নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাকিটুকু পড়ুনে চাপ দিতে গিয়ে মুছে ফেলুনে চাপ। পোস্ট ডিলিট।
এখন কি এটা আর উদ্ধারের আশা আছে??
১২ ই জুন, ২০২০ দুপুর ২:১২
জুন বলেছেন:
২| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:১০
অপু তানভীর বলেছেন: মুছে দিলে ড্রাফট থেকে গায়েব হয়ে যায় । তবে অটোড্রাফটে থাকলে থাকতে পারে । সেখানে না থাকলে আর কোন উপায় নাই । আর কোন উপায় নেই ।
১২ ই জুন, ২০২০ দুপুর ২:১২
জুন বলেছেন:
৩| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:১৮
ভুয়া মফিজ বলেছেন: সময়ের কাম সময়ে না করলে এমনই হয়। এহনে আর কাইন্দা লাভ কি?
১২ ই জুন, ২০২০ বিকাল ৩:১৮
জুন বলেছেন:
৪| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:১৬
শায়মা বলেছেন: আপু অটোড্রাফ্টে পুরাটা পাওয়া যাবেনা মনে হয়। তুমি মেইল করো। ইনশা্ল্লাহ দেরীতে হলেও পোস্ট ফিরে পাবে। এই কাজ আমি কয়েকবার করেছি। তারপর জ্বালিয়ে মেরেছি তাদেরকে । ৭ দিনের মাঝেই ফিরে পেয়েছি। তুমিও পাবে নিশ্চয়ই!
১২ ই জুন, ২০২০ বিকাল ৩:২১
জুন বলেছেন: শায়মা মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। কিন্ত কথা হলো মেইল করলে কি মন্তব্যসহ ফিরে পাওয়া যাবে নাকি মন্তব্য ছাড়া? এটা একটু জানালে ভালো হয় শায়মা।
৫| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: আজ কি আপনার জন্মদিন?
শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন।
আজ ব্লগার ঠাকুরমাহমুদ এরও জন্মদিন।
১২ ই জুন, ২০২০ বিকাল ৩:২৩
জুন বলেছেন: জী রাজীব নুর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৯
ওমেরা বলেছেন: শায়মা আপু তো বলেই দিয়েছেন আমি আর কি বলবো ।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপু ।
১২ ই জুন, ২০২০ বিকাল ৫:২৭
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ওমেরা
৭| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৪
ইব্রাহীম আই কে বলেছেন: [sb[অন্য কোথাও নোট করা নেই?
আমি তো সকল লেখা আগে কিপ নোট এ লেখি তারপর এখানে পেস্ট করে পোস্ট
১২ ই জুন, ২০২০ বিকাল ৫:২৭
জুন বলেছেন: না ভাই পোস্ট দু লাইনের কিন্ত মন্তব্যগুলো গুরুত্বপূর্ণ।
৮| ১২ ই জুন, ২০২০ বিকাল ৪:০৯
জাফরুল মবীন বলেছেন:
১২ ই জুন, ২০২০ বিকাল ৫:২৮
জুন বলেছেন: শুভকামনা জানালেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে জাফরুল মবীন
৯| ১২ ই জুন, ২০২০ বিকাল ৪:৫০
শায়মা বলেছেন: হ্যাঁ মন্তব্যসহই পাবে!!!
হ্যাপী বার্থডে!!!!
১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৩১
জুন বলেছেন: Thank u for birthday wish sayma
১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৩
জুন বলেছেন: উপরে সহযোগিতা ক্লিক করে সমস্যা লিখেছি বাট ক্যাপচা কাজ করছেনা বলে সেন্ড হচ্ছে না
১০| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা, ভালো ঠাকুন।
১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৩২
জুন বলেছেন: আপনিও অনেক অনেক ভালো থাকুন চাদগাজী। শুভেচছার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১১| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৮
শায়মা বলেছেন: মেইল করো।কাভাভাইয়াকেও জানাতে পারো।
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৫০
জুন বলেছেন: কাল অবশ্যই মেইল করবো তার আগে ব্লগে তার সাথে যোগাযোগ করেছি। ১০ বছরের পুরানা আমি, চিনতে পারবে কি না এই নিয়ে মহা চিন্তায় আছি শায়মা
সাহায্যের জন্য তোমার এই আন্তরিক প্রচেষ্টায় আমি সত্যি অনেক অনেক খুশী হয়েছি। অনেক ধন্যবাদ তোমাকে।
১২| ১২ ই জুন, ২০২০ রাত ৯:০৩
মিরোরডডল বলেছেন: শুভ জন্মদিন জুনাপু
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৫১
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিররডল সাথে এত সুন্দর একটি ভিডিওর জন্য
ভালো থাকুন সবসময়।
১৩| ১২ ই জুন, ২০২০ রাত ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে আছে আমার বিবাহ বার্ষিকী মানেই আপনার জন্মদিন। মেয়েদের কততম জন্মদিন সেটা বলতে মানা। আমার কিন্তু ২৩তম বিবাহ বার্ষিকী এটা, মানে দুই যুগে পদার্পন করলাম.........শুভ জন্মদিন আপু।
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৪
জুন বলেছেন: আপনাকে ও ভাবীকে জানাই বিবাহ-বার্ষিকীর শুভেচ্ছা সাদা মনের মানুষ। এমন সাদা মন নিয়ে আরো বহু যুগ যুগ বিবাহ বার্ষিকী পালন করতে যেন পারেন সেই দুয়া রইলো। আপনার নাতির খবর কি? আশাকরি দাদা দাদীর আদরে ভালো আছে।
১৪| ১২ ই জুন, ২০২০ রাত ৯:৫০
মা.হাসান বলেছেন:
আঠারোতম জন্মদিনের শুভেচ্ছা।
১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৩
জুন বলেছেন: কার্ডাটা তো পাঠাইছেন চমৎকার কিন্ত হিসাবে একটু গন্ডগোল আছে মা হাসান। দাড়ান আপ্নেরে একটা নমুনা পাঠাই
১৫| ১২ ই জুন, ২০২০ রাত ৯:৫৮
নেওয়াজ আলি বলেছেন: happy birthday
১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৫
জুন বলেছেন: অশেষ ধন্যবাদ নেওয়াজ আলি। সত্যি অসাধারণ ফুল বেলি সৌন্দর্যে আর ঘ্রানে। ভালো থাকবেন সবসময় এই প্রত্যাশা রইলো।
১৬| ১২ ই জুন, ২০২০ রাত ১০:০২
ব্লগার_প্রান্ত বলেছেন: শুভ জন্মদিন আপু।
May Allah bless you with all of his Wisdom.
১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
জুন বলেছেন: শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ প্রান্ত। লকডাউনে কি অবস্থা? ভর্তি তো বন্ধ নাকি? বাসার সবাইকে নিয়ে আশাকরি ভালো আছো। নিরাপদে থেকো। শুভকামনা রইলো।
১৭| ১২ ই জুন, ২০২০ রাত ১০:২৩
মা.হাসান বলেছেন: বিচলিত হইবেন ন সামুর সার্ভারে সব জমা থাকে । কিছুই হারাইবে না।
সাময়িক ভাবে খোয়া যাওয়া জিনিস ফেরত পাইতে আপাতত কিরপিন কে একশত টাকা বিকাশ কোরিয়া পাঠাইতে পারেন। আমি বিভিন্ন যজ্ঞ কোরিয়া চেষ্টা করিয়া দেখিতে পারি । তবে বিফলে মূল্য ফেরতের গ্যারান্টি নাই ।
আপনি যদি কিরপিন এর চাইতেও বড় কিরপিন হন এবং একশত টাকা খরচ করিতে না চান তবে এই ঠিকানায় ইমেইল করু্নঃ
[email protected]
[email protected]
সমস্যার সমাধান সহ যদি দুই দিনের মধ্যে জবাব না পান তবে তৃতীয় দিন রিমাইন্ডার দিন। রিমাইন্ডার দুইদিনের মধ্যে কোন উত্তর না আসিলে সরাসরি জাহিদ ভাইকে হুমকি দিয়া মেইল করুন যে সমস্যার সমাধান না করা হইলে আপনি মিসেস মডুর ফেসবুকে দুলাভাইয়ের বাসন মাজা- ঘর ঝাড়ু দেওয়া- ঘর মোছা - সব্জি কাটা এবং কাপড় ধোয়ার ছবি পাঠাইয়া দিবেন। অবশ্যই কাজ হইয়া যাইবে।
১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
জুন বলেছেন: বিচলিত হই নাই মা হাসান, খালি একটু চিন্তা এই আরকি আমি কাভাকে এই ব্লগেই তার একটি পোস্টে দৃষ্টি আকর্ষণ করেছি। সে উত্তরও দিয়েছে। দেখা যাক কাল কি হয়। মেইল আইডি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার এত সহযোগিতায় আমি সত্যি আপ্লুত।
সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়ায় কিরপিনকে মেলা ধন্যবাদ। যদি আমি ফেল্টুস হই তখন কিরপিনকে অবশ্য খোজ খবর করা হবে এই আশ্বাস দিতেছি
১৮| ১৩ ই জুন, ২০২০ ভোর ৬:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: মা.হাসান ভাইয়ের ১৭নম্বর কমেন্টে আশাকরি আপু আপনার মুশকিল আসান হয়ে যাবে। সঙ্গে শুভজন্ম দিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু আপনাকে।
১৭ ই জুন, ২০২০ রাত ৮:১৭
জুন বলেছেন: এখনো সমাধান হয় নি। আজও কাভার পোস্টে বলে আসলাম। না হলে আর কিছু করার নেই পদাতিক চৌধুরী
ভালো থাকুন আর সাবধানে থাকবেন সপরিবারে।
১৯| ১৩ ই জুন, ২০২০ সকাল ৭:০৭
বিজন রয় বলেছেন: আপা ভাল আছেন নিশ্চয়ই।
আশাকরি অচিরেই আপনার সমস্যার সমাধান হবে।
শুভকামনা রইল।
১৭ ই জুন, ২০২০ রাত ৮:১৯
জুন বলেছেন: শুভকামনা আপনার জন্যও বিজন রয়। ভালো থাকুন সবসময়।
২০| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:২৩
মনিরা সুলতানা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপু !
১৭ ই জুন, ২০২০ রাত ৮:২০
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা মনিরা সুলতানা। অত্যন্ত আপনজনকে কোভিড ১৯ এ হারিয়ে অত্যন্ত মর্মাহত আমি। শুভেচছার দিতে দেরীর জন্য আন্তরিক দুঃখিত।
২১| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: অক্টোবরের ১০ তারিখ আমার জন্মদিন। মনে রাইখেন। ভুলে গেলে আমি মাইন্ড খাবো। কান্না করবো।
১৭ ই জুন, ২০২০ রাত ৮:২১
জুন বলেছেন: না না ভুলবো না রাজীব নুর। অবশ্য ততদিন যদি আল্লাহ হায়াত দেয়। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময়।
২২| ১৩ ই জুন, ২০২০ দুপুর ২:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মধুমিলনের মধু মাস
বলে সে কথা রোমান ইতিহাস
দেবতাদের রাণী জুনো
সেই স্মৃতি ভরে নাম “জুন” মাস জেনো
দেবতাদের রানী নামে এই নাম
বলতেই হয় রাণী - লহ তবে প্রণাম
শুভ জন্মদিনে শুভেচ্ছা অফুরান
যুগ যুগ জিও সকলেই কামনা অনুক্ষন।।
শায়মাপুর টিপস আর মা হাসান ভাইয়ের অব্যার্থ টোটকার পর আর চিন্তা নাইক্যা
সো এনজয় ইউর বার্থ ডে
১৭ ই জুন, ২০২০ রাত ৮:২৪
জুন বলেছেন: এই করোনাকালে আর কি এনজয় সাথে অত্যন্ত আপনজনের মৃত্যু সবকিছু এলোমেলো করে দিয়ে গেলো ভৃগু। দোয়া করবেন সবাই সবার জন্য যেন খুব শীঘ্রই এই বিপদ কাটিয়ে উঠতে পারি সবাই।
২৩| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৫
শায়মা বলেছেন: চিনতে না পারলে আমাকে বলো। আমি অবশ্যই চিনায় দেবো মানে চিনিয়েই ছাড়বো!!
অনেক অনেক ভালোবাসা আপুনি!!!
১৭ ই জুন, ২০২০ রাত ৮:২৫
জুন বলেছেন: তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা শায়মা। ভালো থেকো অনেক অনেক।
২৪| ১৩ ই জুন, ২০২০ রাত ৮:০১
ব্লগার_প্রান্ত বলেছেন: খবর নেয়ার জন্য ধন্যবাদ আপু। প্রচন্ড ব্যস্ত সময় পার করছি, পড়াশোনা, একটি সামান্য স্টার্টআপ, প্রোগ্রামিং এগুলোতেই সময় বেশ ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ..।
আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া এবং শুভকামনা রইলো। ভালো থাকবেন সতত।
১৭ ই জুন, ২০২০ রাত ৮:২৫
জুন বলেছেন: তুমিও ভালো থেকো প্রান্ত।
২৫| ১৪ ই জুন, ২০২০ সকাল ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: সমস্যাটির সমাধান হয়েছে কি?
১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:২৬
জুন বলেছেন: খায়রুল আহসান অনেক অনেক দুঃখের সাথে জানাচ্ছি এই ১৩ই জুন রাত ৩.১৫ মিনিটে আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার ছোট জা অনেক অল্প বয়সে কোভিড ১৯ শে দুনিয়া ছেড়ে চলে গেলো। দুটো ছেলে মেয়ে আর স্বামীকে রেখে। দোয়া করবেন আমার জায়ের জন্য আমাদের জন্য। আপনার দুঃখজনক ঘটনাটিও পড়েছি কিন্ত কিছু বলার মত মন নেই আমার।
২৬| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৬
মা.হাসান বলেছেন: মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত পরশু আমার আপন চাচাতো বোনের স্বামী, আমার দুলাভাই কোভিড উপসর্গ নিয়ে মারা গেলেন। সপ্তাহ দুয়েক আগে আমার আর এক চাচাতো বোনের মেয়ে মারা গেছেন।
আপনার এবং জনাব খায়রুল হাসান সাহেবের পরিবারের জন্য আন্তরিক সমবেদনা। আল্লাহ আপনাদের শোক সহ্য করার ক্ষমতা দান করুন। মৃতদের সমস্ত গোনাহ মাফ করুন।
১৭ ই জুন, ২০২০ রাত ৮:২৭
জুন বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ মা হাসান। মনে হলেই বুকের ভেতরটা মুচড়ে উঠে। ভুলে থাকতে চাই পারি না। আপনিও সাবধানে থাকবেন।
২৭| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: https://webcache.googleusercontent.com/search?q=cache:QBmz7oTZxQEJ:https://m.somewhereinblog.net/mobile/blog/June/30299282+&cd=3&hl=en
এটার PDF বানিয়েছি। সো, লিংকটি কাজ না করলে আমাকে বললেই PDF টা দিয়ে দিবো।
১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৪০
জুন বলেছেন: কি জিনিস আর্কিও কি দিছেন??
২৮| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: ব্যস্ত থাকার কারনে ঠিকমতো গুগল করতে পারিনি। এখন পেয়ে গেলাম। এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, সেটা ড্রাফট করেছি।
১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৪১
জুন বলেছেন: আমি আপনার মন্তব্যের কিছুই বুঝতে পারছি না আর্কিও
২৯| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: তোমার হারানো পোস্টের লিংক ওটা
১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৬
জুন বলেছেন: তাই নাকি ! কেমনে উদ্ধার করলেন বলেন তো? কিভাবে ঐটাকে আমি ব্লগে আনবো এখন??
৩০| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন: * আর্কাইভড লিংক
১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৭
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কিন্ত কাভারে বলছি সে বল্লো খোজ নিবে শিগগিরই। তুমি কি কাভা???
৩১| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: গুগল থেকে আনলাম। ব্লগে আনার কোনো ওয়ে নাই। ওটা ব্লগ কতৃপক্ষ আনতে পারবে। খুব করে খুঁজছিলে বলে পোস্টটা খুঁজে দিলাম। ওখান থেকেই পড়তে হবে। দরকার হলে PDF নিয়ো।
এটা এত করে খোঁজার কারনটা জানতে পারি??
১৮ ই জুন, ২০২০ বিকাল ৪:০০
জুন বলেছেন: সবার মন্তব্যগুলোর জন্য আর কিচ্ছু না। নইলে কত সমৃদ্ধ লেখা (আমার মতে) সমেত পোস্ট আমি নিজে ডেল করেছি মন্তব্য সহ। হটাৎ ভুলে হয়েছে তাই এত খোজাখুজি। অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমি ধরতে পারছি না আপনার পরিচয়। এই ব্যাপারে আমাকে একেবারেই নাদান বলতে পারেন
৩২| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: হায় হায় আমি কাভা হবো কোন দুঃখে! এতোদিনেও চিনলে না আমাকে
কাভার পোস্টে তোমার কমেন্ট দেখে গুগলে পেয়ে গেলাম। এক্ষেত্রে আমি শুধু গুগলে এডভান্সড সার্চিং করেছি ।
১৮ ই জুন, ২০২০ বিকাল ৪:০১
জুন বলেছেন: তুমি সুরঞ্জনা তাই না??
৩৩| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৪:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: না।
১৮ ই জুন, ২০২০ বিকাল ৪:২৬
জুন বলেছেন: নিজে বলো তো কে তুমি
৩৪| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি আর্কিওপটেরিক্স। এই সুরঞ্জনা টা কে??
যাইহোক, এই পোস্টের সবগুলো কমেন্ট পড়লাম। তোমার এবং খায়রুল আহসানের পরিবারের জন্য সমবেদনা রইলো। আমরা যে অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে সবাই অনিরাপদ। ভালো থাকো, নিরাপদ থাকো।
তোমার মানসিক অবস্থা বুঝতে পারছি। তাই এমন ভুল হতে পারে।
১৮ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৮
জুন বলেছেন:
৩৫| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
চিন্তার কোন কারণ নাই ।
শুনেছেন নিশ্চয়ই গানে আছে বলা-
যদি কাগজে লেখো নাম কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।
পোষ্টে লেখা কথাগুলি হৃদয়েতো রয়েই গেছে
টেনে তুলে ঢেলে দিন এখানে।
আর তেমন না হলে ভুলে ভুলে যাওয়ায়ই ভাল।
এরপর হতে লেখাকে প্রথমে ড্রাফটে নিতে
ভুলবেন না যেন ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
জুন বলেছেন: অনেক অনেক প্রিয় গান ডঃ এম এ আলী ভাই। হারানো পোস্টটা কিন্ত ছোট্ট দু লাইনের ব্লগার সুমন করের ব্লগে অনুপস্থিতি নিয়ে। কিন্ত সেখানে স্বয়ং সুমন কর ও অন্যান্য সহ ব্লগারদের মন্তব্য প্রতি মন্তব্যগুলো মিস করছি।
আপনার জন্যও এমন একটা পোস্ট দেয়ার আগেই ফিরে এসেছেন দেখে খুব ভালো লাগলো। এই দুর্দিনে কাউকে কিছু দিন না দেখলেই ভয় হয়।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৩৬| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি কিন্তু এখনো বেঁচে আছি। আমাকে কেউ হাই হ্যালো করে না।
২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
জুন বলেছেন: আহা হেনা ভাই কি বলেন আলাই বালাই। আমাদের নয়নতারার নানু ভাই আপনি। আসলে এই কোভিডে মাথা ঠিক নাই। যখন আসি দুমদাম মন্তব্য করে চলে যাই। নিজে একটা পোস্ট দিবো সেই মন মানসিকতা নেই। ভালো আছেন তো সবাইকে নিয়ে? সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন।
৩৭| ২৬ শে জুন, ২০২০ সকাল ১১:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগার সুরঞ্জনা বোধহয় আমার ফেসবুকে যুক্ত আছেন।
আচ্ছা জুন সা__ টা কে
২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:০৬
জুন বলেছেন: ব্লগে জুন তো আমি কিন্ত আপনি কাকে মিন করছেন বুঝলাম না আর্কিও। আসলে এই সব গেস করা বুঝতে একটু কষ্টই হয়। আপনি যে কে তাও আমি জানি না
৩৮| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:১২
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগে ঘুরে আসতে পারো
আসলে জুন সারাহ নামে একজন আমাকে ফেসবুকে নক করেছিলো। সে আমায় বলেছিলো, "আমি জুন "। এককারনেই বললাম
২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:৫০
জুন বলেছেন: ঘুরে এসেছি আর্কিও। আমার কোন ফেবু আইডি নাই
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ জন্মদিন
ড্রাফট এবং অটোড্রাফ্ট দেখো। না হলে ব্লগ কতৃপক্ষকে মেইল করো।