নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

কিছুই ভাল্লাগে না

২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:২৬

ঘর সংসার, দেশ-বিদেশ, রাজনীতি- অর্থনীতি, মানুষ জন মানে এই দুনিয়াদারির আর কিছুই ভালো লাগে না। মনে হয় কক্সবাজার বীচের এই ছেলেটার মত ঘোড়া ছুটিয়ে কোন একদিকে চইলা যাই, কিছুই ভালো লাগছে না, :(
আমার মোবাইলে তোলা।
মনটাকে এই রকম পাত্থরের মত করতে চাই :( (নেট থেকে নেয়া)

ছেলে একটা বিদেশে, ফেরার নাম গন্ধ নাই, কর্তামশাই অসুস্থ, তারে নিয়া ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, কি একটা অবস্থা। দুপুরে খাবার পর ডাইনিং রুম থেকে বেডরুমের দিকে যেতে যেতে গলা চড়িয়ে (জানি শুনতে পায়) বললাম "শোন আমি দুদন্ড বিশ্রাম চাই, আমারে কেউ ডাকবা না, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও না, কেয়ামত হলেও না, পুলসিরাত পার হতে গিয়ে ঝুলে থাকলে না " মনটাকে পাথরের মত করে এই ঘোষণা দিয়ে ঘরে ঢুকতেই দেখি উনাদের গলার আওয়াজ।
কেউ কেউ আবার পর্দার ফাক দিয়ে উঁকিঝুঁকিও মারছে। তাদের ভাব হোলো 'দুটো বাজে, তোমার দেখছি কোন খোজ খবর নেই! ব্যাপার কি!
খাবার দাবারের কোন খোজ খবর নাই দেখি X((
(আমার মোবাইলে গাং শালিক)

বেচারাদের মুখ দেখে আমার পৃথিবী ধংসের প্রতিজ্ঞা ভুলে গেলাম। ভুলে গেলাম সব দুক্ষ বেদনা। আবার ফিরে গিয়ে বাটিতে ভাত মাখিয়ে নিয়ে আসতে হোলো। কি আর করা :) পাখিগুলো যত না খাচ্ছে তার চেয়ে বেশি ক্যাচর ক্যাচর করছে। তাও বিরক্ত হচ্ছি না। কি আজব ব্যাপার B:-/
লেজহীন বুলবুলির ছবি আমার মোবাইলে তোলা।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: কিছুই ভাল্লাগে না
কি এক্টা অবস্থা

২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০০

জুন বলেছেন: হে হে হে কিছুই ভাল্লাগে না =p~
আমার ব্লগে স্বাগতম আফলাতুন :)

২| ২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: পুনশ্চঃ বুলবুলিটারে ভাত দিয়েন না, সম্ভব হলে গম বা ভুট্টা দিয়েন। ব্লাড সুগার বাইড়া যাইবো তো। |-)

২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৮

জুন বলেছেন: ব্লাড সুগার বাড়লে লেজ পরে যায় নাকি :-* জানতাম না তো! বাঘের ডায়বেটিস হলে তাহলে খবর আছে দেখছি B-)
পুনশ আসার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: চাইলেই সব পারা জায় না আর জায় না বলেই আবার সেই একই কাজ, একই ঘটনা ঘটতে থাকে জীবন ভর।

২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০০

জুন বলেছেন: ঠিকই বলেছেন মাইদুল সরকার। একে বলে যাতাকল অথবা ঘানি। ঘুরছি তো ঘুরছিই :(
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। পুরনো সবাইকে দেখলে খুব ভালো লাগে। নীচে ছবিও এসেছে।

৪| ২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগে না তো আমারও। দেশের পরিস্থিতিও সুবিধাজনক না।

চলেন বইন একসাথে পালাই। দুইডা ঘোড়ায় উইট্টা যেবায় মন্চায় ইবায় যাইমুগা

২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৩

জুন বলেছেন: ঘোড়ায় কইরা কোথায় পালাইবেন কন ছবি? সারা পিত্থিমীতে কি এমুন জায়গা আছে পালানোর মত :-*
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

৫| ২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০০

জ্যাক স্মিথ বলেছেন: কোন কিছু ভালো না লাগলে কিছুদিন বাপের বাড়ি বেড়িয়ে আসতে পারেন দেখবেন মন অটোমেটিক ভালো হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.