নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

চীনা নববর্ষ আর কোরোনা ভাইরাস আতংক

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯


রংগীন আলোকমালায় ঝলমলে চারিদিক। চলছে সপ্তাহব্যাপী চীনা নববর্ষ সাথে নাচ গান। আর এরই মাঝে নোবেল কোরোনা ভাইরাস তার ভয়ংকর নাকটা গলিয়ে সকল আনন্দের মাঝে যেন এক বালতি পানি ঢেলে দিল। ইদানীং চাইনিজরা নববর্ষের লম্বা ছুটিতে অনেকেই বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণে বের হয় । গত কয়েক বছর তাদের প্রিয় পর্যটন দেশ হিসেবে থাইল্যান্ড এর নাম উল্লেখযোগ্য। একে ট্যুরিস্ট সিজন,তার উপর ছুটি তারা থাইল্যান্ড আসবে সব ঠিকঠাক, আর এরই মাঝে এই অবস্থা। এর মাঝে এয়ারপোর্টে ১৪ জন চীনা পর্যটকের নোবেল ধরা পরেছে। আমাদের জন্য দোয়া করবেন সবাই। এই ফেসটিভ সিজনে আমরাও বেশিরভাগ সময় ঘর বন্দী আর বের হলেও আতংক নিয়ে বের হচ্ছি। চারিদিকে আমাদের নজর চলছে "আরে দেখোতো এই লোকগুলোর চোখ ছোট আর নাক বোচা নাকি"!

বর্ষবরন উপলক্ষে চীনা শিল্পীদের নাচ



ড্রাগন নৃত্য
তিন দিন আগে ওয়াটার ট্যাক্সিতে করে গন্তব্যে যাচ্ছি, আমাদের উপমহাদেশের একটি মেয়ে পাশে এসে বসলো। কিছুক্ষন খুচরো আলাপের পর আমাকে বললো, "তুমি মাস্ক পরো নাই কেনো? এখন যে অসুখ এসেছে জানো তো এর কোন ইলাজ নেই, এই রোগ হলে মরে না যাওয়া পর্যন্ত তোমাকে ঘরে বন্দী করে রাখবে, এমনকি তোমার দেশও তোমাকে ফিরিয়ে নেবে না "। রেস্তোরাঁয় রাধুনীর কাজ করা অতি সাধারন মেয়েটির কথা শুনে ভয়ে তাড়াতাড়ি ব্যাগ থেকে মাস্কটা বের করে পরে নিলাম।

ছবি আমার মোবাইলে লেখাটিও মোবাইলে তাই বেশি ছবি আর বেশি বক বক করতে পারলাম না বলে আন্তরিক দুঃখিত :(

মন্তব্য ৫০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: ড্রাগন নৃত্য আর প্রবল ঢাক ঢোল নেশা ধরার মতোই।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭

জুন বলেছেন: ঠিকই বলেছেন ঠাকুর মাহমুদ। তবে আমার নেশা না হার্টবিট বেড়ে যাচ্ছিলো ভয়ংকরভাবে। প্রথম মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন। আর দোয়া করবেন জীবিত যেন থাকি :(

২| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪০

মুক্তা নীল বলেছেন:
জুন আপা ,
আপনি দেশের বাহিরে আছেন জানতাম না । মহান আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন এই দোয়া করি । ভালো থাকবেন ।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৪

জুন বলেছেন: দোয়া করবেন মুক্তানীল। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: চোখেরও অদেখা এক নগন্য ভাইরাস পুরো সভ্যতাকে কেমন আতংকিত করে তুললো!

ঢাকায় চীনা জ্বরের রোগীকে হাসপাতল থেকে ছেড়ে দিয়েছে - কিন্তু নজরে রেখেছ!
আল্লাহ না করুন, যদি কোন ভাবে ঢুকে পড়ে দেশে, ছড়াতে বুঝি বেশি সময় লাগবে না।
একে ঘনবসতি, তায় বাস অযোগ্য রকম অস্বাস্থ্যকর অবস্থা! অসচেতন আম জনতা...

আপনাদের জন্য দোয়া রইলো, আমাদের জন্যেও দোয়া করবেন।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৯

জুন বলেছেন: সবাই সবার জন্য দোয়া করা ছাড়া উপায় নেই ভৃগু। বিভিন্ন তথ্য থেকে মনে হয় এটা চীনের জীবানু অস্ত্র। মানুষ এখন আর মানুষ নাই, পশুর ও অধম।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: জুন ,




লিখতে গিয়ে "করোনা" ভাইরাসে ধরেছিলো বোধ হয় আপনার এই পোস্টটাকে নইলে চীনা নববর্ষ নিয়ে এই চার আঙুলের লেখাটি লিখতেন না। অনুমান করি, এ কারনেই চীনা নববর্ষ উপলক্ষ্যে আমরা একটা ইতিহাস সমৃদ্ধ দারুন রঙীন আলেখ্য থেকে বঞ্চিত হলুম।

বোঝা গেল আর একটি বোঁচা নাক, বোঁজা চোখের মানুষদের দেশে আছেন এখন। চোখ খোলা রেখে সতর্ক থাকুন। ভাইরাসটি থেকে বাঁচার নিয়মগুলো অনুসরণ করুন।

প্রার্থনা করি, ভালো থাকুন সবাই।

২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১১

জুন বলেছেন: সত্যি আপনি জ্যোতিষী বটে আহমেদ জী এস B-) আসলেই আমি চীনা নববর্ষ নিয়ে একটি বিস্তৃত পোস্ট দিতে চেয়েছিলাম। কিন্ত ল্যাপটপ ছাড়া মোবাইলে এত খুটিনাটি বিবরণ আর ছবি আপ্লোড সত্যি কষ্টকর। তাই আপনার ভাষায় চার আংগুলেই সমাপ্তি টানতে হলো :P
মজাদার একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো। সাথে সকালের শুভেচ্ছাটুকুও নাস্তার প্লেটে তুলে দিলাম 8-|

৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: মানুষ কেন যে এত ভয় পাচ্ছে এই করোণা ভাইরাস নিয়ে।
চুরী ডাকাতি ছিনতাই, ঘুষ ইত্যাদি পাপ কাজ কে ভয় পায় না। এসব নিয়ে মানুষের কোনো চিন্তা নেই।
আজিব!!!!

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৭

জুন বলেছেন: ভয়ের কারন আছে বলেই তো মানুষ ভয় পাচ্ছে রাজীব নুর। পাপ নিয়ে নিস্পাপরাই চিন্তা করে পাপীরা নয়। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪১

ফয়সাল রকি বলেছেন: কমবেশি সবাই করোনা ভাইরাস নিয়ে আতংকিত হচ্ছি। জানিনা সামনের দিনগুলোতে এর কী ব্যবস্থা হবে? তবে ঢাকার মতো জনবহুল শহরে যদি একবার হানা দিতে পারে, তাহলে খুবই খারাপ কিছু ঘটতে পারে।
যাইহোক, সাবধানে থাকবেন জুনাপু।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩২

জুন বলেছেন: একটু আগে পাশের মলের বুটসের দোকানে গেলাম মাস্ক খুজতে নাই। পাচ তালা মলের দশটি ফার্মেসীর কোনটাতেই নাই শেষ। আশেপাশে কোথাও খুজে পেলাম না। বুটসের ডাক্তার আমার অসহায় অবস্থা দেখে উপদেশ দিল "ভিড়ভাট্টার মধ্যে যেও না আর বিশেষ করে চীনাদের কাছাকাছি না"।
আল্লাহ আমাদের মাফ করুন এটাই এখন কামনা ফয়সাল রকি। ভালো থাকুন।

৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

মোঃমোজাম হক বলেছেন: সাবধানের মার নেই।
আপা এই সময়ে সে দেশে থাকাটা বিপদজনকই।

ট্যুর সংক্ষিপ্ত করার অনুরোধ থাকলো

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৪

জুন বলেছেন: মোজাম ভাই আমার জন্য এত ভাবছেন দেখে মনটা আদ্র হয়ে উঠলো। কিন্ত আমাকে যে থাকতেই হবে আরো কিছু দিন।
সত্যি ব্লগে কেউ কাউকে না দেখলেও আমরা সত্যি একে অপরের শুভাকাঙ্ক্ষী বইকি। অশেষ ধন্যবাদ আপনাকে সাথে শুভকামনা সতত।

৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: এইরে আপু আপনি এখন ওখানে? না আপু আছেন যখন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এটি আমাদেরও অনুরোধ।


শুভকামনা প্রিয় আপুকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮

জুন বলেছেন: জী পদাতিক চৌধুরী আমি এখনো এখানে মানে ব্যাংককে :(
এখন ঘর থেকে বের হলেই মাস্ক পড়েই বের হই। আমাকে নিয়ে আপনাদের ভাবনা ও আন্তরিক শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই। উত্তর দিতে দেরী হলো বলে মনে কিছু নিবেন না আশাকরি।
আপনারাও ভালো থাকুন সাবধানে থাকুন। কারণ পেপারে পড়লাম কলকাতাতেও ওনার পদার্পণ ঘটেছে।

৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

করুণাধারা বলেছেন: চীনা নববর্ষ নিয়ে চমৎকার পোস্টটা পেতে গিয়েও পেলাম না :(

ঠিক আছে, দোয়া করি আগামী বছর যেন আরও ভালো করে নববর্ষের বর্ণনা দিয়ে পোস্ট দিতে পারেন। আপাতত সাবধানে থাকুন আর ভালো থাকুন, শুভকামনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩২

জুন বলেছেন: আমারও খুব খারাপ লাগছে করুনাধারা, এত আলো ঝলমল ছবি গুলো ক্যামেরাবন্দী হয়েই রইলো।
সাবধানে থাকার চেষ্টা করছি যতটা সম্ভব। দোয়া করবেন সবাই সবার জন্য কারণ এটাতো এখন বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পরেছে। উত্তর দিতে দেরী হলো বলে দুঃখিত আমি। শুভেচ্ছা রাত্রির।

১০| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৬

কাবিল বলেছেন: বেশি কিছু লিখলাম না। কম কথাই ভালো। সাবধানে থাকুন, ভালো থাকুন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

জুন বলেছেন: অনেক অনেক দিন পর আপনাকে দেখলাম শুধু আমার পোস্টেই নয়, ব্লগেও। আশাকরি ভালো আছেন। ভালো থাকুন আপনিও সবসময়।

১১| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৬

আসোয়াদ লোদি বলেছেন: এক সময় কলেরা, প্লেগ ভয়াবহ মহামারীতে পরিণত হয়েছিল। আজ সেগুলো মানুষের নিয়ন্ত্রনে। করোনা ভাইরাসও নিয়ন্ত্রণে এসে যাবে। সতর্ক থাকাই এখন জরুরী।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: মন্তব্যের উত্তর দিতে অনেক দেরি হয়ে গেল তার জন্য আন্তরিক দুঃখিত আমি আসোয়াদ লোদি। কত মানুষ মারা যাবার পর কলেরা প্লেগ যক্ষা ইত্যাদি অসুখ নিয়ন্ত্রণে এসেছে। এই ভাইরাসের ভ্যাক্সিন আবিষ্কার হতে হতেও হয়তো কত সাধারণ মানুষের মৃত্যু হবে কে জানে। আপনার মতই বলি "সতর্ক থাকাই জরুরি"।

১২| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

জুন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ ও শুভকামনা জানাই রাজীব নুর নিয়মিত আমার লেখায় থাকছেন বলে। উত্তর দিতে দেরী হলো বলে দুঃখিত আমি। ভালো থাকুন সবসময়।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একদিকে আনন্দের উল্লাস একদিকে মৃত্যুর বিভীশিখা। জীবন যে বহতামান তারই প্রমাণ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১

জুন বলেছেন: ঠিকই বলেছেন মোঃ মাইদুল সরকার। মৃত্যুর বিভীষিকাকে চাপা দিয়ে আনন্দ উল্লাসে ফেটে পরলেও তার ফাক গলে ভয় উঠে আসে ঠিকই। ভালো থাকুন সবসময়।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: প্রার্থনা করি যাতে সুস্থ্য থাকেন...
শুভকামনা আপু।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

জুন বলেছেন: অনেক অনেক দিন পর প্রান্ত! কেমন আছো কি করছো এখন? ইন্টারমিডিয়েট তো এরই মাঝে পাশ করার কথা তাই না?
তুমিও সাবধানে থেকো কারন ভাইরাস তো বোধহয় আমাদের দেশেও হাজির হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১২

ডঃ এম এ আলী বলেছেন:
উপরে মন্তব্যের ঘরে ছবি দিতে গিয়ে ভুল করে মন্তব্য প্রকাশ ঘরে ক্লিক করে ফেলি ।
যাহোক, এখানে এখন আবার লিখলাম । উপরের মন্তব্যটি মুছে দিবার জন্য অনুরোধ থাকল ।
------------------------------------------

চীনা রাশি অনুযায়ী ২০২০ সাল চীনে ইঁদুরের বছর। ২৫ শে জানুয়ারী, ২০২০ থেকে শুরু হওয়া চীনা নববর্ষের দিন হতে ২২ ফেব্রুয়ারী ২০২১ নব বর্ষের আগের দিন পর্যন্ত নাকি চীনে ইদুর বছর হিসাবে থাকবে ।

রাশিচক্রের ১২ বছরের চক্রের মধ্যে ইঁদুরটি নাকি প্রথম স্থান অধিকার করে ইদুর বছরের মর্যাদা পেয়েছে । জানতাম ইদুর হতে প্লেগ হয়, এখন কি সেখানে ইদুর হতে করোনা ভাইরাস ছড়াচ্ছে কিনা সন্দেহ জাগছে । কেন যে এই বছরটিকে ইদুর বছর হিসাবে তারা বেছে নিল আর জগতের সকলের জন্য ভোগন্তি ডেকে আনল তা ভাবতে গেলে কিছুটা অবাকই হতে হয় ।
আপনার কম্পিউটার/লেপটপে কাজ করতে কি কোন সমস্যা হচ্ছে । যদি সম্ভব হয় তাহলে আরো ছবি ও বিবরন দিয়ে পোষ্টটিকে আপডেট করার অনুরোধ থাকল । পোষ্টটি প্রিয়তে গেল ।

শুভেচ্ছা রইল

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর সাথে আন্তরিক একটি মন্তব্যের জন্য ডঃ এম এ আলী ভাই। ইদুর বর্ষ চাইনীজরা নিজে পছন্দ করেনি। আশাকরি বিষয়টি আপনি বিস্তারিত জানেন। তাদের ক্যালেন্ডার ১২টি পশুর নামে তৈরী যা চক্রাকারে ঘুরে ঘুরে আসে। গতবছর ছিল শুকর বর্ষ এর পরেরটি অর্থাৎ এ বছর হলো ইদুর বর্ষ। তারপর আসবে একে একে ষাড়, বাঘ, খরগোশ, ড্রাগন,সাপ, ঘোড়া, ভেড়া, বানর, মোরগ আর কুকুর বর্ষ।
ল্যাপটপ না আনায় খুবই সমস্যা হচ্ছে। একটা এক্সট্রা ল্যাপটপ আছে তবে নিজেরটা ছাড়া অন্যটায় কম্ফোর্ট ফিল করি না। সাথে আছেন তার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ আমাদের সবার জানের হেফাজত করুন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

জুন বলেছেন: সবাই সবার জন্য দোয়া করি মনিরা সুলতানা যেন আল্লাহ আমাদের হেফাজতে রাখেন।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: পরের দিন গুলো কেমন গেল, সেটা জানতে চাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫

জুন বলেছেন: আছি মোটামুটি তবে ভয়ে ভয়ে থাকা কি আর ভালো লাগে উদার ভাই বলেন? আজ প্রাতুনাম গিয়েছিলাম দরকারী একটা কাজে। যেই ইন্দ্র স্কয়ার লোকজন বিশেষ করে আমাদের উপমহাদেশের পর্যটকে গিজ গিজ করে আজ শুনশান। খারাপই লাগলো দোকানীদের ম্লান মুখ দেখে।
দোয়া করবেন যেন সহি সালামতে থাকি। আপনারাও ভালো থাকুন সবসময়।

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

খায়রুল আহসান বলেছেন: এতই কম বকবক করে চলে গেলেন? কেউ কি বলেছে আপনার বকবকানি শুনতে কখনো কারো খারাপ লেগেছে? বরং সবাই তো উল্টোটাই বলে। আহমেদ জী এস এবং করুণাধারা এর সাথে একমত, আমরা একটি পূর্ণাঙ্গ পোস্ট থেকে বঞ্চিত হ'লাম!
পাপ নিয়ে নিস্পাপরাই চিন্তা করে পাপীরা নয় - চমৎকার বলেছেন, একদম ঠিক কথা!
"ভিড়ভাট্টার মধ্যে যেও না আর বিশেষ করে চীনাদের কাছাকাছি না" - চীনারা তো এখন আমাদের রাজধানীতেও গিজগিজ করে। আল্লাহ মালুম, কী যে কখন হয়ে যায়!
যাই হোক, আপনারা সাবধানে থাকবেন। মাস্ক ইজ এ মাস্ট!
এখন কী অবস্থা, পারলে একটা আপডেট দিয়েন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৫

জুন বলেছেন: দোয়া করবেন যেন সুস্থ থাকি। আমার খবর নেবার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। প্রচন্ড বৃষ্টিপাতে আগুনের প্রকোপ কমে আসায় এখন একটু স্বস্তির সাথে ঘুরে ফিরে বেড়াতে পারছেন।
কবে ফিরবেন নিজ দেশে? নাকি সেখানেই বসতি করবেন? যাই হোক যেখানেই থাকুন ভালো থাকুন সেই প্রত্যাশায়। শুভকামনা রইলো।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি সুস্থ্য আছেন জেনে খুবই আনন্দিত হলাম।
খুবই দুঃখিত দেরিতে প্রতিউত্তর দেয়ায়। এর মাঝে একদিনও ব্লগে আসা হয়নি।
এই এপ্রিলে এইচএসসি দিবো। দোয়া রাখবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে নিয়মিত ব্লগিং করা হবে, ২০২১ থেকে।
এখন শুধু পাঠ্য বই পড়া আর হুটহাট মন্তব্য করা B-)
শুভকামনা আপু।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬

জুন বলেছেন: প্রান্ত আমারও ব্লগে আসা হয় কম তাই তোমার আন্তরিক মন্তব্যটি আমার চোখ এড়িয়ে ছিল। ২০২১ কোন অসুবিধা নেই। সবার আগে নিজের পড়াশোনা। ব্লগিং সারাজীবন করা যাবে কিন্ত ব্রেক অভ স্টাডি আমাদের জীবনে এক ভয়ংকর অভিশাপ। অনেক অনেক ভালো থেকো আর মন দিয়ে পড়ালেখা করো। শুভকামনা রইলো আর এইচ এস সির ফলাফল জানার অপেক্ষায় :)

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১১

খায়রুল আহসান বলেছেন: নাকি সেখানেই বসতি করবেন? - আমার সোনার বাংলা ছাড়া পৃথিবীর আর কোন দেশে বসতি গড়ার কোন ইচ্ছেও নেই, সে সাধ্যও নেই। সুতরাং, জননী জন্মভূমির কোলে মাথা রেখেই বাকী জীবনটা কাটাতে চাই।
আগামী মাসের শেষ সপ্তাহের দিকে দেশে ফেরার ইচ্ছে আছে। করোনা ভাইরাসের কারণে আগের নির্ধারিত ফ্লাইটটা বাতিল হবার কারণে দেশে ফেরা কিছুদিন বিলম্বিত হবে, হয়তো কিছুটা মাশুলও গুণতে হবে এর কারণে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন খায়রুল আহসান,
আমার দেশ আমার জন্মভূমি ছেড়ে আমি যতদিন বাইরে থাকিনা কেন আমার নাড়িপোতা থাকে এই ধুলি আর যানজটে পুর্ন বাংলাদেশের মাটিতেই। ফিরে আসুন তার আগে ছেলে বৌমার সান্নিধ্য যতটা উপভোগ করা যায়। ভালো থাকুন সবসময় এই প্রত্যাশা করি। সব রকম ভাইরাস থেকে মুক্ত থেকে ফিরে আসুন।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রিয় জুন আপু , চমৎকার আয়োজন!++
তবে চীনা নববর্ষের খানিকটা ইতিহাস জানলে আরো ভালো লাগতো।
করোনা ভাইরাসে থেকে রক্ষা পাক সবাই। শুভকামনা। ভালো থাকবেন আপনি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৫

জুন বলেছেন: চীনা নববর্ষের ইতিহাসটা জানাতে পারলে আমারও খুব ভালো লাগতো স্বপ্নবাজ সৌরভ। তবে চীনা নববর্ষে আমাদের ভাতিজার আগমন এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকুন পরিবারের সবাই।

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপু,
এই মুহূর্তে একটা ভূল করে ফেলেছি। গত কয়েকদিন থেকে সামনে একটা সমস্যায় পড়েছি; প্রতিমন্তব্য দেওয়ার সবুজ বাটন আসছে না। আমি আপনার কমেন্টে লাইক করতে গিয়ে দেখি ডিলিট হয়ে গেছে। স্যরি আপু। অনিচ্ছাকৃত মূলের জন্য ক্ষমাপ্রার্থী। আপনাকে আর একবার কমেন্ট করতে অনুরোধ করছি, প্লিজ। সবুজ বাটন না আসা পর্যন্ত আর কিছু করবো না।

শুভেচ্ছা নিয়েন।

০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭

জুন বলেছেন: এমন ভুল আমারও দু একবার হয়েছে পদাতিক। আপনার পোস্টে আরেকবার মন্তব্য করার প্রস্তুতি নিতেই দেখি আপনি আমার হারিয়ে যাওয়া মন্তব্য ফিরিয়ে আনতে পেরেছেন। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো :)

২৩| ০১ লা মার্চ, ২০২০ রাত ১০:০৪

মলাসইলমুইনা বলেছেন: জুন,
আহমেদ জি এস ভাইয়ের মন্তব্যের সাথে সহমত হয়ে আমি আর কিছু বললাম না ।
করোনা ভাইরাসের উৎসের আসে পাশেই থাকেন দেখে এই ঝামেলা শুরু হবার পর থেকেই আপনাদের কথা অনেকেই মনে হয় ।
ভালো আছেন আশাকরি ।ভালো থাকুন করোনা জয়ী হয়ে সব সময় সেই কামনা ।

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৮

জুন বলেছেন: মলাসইলমুনা,
আপনার মত আমারও যে আসতে কিছুটা দেরী হয়ে গেল যে?
এখন আর উৎসের পাশে থাকা না থাকা? সারা দুনিয়ায় ছড়িয়ে পরলো যে। বড়ই দুঃশ্চিন্তা হচ্ছে। আল্লাহ জানে কি হবে। তবুও সবার জন্য আমাদের দোয়া থাকলো যেন সবাই নিরাপদে থাকে। আপনিও ভালো থাকুন, শুভকামনা রইলো অনেক।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২৪| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

ভুয়া মফিজ বলেছেন: আপনের তো দেহি লেটেস্ট কোন পোষ্টই নাই। এইডা অবশ্য মিস করছি, দেখি নাইক্কা।

করোনা লয়া আর কি কমু। এইটা নিয়া আমার অতো টেনশান নাই। এতে কয়জনই আর মরবো! এর থিকাও বড় সমস্যা আমাগো দ্যাশে আছে। সেইদিকেই নজর দেয় না.......তুলনায় এইডা তো ডাইল-ভাত!! :P

আপনে টেনশান নিয়েন না। দ্যাশে যাইতাছেন, সাবধানে থাকলেই হইবো। মুখোশ ছাড়া বাইর হইবেন না। বাইর থিকা ফিরাই ভালো কইরা হাত ধুইবেন। ব্যাস, কেল্লা ফতে!!! :)

১৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৬

জুন বলেছেন: লেটেস্ট পোস্ট দিয়া কি হবে যদি সব পোস্টেই দাওয়াত দিয়া আনতে হয় :(
তারপর ভুয়া এখনো কি করোনা ভাইরাসকে ডাইল ভাত মনে হইতেছে!!
মনে হয় না।
মুখোশ পড়েই আছি। করোনা না থাকলেও দেশে যেই ধুলা বালি তা আর কহতব্য নয়।
আপনিও ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। শুভকামনা রইলো অনেক।

২৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৭

সড়কযোদ্ধা বলেছেন: সড়কে অবাধ হত্যাকাণ্ড, প্রতিদিন গড়ে ৬৪ তাজা প্রান নিচ্ছে সড়ক ঘাতকরা কিন্তু একজন ঘাতককেও ধরা হয় না - কারন সরকে হত্যাকাণ্ডের শিকার সাধারন মানুষ - আর করোনা টিকা পেতে সেরামকে অগ্রিম ১২কোটি ডলার! ধনী বাচানোর আদিখ্যেতা দেখে বাচিঁনা

৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮

জুন বলেছেন: করোনা টিকা কি গরীবদের দেওয়া হবে না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.