![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আজ আমি কোথাও যাবো না।
এই ছায়াতলে কাটিয়ে দেব বেলা,
ঝরা পাতার নীরব মায়ায়।
দূরে বুনো পাখি ডাকে
সূর্য ঝিমোবে ধানক্ষেতের ছায়ায়,
তপ্ত ঘাসের আড়ালে।
শিউলির গন্ধমাখা হাওয়ায়
ডুবে যাবে উদাস আকাশ।
আজ আমি কোথাও যাবো না।
সন্ধ্যা নেমে আসুক সবুজ গায়ে,
দূর মাঠে জোনাক নামুক,
স্মৃতিরা ভিড় করুক নীরব ছায়ায়।
আমি আর কোথাও যাবো না।
এই খানেই দুব্বাঘাস হবো,
শরীর ফুঁড়ে গজাবে নতুন বৃক্ষ
নতুনের শুভ সূচনায়।
তবুও রয়ে যাবে ঘাসের গন্ধ,
চাঁদের নিঃসঙ্গ জ্যোৎস্না,
বাতাসের গুঞ্জন।
আমি আর কোথাও যাবো না,
এই ছায়াতলেই কাটিয়ে দেব
শেষ কটা দিনের খেলা।
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০৮
রানার ব্লগ বলেছেন: অস্ট্রেলিয়ায়
২| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৭
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।
৩| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রকৃতির মাঝে বিলীন হওয়ার আকুতি। ভালো লেগেছে।
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০৭
রানার ব্লগ বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।
৪| ২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
মিরোরডডল বলেছেন:
রানার লেখা কবিতা কিন্তু কোন বানান ভুল নেই, এই বিষয়টা দেখে ভালো লাগলো।
আজ ফিরে না গেলেই কি নয়
সন্ধ্যা নামুক না, জোনাকি জ্বলুক না
নির্জনে বসি আরো কিছুটা সময়
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০৭
রানার ব্লগ বলেছেন: বানান চেকার দিয়ে চেক করে কিছু বানান ঠিক করে তবেই পোস্ট দিলাম। এই জন্যই ভুল পাচ্ছেন না।
৫| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১৪
শায়মা বলেছেন: একদম বুঝেছিলাম এখন আছে এ আই কোনো বানান ভুল নাই ...... যদি সেটা ইউজ করো আর কি .......
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫২
রানার ব্লগ বলেছেন: এর দায়ভার অপুর। সেই শিখিয়েছে বানান ভুল ঠিক কররা পদ্ধতি। তবে এ আই যে বানান ভুল করে না তা ঠিক না। রসউকার আর দির্ঘউকার বানান সে বোঝে না, যুক্ত অক্ষর সে বোঝে না, দুঃখ লিখলে সে দুস্ক লেখে
৬| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫৫
শায়মা বলেছেন: হি হি হি আমিও দুস্ক লিখি!!!!!!!
ইচ্ছা করে লিখি আর এআই গাধা গাধামী করেই লেখে.... হা হা হা হা
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৪
রানার ব্লগ বলেছেন: এ আই সম্ভাবত আপনার খালাতো ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২৭
শায়মা বলেছেন: আহা এমন ছায়াতল পেলে কে আর কোথায় যায়!!!