নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাচোর ক্যাচোর গরুর গাড়ি, বৌকে নিয়ে যাচ্ছি বাড়ি। বাড়ি আমার অনেকদুর, পদ্মার পাড়ের বিক্রমপুর "
জ্বালানী তেলের দাম আকাশ ছুয়েছে দেশে, তেলে গাড়ি বাস ট্রাক চালাতে মালিকরা গলদঘর্ম। এখন গরুর গাড়ি, ঘোড়ার গাড়িই কি হবে আমাদের ভবিষ্যত যানবাহন! তাই যদি হয় তাহলে এত এত রাস্তা খুড়ে জনজীবন বিপর্যস্ত করে মেট্রোরেল , ফ্লাইওভার, আন্ডারপাস,এয়ারপোর্ট থার্ড টার্মিনাল কার জন্য !! আমরাও কি ধীরে ধীরে শ্রীলংকার দিকে এগিয়ে যাচ্ছি!
আমার ভরসা তুমি, তুমি যে আমার পথ চলার সাথী
এই তো হলো ভালো, এক নৌকায় সবাই মিলে চলো
পথ চলতে ফিরতে আজ তোমাকে চাই, শুধু তোমাকে যে চাই।
তুমিও আজ আছো মোদের সাথে
ব্লগার মিররড্ডলের অনুরোধে একটি ঘোড়ার গাড়ির ছবি । তবে এরও নানা রকম ডিজাইন আছে
মিয়ানমারের মান্দালের বিখ্যাত মিনগুইন স্তুপা দেখতে গিয়ে এই ট্যাক্সির সন্ধান পেয়েছিলাম সেই ২০১৫ সনে
"ওকি গাড়িয়াল ভাই, কত রবো আমি পন্থের পানে চাইয়া " বাজারে বড্ড আক্রা মাছ-তরকারি, ভাই আজ তুমি বড্ড দরকারী
পেয়ারা বোঝাই নৌকা নিয়ে কোথা যাও ভাটিগাংগের মাঝি ?
কাঠের চাকায় না যদি চলে, টায়ার লাগিয়ে নিবো ঠেলে
দূরে যদি যেতে হয়, সবাই মিলে টাকা দিয়ে এমন গাড়িতেই চড়ি না হয়
নাই জ্বলে যদি বাতি, মশাল জালিয়ে আলোকিত হবে নিশ্ছিদ্র মোর রাতি পশুর চর্বি দিয়ে লাঠির মাথায় বানিয়ে নিতে হবে মশাল, তারপর ঝুলিয়ে দিন যেখানে আছে দেয়াল
যদি এই নগরে না হয় আমার ঠাই, তবে বেছে নেবো বেদের জীবন নৌকায় ভেসে যাই
বর্তমান পরিস্থিতিতে বড্ড আতংক আর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে লেখা এই পোস্ট
সমস্ত ছবি নেট থেকে, তথ্য সুত্র দিতে অক্ষম
শিরোনাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সভ্যতার প্রতি
০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৮
জুন বলেছেন: আমি ভাবছি ৮ নম্বর ছবিটির মত একটা যন্ত্র বানিয়ে নিবো রানার ব্লগ । এত বছর তেলযুক্ত গাড়িতে চড়ে চড়ে অভ্যাস খারাপ হয়ে গেছে
প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন ।
২| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো ভেবেছিলাম আপনার তোলা ছবি!!
০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৯
জুন বলেছেন: কি কন জলদস্যু নীচে লেখছিনা সব ছবি নেট
৩| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৩৪
মিরোরডডল বলেছেন:
জুনাপু গরুগুলো কেমন নিরীহ, মায়া লাগে ।
তারচেয়ে সেই আগের যুগের মতো সবাই ঘোড়ায় চলাফেরা করবে ।
আমার খুব শখ একবার ফিনিক্সে চড়ার
০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫১
জুন বলেছেন: মিররডডল আসলে ঘোড়ার কথা মনেই নেই । ঘোড়ার কথা মনে হলেই ইংল্যন্ডের রানী আর টেক্সাসের কাউবয়দের কথা মনে পরে। বাংলাদেশে এসে পরেন হয়তো মনের ইচ্ছে পুরণ হয়েও যেতে পারে
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে
৪| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কি কখনো গরুর গাড়ীতে চড়েছেন? খুব মনে আছে ছোট্টবেলায় গরুর গাড়ীতে চড়ে আমরা নানার বাড়ী যেতাম।
০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৩
জুন বলেছেন: গরুর গাড়ির কথা মনে নেই তবে একবার মানিকগঞ্জের ঝিকড়াতে ঘোড়ার গাড়িতে চড়েছিলাম । সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা আরেকদিন লিখবো সৈয়দ মশিউর রহমান
তবে আবার গরুর গাড়ি, ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি আর নৌকায় যাতায়তের জন্য তৈরী হতে পারেন
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
৫| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অকটেন লিটারে বেড়েছে ৪৬ টাকা যাহা শতকরা হিসেবে ৫১.৬৯ % বেড়েছে, ভাবা যায় কি অবস্থা? মনে হচ্ছে আবার ছোট্টকারে দিনগুলোতে ফিরে যেতে হবে।
০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৯
জুন বলেছেন: আগের গাড়ি গ্যাসে ছিল। গ্যাসের দাম বাড়ায় আর গ্যাসে গাড়ির জীবনকাল কমে যাওয়ায় এবারেরটা তেলেই চলছিল সৈয়দ মশিউর রহমান । সেদিন হঠাৎ করেই রাতের আধারে সমস্ত জ্বালানী তেলসহ অকটেনের দাম বাড়ায় স্তম্ভিত দেশবাসী । এই তেল ডিজেলের গাড়ি কি শুধু ফুটানীর জন্য বা অকারনেই কি চলে! সমস্ত গন পরিবহন, পন্য পরিবহ্ন , বিদ্যুৎ খাত, কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, ছাড়াও তাদের উৎপাদিত পন্য বাজারজাতসহ সবই তো তেলের উপর নির্ভরশীল। বাজারে চাল ডাল থেকে মাছ মাংস তরকারি সবটাতেই এখন আগুন লেগেছে । আজ পেপারে পড়লাম সারা বিশ্বে জ্বালানী তেলের দাম কমেছে । আমাদের কমালেও ৪/৫ টাকা কমাবে যেমন কমায় ভোজ্য তেলে ।
মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
৬| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ আমার মন ভোলায়রে। ++
০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৯
জুন বলেছেন: প্রিয় একটি গানের কলির জন্য আপনাকে অশেষ ধন্যবাদ গোফরান
৭| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৩
জটিল ভাই বলেছেন:
জুন গিয়াছে, জুলাই গিয়াছে, অগাস্ট চলছে ভবে,
ইউ হ্যাভ টু বুঝতে হবে।
০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৪
জুন বলেছেন: আপনার নামের মতই আপনার জটিল মন্তব্য জটিল ভাই
আমি কিছুই বুঝতে পারলাম না কি বলতে চাইলেন
তাও এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
৮| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নৌকাবান্ধব নৌপথ চাই তাহলে আর টেনশন থাকবনা তেল, অকটেন, ডিজেলের দাম বাড়ল না কমল।
০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৭
জুন বলেছেন: নৌকাবান্ধব নৌপথ চাই তাহলে আর টেনশন থাকবনা তেল, অকটেন, ডিজেলের দাম বাড়ল না কমল। একারনেই প্রাচীন কালে নদীর তীরে নগরীগুলো গড়ে উঠতো । ডিজেল অকটেন না থাকুক হু কেয়ারস
অশেষ ধন্যবাদ আপনাকে ।
৯| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৮
জুল ভার্ন বলেছেন: জীবন যখন যেমন... নেই কোনো প্রত্যাশা, নেই কোনো অভিমান.... খরস্রোতা নদীতে জীবন চলে যাক কচুরিপানার মতো ভেসে....
০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৯
জুন বলেছেন: আসলেই বর্তমানে কোন দল বা সরকারের কাছেই আমাদের কোন প্রত্যাশা নেই । সবাই একই গোয়ালের গরু । সীমাহীন দুর্নীতির চাপ আজ জনগনকে সইতে হচ্ছে । মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
১০| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
অনেক গুলো পেয়ারা নিয়ে মশাল হাতে হুহায় ডুকতে চাই।
০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১১
জুন বলেছেন: আপনি আমার এই লেখাটি পড়েন যদি আগে না পড়ে থাকেন শুন্য সারমর্ম দুর্গম গুহায় ১৮ দিন ধরে আটকে থাকা থাই কিশোর ফুটবল টিমের কোচ সহ ১৩ জনের সবাই উদ্ধার…. সাফল্যের সাথে শেষ হলো এক অবিশ্বাস্য অভিযান
১১| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪২
রানার ব্লগ বলেছেন: নাইজেরিয়ায় একধরনের বাহন ব্যাবহার করে মটর ছাড়া গাড়ি জানি না কি প্রযুক্তিতে চলে ওটা ট্রাই করতে পারেন।
০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৫
জুন বলেছেন: ভাই রানার ব্লগ আমিতো শুধু আমার নিজের কথা ভাবছি না । আমি না হয় ঘরেই বসে ব্লগিং করলাম । কিন্ত জ্বালানী তেলের সাথে যে অনেক কিছু জড়িত আর তার জন্য সমাজের একমাত্র ধনীক আর চোর বাটপার সরকারী কর্মচারীরা ছাড়া সবার অবস্থাই ত্রাহি মদুসূদন ।
আপনি পারলে নাইজেরিয়ার ছবিটা দেন আমি জুড়ে দেই আমার পোস্টে
১২| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩১
ইমরোজ৭৫ বলেছেন: তেলের সিন্ডিকেট এর কাছে অহসায় সম্পন্ন পৃথীবি।
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৮
জুন বলেছেন: পেপার পত্রিকায় পড়ি সারা বিশ্বে নাকি জ্বালানি তেলের দাম কমে আসছে। আমাদের দেশেতো অন্য সিস্টেম, বিশ্বে ১ টাকা বাড়লে ১০ টাকা বাড়ায় আর ৯ টাকা কমলে দেশে আট আনা কমায়।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে ইমরোজ ৭৫
১৩| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রত্যেকটা ছবির নীচের লেখাগুলি চমৎকার হয়েছে। আমি আরও যানবাহন যোগ করে দিলাম।
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১১
জুন বলেছেন: ভালোই ছবি দিয়েছেন সাড়ে চুয়াত্তর। তবে এই বুড়ো বেলায় এসব যানবাহনে চড়লে হাড্ডি আর একটাও আস্ত থাকবে না
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
১৪| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন:
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৪
জুন বলেছেন: হা হা হা তবে এগুলো আমাদের মন্ত্রী মিনিস্টারদের জন্য বরাদ্দ রাখুন কারন তারা তো এই দেশের সব, শুধু পায়ে হাটলে তো আমাদের কাতারে চলে আসবে তাই রণপায়ে দাবড়ে বেড়াচ্ছে সারা দেশ।
আরেকবার এসেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১৫| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৭
কামাল৮০ বলেছেন: যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? ফরিদা পারভিন
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৮
জুন বলেছেন: ফিরিয়ে না আনলে বাচবেন কি ভাবে যদি এই লবংগ দেশে থাকেন! আপনাকেতো খেতে হবে, চলতে হবে, উৎপাদিত পন্য বাজারজাত করতে হবে। পন্য পরিবহন ব্যয় বাড়ার জন্য প্রতিটি জিনিসের দাম বিশেষ কিছু ব্যাক্তি ছাড়া আর সবার হাতের নাগালের বাইরে। সুতরাং এইসব অযান্ত্রিক পরিবহনই আমাদের শেষ ভরসা।
শুভেচ্ছা জানবেন কামাল ৮০।
১৬| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৩
মুক্তা নীল বলেছেন:
জুন আপা ,
আমাদের দেশের পরিস্থিতি ভয়ংকর হচ্ছে সবদিক থেকেই । আপনার ছবি ব্লগ যথেষ্ট সুন্দর হয়েছে কিন্তু পেয়ারা দেখে আমার এখনই দেশি পেয়ারা গাছ থেকে পেড়ে খেতে মন চাচ্ছে । আমি দেশি পেয়ারা খেতে ভীষণ ভালোবাসি এবং এখন এটা বাজারে খুবই কম পাওয়া যায়।
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৩
জুন বলেছেন: আমার কোন কিছুই খেতে মন চাইছে না মুক্তানীল। কাল মহরম উপলক্ষে সামান্য একটু খিচুড়ি আর কোরবানির মাংস রান্না করেছিলাম। ড্রাইভার মাঝে মাঝে খায়। তাকেও ডেকেছি খাওয়ার জন্য। আমি পাশ থেকে দেখলাম সে অনেকক্ষণ গভীর দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে আছে।বাসায় পরিবারের কথা হয়তো ভাবছিল। এত খারাপ লাগলো দেখে যে সরে আসলাম।
আমাদেরও তো সাহায্য করার একটা সীমা আছে যা সব সময় অতিক্রম করা যায় না। ভালো থাকুন সব সময়। শুভকামনা সবসময়।
১৭| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৪
ঢুকিচেপা বলেছেন: ছবির কালেকশন সুন্দর হয়েছে।
গরুর গাড়ী বা মহিষের গাড়ীতে অনেক চড়েছি, এমনকি মহিষের গাড়ী ২/১ দিন চালিয়েছি (অল্প সময়)।
রিক্সার যে ছবি দিয়েছেন, পায়ে চলা এই রিক্সা এখন বিলুপ্তির পথে।
আবার প্রায় নৌকাতেই এখন স্যালো ইঞ্জিন লাগানো, বৈঠার দিনও শেষ।
“ সবাই মিলে টাকা দিয়ে এমন গাড়িতেই চড়ি না হয়”
এটার নাম অনেক, ভটভটি, লছিমন এই টাইপ, এগুলোতে চড়ার ইচ্ছা নাই, খুব রিস্কি।
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৭
জুন বলেছেন: ঢুকিচেপা আপনি লিখেছেন রিকশা এখন বিলুপ্তির পথে। চিন্তা করবেন না এভাবে চললে আর কিছু দিন পরে হয়তো এটাই দেশের প্রধান যানবাহন হবে। তবে পন্য বাজারজাত ও পরিবহনে নৌকা ছাড়া গতি নেই। বাজারে ৮০ টাকা কেজির নীচে কোন তরকারি নেই।৫টা কাচামরিচ ২০ টাকা। চাল -ডাল, মাছ মাংসের কথা নাইবা বলি
ছবির কালেকশন সুন্দর বলার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে তবে বড় দুক্ষে এই ছবি দেয়া।
১৮| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৫
অপু তানভীর বলেছেন: আমি তো ভেবেছিলাম ইহা আপনার ছবি ব্লগ । ছবি দেখে গরুর গাড়ির ছবি দেখে আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এটাতে আপনি চড়েছেন কিনা !
যাই গরুর গাড়িতে চড়েছেন নিশ্চয়ই ?
আমার স্কুল সময়ে আমাদের বাড়ির সামনে দিয়ে সব সময় গরুর গাড়ি চলতো । বিশেষ করে ভারি মালামাল বাঁশ পরিবহনে এই গরুর গাড়ি ব্যবহার করা হত । মাঝে মাঝে গাড়ি গরুর গাড়িও যেত । আমরা তখন দল বেঁধে সেই গাড়িতে উঠে পড়তাম কিছু দুর গিয়ে নেমে পড়তাম আবার ।
এখন গরুর গাড়ি আর দেখাই যায় না একদম !
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩০
জুন বলেছেন: এখন গরুর গাড়ি আর দেখাই যায় না একদম !
দেখা যাবে অপু তানভীর বেশিদিন নেই। যদি কৃষক আর নগরবাসী বাচতে চায় তবে গরুর গাড়ি, নৌকা ইত্যাদি তেল ছাড়া যানবাহন চালাতেই হবে দেশে।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।
১৯| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জুন আপা,
মাঝে মাঝে সত্যিই জঙ্গলে চলে যেতে ইচ্ছা হয়।
ছবির কালেকশন সুন্দর।
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৪
জুন বলেছেন: আমি গত দু রাত আকাশে তারা দেখেছি যা ইদানীং বায়ু দূষণে আবৃত ঢাকার আকাশে দুর্লভ স্বপ্নবাজ সৌরভ। কিন্ত জংগলে যাওয়া তো কোন সমাধান নয়। বাড়ির একটা রোজগেরে মানুষ তার কর্মস্থলে যেতে পারছে না। ৪০ টাকা বাস ভাড়া এক ধাক্কায় ৮০। একটা নিম্ন আয়ের মানুষ তো অলরেডি জংগলেই আছে। তাদের আর কোন জংগলে পাঠাবে?
২০| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫১
রানার ব্লগ বলেছেন: তেল ছাড়া গাড়ি
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৬
জুন বলেছেন:
২১| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫২
রানার ব্লগ বলেছেন:
১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:০১
জুন বলেছেন: এই গাড়ির নামটাও মজার রানার ব্লগ ছবিটি দেয়ার জন্য অশেষ ধন্যবাদ আর
অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।
২২| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৪
শেরজা তপন বলেছেন: বেশ ক'দিন আপনার পোষ্ট না দেখে একটু বিচলিত ছিলাম। অবশেষে বড্ড শান্তি পেলাম!
গতকাল মিস করে গিয়েছিলাম এই ছবি ব্লগ!
আপনার পোষ্ট- কি আর বলব।
১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:০৪
জুন বলেছেন: আমার অনুপস্থিতিতে বিচলিত হয়েছেন শুনে খুব ভালো লাগলো শেরজা । এমন আন্তরিক সম্পর্কই বজায় থাকুক আমাদের সবার সাথে এটাই ব্লগে আমার প্রত্যাশা । আপনার অনেকগুলো বাবনিক দেখেছি কিন্ত মন্তব্য করা হয় নি । কারন এত খন্ড এত পর্ব জিনিসটিতে আমি কনফিউজড হয়ে যাই তাই একবারে সময় করে বসবো বলে সিদ্ধান্ত নিয়েছি ।
আরেকটা মিনি পোস্ট দিয়েছি দেখার আমন্ত্রন রইলো ।
২৩| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৯
জ্যাকেল বলেছেন: সুন্দর জীবনের ছবিগুলো ভাল লেগেছে জুন মামনি।
১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:০৫
জুন বলেছেন: ধুর্ত শেয়ালের কাছেও ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো জ্যাকেল
অনেক ধন্যবাদ আপনাকে ।
২৪| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ৮:০৭
মনিরা সুলতানা বলেছেন: একেই বলে সময়ের সাথে তাল মিলিয়ে চলা।
সত্যি একটু চালাক চতুর না হইলে টেকা মুশকিল
১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:০৭
জুন বলেছেন: সত্যি একটু চালাক চতুর না হইলে টেকা মুশকিল আসলেও মনিরা । অকটেনের গাড়ির সাথে সাথে একটা ঠেলাগাড়িও রাখা উচিত ছিল আমাদের
অনেক অনেক শুভকামনা রইলো ।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৬
রানার ব্লগ বলেছেন: আমিতো ভেবেছি একটা বড় নৌকা বানিয়ে চালানো শিখে নেব। তাতে পুর সংসার সাজিয়্র ভেসে বেড়াবো।