নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয়!\nদৃশ্যগুলো শব্দময়,শূন্যতার ভীরে হারিয়েছে স্তব্ধ সময়।

জুনেদ আহমদ ৩

মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!

জুনেদ আহমদ ৩ › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন,কোরবানি দেয়ার নিয়ম,,

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯



হযরত বারাআ (রা) হতে বর্নিত। তিনি বলেন, একদা রাসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ঈদুল আযহার দিন বাকী নামক কবরস্থানে যাত্রা করেন। তারপর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দু’রাকাত নামায আদায় করেন তারপর আমাদের দিকে ফিরে বললেন, আজকের দিনের প্রথম ইবাদত হলো সালাত কায়েম করা। তারপর আমাদের দিকে ফিরে বললেন, আজকের দিনের প্রথম ইবাদত হলো সালাত কায়েম করা । তারপর বাড়ি ফিরে কোরবানি করা।যে লোকটি এবাবে করবে সে আমাদের রীতিনীতি অনুসরন করবে।

আর যে লোকটি নামাযের আগে পশু জবেহ করবে তা হবে একটি অনর্থক কাজ যা সে নিজের পরিবারের জন্য মাংস খাওয়ার জন্যে তাড়াতাড়ি করেছে। এর সাথে কোরবানির কোন সম্পর্ক নেই । তখন একজন লোক দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, হে রাসূল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমি নামাজের আগেই পশু জবেহ করে ফেলেছি এখন আমার কাছে এমন একটি

মেষ শাবক আছে যা পূর্ণ বয়স্ক মেষের চেয়ে উত্তম । তিনি বললেন, এটা জবেহ কর। তবে তোমার পরে আর কারও জন্যে তা যথেষ্ট হবে না ।

ছহীহ বোখারী শরীফ- ৪৮১হাদীস।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

মুফতি উবায়দুল্লাহ বলেছেন: আজকের নায়ক ভাইজান.
জানিনা আপনি কোন ধর্মের.!!
আপনি কোনটাকে পশু হত্যা বলছেন.??
যদি পশু হত্যা বলেন, তাহলে আমি বলবো মুসলিমদের ইতিহাস খুজেন, তাহলে বুঝতে পারবেন, এটা পশু হত্যা কি না.?।।।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৪

জুনেদ আহমদ ৩ বলেছেন: সভ্যতার যুগে নায়ক ভাইজনের মতো দু একজন অসভ্য লোকের জন্ম হয়।যারা ধর্মীয় উৎসব নিয়ে নোংরামি করে।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

তানভীরএফওয়ান বলেছেন: আজকের নায়ক love chicken burger,chicken shwarma, chicken pizza etc

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫২

হাকিম৩ বলেছেন: নায়ক ভায়ার মাথা খারাপ হইয়া গেছে তার গালফ্রেন্ড লাগব

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

জুনেদ আহমদ ৩ বলেছেন: হাকিম সাহেব ঠিক বলেছেন,যদি পারেন নায়ক ভাইজানের জন্য একটি গালফ্রেন্ড কিনে দিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.