহমেদ জী এস বলেছেন: জুন,
আপনার এবং অন্যান্য সহব্লগারদের এ জাতীয় পোস্ট যেন মুক্তির সুবাতাস বইয়ে দিয়ে গেছে। স্বাধীন বুনো পায়রাটির মতো আমাদের এই বন্ধনহীন উচ্ছাস যেন দিগন্ত জুড়ে থাকে ছেদবিহীন।
যিনি বা যারা এই বন্ধন মুক্ত করে দিলেন বলে ভাবছি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাতেই হয়।
২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০
জুন বলেছেন: আহমেদ জী এস,
আপনার মন্তব্যের স্টাইল দেখে ব্লগার নীলপরীর কথা মনে পরছে । উনি আপনার মন্তব্যকে বলতেন চিঠি । আসলেই তাই, চিঠির মতই আপনার মন্তব্যের গঠন সৌষ্ঠব
আপনার মত আমিও ধন্যবাদ জানাই সেই অদেখা সুধীজনার ।
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো । ভালো থাকুন সবসময় ।
২০| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন । আজ সবি দারুন ।+++++++++++++++++++++++++
২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১১
জুন বলেছেন: দারুন । আজ সবি দারুন ।+++++++++++++++++++++++++
ঠিক বলেছেন বহুদিন, বহু সপ্তাহ, বহু মাস পর আজ সবই দারুন সেলিম আনোয়ার
২১| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২২
সুরঞ্জনা বলেছেন: কেমন আছ জুন? ভুলেই গেছ আমাকে!
সামু ছাড়া তোমার খোঁজ নেবার কোন উপায়ই জানিনা।
আজ অর্গল খোলা পেয়ে এলেম তোমাদের কাছে।
অনেক, অনেক ভাল থেকো।
২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
জুন বলেছেন: আমি আছি মোটামুটি , দিন চলে যাচ্ছে কোন রকমে । তোমাকে কি ভুলতে পারি ? না ভোলা যায় ! আজ যখন পোষ্ট লিখতে বসে অনেক ছবি আপলোড করি তখনই মনে পরে সেই তোমার আমার ছবি আপলোড শেখার দিনটির কথা । বেচারা দুরন্ত স্বপ্নচারী কই যে হারিয়ে গেলো । তোমার সাথে আমার অনেক অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে যে সুরঞ্জনা ।
তুমিও ভালো থেকো সব সময় যেমনটি তুমি সব সময় থাকো ।
অনেক শুভকামনা রইলো তোমার জন্য ।
২২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৪
মা.হাসান বলেছেন: আপডেট: আইএসপির সঙ্গে আজ রাত নটায় কথা হলো । ওনারা ওনাদের ডাটাবেজ থেকে সরকারি নির্দেশমালা চেক করে জানালেন এই ওয়েবসাইট খোলার সংক্রান্ত কোনো নির্দেশনা বা চিঠি ওনারা এখনো পাননি । মডারেটরের তরফ থেকে কোনো সুসংবাদ না আসা পর্যন্ত বেশি উচ্ছাস প্রকাশ না করাই ভালো মনে করছি ।
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫১
জুন বলেছেন:
২৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪১
ধ্রুবক আলো বলেছেন: অনেক দিন আপু। কেমন আছেন?
২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
জুন বলেছেন: আমি ভালো আছি ধ্রুবক আলো , আপনি কেমন আছেন ?
২৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৩
প্রামানিক বলেছেন: অনেক দিন আপনাদেরকে দেখতে না পেরে দম বন্ধ হওয়ার অবস্থা হয়েছিল। আপনি কেমন আছেন?
২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
জুন বলেছেন: কেন প্রামানিক ভাই ? আপনি ভিপিএন দিয়ে লগ হতে পারেন নি !! আজ ভরা জোয়ারের মত ব্লগারদের জোয়ার দেখে আমারও খুব ভালোলাগছে ভাই । ভালো থাকুন আর নিয়মিত থাকুন ।
২৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
মোঃমোজাম হক বলেছেন: এই দিনে আপনাকেসহ সব ব্লগারদের শুভেচ্ছা জানাচ্ছি।
২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
জুন বলেছেন: আপনার জন্যও রইলো প্রানঢালা শুভেচ্ছা মোজাম ভাই ।
অনেক অনেক ভালো থাকুন আর সাথে থাকুন
২৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
আহমেদ জী এস বলেছেন: জুন,
প্রতিমন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ।
উপরে চাঁদগাজী দু'টো মন্তব্যেই বলেছেন --- আমিতো মাঝে মাঝে মাত্র দুজন ব্লগারকে দেখতাম আর অজানা আশংকায় শংকিত হয়ে উঠতাম চাঁদগাজী ।
" ........... সামুর দুর্দিনে আপনি নিয়মিত পোষ্ট দিয়ে, অন্যের পোষ্টে মন্তব্যের মাধ্যমে ভালোভাবেই হোক আর ক্যাচাল করেই হোক আমাদের প্রিয় ব্লগটিকে আপনি কোরামিন দিয়ে জীইয়ে রাখার চেষ্টা করেছেন নিরন্তর ।"
আপনার এমন প্রসঙ্গে গভীর দুঃখবোধ থেকে কিছু কথা বলতে চাই। জানি অনেকেই এই কথা খারাপ ভাবে নেবেন তবুও সত্য, সত্যই!
সামুর কারাবন্দিকালে হাতে গোনা মাত্র কয়েকজন ব্লগারই রীতিমত নিয়মিত ছিলেন, বেশ কয়েকজন অনিয়মিত ভাবে নিয়মিত ছিলেন। দু'একজন একআধবার মুখ দেখিয়ে আবার মুখ লুকিয়ে ফেলেছিলেন, আর খোঁজ পাওয়া যায়নি। এরা ছাড়া আর অনেকেই ছিলেন লাপাত্তা। গত ৪/৫ মাসের ব্লগের ঠিকুজিতে সব হিসেব জমানো আছে নিশ্চয়ই।
জানিনে কেন! কি দোষ ছিলো ব্লগের? ব্লগের প্রতি এতোটুকু মায়াও কি কারো ছিলোনা?? ব্লগ শুকিয়ে যাচ্ছে বলে কি তারা আগ্রহ হারিয়ে ফেলেছিলেন সামুতে আসার???
মায়া যদি থাকতোই তবে যুদ্ধ করে , গুঁতাগুতি করে, লম্ফঝম্প করে যে ভাবেই হোক তারা আসতেন ব্লগে ঢুঁ মারতে। দেখিয়ে দিতেন, ১৪৪ ধারা জারী করেও ব্লগারদের ঠেকিয়ে রাখা যাচ্ছেনা, যাবেও না।
আজ এই সুখের দিনে দেখছি অনেকেই পায়রা হয়ে উড়ে এসেছেন। ভালো লাগছে সবাইকে দেখে কিন্তু একটু কাঁটা খচখচ করে বিঁধছেই।
এমন মন্তব্যকে নিশ্চয়ই ক্ষমা করবেন আপনি! সম্ভব হলে এই মন্তব্যের পাঠকরাও। সামু পরিবারের একজন বলেই এমন মন্তব্য করার সাহস রেখেছি।
শুভকামনা রইলো আপনার জন্যেও।
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৯
জুন বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের সংগ্রামের ক’টি মাস! আহা
যেন গেরিলা কায়দায়, কত্ত প্রচেষ্টা, কত্ত টেনশন নিয়ে সামুতে আসার চেস্টা
কেউ সফল কেউ নয়...
লগিন নাবতে নাবতে ৭ জন আটজন..
তবু প্রতিদিন একবার ঢু মারা!
আহ!
আজ যেন মুক্তির স্বাদে পায়রাটার মতোই উড়তে ইচ্ছে করছে
কি আনন্দ আকাশে বাতাসে
আপনার মন্তব্যের উত্তর শুধুমাত্র বিদ্রোহী ভৃগুর অসাধারন মন্তব্যটি দিয়েই দেয়া সম্ভব আহমেদ জী এস ।
অসাধারন মন্তব্যটির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানবেন ।
২৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
আহমেদ জী এস বলেছেন: জুন,
কারেকশান - "উপরে চাঁদগাজী দু'টো মন্তব্যেই বলেছেন.."। চাঁদগাজী শব্দটির পরে একটি "র" বসে হবে -
"উপরে চাঁদগাজীর দু'টো মন্তব্যেই বলেছেন"।
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫১
জুন বলেছেন: অসুবিধা নাই। আমি বুঝতে পেরেছি । অনেক ধন্যবাদ রইলো।
২৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২০
আখেনাটেন বলেছেন: মসৃন হোক সামুর ২.০ পথচলা।
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
জুন বলেছেন: আপনার মত আমিও আশাবাদী আখেনাটেন
২৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: দেরিতে হলেও আপনার পোস্টে মুক্তির স্বাদ নিতে এলাম আপু।
আনন্দধারা বহিছে ভুবনে......
শুভকামনা জানবেন।
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
জুন বলেছেন: না পদাতিক খুব একটা দেরী হয়নি মনে হয় আমিতো বহুদিন আপনার সিরিজ এ যেতে পারছি না। অর্থাৎ পড়ছি কিন্ত মন্তব্য করা হচ্ছে না। মনে হয় দেখি এরপর কি হয়, কি হয়?
ব্লগ মুক্তির শুভেচ্ছা আপনাকেও।
৩০| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৩
ধ্রুবক আলো বলেছেন: সব মিলিয়ে ভালোই আছি। তবে আজকে আপনাদের সাথে মিলিত হতে পেরে আরো ভালো লাগছে।
ছবিটা খুব সুন্দর হয়েছে।
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০০
জুন বলেছেন: আপনার ভালো থাকা আর আমার ছবিটি ভালো লাগলো জেনে খুব ভালোলাগলো আমারও
আরেকবার আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
৩১| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: মাত্র দুটো বাক্য আর একটি অনুপম ছবি দিয়ে কি সুন্দর করে বলে গেলেন আমারই মনের কথাগুলো!
আমিও আপনার মত প্রাণান্তকর চেষ্টা করে গেছি অবরুদ্ধ সামু'র ভেতরে বিকল্প পদ্ধতিতে প্রবেশ করে যতক্ষণ পারি, এর টিমটিমে আলোটাকে জ্বালিয়ে রাখতে। আজ সামু আবার আপন আভায় দীপ্যমান, এ দৃশ্য বড়ই মনোমুগ্ধকর।
ছবিটা সুন্দর, লেখাটাও বটে। প্লাস + +
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
জুন বলেছেন: সামান্য দু লাইনের লেখায় এত সুন্দর আন্তরিক এক মন্তব্যে প্রীত হোলাম খায়রুল আহসান। আমাদের মাটি কামড়ে পরে থাকার সুফল অবশেষে মিলেছে এটাই বিশাল ব্যাপার।
ছবিটির প্রশংসার জন্য খুব খুশী হয়েছি। অনেক অনেক ভালো থাকুন সাথে শুভকামনা রইলো।
৩২| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: এই খুশিতে ভাবছি আজ একটা কবিতা লিখে ফেলি (৩ নং প্রতিমন্তব্য) - আশাকরি, অচিরেই আমরা এখানে জুন এর একটা কবিতার দেখা পাব।
আমি সর্বনিম্ন মাত্র ৩ জন উপস্থিত ব্লগারের সংখ্যা দেখেছি। তখন খুবই খারাপ লাগতো। কিছু না লিখতে পারলেও, শুধোশুধিই লগ-ইন করে থাকতাম।
উনি আপনার মন্তব্যকে বলতেন চিঠি (১৯ নং প্রতিমন্তব্য) - ব্লগার নীলপরি এর অনুপস্থিতি অনুভব করছি।
২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫১
জুন বলেছেন: নীলপরিকে সত্যি মিস করি। নিয়মিত ছিলেন। আরেকজন ছিলেন দীপান্বিতা। সুমন করই বা কই গেলো। সুমন করতো সেদিনও ছিল মনে হয়।
আমার কবিতা একেবারে সেই রকমই হবে যা পড়ার অযোগ্য।
আমাদের দুর্দিন কেটে গেছে এটাই বিশাল ব্যাপার খায়রুল আহসান। এখন অনেক ব্লগার উপস্থিতি সত্যি আনন্দের। ভালো থাকবেন আরেকবার আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
৩৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৯
করুণাধারা বলেছেন: পোস্ট কি পড়বো!! আমিতো শুধু ডানা মেলা শান্তির কপোতের ছবিটাই দেখছি!! চমৎকার ছবি! আমি একেবারেই ছবি তুলতে পারিনা।
মুক্তির আনন্দে ভেসে যেতে খুব ভালো লাগছে। মনে পড়ছে, কতবার ভিপিএন দিয়েও কানেক্ট করতে পারিনি। সেইসব দিনগুলো এখন কেবল স্মৃতি হয়ে থাক!
২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৮
জুন বলেছেন: আমার এখানে এরা দল বেধে আসে, ছবি তোলার জন্য আবার পোজও দেয়। দেখুন :-
চলে যাওয়া দিনগুলো স্মৃতি হয়েই থাকুক আমাদের মাঝে করুনাধারা। অনেক ভালো থাকবেন, শুভকামনা রইলো সবসময়ের জন্য
৩৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এখনতো দরজা একেবারে খোলা আপু, আর চিন্তা নেই !
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭
জুন বলেছেন: দরজা যখন বন্ধ ছিল তখনও চুপি চুপি নিয়মিত থাক্তাম জহির। ভালো আছেন তো? এখন কোথায় থাকেন? কোন দেশে?
৩৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৭
অন্তরন্তর বলেছেন: আহা মুক্তির আনন্দ। জুন আপু সামু ব্লগের জানা মেডাম, জাদিদ(কাভা) ভাই সহ সকল ব্লগারদের অনেক কষ্টের ফসল দীর্ঘ ৮ মাস পর মিলল। অনেক ভাল থাকুন। শুভ কামনা সবসময়।
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২২
জুন বলেছেন: আপনিও ভালো থাকবেন আর সবসময় সাথে থাকবেন এই প্রত্যাশা রইলো
৩৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: জুন আপা,
এই সন্দেশ ধানমন্ডি রাইফেল স্কোয়ারের পাশে “আম্বালা সুইট” এ পাবেন। এছাড়া এর কপি সন্দেশ আলীবাবা ও বিক্রমপুর নামক মিষ্টির দোকানে আছে তবে সেটা অনেকটা হার্ট শেপ আর স্বাদ ভিন্ন। এই চৌকোন সন্দেশটির জন্য বিখ্যাত আম্বালা সুইট।
২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৮
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মাহমুদ । আপনার দেখানো পথে অবশ্যই হানা দিতে হবে । তবে এই মিষ্টির স্বাদ আমি জানি অসাধারন খেতে ।
আপনার জন্য রইলো শুভকামনা সবসময়ের জন্য
৩৭| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধুই মুক্ত বাতাসে , নির্মল আনন্দ
.......................................................
দেশ আর ভাষার স্বাধীনতার অনুভূতি কি সমার্থক ???
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
জুন বলেছেন: স্বপ্নের শঙ্খচিল,
আপনি নিজেকেই নিজে প্রশ্ন করুন দেশ আর ভাষার স্বাধীনতার অনুভূতি কি সমার্থক হয় কি না ???
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ।
৩৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমাদের এই কাঙ্খিত আনন্দ চিরঅটুট হয়ে থাকুক।
পুরাতনদের উপস্থিতিতে ব্লগ হয়ে উঠুক সেই পুরনো জমজমাট সামু ব্লগ।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫০
জুন বলেছেন: পুরাতনদের উপস্থিতিতে ব্লগ হয়ে উঠুক সেই পুরনো জমজমাট সামু ব্লগ।
আপনি ঠিকই বলেছেন
৩৯| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
জুন আপু কেমন আছেন?
মুক্তির আনন্দের সাথে সাথে পুরাতন মুখগুলো দেখে উৎসবের মত লাগছে।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৪
জুন বলেছেন: অনেক অনেকদিন পর দেখছি স্নিগ্ধ শোভনকে। আমি আছি চলছি। তোমাদের খবর কি? ব্লগের আংগিনায় হুল্লোড় তোলা একঝাঁক পায়রার দল। তোমাকে দেখেও অনেক অনেক ভালোলাগছে। অনেক শুভকামনা রইলো।
৪০| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১
মুক্তা নীল বলেছেন:
জুন আপা ,
অনেক দেরিতে এসে আপনাকে শুভেচ্ছা জানিয়ে গেলাম সেজন্য আমি লজ্জিত। সামু যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন আপনি একটি পোস্ট দিয়েছিলেন " সামু বড় আদরের জায়গা আমার /আমাদের"
এই লেখাটি পড়ে খুব কষ্ট লেগেছিলো আপনার এবং আমাদের সকলের জন্য। আজ সে কষ্টের দিন শেষ। অবশেষে সত্যের জয় হলো। অশেষ শ্রদ্ধা ও শুভকামনা।
০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
জুন বলেছেন: ছি ছি কি বলেন মুক্তানীল এখানে লজ্জিত হওয়ার কিছু নেই । আমিও তো অনেক সময় ইচ্ছে থাকলেও সময় স্বল্পতার জন্য অনেকের পোষ্টে যেতে পারি না , বা পড়লেও মন্তব্য করা হয় না ।
আপনি মনে রেখেছেন আমার ঐ লেখাটির কথা তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে । সামু বন্ধ থাকলে বড্ড হাসফাস লাগে । মনে হয় সব দরজা জানালা বন্ধ এক ঘরের ভেতর আছি ।
আপনার জন্যও রইলো শুভকামনা নিরন্তর । ভালো থাকবেন সবসময় আর সাথে থাকবেন তো অবশ্যই
৪১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৯
আমি তুমি আমরা বলেছেন: ত প্রকাশের এই স্বাধীনতা বজায় থাকুক।
০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
জুন বলেছেন: আপনার সাথে গলা মিলিয়ে আমিও বলি আমি তুমি আমরা
মত প্রকাশের এই স্বাধীনতা বজায় থাকুক।
৪২| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩০
আমি তুমি আমরা বলেছেন: *মত
০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
জুন বলেছেন:
৪৩| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:০৫
সুমন কর বলেছেন:
০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭
জুন বলেছেন: আপনাকে দেখে অনেক ভালো লাগলো সুমন কর
৪৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৪
মলাসইলমুইনা বলেছেন: আপনার লেখায় দেরিতে হলেও শ্বেত পায়রার স্বাধীনতার মতো সামু মুক্তির উচ্ছাস বুঝতে পারছি -----'বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে' ধরণের সবার মাতোয়ারা আনন্দ ভালোই লাগছে ।
০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২০
জুন বলেছেন: বাহ আপনি! অনেকদিন পার করে ব্লগমুখী হয়েছেন দেখতে পাচ্ছি মলাসইলমুনা
আশাকরি অনেক ভালো আছেন। আপনার লেখা মিস করছি ভীষণভাবে। চটজলদি কিছু লিখে ফিরে আসুন।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
৪৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫
ডঃ এম এ আলী বলেছেন: সামুর বন্দীদশায় এখানে নিয়মিত থাকার চেষ্টা করেছি , বলতে গেলে দিন রাতের ২৪ ঘন্টায় লগ ইন থাকার প্রায়াস নিয়েছে । আমার ধারনা এটা আনন্ডিশনাল মুক্তি নয় । চাঁদগাজীর কথাটা উড়িয়ে দেয়া যায়না, এটা পরীক্ষামুলক সাময়িক মুক্তি হলেও হতে পারে । তবে কামনা করি চাঁদগাজীর মত এই ধারনাটিও ভুল হোক । তবে সকলকেই সচেতন হতে হবে, লেখার এই মুক্ত প্লাটফরমটিকে যেন আর কোন কালেই কোনরকমের নিয়ন্ত্রনের বেড়াজলে পড়তে হয় ।
শুভেচ্ছা রইল
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৩
জুন বলেছেন: সামুর বন্দীদশায় এখানে নিয়মিত থাকার চেষ্টা করেছি , বলতে গেলে দিন রাতের ২৪ ঘন্টায় লগ ইন থাকার প্রায়াস নিয়েছে । আমার ধারনা এটা আনন্ডিশনাল মুক্তি নয় । চাঁদগাজীর কথাটা উড়িয়ে দেয়া যায়না, এটা পরীক্ষামুলক সাময়িক মুক্তি হলেও হতে পারে । তবে কামনা করি চাঁদগাজীর মত এই ধারনাটিও ভুল হোক । তবে সকলকেই সচেতন হতে হবে, লেখার এই মুক্ত প্লাটফরমটিকে যেন আর কোন কালেই কোনরকমের নিয়ন্ত্রনের বেড়াজলে পড়তে হয় ।
আমাদের সবার এই প্রত্যাশাই থাকুক ডঃ এম এ আলী । অনেক অনেক ভালো থাকুন আর সাথেই থাকুন নিয়মিত
শুভকামনা রইলো আপনার জন্য ।
৪৬| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২০
ডঃ এম এ আলী বলেছেন: সামুর বন্দীদশায় এখানে নিয়মিত থাকার চেষ্টা করেছি , বলতে গেলে দিন রাতের ২৪ ঘন্টায় লগ ইন থাকার প্রায়াস নিয়েছে । আমার ধারনা এটা আনন্ডিশনাল মুক্তি নয় । চাঁদগাজীর কথাটা উড়িয়ে দেয়া যায়না, এটা পরীক্ষামুলক সাময়িক মুক্তি হলেও হতে পারে । তবে কামনা করি চাঁদগাজীর মত এই ধারনাটিও ভুল হোক । তবে সকলকেই সচেতন হতে হবে, লেখার এই মুক্ত প্লাটফরমটিকে যেন আর কোন কালেই কোনরকমের নিয়ন্ত্রনের বেড়াজলে পড়তে না হয় ।
শুভেচ্ছা রইল
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৫
জুন বলেছেন:
৪৭| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩২
ডঃ এম এ আলী বলেছেন:
একটি বড় ভুল ছিল সেটা ৪৬ নম্বরে দ্বিতীয় বারে সংশোধন করেছি ।
আমার পোষ্টে যেমন বলেছেন যেনতেন হলেও তেমনটি জলদিই করেছি।
শুভেচ্ছা রইল
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০১
জুন বলেছেন: ডঃ এম এ আলী ভাই আমি কিন্ত আপনার ভুলটাকে শুদ্ধ করেই পড়েছি। আমি জানি এটা আপনার অনিচ্ছাকৃত ভুল আরেকবার এসে বলে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রাত্রির।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুক্তিতে কি আনন্দ !!