নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয়!\nদৃশ্যগুলো শব্দময়,শূন্যতার ভীরে হারিয়েছে স্তব্ধ সময়।

জুনেদ আহমদ ৩

মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!

জুনেদ আহমদ ৩ › বিস্তারিত পোস্টঃ

কাবা শরীফের ছবি এডিট করে শিব মূর্তির ছবি মাদ্রাসার গেটে

০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫



এবার পবিত্র কাবা শরীফের ছবিতে এডিট করে শিব মূর্তির ছবি বসিয়ে সরাসরি মাদ্রাসার গেটে লাগিয়ে দিয়ে গেলো কে বা কাহারা ।

আজ আবারও শেষ রাতে বি-বাড়িয়ার জামিয়া সিরাজীয়া দারুলউলুম ভাদুঘর মাদরাসার দুটি গেইটে কে বা কাহারা বাহির থেকে তালা লাগিয়ে দেয় । শুধু তাই নয় ! পবিত্র #কাবাঘরের ছবির উপর #মূর্তির ছবি বসিয়ে মাদ্রাসার গেটের সামনে তোড়নে লাগিয়ে দিয়ে যায় (নাউজুবিল্লাহ) ।

তাহাজ্জুদ পড়তে উঠে গেইট তালাবন্ধ দেখে ছোট্ট ছাত্ররা হাউমাউ করে কেঁদে উঠে। কিছুক্ষণ পর মুসল্লীগণ জমায়েত হতে থাকেন এবং উত্তেজনাবৃদ্ধি পেতে থাকে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফজর নামাজের পর আল্লামা মুনিরুজ্জামান সিরাজী মুসল্লিদেরকে শান্ত হবার অনুরোধ করেন এবং প্রশাসনকে অবগত করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় আসলে হচ্ছেটা কি ?
কারা এই সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করতে চাচ্ছে ?
কেনই বা বারবার পবিত্র কাবা শরীফের ছবিতে এডিট করে শিব মূর্তির ছবি বসানো হচ্ছে ? ফেসবুকের পোস্ট নিয়ে হামলা মামলার পরও এরা থামছেনা কাদের শক্তির উপর ভর করে ?

ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা তো খুব বেশী কিছু চায়নি !
দোষী ব্যাক্তিকে গ্রেপ্তার করে শাস্তির ব্যাবস্থার দাবী জানিয়েছিল, কিন্তু প্রশাসন তা না করে উল্টো গ্রেপ্তার করেছিলো ৬ জন মুসলমানকে । হিন্দুদের বাড়িতে ও মন্দিরে ভাঙ্গচুরে বাধার দেয়াল হয়েও দাঁড়িয়েছিলো মুসলমান তরুনরা । হিন্দুদেরকে হামলা থেকে রক্ষা করতে এলাকার মুসলিম যুবকরা মারও পর্যন্ত খেলো , তারপর ও কেন আবার নতুন করে এসব হচ্ছে ?

প্রশাসন কেন চুপ ?
নাসিরনগরের সাবেক ওসি আব্দুল কাদেরকে প্রত্যাহার করে নতুন হিন্দু ওসি নিয়োগ দেওয়ার কারন কি ? কাদের স্বার্থে প্রশাসন নীরব থেকে বদলা বদলির নাটক খেলছে ?
খবরদার !! যে বা যাহারাই এসব করছেন না কেন, এসব বন্ধ করুন ।
যদি তৃতীয় পক্ষ কেউ করে থাকেন তবে তাদের বলছি শেষ পর্যন্ত হিন্দু ও মুসলমানের যৌথ মার খেয়ে মরতে হবে।
আর যদি হিন্দুরা করে থাকেন তবে তাদেরকেও বলছি, এ দেশের ৯৫% মুসলমানকে রাগাবেন না, এরা খুব শান্তভাবে গভীর ঘুমে আচ্ছন্ন আছে, দয়া করে এদেরকে জাগাবেন না, এদের রক্ত গরম করে দিবেন না, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া তো দুরের কথা পালানোর জায়গাও খুজে পাবেন না ।
মুসলমানের ইতিহাস ঘেঁটে তারপর মুসলমানদের সাথে খেলতে আসুন ।

বিঃ দ্রঃ - মূর্তি বসানো ছবিটি পেইন্ট করে দেওয়া হল যাতে কিছুটা হলেও সবাই বুঝতে পারে , এই ধরনের ছবি প্রচার ঠিক নয় ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

বিলুনী বলেছেন: লিখাটির সুত্র ধরে খুঁজে খুঁজে যদি বুদ্ধি করে উৎসমুলে যেতে পারে গোয়েন্দাবাহিনী তাহলে ধরতে পারবে এর পিছনে কাদের হাত ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজব দেশ। এত অপরাধীকে ধরতে পারে পুলিশ, আর এটা ধরতে পারছে না?

৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩০

আহা রুবন বলেছেন: কোনও গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

প্রত্যয় প্রকাশ বলেছেন: বি-বাড়িয়া এটা কোন ধরনের নাম????

৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

প্রত্যয় প্রকাশ বলেছেন: বি-বাড়িয়া এটা কোন ধরনের নাম????

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:১৬

নতুন বলেছেন: তাহাজ্জুদ পড়তে উঠে গেইট তালাবন্ধ দেখে ছোট্ট ছাত্ররা হাউমাউ করে কেঁদে উঠে।

কয়জন ছাত্র হাউমাউ করে কেদে উঠেছিলো? ( এইটা মিথ্যা হবার সম্ভবনা ৯৯%)

আর কে বা কারা একটা ছবি এডিট করে দিলে মহাভারত অসুদ্ধ হয়ে যায়? ধম` কি এতোই ঠুনকো?

এই সব অতিরন্জিত কাহিনি আর অতি ধামিক` পাবলিকের জন্যই ধমের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাচ্ছে দিন দিন।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:২১

ছণ্ণ্ ছাড়া বলেছেন: প্রত্যয় প্রকাশ বলেছেন: বি-বাড়িয়া এটা কোন ধরনের নাম????

আসলে বি-বাড়িয়া নামটি সঠিক ননয়। প্রকৃত নাম ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়া


জুনেদ আহমদ ৩ , আপপনাককে বলছি, "নাসিরনগরের সাবেক ওসি আব্দুল কাদেরকে প্রত্যাহার করে নতুন হিন্দু ওসি নিয়োগ"-এই তথ্য আপনি কোথায় পেয়েছেন। প্রকৃত নিউজ দেখুন নিচের লিংকে ক্লিক করে।

ভাদুঘর মাদরাসায় দুর্বৃত্তদের তালা

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: -
বি-বাড়িয়া এটা কোন ধরনের নাম???

আমার মনে হয় লেখক সাম্প্রাদায়িক সম্প্রতি রক্ষা করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.