নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারান্দায় লাল আগুন ছড়িয়ে থাকা ক্রীসমাস ট্রি
অনেক দিন পর মনে হলো একটা ছবি ব্লগ দেই শুধুই ছবি আর কিছু লেখালেখি নয়। এখানে লিখছি হাবিজাবি যেন আমার ব্লগ প্রথম পাতার সবটা জুড়ে না থাকে। সেই সাথে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা
নাম না জানা এক সিজন ফ্লাওয়ার
গোলাপের মত তবে গোলাপ নয় অসাধারণ এই সুন্দর ফুলটি তার রংগে আর রূপে অপরূপ তাঁর লাল লাল শীত ফুল
মধ্য দুপুরে পুকুরে হাসের জলকেলি
কি গো নিঝুম দুপুরে ডুবে ডুবে জল খাচ্ছো নাকি!
হাসেদের জলকেলি
ঈদ বিকেলে ডেকে ডেকে হয়রান এক কাক পেছনে কংকৃটের জঙ্গল ছাদের আলসেতে বসা এক নাগরিক পাখি নাম তাঁর কাক
সেও কাক
আরও একটু উচুতে উঠে বসেছেন উনি
সাঝের আলোয় বজ্রকাঠির মাথায় দোয়েল পাখিটি যেন দোল খাচ্ছে
সন্ধ্যায় ঘুর ঘুর শেষে একটু বিশ্রাম আমার কাঠঠোকরা যুগলের
ছবি আমার তোলা আমার মোবাইলে। ক্যাপশন ও আমার লেখা।
০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
জুন বলেছেন: অনেক অনেক দিন পর আপনাকে দেখে খুব ভালো লাগলো। পুরনো মানুষ দেখলে অনেক ভালো লাগে। নিয়মিত থাকবেন সেই প্রত্যাশা রইলো। পোস্টে মন্তব্য আর ভালোলাগা দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২| ০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:৪০
বিজন রয় বলেছেন: আপা ছবি দেখলাম।
বাংলার প্রকৃতি হৃদয়ে আনে অন্যরকম সুখের অনুভূতি! তার অপরূপ রূপ আপনি এখানে তুলে দিলেন।
অনেক ভাল লাগল।
আপা, আমিও অনেক দিন পর গত পরশু থেকে ব্লগে কিছুটা সময় দিচ্ছি। চেষ্টা থাকবে এখানে একটু-আধটু সময় দেওয়ার।
আমারো আপনাদের মতো পুরানো সিনিয়রদের দেখলে অনেক ভাল লাগে।
অনেক অনেক শুভকামনা।
০৩ রা মে, ২০২২ রাত ৮:৪৬
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরেকবার এসেছেন বলে বিজন রয় । এখন থেকে ব্লগে সময় দিবেন কিছুটা সময় করে এই আশা রাখছি । ভালো থাকুন সব সময় আর সাথেই থাকুন ।
৩| ০৩ রা মে, ২০২২ রাত ৮:১১
আহমেদ জী এস বলেছেন: জুন,
হায় আল্লাহ! ব্লগ খুলেই এ কেমন ছবি ব্লগের পাল্লায় পড়লুম ?
শীত গেছে সেই কবে! দাবদাহে দেশ কেঁপেছে এই গতকালও, আজ না হয় একটু ঠান্ডা। আর আপনি কিনা শীতের শেষ প্রহরের ফুল নিয়ে এলেন! আরো ঠান্ডা লাগাতে ?
ঈদ বিকেলে মানুষ ছবি দেবে, কোর্মা-পোলাও, ফিরনী-জর্দ্দা খাওয়া শেষে ডাইনিং টেবিলে ছড়ানো প্লেট আর কার্টলারীজের!
আর আপনি বেরসিকার মতো ছবি দিলেন "কাউয়া"র আর হাসের !
আমাদের জল না কি ঘোল, কোনটা খাওয়ালেন কে জানে !
তবে আমার তো মনে হয়, ঈদ বিকেলে ডেকে ডেকে কাকটি ক্লান্ত হয়নি বরং মনে হচ্ছে কাকটি ঘাড় ফিরিয়ে দেখছে, ঈদের কোর্মা-পোলাও, ফিরনী-জর্দ্দার উচ্ছিষ্ট কিছু পাওয়া যায় কিনা আপনার বাসার কোথাও.......
০৩ রা মে, ২০২২ রাত ৯:১১
জুন বলেছেন: আর আপনি কিনা শীতের শেষ প্রহরের ফুল নিয়ে এলেন! আরো ঠান্ডা লাগাতে ? B:-) কি বলেন এই ফুল এখনো আমার বারান্দায় ফুটে আছে এই বৈশাখের দাবদাহে
কোর্মা পোলাওর ছবি দেবে শায়মা তাই আমি আর ওদিকটায় গেলাম না আহমেদ জী এস আমি আমার ফুল পাখি লতা পাতা নিয়েই আসলাম ঈদ রাত্তিরে কাউয়ার যে কি সৌন্দর্য্য সেটা বিখ্যাত শিল্পী জয়নুল আবেদীনই তাঁর চিত্রকর্মে দেখিয়্বে গেছেন । কাককে এত অচ্ছ্যুত ভাব্বেন না হু হু ।
আমি পাখিদের ফ্রেশ খাবার দেই বুঝেছেন কখনো কোন উচ্ছিষ্ট খাবার দেই না , ওরা আমার গেস্ট
পোস্টটি খুটিয়ে খুটিয়ে দেখেছেন যা আপনার বৈশিষ্ট তাঁর সাথে ভীষন মজার একটি মন্তব্য যা নীচে মিররড্ডল ও বলে গেছে তাঁর জন্য অজস্র ধন্যবাদ সাথে ঈদের শুভেচ্ছা ।
৪| ০৩ রা মে, ২০২২ রাত ৮:৫৫
মিরোরডডল বলেছেন:
জুনাপু, ছবির ফুলগুলো অনেক মিষ্টি । শেষের ছবিটা কি ঝুমকো জবা ?
আহা ! নিঃসঙ্গ কাকটার জন্য মায়া লাগছে ।
০৩ রা মে, ২০২২ রাত ৯:১৬
জুন বলেছেন:
জুনাপু, ছবির ফুলগুলো অনেক মিষ্টি । শেষের ছবিটা কি ঝুমকো জবা
ফুলতো সব সময় মিষ্টিই হয় মিররডডল , কখনো কি তিতা ফুল দেখেছেন জীবনে
হা হা হা ফুলের মতই আপনিও এক মিষ্টি মেয়ে বইকি আমার তো তাই মনে হয় আপনার লেখা পড়ে
শেষের ছবিটা ঝুমকো না , ঐ ফুলটা হলো এই ফুলদের ক্লোজাপ ----
কাকটার জন্য আমারও মায়া লাগে তাই যখনই ছাদে যাই ওর জন্য কিছু খাবার নীয়ে যাই মুঠো করে ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও যাই যাই করে যাওয়া ঈদের শুভেচ্ছা
৫| ০৩ রা মে, ২০২২ রাত ৮:৫৮
মিরোরডডল বলেছেন:
ঈদ বিকেলে মানুষ ছবি দেবে, কোর্মা-পোলাও, ফিরনী-জর্দ্দা খাওয়া শেষে ডাইনিং টেবিলে ছড়ানো প্লেট আর কার্টলারীজের!
আর আপনি বেরসিকার মতো ছবি দিলেন "কাউয়া"র আর হাসের !
জী এসের কমেন্টগুলো এতো মজার হয়
০৩ রা মে, ২০২২ রাত ৯:১৮
জুন বলেছেন: জী এসের কমেন্টগুলো এতো মজার হয়
জী আপনি ঠিকই বলেছেন ওনার মন্তব্যগুলো ওনেক সুচিন্তিত সাথে দুষ্ট মিষ্টিও হয় বৈকি
৬| ০৩ রা মে, ২০২২ রাত ৯:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: ঈদ মোবারক
সুন্দর সব ছবি, তবে আকারে ছোট আর কিছুটা ঝাপসা হয়েছে।
ক্রীসমাস ট্রি যেটাকে বলেছেন সেটাতো ক্রীসমাস ট্রি নয়!
০৩ রা মে, ২০২২ রাত ৯:২৪
জুন বলেছেন: ঈদ মোবারক মরুভূমির জলদস্যু । ছবিগুলো ইচ্ছে করেই এই সাইজ দিয়েছি ইমগুরে যেতে ইচ্ছে করলো না । যাকে বলে অলসতা ঝাপসা দেখছেন মনে হয় হাস ছাড়া অন্য পাখিগুলোকে। আসলে ওগুলো আমি ভর সন্ধ্যেয় তুলেছি ছাদে তারপর ঘরে এসেই মোবাইল টিপে টিপে ব্লগ লিখেছি ।
ক্রীসমাস ট্রি যেটাকে বলেছেন সেটাতো ক্রীসমাস ট্রি নয়! আপনি নেটে সার্চ দিয়ে দেখেন ক্রীসমাস প্ল্যান্ট লিখবেন এটা এই নামেই আসবে যা আমি দিয়েছি । নার্সারিতে এই নামেই বিক্রি করছে । থাইল্যান্ডের বিভিন্ন হোটেল মলের সামনে ক্রিসমাস ট্রি এর গোড়ায় এগুলো টবে সাজিয়ে রাখে ।
৭| ০৩ রা মে, ২০২২ রাত ৯:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক
০৪ ঠা মে, ২০২২ সকাল ১০:১১
জুন বলেছেন: ঈদ মুবারক ভৃগু তা আমার ছবি ব্লগ নীয়ে কিছু কইলেন্না যে
ভালো আছেন তো ? অনেকদিন পর আপনাকে ব্লগে সচল দেখছি কি না তাই
মন্তব্যের জন্য ধন্যবাদ রাশি রাশি
৮| ০৩ রা মে, ২০২২ রাত ৯:০৮
সোনাগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা
০৪ ঠা মে, ২০২২ রাত ৮:৩৩
জুন বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা
৯| ০৩ রা মে, ২০২২ রাত ১১:৩৯
মুক্তা নীল বলেছেন:
জুন আপা ,
আজ সকালবেলা যখন খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো তখন আমার বারান্দার গ্রিলে কিছু পাখি এসে কিচিরমিচির করছিলো । আমি একবার ভেবেছিলাম ছবি তুলে রাখি এবং আপনার কথা খুব মনে হচ্ছিলো ।
আর অবাক হলাম আজকেই আপনার এ ধরনের একটি পোস্ট পেলাম , সত্যিই অবিশ্বাস্য লাগছে ।
ঈদ মোবারক ।
০৪ ঠা মে, ২০২২ রাত ৮:৩৭
জুন বলেছেন: কি অসাধারণ কো ইন্সিডেন্স মুক্তা নীল আমার কথা মনে করেছেন জেনে ভীষণ খুশী হোলাম। পাখিদের ছবি তুলে রাখলে ভালোই হতো। আজ সন্ধ্যায় টুকরো মেঘের আনাগোনা দেখতে দেখতে এই ছবিটি তুলেছি। আপনার জন্য দিলাম
১০| ০৪ ঠা মে, ২০২২ রাত ১২:৩০
প্রতিদিন বাংলা বলেছেন: ছবি ও লেখা বেশ।
গোলাপ নয়তো নাম কি !
০৪ ঠা মে, ২০২২ রাত ৮:৪২
জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে প্রতিদিন বাংলা। কাছ থেকে দিলাম ফুলটা দেখেন পুরোই গোলাপ কিন্ত পাতাগুলো অন্য রকম, এমনকি গাছটিও।
১১| ০৪ ঠা মে, ২০২২ রাত ২:২০
ঢুকিচেপা বলেছেন: আপনার ছবি দেখে একটা গল্প তৈরী হলো।
এক বাসা থেকে অন্য বাসার ফুলের বাগান দেখা যাচ্ছে। তারপর দুই রকমের ফুল দেখে মাথা ঘুরে পড়ে গেল। পড়লো কোথায় ? পানির মধ্যে। পানিতে পড়ার শব্দে একটা হাঁস পালাচ্ছে আর অন্য হাঁস খুঁজছে কি পড়েছে। ঘটনা কি ঘটলো জানার জন্য একটা কাক তাকিয়ে আছে অন্য কাক রেডি হয়ে আছে বিপদ বুঝলেই ......। এটা একটা বড় নিউজ হতে পারে ভেবে দোয়েল এ্যান্টেনা রেডি করে বসে আছে। যদি কিছু হয়েই যায় তাই ফুলও আছে শেষ বিদায়ের জন্য। কিন্তু না..............
অবশেষে দেখা গেল তাহারা সুখে শান্তিতেই আছে।
ঈদের শুভেচ্ছা রইল আপু।
০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৮
জুন বলেছেন: আপনার ছবি দেখে একটা গল্প তৈরী হলো। আর সেই গল্পটিও অসাধারন হলো ঢুকিচেপা। আমি যা লিখতে পারি নি তাই আপনি লিখেছেন প্রতিটি ছবি নিয়ে । বাহবা দিতেই হবে আপনার কথামালায় । অনেক অনেক শুভকামনা রইলো সাথে চলে যাওয়া ঈদের শুভেচ্ছা
১২| ০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবি ব্লগ। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আপু আপনাকে।
০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২০
জুন বলেছেন: ছাদ বাগানের ব্যাস্ততা রেখেও আমার উঠোনে এসেছেন বলে অশেষ ধন্যবাদ ও শুভকামনা পদাতিক । আশাকরি ভালো আছেন আর সুস্থ । এখন আর আপনার লেখা দেখতে পাই না । ব্লগটা যেন নেই হয়ে যাচ্ছে দিন দিন ।
১৩| ০৪ ঠা মে, ২০২২ রাত ৮:৫৫
ঢাবিয়ান বলেছেন:
ঈদ মোবারক আপু। অনেকদিন পর ফুলের ঝাপি নিয়ে এলেন । তবে ক্রিস্মাস ট্রি বলতে আমরা উপড়েরটাকে বুঝি।এখন মনে হচ্ছে আরো ভ্যরাইটি আছে।
০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
জুন বলেছেন: ঈদ মুবারক আপনার ও আপনার পরিবারের সবার জন্য ঢাবিয়ান যদিও চলে গেছে তারপরও ।
আপনি যেই ছবিটি দিয়েছেন এই ফার গাছের ডালকেই সারাজীবন ক্রিসমাস ট্রি জেনে এসেছি। কিন্ত বছর কয়েক আগে ক্রিসমাসের দুই দিন আগে আমাদের কন্ডোর রিসেপশনে এই আপনার ট্রি এর নীচে চারিদিকে ঘুরিয়ে আমার দেয়া নীচের ছবির লাল পাতাওয়ালা ছোট ছোট গাছগুলোকে সাজিয়ে রেখেছে । পরিচিত গাছ দেখে নাম জানার জন্য জিজ্ঞেস করলে ওরা জানালো ক্রিসমাস প্ল্যান্ট এর নাম । নীচের ছবিটি আমার তোলা ছাওপ্রায়া নদীর পাশে এক ছোট পার্কে ।
১৪| ০৪ ঠা মে, ২০২২ রাত ৯:৫০
শায়মা বলেছেন: ঈদ মুবারাক আপুনি!!!!!!!!!!
আমি একা কেনো কোরমা পোলাও দেবো!!!!!!!!!!
তুমিও দাও তুমিও দাও!!!!!!!!!
সব আপুরা খানা দেবে আর ভাইয়ারা ভাবীদের খানা ছবি দাও দাও দাও!!!!!!
০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৯
জুন বলেছেন: ঈদ মুবারক শায়মা । আমি তো মনে করি খানাপিনা সাজুগুজু পুরোটাই তোমার নামে পেটেন্ট করা । এ নিয়ে ব্লগে আর কেউ লিখলে আর ছবি দিলে তা তোমার মত অপরূপ হবে না এটা আমই গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে অমন সাজাতেই পারবে না
মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে , ভালো থেকো আর ঈদ খানাপিনা নীয়ে একটা পোস্ট দিও জলদি জলদি
১৫| ০৪ ঠা মে, ২০২২ রাত ৯:৫১
শায়মা বলেছেন:
আমার মত সাজুগুজু ছবি ব্লগও দিতে পারো
০৭ ই মে, ২০২২ রাত ৮:০৮
জুন বলেছেন: বাপ্রে এমন সাজুগুজু কি আর আমাকে মানাবে এ হলো যাকে বলে পরীর সাজ । তোমাকেই এমন সাজে মানায় বাপু দিব্যি বলছি
যাবো তোমার ব্লগে শিগগিরই । আসলে ব্লগে নিয়মিত আসাও হয় না আর প্রিয় পোস্টগুলো কোথা দিয়ে যে চলে যায়
১৬| ০৬ ই মে, ২০২২ সকাল ১১:০৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৫২
জুন বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
১৭| ০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০২
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!
দিয়েছি দিয়েছি!!
ঈদ সংখ্যা পোস্টু দিয়েছি আজকে অনেক কষ্ট করে টাইম ম্যানেজ করে !
০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৫৩
জুন বলেছেন: মন্তব্য করে এসেছি শায়মা সেই রাজকীয় খানাপিনার পোস্টে
১৮| ০৯ ই মে, ২০২২ বিকাল ৩:৪৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছবি, চমৎকার কথা!
কাকতালীয়ভাবেই বোধহয়, গত এক মাসে আমিও অনেক ফুল, লতা-পাতা, জলকেলীরত হাঁস, পরিশ্রান্ত কাঠ-ঠোকরা, এমন কি উদাসী একটি কাকেরও ছবি তুলেছি। কিন্তু আমার ছবিগুলো তো আর আপনাদেরগুলোর মত এত সুন্দর হয়না, আবার পোস্ট করারও তো ঝক্কি ঝামেলা রয়েছেই। আর 'ইমগুর' টুরও আমি তেমন বুঝি না। তাই দিতেও সাহস করিনি।
চেষ্টা করছি, আমার তোলা কয়েকটা ছবি এখানে মন্তব্যের ঘরে শেয়ার করতে।
আমার ছেলের বাসায় প্রবেশ পথে প্রস্ফূটিত হলুদ গোলাপ। ছবি তোলার সময় ০৪ এপ্রিল ২০২২, ১১ঃ৩৮।
পরিশ্রান্ত একটি কাঠ ঠোকরা তার কোটর থেকে বের হয়ে এসে খাদ্য অনুসন্ধানরত।
০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৩৮
জুন বলেছেন: ইমগুর আমিও খুব কম ব্যবহার করি খায়রুল আহসান । আমার মনে হয় ছবিগুলো আমার গায়ে এসে পছে। তবে অনেকে খুব সুন্দর করে এডিট করে যা দেখার মতো। আপনার তোলা ফুলের ছবিটি অসাধারণ হয়েছে। কিন্ত কাঠঠোকরা যাকে বলছেন সেই ঝাপসা ছবিতে তাকে আমার ঘুঘু বলে মনে হচ্ছে কিন্তু। একটু ক্লিয়ার ছবি দেন তাহলে বোঝা যাবে উনি আসলে কি! তাছাড়া ক্যামেরায় যাই আসুক আপনার চোখ তো তাকে দেখেছে। অতএব এটা কাঠঠোকরাই হবে ১০০%
সুন্দর ছবিসহ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। আরও ছবি দেখার অপেক্ষায়।
১৯| ১০ ই মে, ২০২২ সকাল ৭:০৮
খায়রুল আহসান বলেছেন: "আরও ছবি দেখার অপেক্ষায়" - আপনার এ পোস্ট পড়ে এবং আপনার কথায় উৎসাহিত হয়ে আমিও গত সন্ধ্যায় একটি ছবি ব্লগ পোস্ট দিয়েছি। সেখানে ফুলের সাথে কাক পক্ষী, গাছ পাথরের ছবিও আছে। আশাকরি, একবার দেখে আসবেন।
১০ ই মে, ২০২২ সকাল ৯:৩১
জুন বলেছেন: আপনার ছবিব্লগে মন্তব্য করে এসেছি এই মাত্রই । পোস্টে আমার নামটি নেয়ার জন্য আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো ভেবেই পাচ্ছি না । অনেক অনেক শুভকামনা রইলো
২০| ১০ ই মে, ২০২২ সকাল ১০:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাঠঠোকরা যুগল ভাললাগলো।
১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
জুন বলেছেন: কাঠঠোকরা যুগলের ছবিটি আমারও খুব প্রিয় মোঃ মাইদুল সরকার । ভালো আছেন আশাকরি । শুভকামনা অনেক অনেক ।
২১| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: ছবি দেখে ভাল লাগল।
১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
জুন বলেছেন: অনেক অনেকদিন পর আপনাকেও আমার ব্লগে দেখে ভালোলাগলো মোস্তফা সোহেল
২২| ১২ ই মে, ২০২২ সকাল ১১:৫৩
রায়হান চৌঃ বলেছেন: আপু
১ নং পয়েনসেটিয়া
২ নং ডায়ান্থাস মনে হচ্ছে... এর আবার নং ডং এর অভাব নেই
৩ নং এই প্রথম দেখেছি... নাম জানা নেই
৪ নং টা সিলভিয়া... শিউর।
আপনি কি এখনো থাইল্যন্ডে ই আছেন ? যদি পারেন একটা জাপনিজ লাল ম্যপল এর চরা জোগাড় করে দিবেন...প্লিজ... অনেক পুরোনো শখ.........
১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪২
জুন বলেছেন: আপনি যখন ফুলের নামগুলো শিউর হয়ে বলছেন তবে এরপর আর কোন কথা থাকতেই পারে না রায়হান চৌঃ
আমি ব্যাংকক যাবো অল্পদিনের মাঝেই। তবে কথা হলো ম্যাপল শীতের বৃক্ষ এবং কানাডার জাতীয় বৃক্ষ । এমনকি তাদের জাতীয় পতাকায়ও ছবি আছে দেখেছেন নিশ্চয় । থাইল্যান্ড এ এই গাছ আছে কি না জানা নেই । আপনি ব্লগার সোহানীকে বলে দেখতে পারেন কারন উনি কানাডা থাকেন
২৩| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৯
খায়রুল আহসান বলেছেন: কথা মত কাঠ ঠোকরার ছবিটা বদলে দিলামঃ
কথা মত কাঠ ঠোকরার ছবিটা বদলে দিলামঃ
১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
জুন বলেছেন: আমি কিন্ত সন্দিহান এখনো এই পাখিটির পরিচয় নীয়ে খায়রুল আহসান । আমার কিন্ত ঘুঘু জাতীয় বলেই মনে হচ্ছে । কারন কাঠঠোকরাকে কখনো মাটিতে বসতে দেখিনি । তারা সব সময় উড়ে এসে কিছু আকড়ে ধরে বসে বা ঝুলে থাকে আবার দেখেন আমার বাসার দুই মেহমানকে
২৪| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর নজরকাড়া ছবি ব্লগ।
১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য মোহাম্মদ গোফরান । শুভকামনা রইলো অনেক অনেক ।
২৫| ১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৩৭
রায়হান চৌঃ বলেছেন: আপু.... জাপানিজ লাল ম্যাপল দিয়ে একটা বনসাই করতে চাই, আমার জানা মতে থাই অনেক বড় ফুলের বাজার, হ্য়তো বা কখনো যদি চোখে পড়ে যায়... তবে কালেক্ট করে নিবেন :..... প্লিজ
১৬ ই মে, ২০২২ বিকাল ৩:৪৬
জুন বলেছেন: জী থাইল্যান্ডে ফুল আর গাছের বিশাল বড় বাজার আছে, বিশেষ করে চাটুচাকে সপ্তাহে দুই দিন অস্থায়ী নার্সারি বসে। সেখানে হেন কোন গাছ, চারা না পাওয়া যায় তবে বেশির ভাগই ট্রপিকাল কান্ট্রির। খুজে দেখবো সামনে গেলে রায়হান চৌ ঃ
২৬| ১৬ ই মে, ২০২২ সকাল ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: "আমি কিন্ত সন্দিহান এখনো এই পাখিটির পরিচয় নিয়ে" - জ্বী, আপনার সন্দেহ সঠিক এবং যুক্তিযুক্ত। ব্লগার নীল বরফ আমারর পোস্টে ছবির লিঙ্ক দিয়ে জানিয়েছেন, এটা অস্ট্রেলিয়ান 'নেটিভ ঘুঘু', কাঠ-ঠোকরা নয়। আমার পোস্টে গিয়ে ওনার দীর্ঘ মন্তব্যটি দেখে আসতে পারেন।
১৬ ই মে, ২০২২ বিকাল ৩:৫২
জুন বলেছেন: খায়রুল আহসান আপনি মনে কষ্ট পাবেন বলে আমরা দৃঢ় ভাবে বলিনি এটা ঘুঘু জাতীয় পাখি। আমি এই ঘুঘু পাখি থাইল্যান্ডে অনেক দেখেছি বড়, ছোট,ছিটছিট নানান কিসিমের। সারাদিন মাটি থেকে কি যেন খুটে খুটে খায়। নীল বরফের মন্তব্যটিও দেখেছি আপনার পোস্টে।
যাকগে ঘুঘু আর কাঠঠোকরায় কি আসে যায়! পাখিতো পাখিই বিধাতার এক অপরূপ সৃষ্টি। আবার আসা ও সবকিছু জানিয়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে
২৭| ১৬ ই মে, ২০২২ বিকাল ৩:৫২
রানার ব্লগ বলেছেন: হাঁস ও ফুলের ছবি দারুন হয়েছে। কাকা আমার পছন্দ না, কাকের সাথে আমার শত্রুতা আছে, আমার মাথা কাকের খুবি প্রীয় জায়গা তার প্রাত্যহিক কাজের জন্য !!!
১৬ ই মে, ২০২২ বিকাল ৪:০২
জুন বলেছেন: ও মাথায় পটি করে বলে কাক পছন্দ করেন্না রানার ব্লগ! আমারতো ওদের দেখতে ভালোই লাগে। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। আমি যখন আপনার বাসায় আপনি তখন আমার
শুভকামনা সবসময়।
২৮| ১৬ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪১
নীল-দর্পণ বলেছেন: শীতের ফুল দেখতে চলে এলাম, ভাবলাম এসব দেখে যদি গরম একটু কমে...
গরম কমুক আর নাই কমুক ছবি গুলো ভালো লেগেছে এটাই কম কিসের।
সব জায়গায় তো কোভিডের সময়কার রেস্ট্রিকশন হাকলা হচ্ছে এর মাঝে কি কোথাও ঘুরতে গিয়েছিলেন বা যাওয়ার প্ল্যান আছে? না মানে আমরা আবার ভ্রমন ব্লগ পেতাম আরকি।
সুস্থ থাকুন, ভালো থাকুন আমরা যাতে আবার বর্ণিল সব ভ্রমন ব্লগ পেতে পারি সেই কামনা করছি।
২০ শে মে, ২০২২ সকাল ১০:৫৭
জুন বলেছেন: নীল দর্পন,
গ্রীষ্মের দাবদাহে করা মন্তব্যর জবাব দিতে দিতে বর্ষাই এসে গেল মনে হয়
ছবিগুলো ভালো লাগার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। এ মাসের শেষে বাইরে যাবো, ভিয়েতনাম যাবার প্ল্যান ছিল, কোভিড শেষে এখন রুশ ইউক্রেন যুদ্ধ সব প্ল্যান প্রোগ্রাম উল্টোপালটা করে দিচ্ছে। হ্যা সুস্থতার জন্য দুয়া এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনিও ভালো থাকুন সবাইকে নিয়ে।
২৯| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৫৭
ফয়সাল রকি বলেছেন: আপনাদের জ্বালায় কেউ আর ডুবে ডুবে জলও খেতে পারবে না দেখছি!
২০ শে মে, ২০২২ সকাল ১০:৫৮
জুন বলেছেন: হা হা হা ভালো বলেছেন ফয়সাল রকি। বহুদিন পর আপনাকে ব্লগে দেখছি। ভালো ছিলেন তো?
৩০| ২৩ শে মে, ২০২২ সকাল ১১:০০
ফয়সাল রকি বলেছেন: ভালো আছি। তবে ব্যস্ততা যাচ্ছে খুব। একটু গল্প দিয়েছি ব্লগে, আমন্ত্রণ রইলো।
২৩ শে মে, ২০২২ রাত ৯:৪৮
জুন বলেছেন: ব্যাস্ততার মাঝেও সময় করে আসবেন রকি। আপনার পরমাণু গল্প পড়ে মন্তব্য করে এসেছি
৩১| ২৩ শে মে, ২০২২ রাত ১১:২৫
মনিরা সুলতানা বলেছেন: বাসি ঈদ শুভেচ্ছা আপু !
২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৫৫
জুন বলেছেন: তোমাকে আগামী ইদুল আজহার শুভেচ্ছা মনিরা
৩২| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
ভার্চুয়াল তাসনিম বলেছেন: জুন মাস আসছে।
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫
জুন বলেছেন: জী সাথে আমার জন্মদিন
৩৩| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৪
হাবিব বলেছেন:
ছবিগুলো মনোরম!
অ.ট: আপা, আমি ভালুকায় থাকি। আপনার ভাইয়ের যে রিসোর্ট আছে সেটা কোন এলাকায়? নাম কি? বেড়াতে যাওয়া যাবে ফ্যামিলি নিয়ে?
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৭
জুন বলেছেন: ্ছবি ভালোলাগার জন্য অশেষ ধন্যবাদ হাবিব স্যার ।
দুঃখিত সেই রিসোর্ট একান্তই পারিবারিক, মনে হয় না আপনি যেতে পারবেন । আমার হলে আমি অবশ্য হ্যা বলতাম । অনেকদিন পর আপনাকে দেখলাম । ভালো আছেন তো ?
৩৪| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৮
ভার্চুয়াল তাসনিম বলেছেন: মনে আছে গো মনে আছে। তাই বলিলাম।
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১১
জুন বলেছেন: আপনি কেডা আছেন বাপু
আমি যে চিন্তে লারছি না
৩৫| ২৬ শে মে, ২০২২ দুপুর ১:৫৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: দেরিতে হলেও মোবারক, ঈদ মোবারক।
সবগুলো ছবিই ব্যাপোক সৌন্দর্যময় আর চমতকার । এ জন্য মুগ্ধতার সাথে সাথে রইলো +++++++
তবে ,ফুলের জন্য ফুলে শুভেচছা নয় । শুভেচছা রইলো পাখি(রাজহাস, কাক, দোয়েল ও কাঠ ঠোকরা) দের জন্য ।
বিশেষ করে কাঠ ঠোকরা - অনেক অনেক দিন পর দেখলাম তাদের।
২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫
জুন বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ যে দেরিতে হলেও এসেছেন বলে ওই যে একটা ইংরেজিতে বলে না বেটার লেট দ্যান নেভার তাই আর কি
কাঠঠোকরা দুটো আমারও খুব প্রিয় বিশেষ করে এই ছবিটা। কি সুন্দর করে বসে আছে
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:২৯
বিজন রয় বলেছেন: প্রথম প্লাস আপা।
ঈদ মোবারক।