নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচন্ড জোরে ভুমিকম্প হলো এই মাত্র সময় ৯টা ৩৫ কত মাত্রার , উৎপত্তি কোথায় খবর পাই নি । কেউ জানা থাকলে জানাবেন । সবাই সবার জন্য দোয়া করেন ।
৯ টা বেজে ৪০ এখন সময় = ৫ দশমিক ২ মাত্রার ভুমিকম্পটির উৎপত্তি স্থল কুমিল্লা ।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৪
জুন বলেছেন: টের পেলেন না! বলেন কি! না পেলে তো ভালোই
প্রথম মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ
২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি চট্টগ্রামে বসে টের পেলাম। আমি আর আমার বউ বিছানায় বসে ছিলাম। অন্তত ১৫ সেকেন্ড ধরে খাট নড়ছিল। আমার বউ আবার ভিতু বেশী। সে ভয় পেয়েছিল। আপনি থাইল্যান্ডে বসেও বাংলাদেশের ভুমিকম্প টের পেয়েছেন জেনে খুব ভালো লাগলো।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৮
জুন বলেছেন: আমেরিকার তথ্য কেন্দ্রও টের পেয়েছে আর আমি তো ঘরের পাশে সাড়ে চুয়াত্তর। ভুমিকম্প জানি আর না হয় ভাই। টের পাইছে দেইখা খুশি হইছেন অবাক হইলাম! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন:
আমার এক বন্ধু পাঠিয়েছে এটা।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৯
জুন বলেছেন: আমেরিকার তথ্য কেন্দ্র বলছে ৫.৬ মাত্রা ছিল নাকি। আরেকবার আসার জন্য আন্তরিক ধন্যবাদ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুমিকম্প আরও হোক আপনি আরও ভুমিকম্প নিয়ে পোস্ট দিতে ব্লগে লগিং করবেন এই কামনা রইলো। ব্যস্ততার মাঝেও ভুমিকম্প নিয়ে পোস্ট দেয়ার সময় পেয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৯
জুন বলেছেন: আমি এর আগেও দুবার ভুমিকম্প নিয়ে পোস্ট দিয়েছিলাম কিন্ত আমি তো মনে হয় ভুমিকম্পের ঘোষক হয়ে যাচ্ছি ব্লগে
আবারও ধন্যবাদ আপনাকে।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৮
শাহ আজিজ বলেছেন: আমি কমোডে বসে এঞ্জয় করেছি ।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৯
জুন বলেছেন: হা হা হা
৬| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি মনে হয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই মন্তব্যে উত্তর দিতে দেরী হচ্ছে। আশা করি ধ্বংসস্তূপ থেকে বের হয়ে এসে আগে আমাদের মন্তব্যগুলির উত্তর দিবেন।
আপনার পোস্টে ৩ বার আসলাম এই নিয়ে। আবার আসলে সবাই বলবে যে আড্ডা দিচ্ছি। তাই আর আসা ঠিক হবে না।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২২
জুন বলেছেন: আত্মীয় স্বজনদের খোজ খবর নিলাম তাইতে জবাব দিতে একটু দেরি হলো সাড়ে চুয়াত্তর।
না না না আর কোন আড্ডা নয়। শুধু ব্লগ সংক্রান্ত আলাপ সালাপ
৭| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: গাড়ির মত সিটবেল্ট সিস্টেম থাকা উচিত কমোডে যেন ভুমিকম্প হলে বা কেউ ঘুমিয়ে গেলে পরে যেন না যায়। এই নিয়ে ৪ বার আসলাম আপনার পোস্টে। এটা আবার আড্ডা হিসাবে গণ্য হবে কি বুঝতে পাড়ছি না। আর আসা ঠিক হবে না এই পোস্টে।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২০
জুন বলেছেন:
ভয় পাবেন না সাড়ে , আমার এর আগের ভুমিকম্প পোস্টও শেষ পর্যন্ত একটা প্রবল আড্ডা ( কূটকচালী) পোস্টে পরিনত হয়েছিল কিন্ত। না দেখলে দেখতে পারেন
৮| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: সরি। উপরে ৭ নাম্বার মন্তব্যটা শাহ আজিজ ভাইয়ের ভুমিকম্প সংক্রান্ত পোস্টে করতে চেয়েছিলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভুলের জন্য। তবে আপনাদের দুইজনের পোস্টের বিষয় একই ছিল তাই মন্তব্যটা রাখলেও রাখতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছা।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২১
জুন বলেছেন: রাইখা দিলাম যেহেতু বিষয় বস্ত এক
হিট বাড়লো
৯| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩
নিমো বলেছেন: আমিতো গডজিলা দেখছিলাম। আশ্চর্য্য হলেও সত্যি,সেখানে যখন ভূমিকম্প হচ্ছিল, তখন এখানেও হচ্ছিল, তাই প্রথমে ঠিক বুঝতে পারি নি। পরে টিভিতে দেখে বুঝলাম। আশা করি সকল ব্লগার যার যার স্থানে সুস্থ্য- স্বাভাবিক আছেন।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২২
জুন বলেছেন: আশা করি সকল ব্লগার যার যার স্থানে সুস্থ্য- স্বাভাবিক আছেন।
আমারও একই প্রার্থনা নিমো
১০| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪২
রানার ব্লগ বলেছেন: পাঁচ দশমিক দুি মাত্রার । নরম মাটির দেশ বলে বেঁচে গেলাম। পাথুরে মাটির হলে এতোক্ষনে চারিদিকে কান্নার রোল পরে যেতো ।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩
জুন বলেছেন: ৫ দশমিক দুই না রানার ব্লগ, পরে শুনলাম ৫ দশমিক ৬
১১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫২
বাকপ্রবাস বলেছেন: আল্লাহ যেন জান মালের হেফাজত করেন
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫
জুন বলেছেন: আমাদের দেশের জনগন সব দিক দিয়েই নিষ্পেষিত, ভুমিকম্প দিয়ে জনগন শেষ চাপা না পরে বাকপ্রবাস ।
১২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৩
মনিরা সুলতানা বলেছেন: বেশ ভালোভাবেই টের পেলাম আপু।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬
জুন বলেছেন: সবাই তাই বলছে আপু । তবে অনেকে নাকি বুঝতেই পারেনি বিশেষ করে যারা রাস্তায় ছিল ।
১৩| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১০
শাহ আজিজ বলেছেন: প্রথম আলো বলছে
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবার সকাল সাড়ে ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর–পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। এতে কেউ হতাহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮
জুন বলেছেন: ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। এতে কেউ হতাহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। শাহ আজিজ ভাই একটু আগে অনলাইন পেপারে দেখলাম কুমিল্লার এক শার্ট ফ্যাক্টরীর শ্রমিকরা আতংকিত হয়ে বের হতে গিয়ে অনেকে আহত হয়েছে । তার ভেতর অনেকে সিরিয়াস ।
১৪| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৯
রানার ব্লগ বলেছেন: অনেক দিন পর নোয়াখাইল্লারা দেশ কাঁপাইলো । উহা নোয়াখালীর বেগমগঞ্জে সৃষ্টি হয়েছে ।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০
জুন বলেছেন: অনেক দিন পর নোয়াখাইল্লারা দেশ কাঁপাইলো আপনার সাহস তো কম না রানার ব্লগ
আপনি কি জানেন ( আমি শুঞ্ছি) আমাদের প্রধান মডুর দেশ রয়েল ডিস্টিক্ট
১৫| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩০
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন:
না না না আর কোন আড্ডা নয়। শুধু ব্লগ সংক্রান্ত আলাপ সালাপ
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১
জুন বলেছেন: নো খাজুইরা আলাপ সালাপ
১৬| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪১
আরোগ্য বলেছেন: আপু আমি দিবানিদ্রায় ছিলাম।
মোবাইলে নোটিফিকেশন দেখে জানতে পেরেছি।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩২
জুন বলেছেন: আপনি সৌভাগ্যবান আরোগ্য। আমি পুরোপুরি জেগে ছিলাম
১৭| ০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগে এসে টের পেলাম
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪
জুন বলেছেন: আমি অতদুর থেকে টের পেলাম আর আপনি ঢাকায় বসে
ভালোই টের না পাওয়া সাধু । শুধু শুধু আতংকিত
১৮| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: বোধশক্তিহীন মানুষ বলে হয়তো ভুমিকম্প টের পাইনি।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩
জুন বলেছেন: ঘরে থাকলে হয়তো টের পেতেন রাজীব নুর , যাক যা হয়েছে ভালোই হয়েছে । আতংকিত হতে হয় নি ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
১৯| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: আমি ভাই স্বাভাবাইক মৃত্যু চাই।
সড়ক দূর্ঘটনা, অসুখ বিসুখে ভূগে অথবা ভূমিকম্পে আমি মরতে চাই না। না । না।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৪
জুন বলেছেন: মি ট্যু
২০| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০১
করুণাধারা বলেছেন: আচ্ছা, নিরাপদ দূরত্বে বসে ভূমিকম্পের খবর জানতে কেমন লাগে??
এ জীবন চলে গেল, কতকিছু জানা হলো না।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৫
জুন বলেছেন: এ জীবন চলে গেল, কতকিছু জানা হলো না। আমারও করুনাধারা
২১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১০
শায়মা বলেছেন: ভূমিকম্পের সময় পুরা স্কুলশুদ্ধ যখন মাঠে নেমে গেছে আমি কিছুই বুঝিনি।
জানালা দিয়ে তাকিয়ে দেখি পুরা স্কুল আমাকে ছাড়াই মাঠে জড়ো হয়েছে। কোনো সাইরেন বাজেনি কিছুই না। ব্যপার কি রে??
তখন শুনলাম নাকি ভূমিকম্প হয়েছিলো।কিন্তু আমি আর আমার বাচ্চারা তখন নাচছিলাম।
আমা দেচ্ছান মুরোমুরি গাঙে ছরায় ভরা
আমা দেচ্ছান সাগর মাঞ্ঝোর সাগর আঝায় গরা।
আমা দেচ্ছান হীরে মানেক সনায় রূবোয় ভরা।।
এই গান ও নাচের তালে দুলতে গিয়ে ভূমিকম্পের দুলুনি বুঝিনি কিছূই। হুম আমি একাই বুঝিনি। তবে চিন্তায় পড়েছি আমি এবং পড়েছে আমার দুষ্টু কলিগেরা। তারা ভয় পাচ্ছে আমি নাচলে নাকি আবারও ভূমিকম্প হয় কিনা?
ভূমিকম্পের চাইতেও দুঃখজনক সবাই আমার নাচের দোষ দিত্তে।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭
জুন বলেছেন: ভূমিকম্পের চাইতেও দুঃখজনক সবাই আমার নাচের দোষ দিত্তে।
ঠিকই তো। এই বুড়ি বয়সে নাইচা নাইচা দুনিয়াটা ওলটপালট করতাছো
তাতে একা রামে রক্ষা নাই সুগ্রীব দোসর
মানে স্কুলের পোলাপান সুদ্ধা
২২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: দেখো হাসতে হাসতে মৃত্যুকে বরণ করা বা হাসতে হাসতে খুন করা এই সব প্রবাদ বাক্য কি মিছে???
নাচতে নাচতে মরা আর নাচ যেহেতু আনন্দ হাসি গানের সাথে সম্পর্কযুক্ত কাজেই নাচতে নাচতে মরলে বা মরার সময়ও আনন্দেই থাকলে প্রবাদ বাক্যের যথার্থ প্রতিফলন হয় আর কি???
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪
জুন বলেছেন: তাই বলে নাচতে নাচতে ভুমিকম্প সৃষ্টি করে সারা দেশের মানুষ মরা আর নিজে মরা কি এক
তোমার প্রবাদ বাক্যের প্রতিফলন ঠিক হয় নাই
২৩| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮
শায়মা বলেছেন: তোমার পোস্ট কিন্তু আলোচিত পাতায় গেলো আপু!!!!!!!!!! শিঘ্রী শিরোনাম বদলাও
যেমন
ভুমিকম্প আড্ডা পোস্ট
অথবা
ভূমিকম্পের পরও বেঁচে থাকতে পারার কারণে আনন্দ পোস্ট
অথবা
নিছক ভূমিকম্প ব্লগর ব্লগর পোস্ট নইলে কিন্তু এই পোস্টে আর আসা যাইবেক লাই।
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২
জুন বলেছেন: গতবারের ভুমিকম্প পোস্টটিও কিন্ত অন্যরকম হয়ে গিয়েছিল এই ধরো যেমন একটা ফলের বাগান নিয়ে আলাপ সালাপ
২৪| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭
খায়রুল আহসান বলেছেন: তবে অনেকে নাকি বুঝতেই পারেনি বিশেষ করে যারা রাস্তায় ছিল - রাস্তায় নয়, আমি তো দখিনের ব্যালকনির স্লাইডিং ডোর খোলা রেখে একেবারে ঘরের মাঝখানে ডাইনিং টেবিলে বসে ল্যাপটপে কাজ করছিলাম (বদ অভ্যাস আর কি!), তাও তো কিছুই টের পেলাম না! আজ সকাল ০৯-৪৮ এর সময় হোয়াটসএ্যাপ গ্রুপে এক বন্ধুর স্ট্যাটাস পড়ে ভূমিকম্পের প্রথম খবরটা পাই। পরে ফেসবুকে স্ট্যাটাসের ছড়াছড়ি দেখতে পাই। আর তার পরে ব্লগে দেখতে পাই আপনার এ পোস্টটা সকাল ০৯-৪০ এ। মাত্র দু'মিনিটের ব্যবধানে সব খবরই ভূমিকম্পময়! অন্যান্যবারের চেয়ে এবারে অবশ্য একটা আহাজারি বেশি শোনা যাচ্ছেঃ "আমি কেন আজ ভূমিকম্পটা টেরই পেলাম না?" তাহলে কি টের পাওয়া লোকদের চেয়ে না পাওয়ারাই দলে ভারী? যতদূর জেনেছি, আমাদের মডুও শেষোক্ত দলেই আছেন!
যাহোক, আমি টের না পাওয়াতে একদিক দিয়ে ভালোই হয়েছে। কোন টেনশন ছিল না।
২১ নং মন্তব্যটি পড়ে তবে এবারে বোঝা গেল, বাংলাদেশে কেন এখন এত এত ভূমিকম্প হচ্ছে!
মাত্র আড়াই লাইনের এক পোস্টে এত্তগুলো মন্তব্য পড়ে গেছে ইতোমধ্যে! আড্ডাপোস্টে পরিণত হতে যাচ্ছে নাকি এ পোস্টটাও?
০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:০৭
জুন বলেছেন: কি যে বলেন একদমই টের পান নি! আমি তো পড়লাম এক ছেলে হলের জানালা দিয়ে লাফ দিয়ে পা ভেংগে ফেলেছে! যাক দু:খ করবেন না এইসব দুর্যোগ বিপর্যয় টের না পাওয়াই ভালো খায়রুল আহসান
২১ নম্বর মন্তব্যকারীনির প্রতি আমারও একই অভিযোগ
ভুমিকম্প নিয়ে কয়েক মাস আগে এক শব্দের একটা পোস্ট দিয়েছিলাম আর সেটাও চুড়ান্ত আড্ডা নাকি পি এন পিসি আল্লাহ মালুম।
অনেক অনেক ধন্যবাদ আরেকবার এসেছেন
২৫| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
শায়মা বলেছেন: হা হা শুনো সর্বদিক বিবেচনা করে এই সকল ১/২ লাইনের পোস্ট আলোচিত পাতায় যাইবামাত্র ভূমিকম্পীয় আড্ডা পোস্ট লেখা সমীচিন। আহা ভূমিকম্পীয় ফলের বাগান আড্ডা পোস্টও কম ছিলো না। আপুনি শুধু আড্ডা লিখলেই চলবেনা সাথে আড্ডার প্রকারভেদ যেমন ভূমিকম্পীয় আড্ডা ( কুটনামী/ বদনামী/ হাহা/হিহি/ আবোল তাবোল/আউল ফাউল) পোস্ট সকল ভালোমানুষগন দূরে থাকুন বা ভুল করিয়া ঢুকিয়া পড়িয়া বিরক্ত হইবেন না লিখিয়া দিতে হইবেক। তাতে অবশ্য আমাদের লাভ। ব্লগের বিজ্ঞজনেরা সেই সব আনন্দ পোস্টে ঢুকে আমাদের মত কুটনামী করতে পারবেনা। তাতে আমরা মানুষের ভালো করবো। সেবা করবো।
দেখো সব কিন্তু পোস্ট রিলেটেড- ভূমিকম্প ভূমিকম্প করে লিখেছি।
আর খায়রুলাভাইয়া তুমিও কি আমার কলিগ হলে??? হা হা হা
আরেকটা কথা বলি সে ১০১২ তে মনে হয় অথবা ২০১০/১১ তে একই ঘটনা ঘটেছিলো নাচ শিখাচ্ছিলাম নাচোতো দেখি আমার পুতুল সোনা তারে নানা তা না এইদিকে ভূমিকম্পে সবাই কেঁপে উঠলো আর আমি মনের আনন্দে তারে না না তা না তুন না না না ........
০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:১৫
জুন বলেছেন: ভুমিকম্পের কূটকচালী বা ভুমিকম্প নিয়ে পি এন পি সি যা গতবার আমাদের এক প্রিয় ব্লগার উল্লেখ করেছিল এমন নাম দেয়া যেতে পারে কি বলো
বিজ্ঞজনেরা না ঢুকলে ক্যাচাল হবে কেমনে শায়মা অবশ্য এটা নিয়ে তারা আলাদা পোস্ট দিতে পারে কি কউ!
আমার মনে হয় তোমার প্রতিটি নাচের অনুষ্ঠানের সাথে সাথে বাংলাদেশে একটা ভুমিকম্প হয়, অর্থাৎ তোমার নাচই ভুমিকম্পের প্রধান কারণ। এখন দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগকে বলে প্রথমেই তোমার নাচ বন্ধ করতে হবে
২৬| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ঢাকায় ছিলাম না কয়েকদিন। বিকেলে এসেছি ।
০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:১৬
জুন বলেছেন: আমি তো শুনেছি সারা বাংলাদেশব্যাপী হয়েছে আর টের পেয়েছে। আপনি কই ছিলেন সাধু!!
২৭| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কেয়ামতের আর বেশি দিন বাকি নেই ।লক্ষণ খুবই খারাপ । বারবার ভূমিকম্প হচ্ছে কারণ কি ভেবে দেখতে হবে।
০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:১৭
জুন বলেছেন: বারবার ভুমিকম্পের কারন মাটির নীচের টেকটোনিক প্লেটের নড়াচড়া। কেয়ামতের সাথে সম্পর্ক নেই সাজ্জাদ হোসেন
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
২৮| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার পোস্টটি দেখে ভয়ে ভয়ে আসলাম, কোথাও কোন দুর্ঘটনা ঘটলো কিনা তা জানতে। ১৩ নং পোস্টে ব্লগার শাহ আজীজ ভাই প্রথম আলুর বরাত দিয়ে যা বলেছেন তা শুনে কিছুটা স্বস্তির হলেও ভয় হচ্ছে আগামীর জন্য।
আপনার আন্তরিকতার দেখে আমি ব্লগ কর্তৃপক্ষের নিকট একটি অনুরোধ করছি,
আমাদের ব্লগের অনেকেই আবহাওয়া অধিদপ্তরের সাথে সংযুক্ত আছেন, এমনকি আমাদের ক'জন ব্লগার আবহাওয়া বিশেষজ্ঞও বটে। এদের সাহায্য নিয়ে আমাদের ব্লগ কর্তৃপক্ষ একটা সতর্কতা মূলক ব্যবস্থা নিতে পারেন। প্রথম পাতার কর্ণারের যে জায়গাটায় শোক প্রকাশ করা হয় সেখানে, এরকম ভূমিকম্পের পূর্বেই সকলের সতর্কতার জন্য আবহাওয়া পূর্বাভাস বা কেবল ভূমিকম্পের পূর্বাভাস এড করা যেতে পারে। যেখান থেকে আশা করা যায়, ভূমিকম্পের পূর্বেই সকলে সতর্কতা অবলম্বনের একটা সুযোগ পেয়ে যাবেন।
ধন্যবাদ আপনাকে।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮
জুন বলেছেন: ভুমিকম্পের পুর্ব সতর্কতা দেয়া যায় না বলেই জানি । নইলে কি আর এত এত মানুষ মরে ভুমিকম্পে ! অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে ভালোলাগলো এই দুর্যোগ পোস্টে। ভালো থাকুন আর আর সবার জন্য শুভকামনা থাকলো
২৯| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৬
কাছের-মানুষ বলেছেন: ঢাকায় এই ধরনের ভূমিকম্প ঝুঁকিপূর্ণ কারণ অনেক বিল্ডিং মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে! যাইহোক সাবধানে থাকবেন।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪১
জুন বলেছেন: বিল্ডিং মেয়াদোত্তীর্নই না কাছের মানুষ , বর্তমানে বিল্ডার্সরা পয়সা চুরি করার জন্য যে বিল্ডিং বানাচ্ছে সেগুলো বাজে নির্মান সামগ্রী দিয়ে তৈরীর ফলে পুরনো বিল্ডিং এর চেয়েও এদের অবস্থা নাজুক । উত্তর দিতে দেরী হলো তার জন্য দুঃখিত
৩০| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার আন্তরিকতার দেখে আমি ব্লগ কর্তৃপক্ষের নিকট একটি অনুরোধ করছি,
আমাদের ব্লগের অনেকেই আবহাওয়া অধিদপ্তরের সাথে সংযুক্ত আছেন, এমনকি আমাদের ক'জন ব্লগার আবহাওয়া বিশেষজ্ঞও বটে। এদের সাহায্য নিয়ে আমাদের ব্লগ কর্তৃপক্ষ একটা সতর্কতা মূলক ব্যবস্থা নিতে পারেন। প্রথম পাতার কর্ণারের যে জায়গাটায় শোক প্রকাশ করা হয় সেখানে, এরকম ভূমিকম্পের পূর্বেই সকলের সতর্কতার জন্য আবহাওয়া পূর্বাভাস বা কেবল ভূমিকম্পের পূর্বাভাস এড করা যেতে পারে। যেখান থেকে আশা করা যায়, ভূমিকম্পের পূর্বেই সকলে সতর্কতা অবলম্বনের একটা সুযোগ পেয়ে যাবেন।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৪
জুন বলেছেন: আপনার আন্তরিকতার দেখে আমি ব্লগ কর্তৃপক্ষের নিকট একটি অনুরোধ করছি,
আমাদের ব্লগের অনেকেই আবহাওয়া অধিদপ্তরের সাথে সংযুক্ত আছেন, এমনকি আমাদের ক'জন ব্লগার আবহাওয়া বিশেষজ্ঞও বটে। এদের সাহায্য নিয়ে আমাদের ব্লগ কর্তৃপক্ষ একটা সতর্কতা মূলক ব্যবস্থা নিতে পারেন। প্রথম পাতার কর্ণারের যে জায়গাটায় শোক প্রকাশ করা হয় সেখানে, এরকম ভূমিকম্পের পূর্বেই সকলের সতর্কতার জন্য আবহাওয়া পূর্বাভাস বা কেবল ভূমিকম্পের পূর্বাভাস এড করা যেতে পারে। যেখান থেকে আশা করা যায়, ভূমিকম্পের পূর্বেই সকলে সতর্কতা অবলম্বনের একটা সুযোগ পেয়ে যাবেন।
আশাকরি ব্লগ কতৃপক্ষ আপনার কথা আমলে নিবে । তবে ভুমিকম্পের আগাম পুর্বাভাস শুধু পশু পাখিরাই দিতে পারে বলে জানি , তাও খুব অল্প সময় আগে । আবারও ধন্যবাদ আপনাকে
৩১| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
এই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের পাঠকক্ষের দরজার কাচ ভেঙে যায়
ছবি ও সংবাদ সুত্র : দৈনিক প্রথম আলো
দোয়া করি আল্লা ভুমিকম্পের মত মহা বিপদ হতে সকলকে যেন রক্ষা করেন ।
ভুমিকম্প নিয়ে সকলকে অবহিত করার লক্ষ্যে পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইল
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৫
জুন বলেছেন: কি ভয়ংকর অবস্থা
৩২| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৭
সোহানী বলেছেন: এটা বিছানা নাড়ানোর ভমিকম্প, ভয়ের কিছু নাই বলেই মনে হচ্ছে
০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৬
জুন বলেছেন: শুধু বিছানা নড়ে নাই , মাথাও নড়েছে বলে শুনেছি সোহানী
৩৩| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১
মিরোরডডল বলেছেন:
@ মিরর নীচের ছবির এই চা টা পেলে খেয়ে দেখো। বিখ্যাত থাই ব্রান্ডের চা। তবে চায়ের দোকানে বানানো না, কারণ তারা কেটলিতে জ্বাল দিতে দিতে অবস্থা কাহিল করে ফেলে। নিজে বানানো। হেব্বি কড়ক চা সাথে কিছু একটার ফ্লেভার।
এখানে সুপার মার্কেটে এটা নেই কিন্তু এশিয়ান স্টোরে খুঁজে দেখবো। থ্যাংকস জুনাপু।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এটা বেস্ট ফর দুধ চা।
আর লেবু চায়ের জন্য এটা বেস্ট।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৩
জুন বলেছেন: কোনদিন অস্ট্রেলিয়া গেলে অবশ্য ট্রাই করবো মিরর। আমি যে চায়ের পাগল, কোন বাসা বা রেস্তোরাঁয় খেতে গেলে বলি আগে এক কাপ চা দেন। জিজ্ঞেস করে খাবারের পরে ম্যাডাম? না আমি ভাতের সাথেই খাবো সুতরাং মিররের সাথে কখনো দেখা হলে সে নিশ্চয় আগেই এক কাপ চা বানিয়ে বসে থাকবে তবে সেটা হতে কড়ক চায়ে
অনেক অনেক ধন্যবাদ তোমাকে আবার এসেছো তার জন্য। ভালো থেকো সব সময় সাথে রইলো শুভকামনা।
৩৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৮
প্রামানিক বলেছেন: ভূমিকম্প যখন হয় তখন আমি লাউ গাছের জাংলার নিচে ছিলাম। হঠাৎ লাউগাছের পাতা নড়াচড়া দেখে টের পেয়েছি।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩
খায়রুল আহসান বলেছেন: আল্লাহ মালিক! আল্লাহ ভরসা!
কই, টের পেলাম না তো মোটেই!