![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!
জামায়াত-শিবির বাংলাদেশের স্বাধীন সার্বভৌম ভূ-খন্ডের চরম শত্রু। দীর্ঘ আপেক্ষার পর আজ যখন সকল যুদ্ধপরাধীর বিচার কাজ সম্পূর্ণ করা হচ্ছে।তখন জামায়াত-শিবিরের অর্থের থলি ঝুলিয়ে যাচ্ছে।
জামায়াত-শিবির সহজে চায় না হার মানতে, মাথা নথ করতে।প্রয়োজনে ভিক্ষার থলি হাতে নিয়ে পথে পথে ঘুরবে, তবুও স্বাধীনতার কাছে মাথা নথ করবে না।
জামায়াত-শিবির দীর্ঘ কয়েক বছর থেকে,কুরবানির গরুর চামড়া সংগ্রহের জন্য পাড়া-মহল্লায় ভিক্ষুকের মতো ছুটে বেড়ায়।
ইসলামের বিধান অনুযায়ী কুরবানির গরুর চামড়ার অর্থ একমাত্র অসহায়-দারিদ্র্য লোকের প্রাপ্য।কিন্তু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে,জামায়াত-শিবির নামক কথিত রাজাকার/আলবদর বাহিনী গরিবের অধিকারের উপর হাত বাড়িয়ে, দারিদ্র্যকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করছে।
জামায়াত-শিবির কথিত রাজাকার গরুর চামড়া বিক্রি করে মধুবন,বনফুলের মতো নামীদামী রেস্টুরেন্টে গিয়ে দই,চিকেন ফ্রাই,ফাস্ট ফুড খাচ্ছে। হাসি-তামশা করছে।
জামায়াত-শিবির শুধু বাঙালির চরম শত্রু নয়।ওরা ইসলাম ও মানবতার চরম শত্রু। সবাইকে হাতে হাত রেখে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গর্জে উঠতে হবে।ওদের কে বাংলার মাটি থেকে চিরদিনের জন্য নির্মূল করতে হবে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০
জুনেদ আহমদ ৩ বলেছেন: আপনি কী রাজাকারের দালাল?
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
নীলাকাশ ২০১৬ বলেছেন: "জামায়াত-শিবির শুধু বাঙালির চরম শত্রু নয়।ওরা ইসলাম ও মানবতার চরম শত্রু।"
জামায়াত শিবির বাঙালির কি ক্ষতি করেছে?
ইসলাম সম্পর্কে আপনার বিদ্যার দৌড় কতদূর? কিভাবে তারা ইসলামের শত্রু হল?
মানবতাবিরোধী কোন কাজ আপনার চোখে পড়েছে?