নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

আমার সন্তানের সাথে কথা বলতে চাই

২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

আজ দশ দিন আমার ছেলেটার সাথে কোন মাধ্যমেই কথা বলতে পারছি না। নরমাল ফোনে একবার শুধু ওর গলার আওয়াজ শুনলাম "আম্মু আম্মু কেমন আছো"? ভালো আছি, ভালো আছি। কিন্ত আমার এই উত্তর সে শুনতে পারছিল না। আজ খুব আশা করেছিলাম বিকেল তিনটায় অন্তত হোয়াটসঅ্যাপটা ওপেন হবে। কিন্তু না হলো না।

অনেক মানুষের কাছে মহার্ঘ্য যে আমেরিকার গ্রীন কার্ড তাও আমি নিয়ে আসি নি, কারণ তার জন্য ছয় সপ্তাহ থাকার পর শুনলাম আমাকে আরও এক সপ্তাহ আমেরিকায় থাকতে হবে। আমার আত্নীয় বন্ধুদের রাজকীয় সমাদর, আপ্যায়ন আর তাদের অনুরোধ সাথে মান অভিমান সব ঝেড়ে ফেলে দিয়ে আমি চলে এসেছি আমার নিজ মাতৃভূমিতে, আমার সোনার বাংলায়।

কিন্ত গত কয়েকদিন আমি দেখলাম আমার বাংলাদেশ যেন এক নরককুন্ড। আমার সন্তানের বয়সীরাই রাজপথে বন্দুকের মুখোমুখি। অন্ধকার কালো ধোয়ায় আচ্ছন্ন আমার বাসার চারিদিক, সেই সাথে সাজোয়া গাড়ি থেকে নানা রকম আগ্নেয়াস্ত্র প্রচন্ড শব্দে ছেলেপুলেদের দিকে ধেয়ে যাচ্ছে এক নাগাড়ে। আমি শীততাপনিয়ন্ত্রিত ঘরে বসে সেই ছেলে মেয়েগুলোর কথা ভাবি, ভাবি সেই সব ছেলেপুলেদের কথা যারা মাথার উপর গনগনে সুর্যকে নিয়ে ধুলো বালি আর কংকরময় পথে খালি পায়ে দাড়িয়ে নিজেদের অধিকারের জন্য লড়ছে, বুক পেতে দিচ্ছে বন্দুকের মুখে। কি সাহসী বাচ্চাগুলো।

আচ্ছা আমি কি ভাবে আমার ছেলের সাথে একটু কথা বলতে পারি কেউ কি জানাবেন?

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

নতুন বলেছেন: আপু ভিপিএন ব্যবহার করে কথা বলতে পেরেছি শারমিনের সাথে।

ওরা ঢাকাতেই আছে বর্তমানে। আমি আইফোনের জন্য x-vpn ব্যবহার করছি।

ফেসবুক ম্যাসেন্জার আর হোয়াসআপ দুটোই ব্যবহার করে কথা হয়েছে।

২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

জুন বলেছেন: আজকে সংশ্লিষ্ট একজন বললেন আমরা যেন ভিপিএন ব্যাবহার করার চেষ্টা না করি নতুন X(( শুনে আর সাহস করতে পারলাম না।
আগামীকাল আমি ব্যাংকক যাচ্ছি ৩ সপ্তাহের জন্য। দোয়া করেন যেন সহি সালামতে পৌছাতে পারি, তখন যদি কথা হয়। দম বন্ধ হয়ে আসছে। ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য।

২| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ভিপিএন ইউজ করে আমরা হুয়াট'স এপ, ইনস্টা, ফেসবুক সব ইউজ করছি আপু। প্লিজ ডাউনলোড ভিপিএন।

২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

জুন বলেছেন: ধন্যবাদ গোফরান, কাল আমি ব্যংকক যাচ্ছি, সহি সালামতে পৌছালে সেখান থেকেই কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।

৩| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

নতুন বলেছেন: লেখক বলেছেন: আজকে সংশ্লিষ্ট একজন বললেন আমরা যেন ভিপিএন ব্যাবহার করার চেষ্টা না করি নতুন X(( শুনে আর সাহস করতে পারলাম না।
আগামীকাল আমি ব্যাংকক যাচ্ছি ৩ সপ্তাহের জন্য। দোয়া করেন যেন সহি সালামতে পৌছাতে পারি, তখন যদি কথা হয়। দম বন্ধ হয়ে আসছে। ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য।


এটা জনগনকে ভয় দেখাতেই তারা বলছেন। আপনি ভিপিএন ব্যবহার করে দরকার হলে ডিলিট করে ফেলুন।

২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

জুন বলেছেন: আমরা তো সেই জনগনই যারা ভয় পায় কারণ তারা তো সর্বেসর্বা :(

৪| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

নতুন বলেছেন: কেউই দুর থেকে আপনি ফোনে কি ব্যবহার করছেন সেটা ট্রাক করতে পারবেনা।

যদি আপনার ফোন নিয়ে নেয় এবং চেক করে তখন ভিপিএন পাবে,

কিন্তু আপনার সেই ভয় নাই।

https://apps.apple.com/us/app/x-vpn-super-vpn-best-proxy/id1250312807

২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

জুন বলেছেন: আচ্ছা চেষ্টা করে দেখি পারি কি না। নতুন আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৫| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

নাহল তরকারি বলেছেন: একবার বলতে চাইছিলাম “প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।” কিন্তু সমস্যা হচ্ছে, যেটা প্রধানমন্ত্রী বুদ্ধি করে ৫ মিনিটে সমাধান করতে পারতো, সেটা এখন তিনি বেজাল লাগিয়ে দিছে।

২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: সেটাই নাহল তরকারি। উনি পারতেন।

৬| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:



কোটা আন্দোলনকে ক্যাম্পাস থেকে রাস্তায় নেয়া ঠিক ছিলো কিনা? ছাত্রদের থেকে ৩ গুণ বেশী খুন হয়েছে নিরীহ মানুষ।

২৮ শে জুলাই, ২০২৪ রাত ৮:২২

জুন বলেছেন: এই বিষয়ে আপনার বিভিন্ন পোস্ট ও আপনার মন্তব্যগুলো আমার কাছে ভীষণভাবে অগ্রহণযোগ্য হয়েছে। আশাকরি আপনি ভবিষ্যতে মানুষের সেন্টিমেন্ট এর কথা চিন্তা করে আরেকটু ভেবেচিন্তে লেখালেখি করবেন।

২৮ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩০

জুন বলেছেন: অগ্রহণযোগ্য মনে *

৭| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

নিমো বলেছেন: টেলিগ্রাম ব্যবহার করুন। ভিপিএন লাগবে না।

২৮ শে জুলাই, ২০২৪ রাত ৮:২৪

জুন বলেছেন: টেলিগ্রাম কি নিমো এই ফোর জি, ফাইভ জি, ওয়াইফাই আর ব্রডব্যান্ড এর যুগে!!

৮| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

করুণাধারা বলেছেন: আমি ভিপিএন পারিনা।
যে কয়দিন ইন্টারনেট বিহীন ছিলাম, আমার ছেলেমেয়েরা Skype দিয়ে আমাকে ফোন করেছে, যেটা তাদের ইন্টারনেট ইউজ করে কিন্তু আমি ইন্টারনেট বিহীন থাকলেও কথা বলতে পারি। পাঁচ ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হয়েছে, প্রতি মিনিট কথা বলতে তিন সেন্ট লাগে।

যখন ওয়াইফাই ঠিক হলো তখন থেকে facetime আর Viber দিয়ে আমি ফোন করতে পেরেছি, এমনকি ভাইবার দিয়ে ছবি ভিডিও পাঠিয়েছে। হোয়াটসঅ্যাপ দিয়ে ফোন করলে কথা বলা যায় না কিন্তু মেসেজ পাঠানো যায় কোন ছবি পাঠানো যায় না। আজকে মোবাইল ইন্টারনেট চালু হবার পর ভেবেছিলাম হোয়াটসঅ্যাপ কাজ করবে বা মেসেঞ্জার কিন্তু কিছুই কাজ করছে না।
আশা করি ব্যাংকক গিয়ে ছেলের সাথে কথা বলতে পারবেন।

২৮ শে জুলাই, ২০২৪ রাত ৮:২৮

জুন বলেছেন: আমি এক সময় ভিপিএন ব্যাবহার করে সামুতে ঢুকতাম। তারপর সামুর গলা ছেড়ে দেয়ার পর সেটা আন ইন্সটল করে ফেলি। এখন আর পারছি না। এই মাত্র ছেলের সাথে ম্যাসেজ করলাম বললাম ভাইবার ইন্সটল করতে। সে জানালো কানাডায় নাকি গভমেন্ট ভাইবার বন্ধ করে রাখছে। জানি না আল্লাহ মালুম কি অবস্থা। দেখি আগামীকাল গিয়ে। সেইখানে গিয়ে আবার কি শুনবো কে জানে। ভালো থেকো করুনাধারা।

৯| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ৮:০৮

মনিরা সুলতানা বলেছেন: আমিও নেট পেয়ে ফেসটাইমে কথা বলেছি আপু। অনেক শুভ কামনা আপনার ব্যাংকক যাত্রার জন্য।

২৮ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩০

জুন বলেছেন: আমি খুব আশা করেছিলাম আজ তিনটায় অন্তত হোয়াটসঅ্যাপটা চালু হবে মনিরা। তাই আর অন্য কিছু চেষ্টা করি নি। এখন যাওয়ার জন্য জিনিসপত্র গোছাবো নাকি এই সব করবো বুঝতে পারছি না। দোয়া কোরো যেন সহি সালামতে পৌছাতে পারি।

১০| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ৮:১০

নয়া পাঠক বলেছেন: কষ্ট কষ্ট আর কষ্ট! এছাড়া আর কিছুই বলার নেই আমরা যারা দেশে রয়েছি তাদের। আমাদের অবস্থা অনেকটা হাত-পা-চোখ-মুখ বাঁধা এক ছাগলের মত যাদের নিয়ে যেমন খুশি তেমন করে খেলা করা যায়, যারা কোন টু-শব্দটি পর্যন্ত করবে না। কিন্তু আমরা ভুলে যাই ছোট ছোট অন্যাগুলিই একদিন ভয়াবহ রূপে প্রতিষ্ঠা পেয়ে যায়, যদি কেউ তা বন্ধ করতে না পারে।

২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৩

জুন বলেছেন: আপনার প্রতিটি লাইনের সাথে সহমত নয়া পাঠক। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

১১| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ৮:২১

শাওন আহমাদ বলেছেন: কষ্ট কষ্ট আর কষ্ট! এছাড়া আর কিছুই বলার নেই আমরা যারা দেশে রয়েছি তাদের। আমাদের অবস্থা অনেকটা হাত-পা-চোখ-মুখ বাঁধা এক ছাগলের মত যাদের নিয়ে যেমন খুশি তেমন করে খেলা করা যায়, যারা কোন টু-শব্দটি পর্যন্ত করবে না। ২

২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৪

জুন বলেছেন: আপনার সাথেও সহমত শাওন আহমাদ। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

১২| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৭

আরোগ্য বলেছেন: আপু ভরসা রাখুন। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।

উপরে সবাই বিভিন্ন মাধ্যমের কথা উল্লেখ করেছেন, আশা করছি আপনি সফল হবেন।

আপনার নিরাপদ যাত্রা কামনা করি।

২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৯

জুন বলেছেন: আরোগ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি দেশের বাইরে যেতে পারলে আমি ছেলের সাথে যোগাযোগ করতে পারবো। দোয়া করবেন আমার নিরাপদ যাত্রার।

১৩| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:৩১

বিষাদ সময় বলেছেন: আবেদনঃ আমার সন্তানের সাথে কথা বলতে চাই ...
সমাধানঃ ধন্যবাদ গোফরান, কাল আমি ব্যংকক যাচ্ছি, সহি সালামতে পৌছালে সেখান থেকেই কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।

আবেদন এবং সমাধান দুটোই তো আপনার হাতে....

২৯ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

জুন বলেছেন: ১০ দিন কথা হয় নি, আশা ছিল গতকাল নেট পুরোপুরি চালু হবে, হয় নি। আরও এক দিনের অপেক্ষা। ভাবলাম সহজভাবে যোগাযোগের কোন পথ আছে কি? মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

১৪| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪৪

অধীতি বলেছেন: ভিপিএন ছাড়া উপায় নেই। আপনি বরং অন্যকোন উপায়ে আপাতত চেষ্টা করেন। টেলিগ্রাম দেখলাম চালাচ্ছে অনেকেই। কথা বলা যায় কিনা সেটা বলতে পারবো না।

১৫| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কি যে একটা অবস্থা!! ভেবে ছিলাম আরো তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, কিন্তু কই হলো। মনে হচ্ছে আড়ালে আড়ালে পরিস্থিতি বেশ আরো ঘোলাটে হচ্ছে, আমরা আছি অন্ধকারে।

১৬| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মোবাইল ফোনে কল করুন।

১৭| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ফী আমানিল্লাহ। নেট এতটাই স্লো করে দিসে যে, আমি অনেক্ষণ ধরে একটা পোস্ট দেয়ার ট্রাই করছি কিন্তু পারছি। ওরা বুঝতে পারছে বিদ্রোহ অনলাইন থেকেই হবে। তাই নেটের এই বাজে অবস্থা করছে।

১৮| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩১

নিমো বলেছেন: লেখক বলেছেন: টেলিগ্রাম কি নিমো এই ফোর জি, ফাইভ জি, ওয়াইফাই আর ব্রডব্যান্ড এর যুগে!!
view this link

অধীতি বলেছেন: টেলিগ্রাম দেখলাম চালাচ্ছে অনেকেই। কথা বলা যায় কিনা সেটা বলতে পারবো না।
যায়,আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি। আপনি চাইলে সিগনাল, ডিসকর্ড সবই ব্যবহার করতে পারবেন।

১৯| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:৪২

কাছের-মানুষ বলেছেন: ভাল আছেন আশা করি! এই অবস্থায় সবার ভাল থাকাটা জরুরি।

Yolla সফটওয়্যার ব্যবহার করে সরাসরি মোবাইল ফোন ব্যবহার করে ফোন দিতে বলতে পারেন! Yolla সফটওয়্যারে কম খরচে দেশে ফোনে কথা বলা যায়। প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করলেই হবে!

২০| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১২:৫২

ফ্রেটবোর্ড বলেছেন:
আপনার মোবাইলে দেখেন এই Apps আছে কিনা, এটা গুগলের Apps, যদি থাকে তাহলে এটা দিয়ে অডিও/ভিডিও কথা বলতে পারবেন। আর মোবাইলে এসএমএস দিয়ে ছেলের কাছে আছে কিনা জেনে নিন।

২১| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অস্থির সময় পার করে যাচ্ছি। যদিও ফ্যামিলির সাথে কথা বলার সুযোগটা পেয়েছি। তারপরেও অনেকের সাথে কথা হয়ে ওঠেনি যারা কাছের জন। আপনার বিদেশ যাত্র শুভ হউক। আপনি নিশ্চয় একটা মাধ্যমে যোগ-যোগ করতে পারবেন।

২২| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু যোগাযোগ কী হয়েছে। ছেলে ইংশাআল্লহ ভালো আছে

২৩| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৩

প্রহররাজা বলেছেন: কোটা আন্দোলনের ফসল।

২৪| ২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আজকের সময়ে "দেশপ্রেম সবচেয়ে ব্যয়বহুল বিলাসিতা"।

আপনার যাত্রা শুভহোক, খুবশীঘ্রই কথা হোক প্রিয় আপনজনের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।

২৫| ২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাত্রা শুভ হোক। ছেলে সাথে দ্রুত দেখা বা যোগাযোগ হোক। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.